-
আমি প্রথম এ ডেমো অ্যাকাউন্ট এ ট্রেড শুরু করি । আমি প্রথম এ ডেমো ট্রেডিং করে লস করি । তারপর ভাবলাম আমাকে সঠিক নিয়ম শিখতেই হবে । তারপর আমি আমার এক বড় ভাইয়ের কাছ থেকে ফরেক্স ট্রেডিং এর কিছু গুরুত্বপূর্ণ জ্ঞান অর্জন করলাম । তারপর আমি আবার ভালো করে ডেমো ট্রেডিং শুরু করলাম । এবং ফরেক্স ট্রেডিং এর বিভিন্ন এনালাইসিস করা শিখলাম । আস্তে আস্তে ফরেক্স মার্কেট থেকে লাভ করতে শিখলাম । পরে আমি রিয়েল অ্যাকাউন্ট এ ট্রেডিং শুরু করলাম । রিয়েল অ্যাকাউন্ট এ শুরুতেই আমি লাভ করলাম পরে আমার অ্যাকাউন্ট আবার জিরো করে ফেলি । আমি আবার ডেমো ট্রেডিং অনুশীলন করে আবার রিয়েল ট্রেডিং শুরু করলাম । এখন আমি ফরেক্স মার্কেট থেকে আস্তে আস্তে লাভ করতে শিখেছি ।
-
যারা ফরেক্স এ নতুন তারা ফরেক্স এ ট্রেড করার পর মনে রাখতে হবে যে কম লাভ হলেই ট্রেড ক্লোজ করে দেয়া উচিত । কারন ফরেক্স মার্কেট এ যে কোন সময় লস হতে পারে । যখন প্রথম ট্রেড শুরু করি লাভ করলাত আবার লস ও করলাম এই ভাবে বেস কয়াক মাস কাটল, তারপর আমি আমার লস আর বের করি, আমি আগে অন্ন অন্ন ট্রেডার দার সিগনাল নিয়া ট্রেড করতাম।আমি ২৭ ডলার দিয়ে ট্রেড করা সুরু করি।
-
প্রথম ট্রেডের অভিজ্ঞতা আসলে সকলের কাছেই স্মরনীয় হয়ে থাকে আর আমার বেলায়ও বিষয়টা ঠিক তেমনই হয়েছে আমি ফরেক্সে প্রথম ২০ ডলার ডিপোর্জিট করে ট্রেড করতে বসি আর সত্য কথা বলতে কি সেই সময় আমি ট্রেডিংয়ে এত বেশি দক্ষ ছিলাম না তার পরও বেশ ভাল মানিম্যানেজমেন্ট বুঝতাম আর সেই অভিজ্ঞতা নিয়ে আমি ফরেক্সে সর্বপ্রথম ০.০৩ লটে একটি ট্রেড ও্রপেন করি এবং সেই ট্রেডে আমি ১ ডলার প্রফিট করেছিলাম।
-
আমি মনে করি ফরেক্স মার্কেট এ ডেমো অ্যাকাউন্ট খোলে তার পর বেশি করে ট্রেড করে আপনাকে শিখতে হবে ।
-
হ্যা আমার প্রথম ট্রেডরে অবিজ্ঞতা ছিল অন্যরকম একটা ব্যপার আমি প্রথমে ডেমাে করে অনেক প্রফিট করে বুঝেছিলাম যে আমি হয়তো রিয়েল ট্রেড করে অনেক লাভ করবো কিন্তু না আমি ফরেক্স ফোরামে ফরম পােষ্ট করে ৪০ ডলার বোনাস পেয়ে রিয়লে ট্রেড করার পর দেখলাম ৩দিনের মাথায় আমার একাউন্ট জিরো হয়ে গিয়েছে।সেখান থেকে আমার অবিজ্ঞতা হলো যে আমি যত সহজ মনে করেছিলাম ততসহজ নয় ফরেক্স থেকে টাকা আয় করা ।ধন্যবাদ
-
আমার প্রথম ট্রেডের অভিজ্ঞতা আমি প্রথমে ভেবেছিলাম এটা করা হয়তো অনেক কঠিন কিন্তু পরবর্তীতে দেখলাম এটা করা সহজ। যার মাধ্যমে বেকার যুবকরা তাদের বেকারত্ব জীবন ঘোচাতে পারে। আরও দেখতে পেলাম এতে ইনভেস্টের মাধ্যমে বেশী টাকা আয় করা যায়। কিন্তু এতে লোভ করলে লস হতে পারে
-
আমার প্রথম ট্রেডের অভিজ্ঞতাটা
ছিল অন্যরকম। ডেমো করার পর
ভেবেছিলাম লাইভ ট্রেড করা মনে হয়
খুবই সহজ। প্রথমেই লস দিয়ে শুরু করলাম
কিন্তু পরবতীতে ৩৪ ডলার এর মত প্রফিট
করলেও পরবর্তীতে তা উইথড্র করা হয়
নাই।
-
ফরেক্স মার্কেটে আমার অবিজ্ঞতার বলতে গেলে আমার নিজের কাচেও হাসি পায়।কারন ফরেক্স ট্রেড যখন শুরু করি প্রথমে ডেমো একাউন্ট দিয়ে। আর ফরেক্স ডেমো প্রথম ট্রেডে ২৭০ ডলার লাভ করি তখন ভাবলাম এটাতো খুবই ভাল ব্যবসা। কিন্তু পরে কয়েকটা ট্রেড করতেই একাউন্ট জিরু হয়ে জায়।
-
আমি প্রথম দিন ট্রেড করে ৬ ডলার লাভ করে খুব আনন্দিত হয়ে চিলাম যা একনো পাইনি। আর ফরেক্স মার্কেটে প্রথম ট্রেড যে কারো স্বরনীয় হয়ে থাকে এটা অনেক উত্তেজিত ভাব লাগে
-
আমি ফোরাম থেকে 9.80 ডলার পেয়েছিলাম। এ দিয়ে 3 ডলার এ মাসে প্রফিট করেছি। বর্তমানে 2.5 ডলার লসে ট্রেড রানিং আছে। কি হবে তাই ভাবছি। মনে হয় আমি আমার ট্রেডগুলি রিগেইন করতে পারব। কেননা সবই 0.01 লটে ট্রেড করেছি। আশা করি লাভ হবে। আমি খুবই আনন্দিত।
-
আমার প্রথম ট্রেডের কথা মনে করতে হলে একটু ভাবতে হচ্ছে। আসলে একবছর আগের কথা। তখন আমি এক দিক থেকে লাভ করতে করতে ২০ ডলার লাভ করেছিলাম। কিন্তু দুঃখের বিষয় হলো কিছু ভুল ট্রেড নেয়ার ফলে আমার সেই বিশ ডলারও লস হয়ে যায়। ওটায় খুব কষ্ট পেয়েছিলাম।
-
ফরেক্স মার্কেটে আমি প্রথম ট্রেড করি তখন বেশি কিছু ফরেক্স সম্পরকে জানি না বা ভাল কোন অভিজ্ঞতা ছিল না তাই ফরেক্স মার্কেট সম্পরকে ভাল অভিজ্ঞতা না থাকার কারন আমার প্রথম ট্রেড করার ফলে আমার লস হয় তাই আমি প্রথম ট্রেডে লস করি তবে অল্প লস হলে আমি আমার প্রথম ট্রেড ক্লোজ করে দিছিলাম ।
-
আমি প্রথম ট্রেড ০.০৫ দিয়ে করেছিলাম এবং ০.৫০ সেন্ট লাভে বিক্রয় করেছিলাম। ৩০ ডলার থেকে আমি ৯০০ ডলার তুলেছিলাম কিন্তু লোভে সব শেষ করেছিলাম।
-
ফরেক্স মার্কেটে আমি ১০০ ডলার ডিপজিট করি ফরেক্স মার্কেটে আমার পথম ডিপজিট তখন ফরেক্স মার্কেট সম্পরকে অনেক ভাল অভিজ্ঞতা বা ধারনা ছিল না এখন যেমন ফরেক্স মার্কেট সম্পরকে ভাল অভিজ্ঞতা আছে বা ফরেক্স সম্পরকে ভাল জ্ঞান অর্জন করেছি তাই আমি প্রথম ফরেক্স ট্রেডে লস করি ।
-
প্রথম ট্রেড সবার জন্য গুরুত্বপূর্ণ হলেও আমার জন্য কোনো গুরুত্বের নয়।কেননা দু:খখেখের বিষয় যে আমার প্রথম ট্রেডে তেমন কোনো অভিজ্ঞা হয়নি।অনেকটা না বুঝে আবার অনেকটা ভয়ে ভয়ে জীবনে প্রথম ট্রেড করেছিলাম।আমার ওই প্রথম ট্রেডে লাভ হয়েছিল না লস হয়েছিল তা আমার সঠিকভাবে মনে নেই।এই হচ্ছে আমার প্রথম ট্রেডের রহস্য।
-
অামার প্রথম ট্রেডের অভিজ্ঞতা তেমন একটা ভালো নয় কারণ হল প্রথম ট্রেড যে সময় করেছি সেই সময় ফরেক্স ব্যবসা সর্ম্পকে তেমন একটা ধারণা নিতে পারিনি । সেই সময় লাভের চেয়ে লসের ভাগটাই বেশী হয়েছে । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য অভিজ্ঞতা অর্জন করব তাহলেই সফলকাম হতে পারব ।
-
প্রথম যে কোন নতুন কাজই রো্মাধ্ঞকর । আর ফরেক্স এর মত প্লাটফমের নিজের প্রথম ট্রেড সত্যিই অসাধারণ অনুভুতির সৃষ্টি করেছিল । আমার সর্বপ্রথম ট্রেডটি ছিল ইউরো ই্উএসডি পেয়ারে ছিল । আর যদিও লাভ করতে পারি নি কেননা একজন নতুন ট্রেডার হিসেবে আমি সবসময় নিজেকে একটু বেশি করে এগিয়ে রাখতে চায় ।
-
আমার প্রথম ট্রেডের অভিজ্ঞতাটা ছিল অন্যরকম। ডেমো করার পর ভেবেছিলাম লাইভ ট্রেড করা মনে হয় খুবই সহজ। প্রথমেই লস দিয়ে শুরু করলাম ।আমি আমার প্রথম ট্রেডের কথা কখনো ভুলবনা।
-
প্রথম ট্রেডের অভিজ্ঞতা হল সকলেরই উচিত ব্যবসা করার পূর্বে মানি ম্যানেজমেন্ট ঠিক করে নেওয়া । আমি মনে করি যে যারা নতুন ট্রেডার তারা অপ্ল লাভ হলে বিক্রয় করে দেয়া ভাল কারণ মার্কেট হুট-হাট কোন দিকে যাবে তা তারা ধারনা করতে পারবে না। যার ফলে তা লসে যায় এবং সকলেই লস করে।
-
ফরেক্স মার্কেটে আমি যে দিন প্রথম ট্রেডিং করেছিলাম সেই দিন আমরা অনেক ভাল লেগেছিল কিন্তু ফরেক্স মার্কেটে আমি প্রথম দিন অনেক লস করেছি তাই আমি বুঝতে পারছি যে আমাকে আবেগ দিয়ে ট্রেড করা যাবেনা,আমাকে ফরেক্স মার্কেট এনালাইসিস করে ট্রেড করতে হবে তাহলে আমার ভাল প্রফিট হবে।
-
আমার মনে হয় না প্রথম ট্রেডের অভিজ্ঞতা কেউ কখনো ভুলতে পারে। এখনো মনে আছে প্রথম ডিপোজিট ছিল ২০ ডলার। এবং প্রথম ট্রেড করেছিলাম .১০ সেন্ট। প্রথম ট্রেড ওপেন করার পরে সারারাত ঘুমাতে পারিনি। সারারাত কল্পনা করতে করতে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম হতে উঠে দেখি ৪.৩০ ডলার লাভ। উঠেই সাথে সাথে ট্রেড ক্লোজ করে দেই। অবশ্য সে ডিপোজিট বেশি দিন ধরে রাখতে পারিনি। খুব তাড়াতাড়িই লস করে ফেলি।
-
আমি প্রথম ট্রেড বলতে আমি তো ট্রেড করিনি। আমি ফরেক্সে নতুন আমি ডেমোতে ট্রেড করি। আমি প্রথম পোস্ট করি এবং যা বোনাস ডলার পায় তা দিয়ে এক বড় ভাইকে দিয়ে ট্রেড করিয়ে ৫ ডলার প্রফিট করি। তিনি যখন আমাকে প্রফিট এর টাকা আমাকে দিয়েছিল আমার খুব ভাল লাগছিলো।
-
আমি অনেক দিন ডেমো ট্রেড করার পর রিয়েল ট্রেড করি আমার মনে আসে আমি আমার প্রতম ট্রেড এ ১০.৩০ ডলার লাভ করে ছিলাম । অনেক বুজে আমি আমার প্রতম ট্রেড করে ছিলাম ট্রেড ওপেন করার পর ট্রেড যখন লস এ জাসচিল তখন অনেক ভয়ে এ সিলাম।
-
প্রথম ট্রেড সর্বদা রোমাঞ্চকর । মনে অনেকটা অজানা ভয় এবং এক ধরনের চাপা উত্তেজনা কাজ করে । আমার প্রথম ট্রেডটা খুব সুখকর ছিল না কেননা আমি বুঝে শুনে ট্রেড দিই নি যার কারণে আমি এটার জন্য অনেক বেশি পরিমাণে দুর্ভোগে পড়েছি এবং একাউন্ট জিরো করেছি যেহেতু দক্ষতা এবং বিনিয়োগ উভয়ে ছিল অনেক কম । তবে বর্তমানে ডেমোকে বেশি গুরুত্ব দিয়ে দেখছি ।
-
আমি যখন প্রথম ট্রেড করি তখন আমার সথিক মনে নেই তবে মনে হয় আমি লস করেছিলাম | ফরেক্স থেকে আয় করতে হলে আমি মনে করি অভিগতা ছারা আয় করা অসম্ভব | ফরেক্স থেকে আপনি যদি লস করেন তবে আপনি ফরেক্স থেকে আয় করতে পারেন ফরেক্স আপনাকে ফরেক্স এর অভিগতাই আপনাকে আয় দিবে আমি মনে করি |
-
আমার রিয়েল একাউন্ট এ প্রথম 50 ডলার দিয়ে প্রথমে ইনভেস্ট করেছিলাম। আমি 13 ডলার লাভ করেছিলাম। আর এখন আমার লাভ হচ্ছে না। যেই ট্টেড করি অমনি তা লসের দিকে যায়। আর এর জন্যই অনেকটা দেরি হচ্ছে লাভ হতে।
-
ভাই আমি প্রথম রিয়েল একাউন্টএ ট্রেড করে ৯ ডলার লস করি।আমি আজ ৪ মাস ধরে লস করছি তারপরও আমি হতাশ হয়নি।কারন ফরেক্স মার্কেটে দক্ষ ট্রেডার হতে পারলে অনেক আয় করা সম্ভব।
-
ব্যক্তিগতভাবে বলতে গেলে আমি গত এক বছর ধরে আমার ফরেক্স বিজনেস এর উপর কাজ করছি আর আমি মনে করি এখন ও আমার অনেক কিছু বাকি আছে শিক্ষার তাই আমি এখন ও আমার ট্রেড করছি আর আমি মনে করি এইটা আনার জন্য অনেক ভাল একটা রাস্তা ফরেক্স এ অবিজ্ঞতা অর্জন করার জন্য আর আমি ফরেক্স কে অনেক ভালবাই তাই এখন ফরেক্স করি।
-
আমি যখন প্রথম ট্রেড করি তখন আমি ফরেক্স থেকে লস করি তবে এখন আর ফরেক্স থেকে লস করি না ফরেক্স এ লস করতে করতে আমি অনেক বেশি লস করছি | ফরেক্স মাকেট থেকে আমি আমার দক্ষতা দিয়ে আয় করছি ফরেক্স মাকেটে থাকব আর ফরেক্স মাকেট করব |
-
আমি প্রথম ট্রেডেই বড়মাপের একটি লস খেয়েছিলাম প্রায় ১০ ডলার। যদিও যার কাছে থেকে শিখেছিলাম সেই বলেছিলো লস খেলেই নাকি বেশি ভালো শিখতে পারবো কারন প্রথম ট্রেডেই লাভবান হলে বিষয়টাকে অনেক সহজ মনে হতে শুরু করবে যা কখনই উচিত না।
-
মার ফরেক্স এ প্রথম ট্রেড এর অভিজ্ঞতা মনে আছে আমি ফরেক্স এ প্রথমে ১৫ ডলার দিয়ে বেশি লটে আমার ট্রেড ওপেন করে লসে এ পরি । তাই আমি বলব যে যারা ফরেক্স এ নতুন তারা ফরেক্স এ ট্রেড করার পর মনে রাখতে হবে যে কম লাভ হলেই ট্রেড ক্লোজ করে দেয়া উচিত । কারন ফরেক্স মার্কেট এ যে কোন সময় লস হতে পারে ।
-
আমি যখন প্রথম ফরেক্স মার্কেট এ ট্রাড ওপেন করি তখন অনেক কিছু ভাবসিলাম কান মার্কেট উপর এ উটতাসা কান নিচে নামতাসা, তখন মনে করতাম যাই ইন্দিকাটর গুলু আছে অই গুলূ বুজি মার্কেট এর মাইন ইম্পরট্যান্ট, কিন্তু অই শব ইন্দিকাটর দিয়ে আমরা মার্কেট এর ট্রেন্ড বুজটা পারি এবং ইন্দিকাট র গুলু মার্কেট এর প্রতিফ্লক আমার মনে হয়।
-
আমি মার্কেটে ২৩ ডলার ইনভেস্ট করে সর্বপ্রথম গোল্ডে ট্রেড করি।ঐ ট্রেড ১৭ ডলার লাভে চলে যাই এবং আমি মনে করছিলাম যে মার্কেট আরো উপরের দিকে যাবে কিন্তু ৩০ মিনিট ঘুরে এসে দেখি আমার একাউন্টে ১৪ সেন্ট আছে।তখন বুঝলাম যে মার্কেট নিয়ে বেশি লোভ করা যাবে না।
-
ফরেক্স প্রথম ট্রেডের অভিজ্ঞতা আমর কাছে অনেক বেশী অভিজ্ঞতাপূর্ন এবং স্মরনীয় । কেননা ফরেক্স ট্রেড শুরুর আগে আনেক স্বপ্ন দেখেছি এবং সাধনা করেছি । আনেক আশা নিয়ে প্রথমে ছোট লটে ট্রেড করেছিলাম এবং লাভের আশাতে ছিলাম । সব সময় মনে হচ্ছিল কখন লাভ হবে এবং ট্রেড ক্লোজ করবো । আনেক এনালাইসিস করে ট্রেড করে ছিলাম । সেই ট্রেডে ১০ পয়েন্ট লাভ করেছিলাম ।
-
ফরেক্স এ প্রথম আমি ডেমো ট্রেড দিয়ে শুরু করেছিলাম। সেখানে লাভ লস কি করেছি সেটা কিছু মনে নেই। কারন ডেমো আমি গুরুত্ত কম দিয়েছি। যখন রিয়লে শুরু করলাম আমি সামান্য প্রফিট এ ক্লোজ করে দেই। কারন আমার অভিজ্ঞতা বাড়ানো জন্য আমি আস্ত্ আস্তে আর ও ট্রেড চালিয়ে যাই। কিন্তু মনে অনেক ভয় ও হয় যে লস করব কি না।
-
ফরেক্স মার্কেট এ আমার প্রথম ট্রেড এর অবিজ্ঞতা অনেক কারন এই দিনে আমি ফরেক্স মার্কেট এ কিছু টাকা লাভ করেছি ফরেক্স করতে আমি অনেক পছন্দ করি তাই আমি সব সময় এই মার্কেট থেকে ভাল করে ট্রেড করে যাব এতাই হল আমার প্রত্যাশা।
-
ফরেক্স মার্কেটে যখন নতুন ট্রেড করার প্রতি সব ঠিক করি তখন নিজের কাছে খুব উত্তেজনা কাজ করে। ট্রে কি লাভ হবে না লস হবে সেটা নিয়ে অনেক চিন্তা করি শেষ পর্যন্ত ট্রেড করে ভাল লাভ হয় তবে সেই লাভ ধরে রাখতে পারিনাই।
-
প্রথম ট্রেডেই বড়মাপের একটি লস খেয়েছিলাম :d যদিও যার কাছে থেকে শিখেছিলাম সেই বলেছিলো লস খেলেই নাকি বেশি ভালো শিখুতে পারবো কারন প্রথম ট্রেডেই লাভবান হলে বিষয়টাকে অনেক সহজ মনে হতে শুরু করবে যা কখনই উচিত না।
-
প্রথম ট্রডে আমি লসের দিকেই ছিলাম। কারণ, আমি ফরেক্স নিয়ে একটু বেশিই কৌতুহল ছিলাম। ফরেক্স মার্কেট সম্পর্কে ধারণা না নিয়েই আমি রিয়েল ট্রেড ওপেন করি এবং মোটামুটি একটা অংকের লস খাই। আজও আমার মনে পরে, না বুঝে ট্রেড ওপেন করে জীবনে কত্ত বড় ভূল করছিলাম।
-
আমার প্রথম ট্রেড ছিল সারে তিন বছর আগে ইন্সটা ফরেক্সে৷তখন পরীক্ষামূলক সর্বপ্রথম ১০ ডলার ডিপোজিট করে একটা eur/usd লটে এন্ট্রী করেছিলাম৷ফরেক্স কী এটাই তখন জানতাম না৷কয়েক মিনিট পরেই হঠাৎ করে একলাফে দেখলাম ৪০ ডলার হয়ে গেল ! আমি অবাক হয়েছিলাম এত প্রফিট কী ভাবে সম্ভব !!আসলে তখন একটা বড় নিউজ প্রকাশ হয়েছিল যা আমি বুজতে পারি নাই৷তখন কয়েকদিন পাহাড়া দিলাম,দেখি এই ৪০ ডলার ব্রোকার বা অন্য কেউ খেয়ে ফেলে কী না বা কোথায় চলে যায়৷কিছুদিন পরেও যখন দেখি কেউই নিতে পারেনা তখনই আমার শিখার আগ্রহ বাড়তে থাকলো৷