আমি ট্রেড করি না তবে যখন করব আশা আছে এ দিনে আমি ট্রেড করব না
Printable View
আমি ট্রেড করি না তবে যখন করব আশা আছে এ দিনে আমি ট্রেড করব না
কাজ করার ইচ্ছা থাকলে শুক্র শনিবার দেখার বিষয় না ৷
সামান্য পরিশ্রম ছুটির দিনে করলে কষ্ট হয় না ৷
আমি যখন সময় পায় তখনই কাজ করি ৷
শুক্রবার দিন বলতে কিছুনা যখনি সময় পাই তখনি করি ট্রেড করি
আমি যখন সময় পাই থকনি ট্রেড করি,আবার শুক্রবার দিন ট্রেড করতেও খারাপ না ভালই লাগে, তাই সময় পাইলে আমি ট্রেড করি।
আজ শুক্রবার এবং এই দিনেও আমি ট্রেড করতে পছন্দ করি ফরেক্স সম্পর্কে ভাল জ্ঞান আর অবিজ্ঞতা থাকলে দিন কোন ব্যাপার নয় আপনি যে কন সময় ফরেক্স থেকে ট্রেড করে আপনি লাভ করতে পারবেন এ জন্য আপনাকে নিজেকে চেষ্টা করতে হবে ফরেক্স মার্কেট এ ।
আমি মাঝে মাঝে শুক্রবার এ ট্রেড করি । আমি ব্যবসার পাশাপাশি ফরেক্স করি ।তাই শুক্রবার এ আমি সুযোগ পেলে ট্রেডিং করি ।
আমি যখন প্রথম ট্রেড শুরু করি তখন প্রতিদিনই ট্রেড করতাম এবং সারাদিন ট্রেডিং প্লাটফর্ম ওপেন করে বসে থাকতাম । কিন্তু এখন আমি কখনও তা করি না । আমি সব সময় সোমবার ও শুক্রবার ট্রেড করা থেকে বিরত থাকি । কারন এই দুইদিন মার্কেট এর মুভমেন্ট কম থাকে, যার ফলে লস খাওয়ার সম্ভাবনা বেশি থাকে । এই জন্য শুক্রবার এ ট্রেড না করাই উত্তম ।
ফরেক্স মার্কেট এ অনেক সময় শুক্রবার দিন ফরেক্স মার্কেট এ এলোমেলো ভাবে মার্কেট চলে যার কারনে অনেকে এই দিন ট্রেড করা থেকে দূরে থাকেন আমি মাঝে মাঝে এই দিনে ট্রেড করা বন্ধ রাখি তবে ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য সুযোগ সব সময় পাওয়া যায় ।
হা আমি শুক্রবারে ট্রেড করি। যদিও শক্রবারে মার্কেটের মুভমেন্ট বেশি হওয়ায় ঝুকিটা অনেক বেশি থাকে তবে লাভের আশাও অনেক বেশি থাকে। ধন্যবাদ।
আমিও মাঝে মাঝে শুক্রবার দিন ট্রেডিং করা থেকে বিড়ত থাকি, কারণ আমি অনেক আগেই দেখেছি এবং অভিজ্ঞতা অর্জন করেছিযে- কিভাবে মার্কেট ফাষ্ট মুভ করে এবং কি ভাবে মার্কেট ট্রেন্ড পজেটিভ প্রফিটের লোভ দেখিয়ে আমার ট্রেডিং একাউন্টটির ব্যালেন্স নেগেটিভ ব্যালেন্সে পরিবর্তন করে দিল, যা কিনা চোখের পলক ফেলার মতন সময় নিল। তার পর থেকে আমি যথেষ্ট সাবধান হয়ে গেছি শুক্রবার ট্রেডিং করার ব্যাপারে।
আমি এখন প্রায় নিন ট্রেড করে থাকি তবে শুক্রবার এ ট্রেড করলে রাতে এর মধ্যেই ট্রেড বন্ধ করার চেষ্টা করি ।
আমি সব সময় ফরেক্স করে থাকি আমি মনে করি আমরা চাইলে যে কোন দিন ফরেক্স করতে পারব এজন্য আমাদের দরকার হল শুধু অবিজ্ঞতা কারন ফরেক্স কোন নির্দিষ্ট দিন বা ক্ষন এর জন্য নয় আমরা যে কোণ সময় চাইলেই ফরেক্স থাকে ভাল আয় করতে পারি এ জন্য আমাদের কে সব সময় প্রস্তুত থাকতে হবে ।
আমি প্রতি দিনই ট্রেড করি এমনকি শুক্রবারও আর যে দুই দিন মার্কেট বন্ধ থাকে ওই দুই দিন যে আমার কি অসস্থিতে কাতে টা আপনাদের বলে বোঝাতে পারব না। আসলে ফরেক্স ব্যবসা আমার কাছে এখন একটা গেম এর মত মনে হয় এবং ওই গেম এখন নেশাতে পরিনত হয়ে যা কিনা ইচ্ছা করেও ছারতে পারব না।
হ্যা আমি শু শুক্রবার এ ট্রেড করে থাকি খারন আমি এই দিনে বেশী সময় পেয়ে থাকি ।তাই আমি শুক্রবার দিন বেশী সময় ব্যায় করে থাকি ফরেক্স মার্কেটে । তবে লংঙ টাইম এর ট্রেড খুব কম করে থাকি । কারন শনিবার দিন ট্রেড অফ থাকে তাই ।
আমি শুক্র বারে ট্রেড করি না । এই দিনে মাঝে মাঝে মার্কেট এর অনেক বেশী মুভমেন্ট হয়ে থাকে।
আমি শুক্রবারে ট্রেড করি না ।
শুক্রবার রাতে ট্রেডিং উইক এর সেশ দিন হউয়ায় এদিন মার্কেট এ বড ধরনের উথান পতন হয়। এ ছাডা অথিতিশিল বিভিন্ন নিউজ এদিন থাকতে পারে। যারা শর্ট টাইমে ট্রেড করেন তাদের এদিন ট্রেড না করাই মঙ্গল। তবে আপনার যদি খুব নিশ্চিত কোন এনালাইসিস থাকে তবে ট্রেড করতে সমস্যা নাই।
শুক্রবার ট্রেড করা অনেকটাই ঝুকিপুর্ণ। এদিন মার্কেট অনেক বেশি উঠা নামা করে। শর্ট টাইমে এ যারা ট্রেড করেন তাদের শুক্রবার ট্রেড না করাই উত্তম। আমি সাধারনত শুক্রবার ট্রেড করি না। তবে কারো কাছে যদি নিশ্চিত কোন আয়ানালাইসিস থাকে তবে সে ট্রেদ করতে পারে।
না ভাই আমি সব শুক্র বার ট্রেডং করিনা। কারন ফরেক্সে শুক্র বারকে ব্ল্যাক ফ্রাইডে বলা হয়ে থাকে। বেশির ভাগ লুসার দের অ্যাকাউন্ট এই শুক্র বারই জিরু হয়ে থাকে। তবে আমি তো ভাল মানুষ তাই মাঝে মাঝে লোভ এর কারনে এন্ট্রি নেই আরকি।
আমি শুক্রবার দিন ট্রেড করি কারন এই দিন আমার কলেজ নেই।আমি সপ্তাহে ৫ দিন ট্রেড করি যেহেতু আমি খুব অল্প সময় আমার ট্রেড করি তাই আমার কোন অসুবিধে হয় না।
আমি ফরেক্স মার্কেটে নতুন তাই এই আমি শুক্রবার দিন ট্রেড করব।
তাই বলব যারা নতুন ট্রেডার তারা যেন শুক্রবার দিন ট্রেড করে।
যেহেতু শুক্রবারে ফরেক্স মার্কেট খোলা থাকে তাই আমি শুক্রবারে ট্রেড করি তবে শর্ট টাইমের জন্য। ধন্যবাদ।
আমি অনেক আগেই দেখেছি এবং অভিজ্ঞতা অর্জন করেছিযে- কিভাবে মার্কেট ফাষ্ট মুভ করে এবং কি ভাবে মার্কেট ট্রেন্ড পজেটিভ প্রফিটের লোভ দেখিয়ে আমার ট্রেডিং একাউন্টটির ব্যালেন্স নেগেটিভ ব্যালেন্সে পরিবর্তন করে দিল, যা কিনা চোখের পলক ফেলার মতন সময় নিল। তার পর থেকে আমি যথেষ্ট সাবধান হয়ে গেছি শুক্রবার ট্রেডিং করার ব্যাপারে।
আমি অনেকের কাছ থেকেই জেনেছি যে শুক্রবারে মার্কেটে ব্যাপক পরিমাণে প্রাইস উঠানামা করে থাকে, সেই কারনে আমি শুক্রবারে ট্রেড করি না। আমি নতুন ট্রেডার তাই শুক্রবার ছাড়া সপ্তাহে ৪ থেকে ৫ দিন ট্রেড করি।
ট্রেডিং এর জন্য ত আর নির্দিষ্ট দিন নেই যে এই দিন ট্রেড করা যাবেনা। তবে কিছু কিছু সময় একটু সমস্যা হতে পারে। নতুন ট্রেডার হলে শুক্রবারে ট্রেড করা দরকার নেই। কারণ অনেক সময় শুক্রবারে রাতে মার্কেট বন্ধ হয়ে যায়। ধন্যবাদ
হ্যা আমি শুক্রবারে ট্রেড করি কারন ট্রেড না করার কোন কারন আছে বলে তো আমার মনে হয় না কারন মার্কেট যে অবস্থায় ্িামি সেটা অনুযায়ী ট্রেড করি। ধন্যবাদ।
হ্যা অবশ্যই শুক্রবার দিন ট্রেড করব।
কারন শুক্রবার দিন ট্রেড করলে লাভ হয় বেসি।
তাই আমি শুক্রবার দিন ট্রেড করব। তাছারা শুক্রবার দিন মার্কেট আপ এবং ডাউন হয় বেশী।
কেন করবো না? শুক্রবারে কোন শমশসমস্যা আছে নাকি? আমার টা জানা নেই। ফরেক্স মার্কেট যেহেতু শুক্রবারে খোলা, সেহেতু ট্রেড করতে বাধা কিসের? আমার তো মনে হয় আপ্নারা কিছু ভুল করছেন। শুক্রবারে অনায়াসে ট্রেড করা যায়, আপ্নিও করতে পারেন। কোন অসুবিধা আছে বলে মনে হয় না।
শুক্রবার হল সবথেকে ঝুকিপূর্ণ একটি দিন এই দিনে কেউ প্রচুর রাভ করে আবার কেউ সব হারায় কারণ এইদিন মার্কেট অনেক উত্তাল থাকে কিছুই বুঝা যায় না , আমি শুক্রবার কাজ করি তাহলে রিস্ নিয়ে কাজ করি ।
আমি পড়াশোনার পাশাপাশি ফরেক্স করি তাই শুক্র বার আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ দিন। আমি ফরেক্স এ তাই মাঝে মাঝে শুক্র বারেও কাজ করে থাকি।
আমি সপ্তাহে ৫ দিনই ট্রেড করি। আর শুক্রবারে তো অবশ্যই ট্রেড করি। কারন শুক্রবার সবচেয়ে বেশী ফ্রি থাকি। তাছাড়া শুক্রবারে ট্রেড করতে আমার ভাল লাগে।
আসলে বন্ধের দিন বাদে যখনই সময় পাই তখনই মার্কেটে ঢু মারি, ট্রেডও করি। সাধারনত শুক্রবার টার দেখি না। মাঝে মাঝে শুক্রবারেও ট্রেড করি আবার কোনো কোনো সময় শুক্রবার ট্রেড করিনা। শুক্রবার সাধারনত মার্কেট বেশি মুভ করে এই সুযগ টাকে কাজে লাগাতে পারলে মন্দ হয়না। আর দক্ষ হয়ে গেলে শুক্রবার কোনো ফ্যাক্ট না।
আমি শুক্রবার দিন ট্রেড করি। তবে একথা ঠিক শুক্রবার মার্কেট মুভমেন্ট বেশি করে। এমনকি অনেক সময় দেখা যায় মার্কেটের মুভমেন্ট আপনার টেকনিক্যাল এনালাইসিস মানছেনা। তাই বলবো নতুন অবস্থায় শুক্রবার ট্রেড না করাই ভালো। অভিজ্ঞতা ও দক্ষতা অর্জনের পর শুক্রবার ট্রেড করবেন। এই দিন অল্প সময়ের মধ্যেই ভাল প্রফিট করা যায়।
শুক্রবার আমি ট্রেড করি না।কারন হাই ইমপ্যাক্ট নিউজের জন্যে মার্কেট বিভিন্ন রকম মুভমেন্ট করে।এটা আমার অভিজ্ঞতা থেকে বল্লাম।আপনার যদি শুক্রবারের ট্রেডের ভাল অভিজ্ঞতা থাকে তাহলে আপনার জন্য শুক্রবারের ট্রেড অনেক লাভজনক হয়ে উঠবে।
আমি একজন নতুন ট্রেডার আমার মার্কেট সম্পর্কে ধারনা কম থাকার কারনে ্অমি প্রতি শুক্র বার ট্রেড করি না। তবে ভালো নিউজ থাকলে এবং আপট্রেন্ড বা ডাউন ট্রেন্ড তৈরি হলে আমি তখন ট্রেড করি।
হা আমি সপ্তাহের ৫ দিনই ট্রেড করে থাকি । শুক্রবারেও ট্রেড করি তবে তার রাত ১২ টার মধ্যে প্রফিট নিয়ে ট্রেড ক্লোজ করে দেবার চেষ্টা করি । আপনি চাইলে এই দিনেও ট্রেড করতে পারেন । কারন মার্কেট বেশ মুভ করে আর আপনি এই সুযোগ টা কাজে লাগিয়ে বেশ কিছু পিপস লুফে নিতে পারেন ।
হা আমি শুক্রবার *দিন ট্রেড করি তবে সকাল ৭-১০টা পর্যন্ত তার পর আর করি না কারন শুক্রবার বসায় আনেক কাজ করতে হয় ।আর তার পরের দিন আবার মার্কেট বন্ধ থাকে বলে এর মুভমেন্ট বেশি উঠা নামা করে তাই আমি বেশি সময় ট্রেড করি না ।
আমি একজন স্টুডেন্ট এবং শুক্রবারে আমি সম্পূর্ন ফ্রি থাকি এজন্য আমি শুক্রবারে ট্রেডিং করি।তাছাড়াও শুক্রবারে বেশ কিছু হাই ইমপেক্ট নিউজ থাকে যা মার্কেটে ব্যাপক প্রভাব সৃষ্টি করে।ফলে মার্কেটের মুভমেন্ট বেশি হয়।আর আমার মত যারা ভালো মুভমেন্ট মার্কেটে ট্রেডিং করতে পছন্দ করেন সবাইকে বলবো শুক্রবারে ট্রেডিং করতে।
মার্কেট এ শুক্রুবার হল সাপ্তাহিক ইন্ডিং-ডে। আমি আপনার সাথে এক মত যে এই দিনে বেশি মুভমেন্ট দেখা যায়। তবে যদি কোন ভুল ট্রেড প্লেস করেন সে ক্ষেত্রে কী করবেন? অবশ্যই আপনাকে সেক্ষেত্রে এসএল টিপি ব্যবহার করা উচিত বলে আমার মনে হয়। শুক্রুবার এবং সোমবার এই দুই দিন কিছূ কিছু ক্ষেত্রে অপ্রত্যাসিত মুভমেন্ট লক্ষ করা যায়। সুতরাং ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল টা ভালো করে দেখে নেয়া উচিত বলে আমার মনে নয়।
ফরেক্স এমন এক ধরনের বিজনেস সেখানে আমরা যে কেও নিজেদের মেধা শক্তি নিয়ে এগিয়ে যেতে পারি। আর এই ফরেক্স বিজনেস এ মুলত ট্রেড করার জন্য কোন বিশেষ সময় বেছে নিতে হয় না। যার যখন সুবিধা হয় তখন ট্রেড করেন। এটাও হচ্ছে ফরেক্সের একটি বড় গুন। আমি সারা সপ্তাহ বেস্থ থাকার কারনে শুক্রবারে ট্রেড করি না। বাকী যত দিন মার্কেট খুলা থাকে আমি ট্রেড করি।