আমি মনে করি ফরেক্স নতুনদের জন্য লং টাইম , একফানে অনেক শেখার আছে , ভাল ভাবে না শিখলে এখান থেকে ভাল আই করতে পারবে না।
Printable View
আমি মনে করি ফরেক্স নতুনদের জন্য লং টাইম , একফানে অনেক শেখার আছে , ভাল ভাবে না শিখলে এখান থেকে ভাল আই করতে পারবে না।
ফরেক্স ট্রেডিং এ আমার অভিজ্ঞতা থেকে আমি মনে করি নতুন ট্রেডার দের জন্য শর্ট টাইম ট্রেডিং উত্তম। কারন লং টাইম ট্রেড এর ক্ষেত্রে অনেক অভিজ্ঞতার প্রয়োজন নতনরা এই একটি ক্ষেত্রে পুরাতন ট্রেডারদের চেয়ে পিছিয়ে আছে।
আমার মতে নতুনদের লং টাইম ট্রেড করা উচিত.তবে. এটা নির্ভর করে তার উপর ,তার সময় এর উপর.সে যদি মনে করে তার বেশি সময় দেওয়া উচিত তাহলে সে বেশি সময় দিবে .আর সে যদি সময় বেশি না দিতে পারে তাহলে তার শেখার গতি কমে যাবে . প্রচুর সময় ব্যয় করলে তার শেখা তারাতারি হবে.রুটিন অনুসারে কাজ করলে আর ভাল হয়.
সব সময় ই লং টাইম ট্রেড ভাল এবং কম ঝুকি এবং কম ব্যয়ের তাই লং টাইম ট্রেড ভাল তবে নতুন ট্রেডার কোথা হতে এরুপ ট্রেড ধরতে হবে তা বোঝে না তাই তাদের জন্য সট টাইম বা স্কেলফিং ভাল বলেই আমি মনে করি।
আমি মনেকরি এটা সম্পূর্ন নিজের দক্ষতার উপর নির্ভরশীল। এখানে নতুন বা পুরাতন বলে কোন কথা নাই। তাই আগে আপনার নিজের ট্রেডিং কৌশল গুলো বিভিন্ন টাইম ফ্রেমের উপর প্রয়োগ করে দেখতে হবে কোনটাতে সফলতা অর্জন করা যায়। তাহলে নিজেই বুঝতে পারবেন কোন ফ্রেমে ভালো করছেন আর কোনটাতে মন্দ। সেই অনুযায়ী ট্রেড করুন বিজয় নিশ্চিত।
নুতন্দের জন্য শর্ট টাইম নাকি লঙ টাইম বিষয়টা আপেক্ষিক। এটা নির্ভর করবে প্রয়োগের উপর। যে টাইম ফ্রেমেই আপনি কাজ করেন্না কেন আপনার ভালো লাগাতাই মুখ্য। শট টাইম বা লং টাইম যেখানে আপনি শাসছন্দ বোধ করবেন, সেটাই আপনার জন্য ভালো। ট্রেড করার জন্য প্রয়গ এবং সফলতা অর্জনটাই আসল। কাজ শিখতে হবে এবং এগিয়ে যেতে হবে।
নতুনদের জন্য সট টাইম ট্রেড করা ভাল। সট টাইম ট্রেড করার মাধ্যমে ট্রেড সম্পর্কে ধারণা পাওয়া যায। আর সট টাইম কম মূলধন নিয়ে ট্রেড করা হলে লস হবার ঝুকির কম থাকে। লগ টাইম ট্রেড করতে হলে অনেক জানা অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। তা না হলে লস হতে পারে । ফরেক্স সম্পর্কে আগ্রহ হারিয়ে যেতে পারে।
আমার জানা মতে যারা এই ফরেক্স মার্কেটে নতুন তারা short টাইম ট্রেড করা ভাল হবে।
কারন long time trade করলে তারা লাভ করতে পারবে না।
তাই আমি বলব যারা নতুন তারা short টাইম ট্রেড করা ভাল হবে।
নতুনরা যারা স্বল্প বিনিয়োগ করে এই বাজারে প্রবেশ করেছেন তাদের উচিত হবে শর্ট টাইম ট্রেডিং বেছে নেওয়া। কারণ লং টাইম ট্রেডিং এর জন্য বড় পরিমাণ বিনিয়োগ করতে হয় এবং বড় পরিমাণ বিনিয়োগ করে ট্রেডিং করা একটু কঠিন।
নতুনদের জন্য লং টাইম ট্রেড করা ভালো।নতুন রা ফরেক্স বিষয়ে মোটামুটি কিছু জানে।মার্কেটের প্রাইস অ্যাকশন সম্পর্কে তাদের ধারনা খুবই নগন্য।তারা যদি সর্ট টাইম ট্রেড তথা স্কালপিং করতে যায় তবে পদে পদে বিব্রত এবং নাকাল হবে।মার্কেট তাদের সাথে খেলায় মত্ত হবে।তার চাইতে নতুনদের জন্য ভালো হয় লং টার্ম ট্রেড করে মার্কেটে নিজের ধৈর্য্য প্রমান করার।এভাবে দিনেদিনে প্রাইস অ্যাকশন সম্পর্কে ভালো ধারনা তৈরি হলে পরে ইচ্ছামত ট্রেড করতে পারে।
নতুন রা ফরেক্সে এসে অনেক ভুল করে বসে থাকে । তাই তারা অনেক লসও খায়। লস খেয়ে হতাশ হয়ে ফরেক্স ছেড়ে দেয়। এর অন্যতম কারন অভিজ্ঞতা না থাকা। টাইম ফ্রেমের সঠিক ব্যবহার না করা। আমার মতে নতুনদের একেবারে শর্ট টাইম ফ্রেম ব্যবহার করাও উচিত নয়। তাদের উচিত ৩০মিনিট, ১ঘন্টা, এবং ৪ ঘন্টার টাইম ফ্রেম ভালোভাবে এনালাইসিস করে ব্যবহার করা।
নতুনদের জন্য সট টাইম ভাল আমি মনে করি ।সট টাইমে মার্কেট সম্পর্কে ভাল বুঝা যাই। যদিও লং টাইম মার্কেটে সময় বেশি পাওয়া জাই। তবুও নতুনদের উচিৎ হবে সট টাইম বুঝা। লং টাইম মার্কেটে অনেক সময় ধরে বসে থাকা লাগে। যা নতুন দের জন্য অধরজর ব্যাপার ।
আমি মনে করি নতুনদের জন্য লং ট্রেড করলে অনেক ভাল হবে তাতে ট্রেড সম্পর্কে খুব ভাল ভাবে অভিজ্ঞতা অর্জন করা যায় যদি ইস্কাল্পিন করে তাহলে প্রফিট খুব সহজে করা শম্ভাব হয় কিন্তু লং ট্রেড করা খুবিই কঠিন আর আমার মনে হয় আগে কঠিন দিয়ে শুরু করলে তাতে সহজটা এমনিতেই খুব সহজেই করা যাবে এজন্য নতুন ট্রেডরদের বড় টাইম ফ্রেম ব্যাবহার করা উচিত বলে মনে হয়।
আমি মনে করি নতুন্দের জন্য সর্ট টাইম ফ্রেম ভালো লং টাইম ফ্রেম নিয়ে ট্রেড করতে গেলে অনেক অভিজ্ঞতার দরকার আছে এবং পাশাপাশি অনেক ডিপোজিট থাকা লাগে।তাই নতুন অবস্তায় ছট টাইম ফ্রেম নিয়ে ছট ছট করে ট্রেড করলে ভালো প্রফিট করা সম্ভব হতে পারে।আর পরবর্তী আস্তে আস্তে লং টাইম ফ্রেম নিয়ে ট্রেড করা জেতে পারে।
আমার মতে নতুন ট্রেডার দের জন্য লং টাইম ট্রেড করা ভাল। নতুন বেশির ভাগ ট্রেডার স্টপ লস ব্যবহার করে না আবার ব্যবহার করলেউ স্টপ লস ঠিকমত বসাতে পারে না যার কারনে ফরেক্স এ লস হয়। কিন্তু লট সাইজ কমিয়ে লং টার্ম ট্রেড করলে স্টপ লস না দিলেউ ভাল পজিশন দেখে দেখে ট্রেড নিলে লাভ করা সম্ভব।
ভাই আমার মতে নতুন বা পুরাতন ট্রেডার ভেদে লং টাইম বা সট টাইম ট্রেড করার ব্যাপারে কোন পার্থক্য নেই যে কোন ট্রেডারই লং বা সট ট্রেড করতে পারে কারন আমি মুলত লং ট্রেডও করি আবার স্কেলপিংও করি এটা নির্ভর করে মার্কেটের অবস্থার উপরে তবে যদি এই অবস্থায় সে সট ট্রেড করে তো বেশি ভাল হয় কারন স্কেলপিং করতে কম এনালাইজ করার লাগে। ধন্যবাদ।
ফরেক্স মার্কেটে বিভিন্ন টাইম ফ্রেম আছে তার মধ্যে একজন এক রকম করে ট্রেড করতে ভালো বাসে তবে ফরেক্স মার্কেটে সর্ট টাইম এবং লং টাইম ট্রেড আছে তার মধ্যে নতুন্দের জন্য সর্ট টাইম ট্রেড করাটা ভালো কারন মার্কেট সভ সময় বিভিন্ন দেকে মুভ করে তাই নতুন অবস্থায় অনেক কিছু জানা জায় না তাই তাদের সর্ট টাইম ট্রেড করে ভের হয় আসা অনেক ভালো ।
নতুনদের জন্য শর্ট টাইম ট্রেড করা ভাল লং ট্রেড করার জন্য একজন ফরেক্স ট্রেডারের ভাল দক্ষতার প্রোয়জন। তাই আমার মতে নতুনদের জন্য শর্ট টাইম।
আমি মনে করি নতুনদের জন্য শর্ট টাইম ট্রেড করে ট্রেডিং শেখা উচিত। তবে লং টাইম ট্রেড ও করতে পারে সেজন্য তার ডিপোজিট বেশি থাকতে হবে। তানাহলে মার্কেট এ টিকে থাকা সম্ভব না। নতুন ফরেক্স ট্রেডাদের উচিত ছটো ছটো ট্রেড করে তাদের একাউন্ট ব্যালেন্স বৃদ্ধি করা।
আমার মতে নতুনদের জন্য সর্ট টাইম ট্রেডিং উপকারী হবে কারণ লং টাইম ট্রেডিংয়ের জন্য প্রয়োজন প্রচুর অভিজ্ঞতা ও অনুশীলন যা নতুন ট্রেডারের ক্ষেত্রে অপ্রতুল তাই নতুন ট্রেডারদের সর্ট টাইম ট্রেডিং করাই শ্রেয়।
আমি মনে করি যারা এই মার্কেট এ প্রথম আসেন তারা সর্ট টাইম ট্রেড করাটা বাল। আর বেশি লুব না করাটা। এবং ভাল অভিজ্ঞতা অর্জন করা।আর জদি বাল অভিজ্ঞতা অর্জন করে ট্রেড করে তাহলে ফরেক্সে এরা বাল করতে পারবে।
ফরেক্স মার্কেট নতুন্দের জন্য শর্ট টাইম ফ্রেম ভাল কারন নতুনরা একটু কম বঝে মার্কেট সম্পরকে ভাল করে জ্ঞান থাকে না তারা লং টাইম ফ্রেম সম্পরকে তারা এক্তু কম বঝে তাই তারা শর্ট টাইম ফ্রেম নিয়ে ট্রেড করলে ভাল করতে পারবে তাই তাদের উচিৎ শর্ট তাইম ফ্রেম নিয়ে ট্রেড করা ভাল।
আপনি যদি নতুন ট্রেডার হন তো আপনাকে বুজতে হবে কোন সময় ট্রেড করতে পারবেন, কোন সময় ফরেক্স মার্কেটে সময় দিতে পারবেন । আমার মতে আকজন নতুন ট্রেডার প্রথম অবস্থায় পার্টটাইম ট্রেড করা ভালো । লং টাইম ট্রেড করতে হলে আপনাকে ফরেক্স মার্কেট সম্পর্কে অনেক দক্ষতার প্রয়োজন হবে । আর দক্ষতা অর্জন করতে হলে আপনাকে ফরেক্স মার্কেটের বিভিন্ন সাইড থেকে বাংলা টিউটরিয়াল পড়তে হবে/ কোর্স কপ্রতে হবে। তার সাথে আপনি ডেমো ট্রেড করতে পারেন। এতে আপনি অনেক দক্ষতা অর্জন করতে পারবেন ফরেক্স মার্কেট সম্পর্কে ।
আমার মনে হয় নতুনদের জন্য ডেমোতে বেসি ট্রেড করা উচিৎ তাহলে তারা বুঝতে পারবেন এবং জানতে পারবেন কিভাবে ঠিক লাভ বা লস হয় তাই তাদের জন্য ডেমোতে যতটা সম্ভব ততটা ট্রেড করে জিনিয়াস হয়ে ঊঠতে হবে তাহলে রিয়েলে সফোল হতে পারবেন। তাই প্রথমে রিয়েলে ৪০ মিনিট থেকে ১ ঘন্টার বেসি ট্রেড করা ভালো হবে আমার মনে হয়।
আমি আমার ফরেক্সের দক্ষতা থেকে বলতে পারি শট টাইমফ্রেমের জন্য অনেক দক্ষ হল দীর্ঘদিনের অভিজ্ঞ ফরেক্স ট্রেডাররা যারা দীর্ঘদিন ফরেক্সে রিয়াল ট্রেড থেকে মার্কেটের ট্রেন্ড বা মুভমেন্ট অনুমান করতে পারে তারা। তাই আমি মনে করি নতুনরা রিয়াল মার্কেটে এসে যদি প্রফিটের জন্য কোন তাড়াহুড়া না করে লং টাইমফ্রেমে ট্রেড করে প্রফিট লাভের কথা চিন্তা করে সেক্ষেত্রে তারা ভাল করবে এবং আস্তে আস্তে তারা শট টাইমফ্রেমের জন্য নিজেদেরকে তৈরী করতে পারবে বলে আমার বিশ্বাস।
নতুনদের জন্য লং টাইম ট্রেড করাটা ভাল কারণ শর্ট টাইম ট্রেডিং করতে হলে অনেক অভিজ্ঞ হওয়া লাগে এবং পর্যাপ্ত ব্যালান্সও থাকা লাগে। সর্ট টাইম ট্রেডিং এ খুব বেশি পরিমাণ লস হয়ে তাই লস মানার মানসিকতা একমাত্র অভিজ্ঞট্রেডারদের থাকে। তার পরও শর্ট টাইম ট্রেডিং করা আমাদের দেশের অনেক ট্রেডারদের স্বপ্ন তাই লস না খেয়ে শিক্ষা হয় না, তাই আমি বলব আপনার যেভাবে ট্রেড করতে ইচ্ছা হয় করবেন।
ফরেক্স যদি আপনি নতুন ত্রেদার হয়ে থাকেন তবে আমি বলব আপনি ৪ ঘণ্টা এবং ১ দিনের টাইম ফ্রেম দেখে ত্রেদ করুন এবং আরেক্তি বিষয় খেয়াল রাখুন যে আপনি কেবল মেজর পেয়ার গুলতেই ত্রেদ নিবেন এর বাহিরে নয়। শময় এবং অভিজ্ঞতার সাথে সাথে পেয়ার এর সংখ্যা বারান।
আমার মনে হয় নতুনদের জন্য শর্ত ইমে এ ট্রেড করাই ভালো, তার কারণ হছে তারা প্রথমত ধর্জহীন, আর দিতীয়ত তারা পুরোপুরি চ্গার্ট এর উপর নির্ভর করেই ট্রেড করে থাকে, এখন ট্রেডিং এ লং টাইম ট্রেড করতে গেলে অনেক এনালিসিস এর প্রয়োজন পরে, যেহেতু নতুন ত্রেদার রা তেমন একটা এনালাইসিস করতে পারেন না, তাই আমার মতে তাদের ক্ষেত্রে শর্ট টাইম এ ট্রেড করাই ভালো.
আমি মনে করি নতুন ফরেক্স ট্রেডারদের উচিত লং টাইমফ্রেমে ট্রেড করা যার মাধ্যমে তারা ফরেক্স থেকে ঝুকিমুক্ত ভাবে ট্রেড করে এখান থেকে সহজেই প্রফিট করতে সক্ষম হবে আর সর্ট টাইমফ্রেমে ট্রেড করলে ঐ সকল ট্রেডার তখনই ভাল ফল করতে পারবে যখন তারা লং ট্রেডে অনেক বেশি দক্ষতা অজর্ন করতে সক্ষম হবে।
ফরেক্স মার্কেটে নতুন্দের জন্য সর্ট টাইম ফ্রেম নিয়ে ট্রেড করা ভাল নতুন অবস্থায় অনেক বড় কোন কিছু চিন্তা ভাবনা না করা ভাল তাই ছোট করে এগোনো ভাল অনেক বড় কোন কিছু ভাবতে গেলে সবকিছু এলমেল হয়ে জায় তাই সর্ট টাইম ফ্রেম উত্তম।
নতুন দের জন্য আয় কাজ খুব ভাল । নতুন রা যদি শরত তেরম কাজ তবে তারা আয় কাজ থেকে অনেক টাকা আয় করতে পারেত। তারা কখন আয় ল্কাজ থেক্কে ভাল কোন কাজ বরতমান বাযারে পেতে পারে না।
নতুন দের জন্য সব ধরনের ট্রেড করা উচিত । কারণ এতে তারা ব্যাপার গুলো আর ও ভাল ভাবে বুঝতে সক্ষম হবে । নিজে নিজে এক্সপারিমেন্ট করলে পরে ভুল যাবার সম্ভাবনা অনেক কম থাকে । তাই দেমোতে অল্প অল্প করে সব টাইম ফ্রেমে কাজ করা উচিত বলে আমার মনে হয় ।
ফরেক্স মার্কেটে জারা নতুন তাড়া লং টাইম ট্রেড না করআ ভাল কারন লং টাইম ট্রেড করতে গেলে আবার অনেক ডলার লাগে নতুন অবস্থায় সেটা জগার করা কঠিন তাই সর্ট টাইম ট্রেড করা ভাল নতুন অবস্থায়।
আমার জানা মতে,যারা নতুন তাদের জন্য সর্ট টাইমই ট্রেডের জন্য উত্তম,কারন তারা ট্রেডের জন্য বেশি দক্ষ নয়,বেশি সময় নিয়ে করলে ভুলের সংখ্যাও বেশি হবে এবং লস হতে পারে৷
নতুনদের জন্য শর্ট বা লং কোন শব্দ নাই। নুতনদের জন্য হল যে বিষয়টা তারা বুঝতে পারে তাই হবে তার ট্রেডিং স্টাইল। তবে নতুনদের জন্য ইনট্রডে ট্রেডিং ভাল। এটা একজন্ ট্রেডারই খুজে বের করবে তার সাথে কোনটা যায়। যদি দেখা যায় লং টার্মের কলে তার ফল খারাপ হচ্ছে তবে তাকে তার সিস্টেম এর পুরো রিভিউ করা প্রয়োজন।
ফরেক্স মার্কেটে একজন ট্রেডার সর্ট টাইম এবং লং টাইম ট্রেড করতে পারে তবে দেখেছি যে জারা এই মার্কেটে অনেক দিন থেকে ট্রেড করে আসছে জারা এই মার্কেটে অনেক পুরন তাড়া লং টাইম ট্রেড করে তবে নতুন্রা ফরেক্স মার্কেটে সর্ট টাইম ট্রেড করলে ভাল হবে।
নতুন অবস্থায় কেউ ফরেক্স মার্কেট সম্পর্কে অভিজ্ঞ থাকে না তারা ভালো করে জানে না মার্কেটে এনালাইসিস করতে এজন্য তারা বেসির ভাগ ক্ষেত্রে লসের কবলে পরে আমি মনে করি নতুন অবস্থায় শর্ট টার্ম ট্রেড করা ভালো এতে লসের তেমন সম্ভসবনা থাকে না আর যখন তারা মার্কেট সইম্পপ্রকে অবগত হবে তখন তারা তাদের ইচ্ছা মত ট্রেড করতে পারবে
যারা ফরেক্সে নতুন ট্রেডার তাদের উচিত ছোট ছোট ট্রেড করা । অর্থাৎ স্ক্যাল্পিং করা । আর এজন্য নতুন দের যা করতে হবে তা হচ্ছে ৫ মিনিট থেকে শুরু করে ১ ঘন্টার টাইমফ্রেম গুলো বেশি বেশি এনালাইসিস করতে হবে । এভাবে স্ক্যাল্পিং করে আগে একাউন্ট ব্যালেন্স এর পরিমান টা একটু বাড়িয়ে নিতে হবে তারপর লং টার্ম এর কথা ভাবতে হবে । তবে আপনি লং বা শর্ট যেমনই ট্রেড করুন না কেন মানি ম্যানেজমেন্ট মেনেই ট্রেড করতে হবে ।
একটি ব্যাপার আমরা সবাই জানি আর তা হল সব সময় ত্রেন্দ এর সাথে ট্রেড করা আর আপনি যতো বড় টাইম ফ্রেম অনুশরন করবেন মার্কেট এর ট্রেনড সম্পর্কে আপনি ততভাল ভাবে বুঝতে পারবেন এবং সে অনুযায়ী আপনি আপানর সিদ্ধান্তটি নিতে পারবেন কিন্তু শট টাইম ফ্রেম অনুশরন করলে মার্কেট এর আসল ত্রেন্দ সম্পর্কে ধারনা পাআওয়া কঠিন তাই নতুনদের লং টাইম ফ্রেম অনুসরন করা উচিত।