-
স্টপ লস ব্যবহারে অনাকাঙ্ক্ষিত লসের হাত থেকে রেহাই পাওয়া যায়। এখানে অনেক নতুন ট্রেডার আছেন যারা মার্কেট এনালাইসিস করতে পারেননা এবং নিউজ অনুযায়ী ট্রেড করতে পারেনা তাদেরকে অবশ্যই ট্রেড ওপেন করার পর স্টপ লস ব্যবহার করে ট্রেড করা উচিত। তাহলে যেমন লস এড়ানো যাবে তেমনি একাউন্ট জিরো হওয়ার ঝুঁকি কম থাকবে। আর যারা ফরেক্স মার্কেটে অভিজ্ঞ ও দক্ষ তাদেরকে অবশ্য স্টপ লস ব্যবহার করার প্রয়োজন হয় না। তাই আমি মনে করি নতুন দের প্রথম অবস্থায় স্টপ লস ব্যবহার করে ট্রেড করা উচিত। ধন্যবাদ
-
স্টপ লস ব্যবহার করলে আসলে কিভাবে আমরা উপকৃত হই বিশেষ করে আমরা যারা খুব ফরেক্স সম্পর্কে অভিজ্ঞ নই তা বোঝার জন্য একটি উদাহরণই যথেষ্ট । যেমন আমি একটি .৫$ এর ট্রেড ওপেন করলাম সেল এ । এখন মার্কেটটি চলমান রয়েছে কিন্তু আমার হাতে যথেষ্ট সময় নেই তাই আমি ট্রেডটি মনিটরিং করতে পারছিনা । এখন কোন এক সময় মার্কেট আমার ট্রেডের বিপরীতে চলে গেল কিন্তু আমি ট্রেডের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে পারি নাই ফলে আমার ট্রেডটি চলমান অবস্থায় থাকল । এক সময় মার্কেট এত মুভ করল যে আমার সকল ক্যাপিটাল লস হয়ে ট্রেড কেটে গেল । কিন্তু আমি যদি স্টপ লস টুলটি ব্যবহার করে একটি লসের টার্গেট দিয়ে রাখতাম তাহলে আমার ট্রেডটি অটোমেটিক সেই পূর্ব নির্ধারিত পয়েন্টে এসে কেটে যেত । আর আমি পুরো ক্যাপিটাল লস থেকে বেচে জেতাম অল্প লসের টার্গেট দেয়ার কারনে । আশা করি আমি কিছুটা বোঝাতে পেরেছি ।
-
আমার মতে স্টপ লস ট্রেডার দের জন্য খুবই ভাল একটা টুল । আপনার মানি ম্যনেজমেন্টের ওপর নির্ভর করে আপনি হিসাব করবেন যে আমি এর বেশি লস করব না । কিন্তু সব সময় আপনি মার্কেটে বসে থাকবেন না । তাই স্টপ লস ব্যবহার করলে কোন ভাবে যদি আপনার করা ট্রেড লসে যায় তাহলে আপনার নির্ধারিত পরিমাণ ই লস হবে । তার বেশি লস হবে না। স্টপ লস ব্যবহার করাটা অতি জরুরি । এর ব্যবহার না করার কারণে অনেক একাঊন্ট জিরো হয়ে যায় ।
-
স্টপলস ব্যাবহারে ব্যালেন্স শূন্য থেকে রক্ষা পায়।তাই ফরেক্স মাকেটে মানিম্যানেজমেন্ট এর মধ্যে স্টপলস অন্যতম টেড করার সময় অবশ্যয় স্টপলস মাথায় রাখতে হবে তাতে মাকেটে টিকে থাকা যাবেও লং টাইম টেড করা যাবে
-
আমরা জানি স্টপ লস ব্যবহার করলে আসলে কিভাবে আমরা উপকৃত হই বিশেষ করে আমরা যারা খুব ফরেক্স সম্পর্কে অভিজ্ঞ নই তা বোঝার জন্য একটি উদাহরণই যথেষ্ট । যেমন আমি একটি .৫$ এর ট্রেড ওপেন করলাম সেল এ । এখন মার্কেটটি চলমান রয়েছে কিন্তু আমার হাতে যথেষ্ট সময় নেই তাই আমি ট্রেডটি মনিটরিং করতে পারছিনা । এখন কোন এক সময় মার্কেট আমার ট্রেডের বিপরীতে চলে গেল কিন্তু আমি ট্রেডের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে পারি নাই ফলে আমার ট্রেডটি চলমান অবস্থায় থাকল । এক সময় মার্কেট এত মুভ করল যে আমার সকল ক্যাপিটাল লস হয়ে ট্রেড কেটে গেল । কিন্তু আমি যদি স্টপ লস টুলটি ব্যবহার করে একটি লসের টার্গেট দিয়ে রাখতাম তাহলে আমার ট্রেডটি অটোমেটিক সেই পূর্ব নির্ধারিত পয়েন্টে এসে কেটে যেত । আর আমি পুরো ক্যাপিটাল লস থেকে বেচে জেতাম অল্প লসের টার্গেট দেয়ার কারনে । আশা করি আমি কিছুটা বোঝাতে পেরেছি ।
-
মার্কেট এ অনেক সময় ঝড় অাসে এই ঝড়ের হাত থেকে বাঁচতে স্টপ লস ব্যবহার করা হয়। সবসময় মার্কেট এর উপর নজর রাখা যায় না যে কারণে স্টপ লস ব্যবহার করলে একাউন্ট ঝুঁকিমুক্ত থাকে। অধিক লসের হাত থেকে বাঁচা সম্ভব হয়। স্টপ লস একাউন্ট কে সুরক্ষা প্রদান করে।
-
আপনি যদি স্টপ লস স্ট্রেটিজি ফলো করে চলেন তাহলে আপনি অল্প সময়ের জন্য ট্রেড করছেন এবং মার্কেট ফল এর কারনে আপনার একাউন্ট জিরো হওয়ার সম্ভবনা কম থাকে, এবং আপনি লস যদি সেল এ করে থাকেন এবং এটা কতটুকু উপরে উঠার কারনে আপনি লস খেয়েছেন তার উপর বেস করে নেক্স সেল এ কিন্তু আপনি লাভ করবেনই কারন মার্কেট এর কিন্তু ফ্লো থাকেই কস একবার টপ এ যাবার পর কিন্তু মার্কেট আবার নিচের দিকে ফল করবে তাতে আপনি লাভবান হবেন।
-
স্টপ লস ব্যাবহারে আপনার একাউন্তে পুরোপুরি ফাকা হওয়া থেকে বাচিয়ে দেয়, যদি আপনি ট্রেড এ লস খান অর্থাৎ ট্রেড যদি আপনার বিপক্ষে যায়। তবে স্টপ লস দিয়ে আপনি ট্রেড কে নিয়ন্তন করতে পারবেন। তবে সব সময় মনে রাখা দরকার যে আপনার টেক প্রফিট থেকে বড় স্টপ লস যেন না হয় এবং এমন জায়গায় যেন স্টপ লস সেট করা না হয় যেন মার্কেট স্পাইক করলেই তাকে পেয়ে যায়। সাবধানে ব্যবহার করুন।
-
ফরেক্স ট্রেডিং গুরুত্ব পূ্র্ণ টুলস হলো স্টপলস।আর মানি ম্যানেজমেন্টের মেইন জিনিস হলো স্টপলস।স্টপলস মেনে নেওয়া টাই লংটাইম ট্রেডে টিকে থাকাী একটা উপায়।স্টপলস না দেবার কারনে শত শত একাউন্ট জিরো হয়।আর স্টরলস ব্যবহার করলে লসের ঝুকিঁ কমে।লস কম হয়।ট্রেড নিরাপদে থাকে।
-
স্টপ লস ফরেক্স এর আরেকটি গুরুত্ব পূর্ণ একটা বিষয়। স্টপ লস ব্যাবহারে আপনার একাউন্তে পুরোপুরি জিরো হওয়া থেকে বাচিয়ে দেয়, যদি আপনি ট্রেড এ লস খান অর্থাৎ ট্রেড যদি আপনার বিপক্ষে যায়। তবে স্টপ লস দিয়ে আপনি ট্রেড কে নিয়ন্তন করতে পারবেন, অর্থাৎ আপনি কতটুকু লস মানিয়ে নিতে পারবেন টা আগেই নির্ধারণ করাই হচ্ছে স্টপ লস।
-
স্টপলস ব্যবহার করা হয় যাতে করে একাউন্ট শুন্য না হয়। অনেক সময় ট্রেডিং এর বিপরীতে মার্কেট চলে যায় আর সেই কারনে লস এর পরিমান কম করার জন্য স্টপলস ব্যবহার করা হয়।
-
আমার জানামতে স্টপলস ব্যবহারে লসের পরিমাণ কমানো যায়। যার কারণে ব্যালেন্স জিরো হওয়া থেকে রক্ষা পায়। কেউ যদি স্টপলস ব্যবহার না করেন সে হয়ত লসটা ক্লোজ না হযে হয়ত আবার ব্যাকে গিয়ে টেক প্রফিটে যদি থাকে সেখানে গিয়ে ক্লোজ হলে শুধুমাত্র লস না হয়ে লাভটাই হবে। কিন্তু বড় ধরণের লস থেকে বাচতে চাইলে স্টপলস ব্যবহার করতে হবে।
-
আমি মনে করি, স্টপ লস ফরেক্সের একটি অন্যতম গুরুত্বপূর্ন ট্রেডিং বিশয়। সাধারনত আমরা অনেকেই লং টার্ম ট্রেড করে থাকি। সেক্ষেত্রে সবসময় ফরেক্স ব্যবসায় মার্কেটে নজর রাখা সম্ভব না। কিন্তু মার্কেটে সব সময় একরকম মুভ করে না। হয়তো এমন মুভ করলো যে ট্রেড নাগালের বাইরে চলে গেল। এই অনাকাঙ্খিত লস এড়ানোর জন্যই একটা নির্দিষ্ট পরিমান লসে মার্কেট সেট করে রাখা হয় যেখানে মার্কেট গেলে ট্রেড অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। এতে লস এর পরিমান কম হয়। তাই এটিকেই স্টপ লস বলে।
-
আমার মতে স্টপ লস হলো একধরনের সীমানা যে সীমানা না থাকলে আপনি ফরেক্স এ কোন দিনই লাভ করতে পারবেন না। স্টপলস ফরেক্স ট্রেডিং এর একটা গুরুত্ব পূর্ণ বিষয় আর এই স্টপলস হলো ট্রেড করা আগে নির্দিষ্ট করে দেওয়া যে আমি কোন পর্যন্ত ট্রেড করবো এবং আমি কত টুকু লাভ করবো বা কত টুকু লস করবো সেইটা নির্ধারন করা। আপনাদের সবারই উচিত এই স্টপলসের দিকে ভাল ভাবে নজর দেওয়া এবং স্টপলস সম্পর্কে বেশি বেশি জানা আর ভাল ভাবে ট্রেড করা চেস্টা করা।
-
স্টপ লস নির্ধারণের গুরুত্ব অপরিসীম। যে কোন ট্রেড ওপেন করার সময় শুরুতেই স্টপ লস এবং টেক প্রফিট নির্ধারণ করে নেয়া উচিত। কেননা ফরেক্স খুবই ঝুঁকিপূর্ণ একটি ব্যবসা। ফরেক্স মার্কেট খুবই পরিবর্তনশীল। মার্কেটের মুভমেন্ট কখন কোন দিকে যাবে তা সঠিকভাবে বলা সম্ভব নয়। স্টপ লস আপনার একাউন্ট কে নিরাপদ রাখে।আপনি যদি ট্রেড ওপেন করে মার্কেটে নাও থাকেন তবুও ওই নির্দিষ্ট জায়গায় গিয়ে আপনার ট্রেড বন্ধ হয়ে যাবে। ফরেক্স মার্কেটে দীর্ঘদিন ধরে টিকে থাকতে হলে অবশ্যই স্টপ লস নির্ধারণ করতে হবে।স্টপ লস নির্ধারণ না করার ফলে অনেক অ্যাকাউন্ট জিরো হয়ে যায়।
-
ফরেক্স এ সফল হতে হলে আমাদের আগে স্টপলস এবং টেক প্রফিট কি জানতে হবে।আপনি যদি লং টার্ম এ ট্রেড করে থাকেন আপনি তো সবসময় অনলাইন এ থেকে ট্রেড দেখা সম্ভব নয়।এক্ষেত্রে আপনি কোন ট্রেড এন্টি করে যদি স্টপলস সেট করে দেন অর্থাৎ মার্কেট যখন আপনার বিপরীতে চলে যায় আপনার একাউন্টটাকে বাচাতে আপনি অনাকাঙ্খিত লসের হাত থেকে একাউন্টকে বাচিয়ে রাখতে যে পরিমাণ লস মানতে পারবেন সেখানে সেট করে দিবেন অর্থাৎ মার্কেট যতই আপনার বিপরীতে যাক না কেন আপনার ক্ষতি ওখানেই থেমে যাবে মানে আপনার একাউন্টটা সুরক্ষিত থাকল।এজন্য ফরেক্স মার্কেট এ স্টপলস খুব জরুরী।আবার টেক প্রফিট দিয়ে রাখলে মার্কেট ওই পর্যায়ে গেলে আপনার একাউন্ট লাভ হয়ে ক্লোজ হয়ে যাবে।এগুলো ট্রেডে খুব গুরুত্বপূর্ণ।ট্র ডে স্টপলস এবং টেক প্রফিট অবশ্যই ব্যবহার করতে হবে।
-
ফরেক্সে স্টপলস,টেকপ্রফিট,ম ার্কেট এ্যানালাইসিস,মানি ম্যানেজমেন্ট,লট/ভলিউম ইত্যাদি সঠিকভাবে প্রয়োগ না করলে সফল হওয়া সম্ভব নয়। বিশেষ করে স্টপলস ব্যবহার না করলে ব্যালেন্স জিরো ও হয়ে যেতে পারে সাথে সাথে টেক প্রফিট দেয়া থাকলে ব্যাপক লাভ হয়ে অল্প লসে মার্কেট অটো ক্লোজ হয়ে যাওয়া সম্ভব ।
-
স্টপ লস ব্যবহারে একটা নির্দিষ্ট পরিমান অর্থ লস হবে। স্টপ লস ব্যাবহার করা হয় যাতে লস কম হয় লং ট্রেডিং এর জন্য স্টপ লস খুব কাজে দেয় যখন লস এর পরিমান একটি নির্দিষ্ট স্থানে চলে যায় তখন আপনাআপনি ট্রেডিং কোলজ হয়ে যায়। সট ট্রেডিং এ ও স্টপ লস সেট করা ভাল।। তাহলে লস কম হহবে।। হঠাত করে অনেক লস হবে না।
-
স্টপ লস একটা নির্দিষ্ট পরিমান লস নির্দেশ করে। স্টপ লস ফরেক্স এর আরেকটি গুরুত্ব পূর্ণ একটা বিষয়। স্টপ লস ব্যাবহারে আপনার একাউন্তে পুরোপুরি ফাকা হওয়া থেকে বাচিয়ে দেয়, যদি আপনি ট্রেড এ লস খান অর্থাৎ ট্রেড যদি আপনার বিপক্ষে যায়। তবে স্টপ লস দিয়ে আপনি ট্রেড কে নিয়ন্তন করতে পারবেন, অর্থাৎ আপনি কতটুকু লস মানিয়ে নিতে পারবেন টা আগেই নির্ধারণ করাই হচ্ছে স্টপ লস। একজন ভাল মানের ট্রেডার হবার জন্য আপনাকে অবশ্যই স্টপ লস ইউস করা জরুরী।
-
স্টপ লস ফরেক্স এর আরেকটি গুরুত্ব পূর্ণ একটা বিষয়। স্টপ লস ব্যাবহারে আপনার একাউন্তে পুরোপুরি ফাকা হওয়া থেকে বাচিয়ে দেয়, যদি আপনি ট্রেড এ লস খান অর্থাৎ ট্রেড যদি আপনার বিপক্ষে যায়। তবে স্টপ লস দিয়ে আপনি ট্রেড কে নিয়ন্তন করতে পারবেন, অর্থাৎ আপনি কতটুকু লস মানিয়ে নিতে পারবেন টা আগেই নির্ধারণ করাই হচ্ছে স্টপ লস।
-
ফরেক্স ব্যাবসায় অধিক লস এর ঝুঁকি কমাতে স্টপ লস ব্যাবহার করতে হয় । অ্যাকাউন্ট খুব তারা তারি লস হয়ে জিরো না হওয়ার জন্য স্টপ লস ব্যাবহার করতে হয় । স্টপ লস ব্যাবহার করলে নিদিষ্ট পরিমাণ লস হয় এর বাইরে লস হয় না । এই জন্য অ্যাকাউন্ট কে অধিক লস হতে রক্ষা করার জন্য স্টপ লস ব্যাবহার করতে হয় ।
-
ফরেক্স মার্কেটে স্টপলস ব্যাবহার করা অনেক জরুরী। এটি ব্যাবহার না করলে আপনি আপনার অ্যাকাউন্টকে বাঁচাতে পারবেন না। অবশ্য যদি আপনি অনেক ছোট লট ব্যাবহার করেন তাহলে প্রয়োজন নাও হতে পারে। কিন্তু আপনি যখন একটু হলেও বেশি রিস্ক নিতে চাইবেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই স্টপ লস ব্যাবহার করতে হবে। অন্যথায় বিপদে পড়তে হবে।
-
স্টপ লস ফরেক্স এর আরেকটি গুরুত্ব পূর্ণ একটা বিষয়। স্টপ লস ব্যাবহারে আপনার একাউন্তে পুরোপুরি ফাকা হওয়া থেকে বাচিয়ে দেয়, যদি আপনি ট্রেড এ লস খান অর্থাৎ ট্রেড যদি আপনার বিপক্ষে যায়। তবে স্টপ লস দিয়ে আপনি ট্রেড কে নিয়ন্তন করতে পারবেন, অর্থাৎ আপনি কতটুকু লস মানিয়ে নিতে পারবেন টা আগেই নির্ধারণ করাই হচ্ছে স্টপ লস। একজন ভাল মানের ট্রেডার হবার জন্য আপনাকে অবশ্যই স্টপ লস ইউস করা জরুরী।
-
ফরেক্স মার্কেটে কত গুলো বিষয় আছে যে গুলো খুবই গুরুত্বপূর্ন্য। আর এই গুরুত্বপুর্ন্য মধ্যে স্টপ লস হচ্ছে একটি। ফরেক্স ট্রেডিং করার সময় যদি আপনি স্টপ লস ব্যবহার না করেন তাহলে আপনা অনা কাংখিত লস টেখাতে পারবেন না। কারন মার্কেট যে কোন সময় অদিক আপ ডাউন হতে পারে।
-
ফরেক্স ট্রেডিং এ স্টপ লস সেট করা অতিব গুরুত্বপূর্ণ। বিশেষকরে যারা নতুন ট্রেডার, তাদের জন্য। ফরেক্স মার্কেটে কারেন্সি'র মূল্য সবসময় মুভ করতে থাকে, মানে এটা সর্বদাই পরিবর্তনশীল। তো মার্কেট আপনার ট্রেডিং এর বিপক্ষে গেলেও আপনি কতটা লস মেনে নিয়ে, মার্কেটে টিকে থাকতে পারবেন; এই জন্যই স্টপ লস সেট করা প্রয়োজন। লং টাইম ট্রেড করার জন্য আমরা সবসময় নেট ইউজ করি না; একটা নির্দিষ্ট সময় পর পর আমরা মার্কেটের অবস্থা পর্যবেক্ষন করি। সেইক্ষেত্রে অ্যাকাউন্ট শূন্য হওয়ার ঝুঁকি থেকে মুক্ত রেখে, নির্দিষ্ট পরিমাণ লস মেনে নিয়ে ফরেক্স মার্কেটে টিকে থাকার কৌশল আর মানি ম্যানেজমেন্ট এর একটা অংশই হল স্টপ লস। স্টপ লস ব্যবহার না করার ফলে শত শত অ্যাকাউন্ট শূন্য করে অনেক নতুন ট্রেডার হতাশ হয়ে ফরেক্স ট্রেডিং করা বন্ধ করেছে। তাছাড়া একজন দক্ষ ট্রেডার হিসেবে নিজেকে গড়তে ফরেক্স এর অন্যান্য খুটিনাটি বিষয়ের মতো স্টপ লস জানাও জরুরি।
-
সোজা কথায় স্টপলস একাউন্ট শুরক্ষা করে। কারন আমরা যারা নবাগত বা শিক্ষানবীষ ট্রেডার তারা কিন্ত অনেক ভূল ট্রেড নেই এবং সেটা যখন বিপরীতে যায় তখন একটি নিদিষ্ট পরিমানে লস নিয়ে ট্রেডটি ক্লোজ হয়ে যায়, যদি স্টপলস ব্যবহার করেন তাহলে। আর যদি স্টপলস না থাকে যে পর্যন্ত একাউন্ট খালি না হবে অর্থাত পুরো এমাউন্ট শেষ না হওয়া পর্যন্ত ট্রেড ক্লোজ হবে না। তাই স্টপলস ব্যবহার করুন সেফলি ট্রেড করুন।
-
স্টপ লস হলো ফরেক্স ট্রেডিং এর একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রাথমিক পর্যায়ে স্টপ লস ছাড়া ট্রেড করা বোকামি। স্টপ লস হলো একটি নির্দিষ্ট ট্রেড থেকে আপনি কি পরিমাণ লস করলে আপনার ক্যাপিটাল খুব বেশি ঝুঁকিতে থাকবেনা।
-
স্টপ লস ট্রেডার দের জন্য খুবই ভাল একটা টুল । আপনার মানি ম্যনেজমেন্টের ওপর নির্ভর করে আপনি হিসাব করবেন যে আমি এর বেশি লস করব না । কিন্তু সব সময় আপনি মার্কেটে বসে থাকবেন না । তাই স্টপ লস ব্যবহার করলে কোন ভাবে যদি আপনার করা ট্রেড লসে যায় তাহলে আপনার নির্ধারিত পরিমাণ ই লস হবে । তার বেশি লস হবে না। স্টপ লস ব্যবহার করাটা অতি জরুরি । এর ব্যবহার না করার কারণে অনেক একাঊন্ট জিরো হয়ে যায় ।
-
এটি ব্যাবহার করা অনেক জরুরী। এটি ব্যাবহার না করলে আপনি আপনার অ্যাকাউন্টকে বাঁচাতে পারবেন না। অবশ্য যদি আপনি অনেক ছোট লট ব্যাবহার করেন এইটির নাও প্রয়োজন হতে পারে। কিন্তু আপনি ২/১ বার একটু হলেও বেশি রিস্ক নিতে চাইবেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই স্টপ লস ব্যাবহার করতে হবে। অন্যথায় বিপদে পড়তে হবে।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য স্টপ লচ এইজন্য ব্যবহার করা হয় তা হলো,,, স্টপ লচের কারনে একজন ট্রেডার তার লচের কারনে একাউন্ট খালি হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা পেতে পারে ।
-
স্টপ লস হলো আমার দেওয়া ট্রেড যদি ট্রেন্ড চেঞ্জ করে আর আমি মার্কেটের সাথে না থাকতে পারি তাহলে ট্রেড কিছু লস স্বীকার করে অটোমেটিক ক্লোজ হয়ে যাওয়া।স্টপ লস ব্যবহারের মাধ্যমে অনেক একাউন্ট জিরো হওয়ার থেকে রক্ষা পায়.৷।
-
স্টপ লস হল আপনি যেই ট্রেডটি দিয়েছেন সেটার থেকে আপনি কত লস পর্যন্ত আপনি এক্সেপ্ট করবেন । আরেকটা ব্যাপার হল আপনি যদি স্টপ লস স্ট্রেটিজি ফলো করে চলেন তাহলে আপনি অল্প সময়ের জন্য ট্রেড করছেন এবং মার্কেট ফল এর কারনে আপনার একাউন্ট জিরো হওয়ার সম্ভবনা কম থাকবে এবং আপনি লস যদি সেল এ করে থাকেন এবং এটা কতটুকু উপরে উঠার কারনে আপনি লস খেয়েছেন তার উপর বেস করে পরবর্তী সেল এ কিন্তু আপনি লাভ করবেনই। কারন মার্কেট এর কিন্তু ফ্লো থাকেই কস একবার টপ এ যাবার পর কিন্তু মার্কেট আবার নিচের দিকে ফল করবে তাতে আপনি লাভবান হবেন। আর স্টপ লস এর কারনে আপনি বড় ধরনের লস এড়াতে পারবেন। তাই স্টপ লস ব্যবহার করা উত্তম বলে আমি মনে করি।
-
স্টপ লস ব্যবহারে আমাদের নির্দিষ্ট পরিমান লস দেওয়া হয়। কারন স্টপ লস ব্যবহার না করলে ট্রেড আমাদের বিপরীত দিক গেলে যেন বেশি লস না হয়। কিন্তু আমরা যদি স্টপ লস ব্যবহার না করি তাহেলে মার্কেট যত বিপরীত দিকে যাবে ততই একাউন্ট এ লস বাড়তে থাকবে।
-
স্টপ লস ফরেক্সের একটি গুরুত্বপূর্ন ট্রেডিং টুলস। আমরা অনেকেই লং টার্ম ট্রেড করে থাকি। সেক্ষেত্রে সবসময় মার্কেটে নজর রাখা সম্ভব না। কিন্তু মার্কেটে সব সময় একরকম মুভ করে না। হয়তো এমন মুভ করলো যে ট্রেড নাগালের বাইরে চলে গেল। এই অনাকাঙ্খিত লস এড়ানোর জন্যই একটা নির্দিষ্ট পরিমান লসে মার্কেট সেট করে রাখা হয় যেখানে মার্কেট গেলে ট্রেড অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। এটাই স্টপ লস।
-
অনেক সময় মার্কেট আনাল্যসিস করে ট্রেড দেবার পরেও আমাদের ট্রেডে অনেক লস হয় । সেই লসটা যেন অনেক বেশি না হয়ে যায় সেক্ষেত্রে আমরা স্টপ লস ব্যাবহার করে একটা লিমিট দেয়া হয় , যদি মার্কেট তার বেশি নিচে নামে তাহলে ওই পয়েন্টে ট্রেড অটোম্যাটিক কেটে যাবে এবং আপনি বড় লসের থেকে রক্ষা পাবেন । আসলে এটাই স্টপ লসের কাজ । আমরা যদি আমাদের ট্রেড নিরাপদে করতে চাই সেক্ষেত্রে স্টপ লস ব্যাবহার করাটা খুবই জরুরী ।
-
স্টপ লস আর টেক প্রফিটা টা হলো আমাদের পরম বন্ধু। এটা আমাদের অনেক পরিমান লস থেকে রক্ষা করে থাকে। আবার একটা পরিমান লাভ হলে ট্রেড টি অটোমেটিক ক্লোজ করে দেয়। ধরুন আপনি মার্কেটে সময় দিতে পারছেন না কিন্তু আপনার ট্রেড করা দরকার। তখন আপনি স্টপলস টেইক প্রফিট অপশন টা ব্যাবহার করতে পারবেন । এতে করে আপনি না থাকা সময় গুলাতে অটোমেটিক ট্রেড চলতে থাকবে আর লসে গেলে কোক হবে আবার লাভে গেলেও কোজ হবে
-
আমি ইতিমধ্যে অন্য কোনও সদস্য জার্নালে স্বর্ণ সম্পর্কে ইতিমধ্যে ব্যাখ্যা করেছি তবে এটি এখানে ব্যাখ্যা করবে।
সোনার পরিসরে চলে যাওয়ার পরে অনেকটা সরানো এখন অবশেষে স্বর্ণ স্থির হয়ে গেছে তবে আমার মতে শীর্ষে থেকে সোনা বিক্রি করা সত্যিই ভাল ধারণা।
স্বল্পমেয়াদে সম্ভবত সোনার উপরে যেতে পারে তবে আমার জন্য সোনার জন্য খুব বেশি সময় নেমে আসবে।
বুলিশ পার্টি এখন শেষ তাই এখনই বিয়ারিশ পার্টি চলছে।
-
অনেক জিনিস আমাকে ব্যবসায়ী হিসাবে সহায়তা করেছিল, প্রথমে আমি আমার লক্ষ্য ফরেক্স ট্রেডিংয়ে সফল হয়েছিলাম, আমি ধৈর্য, আত্মবিশ্বাস এবং লোভ ছাড়াই শিখেছি। আমি সর্বদা বাজার সম্পর্কে গবেষণা করার চেষ্টা করি এবং আমি বাজারে সর্বদা ধারাবাহিক থাকি, ধারাবাহিক হওয়া আমাকে ধীরে ধীরে একটি ভাল ব্যবসায়ের কৌশল বিকাশে সহায়তা করে। যদি কোনও নবজাতক এই ধাপটি অনুসরণ করেন তবে আমি নিশ্চিত যে তিনি ধীরে ধীরে সফল হবেন।হ্যাঁ newbies এই সমস্যাগুলি থাকতে পারে তবে তারা কিছু শেখার পরে উপার্জন করতে পারে, তারা এটিকে সময় এবং সঠিক পরিচালনা দিতে পারে, নবাবিরাও যদি তা শিখতে পারে তবে উপার্জন করতে পারে তবে তাদের অবশ্যই নিশ্চিত করা উচিত যে তারা কোনও লোভ করছে না বা কোনও আবেগ ব্যবহার করছে না। কারণ আবেগের সাথে বাণিজ্য আমাদের কেবল ধ্বংস করতে পারে এবং ট্রেডিংয়ে আমাদের এড়ানো উচিত
-
আমি বলবো স্টপ লস ফরেক্স এর আরেকটি গুরুত্ব পূর্ণ একটা বিষয়। স্টপ লস ব্যাবহারে আপনার একাউন্তে পুরোপুরি ফাকা হওয়া থেকে বাচিয়ে দেয়, যদি আপনি ট্রেড এ লস খান অর্থাৎ ট্রেড যদি আপনার বিপক্ষে যায়। তবে সব সময় মনে রাখা দরকার যে আপনার টেক প্রফিট থেকে বড় স্টপ লস যেন না হয় এবং এমন জায়গায় যেন স্টপ লস সেট করা না হয় যেন মার্কেট স্পাইক করলেই তাকে পেয়ে যায়। সাবধানে ব্যবহার করুন।
-
স্টপ লস ফরেক্স ট্রেড এর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়। স্টপ লস ফরেক্স ট্রেডে লস কমাতে এবং একাউন্ট টিকিয়ে রাখতে সাহায্য করে। ফরেক্স ট্রেডে লাভের পাশাপাশি লসের ঝুঁকি থাকে এই ঝুঁকি এড়াতে স্টপ লস ব্যবহার করা হয়। স্টপ লস ব্যবহার করলে একটি নির্দিষ্ট পর্যায় যেয়ে ট্রেড ক্লোজ হয়ে যায়। স্টপ লস মানি ম্যানেজমেন্টের একটি প্রধান বিষয়। স্টপ লস ব্যবহার করে ট্রেড করলে সীমিত লস একাউন্ট বাঁচানো সম্ভব।