-
বেশি ট্রেড ওপেন করাটা আসলে অনেক টা লোভের লক্ষন। আপনার সবার আগে একটা প্ল্যান করতে হবে যে আপনি এক সপ্তাহে বা এক মাসে কত লাভ করতে চান সেই হিসেবে মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করা দরকার। মানি ম্যানেজমেন্ট ফলো না করে যদি আপনি বেশি লাভের আশায় বেশি বেশি ট্রেড নেন তাহলে অনেক বেশি রিস্ক হয়ে যাবে। অ্যাকাউন্ট ব্যালেন্সের এবং ফ্রি মার্জিনের দিকে খেয়াল রেখে তার পরেই ট্রেড ওপেন করতে হবে কারন ফ্রি মাজিন বেশি না থাকলে আপনি শত চেষ্টা করেও আপনার ইচ্ছা মত ট্রেড ওপেন করতে পারবেন না। আমরা যদি বেসি ট্রেড অপেন করি তাহলে কী বেসী লাভ হবে না লস হবে।
-
কথায় আছে একসাথে বেশী খেলে বদহজম হয়।তাই আস্তে আস্তেই খাওয়া ভালে।বেশী করলে কোন সমস্যা নাই তবে অল্প অল্প করেই ট্রেড করা ভালো আর আপনার ব্যালেন্স যদি বেশী না থাকে তাহলে বেশী ট্রেড করে কি লাভ। আর ফ্রি মারর্জিনের উপর খেয়াল করে ট্রেড করা ভালো। বেশী ট্রেড করতে গিয়ে আবার লস না হয়।কারণ অতি লোভে তাতিঁ নষ্ট অতিরিক্ত যেকোন কাজে ক্ষতি তাই আমাদের কে অতিরিক্ত ট্রেড করা যাবেনা। তবে বেলেন্সের উপর নির্ভর করে আপনার ফ্রী মার্জিন দেখে ট্রেড করতে হবে। আমি মনে করি ফরেক্স মার্কেটে বুঝে শুনে সঠিক ভাবে একটি বা দুইটি ট্রেড করলেই যথেস্ট।
-
ট্রেড ওপেন করা বিভিন্ন সমস্যা তৈরি করতে পারে, যার মধ্যে ঝুঁকির মাত্রা বৃদ্ধি, মানসিক সিদ্ধান্ত গ্রহণ, সঠিক ঝুঁকি ব্যবস্থাপনার অভাব, বড় ক্ষতির সম্ভাবনা এবং একজনের ট্রেডিং পরিকল্পনা থেকে বিচ্যুতি।