এই ব্যাবসার জন্য সব থেকে ভাল সময় হচ্ছে ছাত্র জীবন ,এই সময় হাতে অনেক অবসর সময় থেকে তখন যদি এই সময় কে কাজে লাগানো যায় অনেক ভাল আয় সম্ভব।
Printable View
এই ব্যাবসার জন্য সব থেকে ভাল সময় হচ্ছে ছাত্র জীবন ,এই সময় হাতে অনেক অবসর সময় থেকে তখন যদি এই সময় কে কাজে লাগানো যায় অনেক ভাল আয় সম্ভব।
যে কোন কিছুই সফলতার সহিত যদি করতে চান তাহলে আমি মনে করি আপনার বয়স যখন ২০ বছর শুরু হবে তখন তেকেই। এই সময়ে যারা ভাল কিছু করতে পারে তারাই পরবর্তি জিবনে অনেক সাফল্ল অর্জন করতে পারে বলে আমি মনে করি।
ফরক্স মার্কেট ২৪ ঘন্টার মার্কেট এই মার্কেট সপ্তার ৭ দিনের মধ্যে ৫ দিন পুরো ২৪ ঘন্টা খলা থাকে তাই এই ২৪ ঘন্টার মধ্যে যেকোনো সময় ফরেক্স মার্কেট ট্রেড করা জায় আর সবচেয়ে ভাল সময় হোল ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য আমাদের দেশে বিকাল বেলা ৪ টা থেকে রাত ৯ টা পরজন ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য বা ব্যবসা করার জন্য সবচেয়ে ভাল সময় ।
যে কোন সময় আপনার ট্রেড ওপেন করতে পারেন এই খানে কোন শ্রেষ্ঠ সময় বলতে কোন কথা নাই আপনি যে কোন সময় আপনার ট্রেড করতে পারেন। ব্যবসা জীবনের শ্রেষ্ট সময় তখন, যখন আমরা ঐ ব্যবসা সম্পর্কে ভাল জ্ঞান অর্জন, ভাল ধারনা, ভাল অভিজ্ঞতা এবং ব্যবসা সম্পর্কে জানতে পারব। তখনই ব্যবসার জন্য শ্রেষ্ট সময়।
আসলে ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য উপযুক্ত সময় কারর পক্ষেই সঠিক ভাবে বলা সম্ভাব না। কারন ফরেক্স মার্কেট কারর দ্বারা প্রভাবিত হয় না এটি অর্থনৈত্তিক অবস্থার পরিবর্তন দ্বারাই নিয়ন্ত্রিত হয়ে থাকে। সেই কারনে ট্রেড করার উপযুক্ত সময় বুঝতে হলে আপনাকে অবশ্যই ভাল মার্কেট অ্যানালাইসিস জ্ঞান লাভ করতে হবে।
ফরেক্স মার্কেটে কাজ করার জন্য নিদিষ্ট কোন সময় নেই কারন যে সে যোকোন সময় ফরেক্স নিয়ে কাজ করতে পারে। তবে যারা অনেকদিন যাবৎ ফরেক্স নিয়ে কাজ করে তারা ফরেক্স ট্রেডিং সাধারনত রাতে ট্রেড করে।
প্ল্যানিং এর জন্য সব থেকে ভাল সময় হল ছাত্র জিবন। ছাত্র জিবিনে যার প্লানিং যত ভাল, তার পরবর্তীতে ভাল করার সম্ভাবনা তত ভাল থাকে। ছাত্র জিবনে নিজে ছোট ছোট ব্যবসা করে নিজের দক্ষতা যাচাই করে দেখা যেতে পারে। বড় বড় ব্যবসা গুলর ইতিহাস জানা থাকলে পরবর্তীতে নিজের ব্যবসা চালাতে খুব কাজে লাগে।
একজন সফল ট্রেডার ট্রেডের জন্য তার সময়কে বরাদ্দ করে নেন। তিনি বিশেষ করে সেশন টাইমে ট্রেড করে থাকেন। ফরেক্স মার্কেটে বিভিন্ন সেশন রয়েছে। সেশন টাইমে মার্কেটে খুব ভাল মোভমেন্ট থাকে। সফল ট্রেডাররা এই সময় ট্রেড করে থাকেন। আপনি নেট থেকে বিভিন্ন সেশনগুলি সার্চ করে নিতে পারেন।
আপনি খুব ভোরে ট্রেড করতে পারেন। কিছু কিছু মার্কেটে ভোর চারটার সময় খুব সুন্দর মার্কেট থাকে। দুপুর তিনটার দিকেও খেয়াল রাখতে পারেন। তবে সন্ধ্যা ছয়টা থেকে মার্কেটে বসতে ভুলবেন না যেন। সপ্তাহের শেষ তিন দিন অবশ্যই মার্কেটে সময় দিতে চেষ্টা করবেন।
ফরেক্স মার্কেট সাপ্তাহে পাঁচ দিন সোম থেকে শুক্র বার ২৪ ঘন্টা খোলা থাকে। আপনি যখন ইচ্ছা তখন ট্রেড করতে পারেন তবে আমি মনে করি নিউজ রিলিজ হওয়ার আগে ট্রেড করতে পারেন কারন মার্কেটে আপডাউন বেরে যায়।
আমার ধারনা আপনি দিনের বিশেস কোন সময়ের কথা বলছেন । সেই দিক দিয়ে যদি বলা হয় তাহলে দুপুর ২ টার পরের সময় টা হল ব্যবসা করার শ্রেষ্ঠ সময় । এই সময়ের পর থেকে ব্যবসা একটু একটু করে চাঙ্গা হতে থাকে। তারপর ও আমি মনে করি বিষয় টা একটু নিজে ও এনাল্যসিস করে নিবেন । একটু পরযবেক্ষন করলে আশা করি বুঝতে পারবেন। যেখানে ২৪ ঘণ্টা ই ট্রেড চলতে থাকে সেখানে দিনে অথবা রাতে কোন না কন সময় ব্যবসা চাঙ্গা তো হবেই।
আমরা কেউ নিউজ ট্রেডার কেউ স্কালপিন আবার কেউ টেকনিক্যাল এনালাইজ ট্রেডার। এই তিন ধরনের ট্রেডাররা সবাই একই মসয়ে ট্রেড করতে পচ্ছন্দ করেনা একেক জন এক এক সময় ট্রেড করতে পচ্ছন্দ করে। তাই সঠিক সময় বলা খুবই কঠিন। তবে বেশিরভাগ ট্রেডার বিডি সময় অনুসারে সন্ধ্যা 6 থেকে রাত 11 পর্য়ন্ত সময় পচ্ছন্দ করে।
আমি ফরেক্সে নতুন তাই আমি ফরেক্সে পুর সমই তা বেয়ায় কোড়টে পাড়চী ণা।
আমি চাই ফরেক্সে পুর সময়টা দিতে।
ফরেক্স সব সময়ের জন্য খোলা । আপনি রাতে ভাল ট্রেড করতে পারেন। সাধারণত আমরা যারা সারাদিন কাজে ব্যস্ত থাকি তাদের জন্য রাতের সময়টাই বেষ্ট। এসময় মার্কেট ও বেশ ভাল থাকে। তাই দেখে শুনে ট্রেড করলে ভাল প্রফিট করা যায়। এসময় মন বেশ শান্ত থাকে।
ব্যাবসার জন্য শ্রেষ্ট সময় বলতে গেলে আমি বলব আপনি আপনার সময় খুঝে বের করেন আপনার শ্রেষ্ট সময় কখন।আর আপনার বুজতে হবে আপনি কখন ট্রেড করলে লাব হবে আর কখন ট্রেড করলে লস হবে।
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য নির্দিষ্ট কোন টাইম টেবিল নাই । সারা দিনই আপনি ইচ্ছে করলে ট্রেড করতে পারবেন । সাধারনত মার্কেটের মুভমেন্ট দেখে মার্কেটের অবস্থা ভাল মনে হলে ট্রেড করাই উত্তম । তাছাড়া ট্রেড করার আগে মার্কেট এ্যনালাইসিস এবং মানি ম্যানেজমেন্ট গুরুত্বপূর্ণ । সাধারনত বিকেল থেকে রাত ১১ টা পযর্ন্ত ট্রেডিং এর উপযোক্ত সময় বলে আমি মনে করি । কারন এই সময় মার্কেটের সবচেয়ে বড় দুইটি সেশন একত্রে হয় ।
ফরেক্স ব্যবসার জন্য শ্রেষ্ঠ সময়ের কোন প্রয়োজন নেই । যেকোন সময়ে যদি এই ব্যবসার অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই সফলতা অর্জন করা যায় । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা দক্ষতা অর্জন করতে হবে তারপর এই ব্যবসা করতে হবে ।
আসলে একজন ফরেক্স ত্রেদার হিসেবে অনেক মানুষ ই বিভিন্ন সময় এ বেপার গুলক নিয়ে সন্দেহে পরে যে সে দিনে ট্রেড করবে নাকি রাতে ট্রেড করবে, সুতরাং এই দিক থেকে চিন্তার কোনো কারণ আছে বলে আমি মনে করি না, কারণ ফরেক্স এ আপনি কতটা দক্ষ সেটার উপর ই সবকিছু নির্ভর করে, আপনি দক্ষ হলে রাতে দিনে ভরে কখনই আপনার ট্রেড করতে সমসা হবার কথা না.
আমার মতে আপনি যেকোনো সময় আপনার ট্রেড করতে পারেন এইটা আসলে নির্ভর করে আপনার উপর আপনি কোন সময় ট্রেড করতে চান তবে আপনি যদি নিউজ টাইম এ ট্রেড করতে চান তাহলে আপনাকে ওই সময় টা ফলো করতে হবে আর আর যদি না চান তাহলে আনাল্যসিস করতে হবে তার পর আপনি ট্রেড করতে পারেন।
ফরেক্স মার্কেটে ট্রেড করা হয় চারটা সময়ে অস্ট্রেলিয়া, জাপান,ইউরোপ এবং আমেরিকা সেসনে। এই সকল দেশের স্টক মার্কেট যখন চালু হয় তখন সে সকল কারেন্সি গুলোতে ভোলাটিলিটি বেরে যায়। তবে সবচেয়ে ভাল কাজ হবে ইউরোপ এবং আমেরিকা সেসনে ট্রেড করলে কারন মার্কেটে সবচেয়ে বেশি ভোলাটিলিটি বেরে যায়।
ফরেক্স একটি আর্ন্তজাতিক ব্যবসায় । ফরেক্স মার্কেটে ব্যবসা করার জন্য শ্রেষ্ঠ সময় বলে কিছু নেই । আপনি সপ্তাহে পাচদিন যে কোন সময় ফরেক্স মার্কেটে ট্রেড করে ডলার আয় করতে পারেন । তবে মার্কেটে সেশন একটি গুরুত্বপূর্ন বিষয় । আপনাকে অবশ্যই মার্কেটের সেশন সম্পর্কে ধারনা রাখতে হবে । সাধারনত ফরেক্স মার্কেটে নিউইয়র্ক সেশনে ট্রেড করা ভাল বলে আমি মনে করি ।
ব্যবসার জন্য শ্রেষ্ট সময় বলে কোন কথা নেই । কারণ ফরেক্স এমন একটা ব্যাতিক্রম মার্কেট যেটাকে আপনি আপনার কোন পরিচিত ব্যবাসার সাথে মেলাতে পারবেন না । কেননা ফরেক্স মার্কেট সবসময় উঠানামা করে আর যেহেতু এখানে চব্বিশ ঘন্টাই খোলা থাকে তাই যে কোন সময় ট্রেড করা যাবে । তবে এটা মনে রাখতে হবে যে কিছু কিছু সময় আছে যেগুলোতে একটু বেশি সুবিধা নেওয়া যায় ।
ব্যবসায় এর শ্রেষ্ঠ সময় কখন তা কেউ সঠিক বলতে পারে না। তবে আপনি যখন সময় করে ট্রেড করেন তখন ই আপনাকে মার্কেট এনালাইসিস করে বুঝে নিতে হবে। তাই আপনাকে ভালভাবে মার্কেট এনালাইসিস শিখতে হবে । এছাড়াও ট্রেড করার পূর্বে অবশ্যই মানি ম্যনেজমেন্ট করে নিতে হবে।
আমি বলব ছাত্র জীবন কারন এই সময়ে আমরা অনেকেই নানা রকম কাজ খুঁজে থাকি তাই আমি মনে করি ছাত্র জীবন কে কাজে লাগিয়ে আমরা ফরেক্স মার্কেট হতে আয় করতে পারি যা আমাদের অন্য সময়ের তুলনায় ভাল কাজে লাগতে পারে বলব।ফরেক্স ব্যবসা যদি ছাত্র জীবন থেকে শুরু করা যায় তবে এটি একটি লাভজনক ব্যবসা হবে এবং ছাত্রাবস্থায় পড়াশুনার পাশাপাশি এই কাজ করা হয় বলে ফরেক্স ট্রেড শিখতে সুবিধা হয়।
ব্যবসার জন্য শ্রেষ্ঠ সময় কখন । ভাই এখানে ব্যবসার জন্য কোন সময় লাগে না । আপনি যদি ভালোভাবে ফরেক্স করতে পারেন তাহলে লাভ হবে আর না বুঝে ট্রেড করলে অবস্যই লস করব। আমরা চেষ্টা করব ধৈর্যের সাথে ট্রেড করতে।
ফরেক্স ব্যবসার জন্য শ্রেষ্ঠ সময় হল ছাত্র জীবন শেষ হওয়ার সাথে সাথেই কারন ওই সময়ে অনেক হতাশা কাজ করে কি করবে তা ভেবে চিন্তে পাওয়া যায় না অই সময়টাই ফরেক্স ব্যবসা বেছে নিলে এবং ভাল ভাবে জ্ঞান অর্জন করতে পারলে মুটামুটি সফলতা অর্জন করা যাবে আমি মনে করি ।
ব্যবসার জন্য উত্তম সময় হলো ছাত্র জীবন। আপনি লেখা পরার পাশা পাশি যে সময় পান সে সময়ে আপনি ফরেক্স করতে পারেন| আর আমি মনে করি আপনি যখন ফরেক্স ব্যবসা সম্পর্কে ভাল জ্ঞান অর্জন, ভাল ধারনা, ভাল অভিজ্ঞতা এবং ব্যবসা সম্পর্কে জানতে পারব তখনি থিক হবে |
ব্যবসার জন্য শ্রেষ্ঠ সময় হলো ব্যবসা সম্পর্কে ভাল জ্ঞান ধারনা নিজের ভেতর তৈরি হলে । যে ব্যবসা করবো সেই ব্যবসা সম্পর্কে যদি ভাল করে জানা থাকে বা বোঝা যায় তাহলে সেই সময় ব্যবসার জন্য শ্রেষ্ঠ হয় । ব্যবসা করতে হলে ব্যবসায়ী জ্ঞান থাকা দরকার । ফরেক্সে ব্যবসা খুব আরাম দায়ক ব্যবসা । ঘরে বসেই এই ব্যবসা করা যায় কোন ঝামেলা ছাড়া । তবে ফরেক্সে কাজ করতে হলে ফরেক্স সম্পর্কে ভাল জ্ঞান দক্ষতা নিয়ে তারপর কাজ করতে হবে তাহলে ভাল কিছু অর্জন করা যাবে ।
আপনি আপনার যখন ইচ্ছা তখনি ট্রেড করতে পারেন মার্কেট চলা কালিন এটাই মার্কেটের নিয়ম। কিন্তু আমার জানা মতে তিনটি দিন কুবি স্পেশাল ফরেক্স ট্রেডিং করার জন্য। সোমবার, মঙ্গলবার আর বুধবার। আর বহস্পতি বারে বাইয়ার আর সেলার উভয়েই নিরব থাকার জন্য বোঝা কষ্ট যে মার্কেট কি করব্ আর শুক্রবারে হাই ইমপ্যাক্ট নিউজ আপডেট হয়। সুতরাং দুরে থাকুন।
ফরেক্স একটা অনিশ্চয়তার মার্কেট । এখানে শ্রেষ্ট বলতে কোন সময় নেই । কেননা এই মার্কেট প্রচুর পরিমাণে উঠানামা করে । আর এই উঠানামার ফলেই অনেক বেশি পরিমাণে এনালাইসিস করে ভাল সময় বের করতে হয় । এই কাজটা সুচারুরুপে করতে পারে শুধুমাত্র অভিজ্ঞ ট্রেডাররা । যে যত বেশি এনালাইসিসকে গুরুত্ব দিবে সে তত বেশি পরিমানে সঠিক সময় বের করতে পারবে ।
ফরেক্স যে কোন সময় করা যায়। তবে ব্যবসার জন্য উত্তম সময় হলো ছাত্রা জীবন। কারন এ সময় জ্ঞান বুদ্ধি ভাল থাকে আবার সবার ক্ষেত্রে তা নই যারা ব্যবসা সম্পকে কিছু জানে না তাদের জন্য ব্যবসা নয়। আবার কেউ আছে ছাত্র জীবনে শুধু ফুতি করে বেরাই। তবে এদের বাদ দিয়ে যারা ছাত্র জীবনে ব্যবসা করা শুরু করে আমার মনে হই তারাই ঠিক।
আপনি যেকোনো সময় আপনার ট্রেড করতে পারেন এইটা আসলে নির্ভর করে আপনার উপর আপনি কোন সময় ট্রেড করতে চান তবে আপনি যদি নিউজ টাইম এ ট্রেড করতে চান তাহলে আপনাকে ওই সময় টা ফলো করতে হবে আর আর যদি না চান তাহলে আনাল্যসিস করতে হবে তার পর আপনি ট্রেড করতে পারবেন
আমি মনে করি ফরেক্স করর কোন সময় নায়। আম্পি তগ্রেদ ওপেন করার আগে মার্কেট আনালাইসিস করে করে দেখবেন যখন মার্কেট উপরের দিকে উঠবে তখন আম্পি ট্রেড ওপেন করবেন আর যখন দেখবেন মার্কেট নিচের দিকে আসছে তখন ত্রতেদ ক্লোজ করে দিবেন।
শ্রেষ্ট সময় বলে আমি মনে করি কিছুই নেই । আপনি যখন নিজস্ব স্ট্রাটেজি ব্যবহার করে সর্বোচ্চ পরিমাণে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন ঠিক তখনই আপনি বুঝতে পারবেন আপনি অনেক বেশি পরিমাণে নিজেকে দক্ষতার পথেই এগিয়ে নিয়ে যাচ্ছেন । ফরেক্সে ট্রেড করে লাভবান হওয়ার কোন বিকল্প নেই । যত বেশি ট্রেড করবেন তত বেশি আপনি ভাল সময়ের দেখা পাবেন ।
ভাই মার্কেট থেকে আপনি যদি আয় করতে চান তাহলে মার্কেটে ২৪ ঘন্টা সময় দিতে হবে।আপনি যদি আয় করতে চান তাহলে প্রাইস একশনের মার্কেট মুভমেন্টের উপর নির্ভর করে ।মার্কেট যখন বেশি মুভমেন্ট করে তখন বেশি আয় করার সুযোগ আসে তাই আমাদের উচিত মার্কেট যত বেশি সময় দেওয়া যাই।
ফরেক্স মার্কেট এ চারটি সেশন রয়েছে। ফরেক্স মার্কেট সব সমুয় ম্যভ করে না। সবচেয়ে লন্ডন সেশনে মার্কেট বেশি মুভ করে। তাই মার্কেট এ সারাদিন বসে না থাক্লেও চলে। শুধু সেশন অনুযায়ী মার্কেট এ বস্লেই ট্রেড করতে পারা যায়। আমি মূলত লন্ডন সেশনে ট্রেড নিয়ে থাকি।
ব্যবসার জন্য শ্রেষ্ঠ সময় কোনটা সেটা আসলে নির্ধারিত করে বলার কিছু নেই। তবে ইয়াং বয়সে করলে ফরেক্সে সফলতা খুব সহজে পেতে পারেন। পড়াশুনা শেষ করে ফরেক্স করলে সহজে এ ব্যবসায় সম্পর্কে বুঝতে পারবেন। তবে কারো মতে বয়স বাড়ার সাথে সাথে নাকি মূল্যবোধ বৃদ্ধি পায়। সে হিসেব করলে বয়সের মাঝামাঝি সময়ে এসে আপনি ফরেক্স করতে পারেন। আসলে ফরেক্সের নির্ধারিত কোন বয়স সীমা বাধা নেই। যে কেউ চাইলে যখন খুশি তখন ফরেক্স করতে পারেন।
যার যখন সময় হয় তখন করতে পারেন,শনি রবিবার
ছাড়া।
আসলে ব্যবসা জীবনের শ্রেষ্ট সময় তখন, যখন আমরা ঐ ব্যবসা সম্পর্কে ভাল জ্ঞান অর্জন, ভাল ধারনা, ভাল অভিজ্ঞতা এবং ব্যবসা সম্পর্কে জানতে পারব। তখনই ব্যবসার জন্য শ্রেষ্ট সময়। ব্যবসা জন্য শ্রেষ্ঠ সময় মাঝ বয়েস। তবে ফরেক্স যে কোন সময় করা যায়।
ফরেক্স বেবসা করতে হলে এই বেবসার নিয়ম কে আগে জানতে হবে কারন নিয়ম না জেনে কোন বেবসা হতে কোন লাভ করা যায় না তাই আমাদের কে নিয়ম মেনে এই মার্কেট হতে লাভ করার জন্য বেশী করে আমাদের কে আয় করতে হবে তা না হলে আমরা লস করে ফেলব ।