যেহেতু ফরেক্স একটি আন্তর্জাতিক ব্যবসা, যেহেতু ফরেক্স মার্কেটে ট্রেড করা হল পেশা, এটা কোন খেলা নয় । আর আমাদের মধ্যে অনেকে আছে যারা ট্রেড করার সময় নিজের অনুভূতি হিসাবে বলে থাকে আজ ফরেক্সে মার্কেটে খেললাম। আসলে এটা কোন কথা নয়। ফরেক্স মার্কেট হচ্ছে একটা ব্যবসা, এটা কোন খেলা নায়। ফরেক্স মার্কেটে ট্রেড করলে লাভ-লস হয়ে থাকে। আর ব্যবসা মানেই হচ্ছে লাভ-লস থাকবেই। কিন্তু এটা কোন জুয়াড়ি খেলা নয় যে, এখানে কেউ হারবে আবার কেউ জিতবে। ফরেক্স মার্কেটের ট্রেড করতে হলে নিজের জ্ঞান এবং অভিজ্ঞতা লাগে।