-
বিষয় টা এমন টা বলে আমি মনে করি। সময় এর সাথে ভাল করার কোন সম্পক নেই। সময় এর সাথে মাকেট মুভমেন্ট এর সম্পক রয়েছে। অনেক অভিজ্ঞ ট্রেডারদের মতে বাংলাদেশী টাইম দুপুর 1 টা হতে রাত 10 পযন্ত নাকি আমেরিকা এবং লন্ডনের টাইম মানে। আমি নিজে ও একদিন ট্রাই করেছি তাই মনে হয়।
-
নালাইসিস আছে সে গুলকে কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। b ভালকরে জানতে হবে । আর আপনি আবেগহীন কখনো হতে পারবেন না । কারন আবেগহীন হলে আপনার সব পরিকল্পনা বিলীন হয়ে
-
ফরেক্স এমন কোণ সময় নাই যে আপনি ট্রেড করতে পারবেন না | আপনি ফরেক্স সব সময় ট্রেড করতে পারবেন আমি মনে করি ফরেক্স লাভ করা কথিন আপনাকে ফরেক্স সম্পরকে অতিরিক্র না জানা থাকলে আপনার জন্য ফরেক্স লস বয়ে নিয়ে আসবে | ফরেক্স জানতে আপনাকে ধরয ধারন করতে হবে তবে আপনি ফরেক্স থেকে আয় করতে পারবেন|
-
ফরেক্স মাকেট সবথেকে বেশি ভলাটাইর থাকে যখন ইউএস সেশনে থাকে । বাংলাদেশ সময় অনুসারে সন্ধ্যা ছয়টা থেকে রাত এগারোটা পযন্ত ফরেক্স মাকেট এর সব থেকে ভাল সময় বলে আমি মনে করি । এ সময় মাকেট সবথেকে বেশি ভলা্টাইল থাকে তাই লেনদেন করতে সুবিধা হয় বলে আমি মনে করি ।
-
ফরেক্স এমন একটা ব্যবসা যা নিজের ইচ্ছা মত করা যায় । একটু এনালাইসিস করে ও ভাল প্রফিট বের করা যায় । এই জন্য আমি ফরেক্স ব্যবসাকে অনেক ভালবাসি আর ফরেক্স খুব প্রিয় সকলের কাছে । তবে সকাল ৭ টার পর ও দুপুর ২ টার পর এবং সন্ধ্যা ৭ টার পর ফরেক্স মার্কেটে ট্রেড করা খুব ভাল । এই সময়ে অনেক প্রফিট করা সম্ভব খুব সহজে ।
-
ফরেক্স মার্কেট সব সমই কম আর বেশী উঠানামা করে থাকে । কথন বায়ে হিট করে আবার কখনো সিল এ হিট করে থাকে। তবে আমি যতটুকু বুঝতে পারি মার্কেট সকাল ৬ টা থেকে ১০টা ও বিকাল ৪টা থেকে রাত ৮ টা পর্যন্ত অনেকটা উঠানামা করে থাকে।
-
ফরেক্সে যেকোন সময় ট্রেড করা যায় । রাত বা দিনের অপেক্ষায় থাকা লাগে না । ফরেক্স মার্কেট সপ্তাহে ৫ দিন ২৪ ঘন্টায় খোলা থাকে । তাই যেকেউ ইচ্ছা করলে যেকোন সময় মার্কেট বুঝে ট্রেড করতে পারে তার সুবিধা মত । ফরেক্সে ট্রেড করার আগে মার্কেট ভাল ভাবে এনালাইসিস করতে হবে । এনালাইসিস করে ট্রেড করলে ভাল হয় , এতে ট্রেড করে ভাল লাভ করা যায় । ফরেক্সে যার যত অভিজ্ঞতা সে ফরেক্সে ততোটা ভাল করবে । তাই ফরেক্স সম্পর্কে ভাল করে জানতে হবে ।
-
আমার অভিজ্ঞতা থেকে বলবো ফরেক্স এ তেমন কোন নির্ধারিত সময় নেই যে এই সময় ট্রেড করলে লাভ হওয়ার সাম্ভাবনা বেশী থাকে। তবে কিছু টাইম ফ্রেম আছে, যেমন সাধারণত দুপুরের দিকে এবং রাত ৭টা-১০টা পর্যন্ত মার্কেট বেশী উঠানামা করে থাকে।
-
ফরেক্স এ কোন কোন সময় ট্টেড মারতে হয় আমি ঠিক জানি না। তবে আমি যতটুকু বুঝি ফরেক্স এ কোন সময় নিয়ে মার্কেট উঠানামা করে না। মার্কেট যে কোন সময় উঠানামা করে থাকে। তবে আ্মার মতে একটু ধারনা করে বলতে পারি ফরেক্স সন্ধা 6:00 থেকে রাত 1:00 পর্যন্ত অনেকটা উঠানামা করে থাকে।
-
ফরেক্স ট্রেডিং এর মুল প্লাটফর্ম হলো ডেমো ট্রেড এখানে আপনার কোন অর্থ ব্যয় করতে হবে না। ব্রোকার সাইট আপনাকে কিছু ভাচুয়াল মানি দিবে যা দিয়ে আপনি ফরেক্স ট্রেডিং সম্পর্কে ধারনা নিতে পারবেন। আমার মতে কমপক্ষে ৬ মাস ডেমো ট্রেড করার পর যদি মনে করেন আপনার দ্বারা আসল ট্রেড করা সম্ভব তাহলে লাইভ ট্রেড করা উচিত।
-
ফরেক্স আসলে বুঝে সুনে কাজ করার ব্যাবসা এখানে সময় বেশি একটা প্রাধান্য পায়না । সঠিকভাবে মারকেট এনালাইসেস করে যদি ট্রেড করা যায় তবে যখন তখনি প্রফিট করা যায় । মুল কথা হল সঠিক সিদ্দান্ত ।
-
ফরেক্স মার্কেটে আপনি সোম থেকে শুক্রবার এর মধেয় যেকোন সময় ট্রেড করতে পারেন।আর ট্রেড করা জন্য নির্দিষ্ট করার সময় নেই।একজন দক্ষ ট্রেডার যেকন সময় ট্রেড ওপেন করতে পারে।তাই নিজেকে দক্ষ ট্রেডার হিসবে গড়ে তুলতে হবে।আর একজন দক্ষ ট্রেডার ঠিক সময় বুঝে ট্রেদ ওপেন করতে পারে আর ঠিকই তার লাভ নিয়ে আস্তে পারে।
-
ফরেক্সে আপনি সব সমযই ট্রেড করতে পারবেন তবে সব সময় ট্রেড কররেই যে আপনি প্রপিট লাভ করোেত পারবেন বিষযটা কিন্তু ঠিক তা নয় এমন কিছু সময় থাকে যখন ট্রেড করলে ভাল প্রফিটের মুখ দেখা যায় আর সেই সময়গুলো প্রপারলি নির্নয় করার জন্য আপনাকে ফরেক্স ট্রেডিং জ্ঞান,দক্ষতা এবং অভিজ্ঞতা অবশ্রই লাভ করতে হবে।
-
ফরেক্স ব্যবসায় সব সময় ট্রেড করতে হয় না । আমরা বুঝে শুনে তারপর ট্রেড করব তাহলেই লাভবান হতে পারব । সুতরাং যে যত বেশী অভিজ্ঞতা অর্জন করবে সে তত বেশী লাভবান হতে পারবে । অতএব আমরা নিউজের সময় কখনোই ট্রেড করব না তাহলে আর এ্যাকাউন্ট যাবে না ।
-
কোন কোন সময়ে ফরেক্সে ট্রেড করলে ভাল প্রফিট লাভ করা অনেক বেশি সহজ হবে এটি নির্নয় করে ট্রেড করতে হলে আপনাকে অবশ্যই অনেক ভাল ফরেক্স ট্রেডিং জ্ঞান লাভ করতে হবে। বিশেষ করে আপনাকে ভাল ভাবে মার্কেট অ্যানালাইসিস করতে জানতে হবে কারন ভাল মার্কেট অ্যানালাইসিস করতে পারলে আপনার পক্ষে সহজেই মার্কেট ট্রেন্ড এবং মুভমেন্ট বুঝে ট্রেড করা সম্ভাবকর হবে যার ফলে ভাল প্রফিট লাভ করাও আপনার জন্য সহজ হবে।
-
ফরেক্স মার্কেট যে সময় বেশি ভলাটাইল থাকে সেই সময় ফরেক্স মার্কেট থেকে ভাল প্রফিট করা যায়,আবার মনে করি যে সময় মার্কেটে গুরুত্ব পুর্ন নিউজ থাকে সেই সময় মার্কেটে ভাল প্রফিট করা যায় আবার যে সময় মার্কেটে বেশি ট্রেডার ট্রেডিং করে থাকে সেই সময়ে ভাল প্রফিট করা যায়,আমদের দেশের সময় অনুসারে সন্ধ্যা ৬ টা থেকে রাত ১১ টা।
-
ফরেক্স ট্রেডের নির্দিষ্ট কোন ধরা বাধা সময় নেই। যার কাছে যখন ট্রেডের উপযুক্ত মনে হয় সে তখনই ট্রেড করে থাকে। এর জন্য দরকার আপনার এ্যানালাইসিস করা আপনি কখন ট্রেড করবেন। আপনার এ্যানালাইসিস অনুযায়ী যখন আপনার কাছে মার্কেট ট্রেডিং এর উপযুক্ত মনে হবে তখনই আপনি ট্রেড করবেন।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য নির্দিষ্ট কোন সময় নেঈ। মার্কেট সপ্তাহে ৫ দিন চালু থাকে এঈ ৫ দিনের যে কেন দিন আপনি ট্রেড করতে পারেন সেটা আপনার উপর নির্ভর করে। আপনি যখন মনে করবেন এখন ট্রেড করলে আমর লভ হবে আপনি তখন ট্রেড করতে পারেন। তবে আমার মতে সব সময় ট্রেড না করাঈ ভালো। নিউজ রিলিজ হ্ওয়ার আগে সেঈ পেয়ারে ট্রেড না করাঈ ভালো।
-
আমি বলবো যখন ইচ্ছা আপনি তখনই ট্রেড করতে পারেন কোন সমস্যা নেই। তবে আপনার বুজতে হবে কখন আপনার ট্রেড ওপেন করলে আপনার ট্রেড ভাল হবে । এটা নির্ভর করে কখন সবাই অনলাইনে থাকে। রাতে আপনি আপনার ট্রেড ওপেন করতে পারেন ভাল সময়।
-
ফরেক্স মার্কেটে যে সময় নিউজ না থাকে সে সময়ই ট্রেড করলেই ভালো । অামরা নিউজের সময় ট্রেড করব না । সে সময় ধৈর্য্যের সহিত ডেমো মার্কেটে কাজ করার চেষ্টা করব তাহলেই অামরা লাভবান হতে পারব । অামরা সময় বিবেচনা করে ট্রেড করলেই লাভবান হতে পারব ।
-
ফরেক্স একটি স্বাধীন পেশা। যার যার নিজস্ব সময় অনুযায়ী সে ট্রেড করে থাকে। আবার অনেকে কিছু কারেন্সি পেয়ার নির্ভর সময় নির্ধারন করে থাকে। যেমন- জাপান, অষ্ট্রেলিয়া, নিউজিল্যান্ড কারেন্সিতে ট্রেড করলে বাংলাদেশ সময় ভোর ৬ টা থেকে ৯ টা পর্যন্ত ভাল সময়। এ সময় উক্ত কারেন্সি পেয়ার বেশি মুভমেন্ট করে থাকে।
-
ফরেক্স এ যে কোন সময় ট্রেড করা যায়। তবে ছোট ছোট ট্রেড করার জন্য লন্ডন সেশন সবচেয়ে ভালো। বলা হয়ে থাকে লন্ডন সেশনে মার্কেট এ সবচেয়ে লেনদেন বেশী হয়ে থাকে। ট্রেড করার জন্য নিজের বেস্ট টাইম নিজেইকেই খুজে নিতে হবে।
-
কোন সময়ে ট্রেড করলে লাভবান হওয়া যাবে সেটা এটার কোন নিদ্দিষ্ট সময়বিন্দু নেই বলেই আমার ধারণা । আসলে ফরেক্সে কোন সময় ট্রেড করলে ভালো ফল পাবেন সেটা নির্ভর করবে আপনার ট্রেডিং স্ট্রাটেজির উপরেই । আপনি যত বেশি পরিমাণে দক্ষতার সহিত ট্রেড করবেন তত বেশি লাভবান হতে পারবেন । ফরেক্সে তারাই খুব বেশি পরিমাণে উন্নতি করতে পারে যারা অনেক বেশি পরিমাণে এনালাইসস দক্ষতা অর্জন করতে পারে ।
-
মার্কেট যখন রেঞ্জিং মোডে থাকে তখন ট্রেড রিস্কি হয় থাকে। আবার যখন মারকেট আপ ট্রেন্ড বা ডাউন ট্রেণ্ড থাকে তখন মার্কেট খুব ভালো ট্রেড করা যায়। আমি হাইয়ার টাইম দেখে ছোট টাইমফ্রেম এ ট্রেড করি। আর লন্ড সেশনে আমি ট্রেড নেওয়া চেষ্টা করি।
-
র্কেট যেকোনো সময় আপডেট হতে পারে। তাই যখন ভালো মনে করবেন ঠিক সেই সময়েই ট্রেড করুন।তবে আমার মতে সব সময় ট্রেড না করাঈ ভালো। নিউজ রিলিজ হ্ওয়ার আগে সেঈ পেয়ারে ট্রেড না করাঈ ভালো।
-
ফরেক্সে ট্রেড করার মতো নির্দিষ্ট কোন টাইম/শিডিউল নেই। আপনি যখন ইচ্ছা তখন ট্রেড করতে পারেন। আবার যতক্ষন ইচ্ছা ততক্ষণ করতে পারেন। তবে হ্যা, অবশ্যই ভেবে চিনতে কাজ করতে হবে এবং ধৈর্যশীল হতে হবে। ট্রেড শুড়ু করার পর ভালো লাগলো না তাই হূট করে বন্ধ করে দেয়া যাবে না। কারণ ফরেক্স বিজনেস কোন ছেলেখেলা নয়
-
ফরেক্সে আপনি সব সমযই ট্রেড করতে পারবেন তবে সব সময় ট্রেড কররেই যে আপনি প্রপিট লাভ করোেত পারবেন বিষযটা কিন্তু ঠিক তা নয় এমন কিছু সময় থাকে যখন ট্রেড করলে ভাল প্রফিটের মুখ দেখা যায় আর সেই সময়গুলো প্রপারলি নির্নয় করার জন্য আপনাকে ফরেক্স ট্রেডিং জ্ঞান,দক্ষতা এবং অভিজ্ঞতা অবশ্রই লাভ করতে হবে।
-
কোন সময়ে ট্রেড করলে ভালো হয় এমন নির্দিষ্ট কোন টাইম নেই। যেহেতু ফরেক্স এ কারেন্সি সর্বদাই উঠানামা করে তাই সব নির্দিষ্ট করে বলা যায়না কখন ট্রেড করলে ভালো হবে। যে কোন সময় অাপনার লস বা লাভ হতে পারে। সেটা অাপনার দক্ষতা ভাগ্য ও অভিজ্ঞতার উপর নির্ভর করে।
-
ফরেক্স মার্কেট এ বেশির ভাগ ট্রেডার তার ট্রেডিং সিস্টেম এ যে সময় ট্রেড পাই সেই সময় ট্রেড করে আপনি ও আপনার ট্রেডিং সিস্টেম এ যে সময় ট্রেড পাবেন সেই সময় ট্রেড করলে অনেক বেশি লাভ করতে পারবেন তাই আপনাকে ফরেক্স মার্কেট এ লেগে থাকতে হবে আর ট্রেডিং সিস্টেম টা আরও ভাল করতে হবে তা হলে আপনি ফরেক্স মার্কেট এ নিয়মিত লাভ করতে পারবেন
-
ফরেক্স মার্কেটে প্রফিটেবল ট্রেড করার জন্য অবশ্যই নির্দিষ্ট এবং উপযুক্ত ট্রেডিং টাইম আছে যার নাম 'সেসন'৷আপনি যখনই মার্কেট ওপেন করবেন তখনই আপনার ইচ্ছামতো ট্রেডে এন্ট্রী করবেন বিষয়টা সাংঘাতিক ভূল হবে৷এখানে ট্রেড করতে হলে অবশ্যই প্রথমে এই সেসন দেখে বুঝে সঠিকভাবে এনালাইসিস করে নিশ্চিত হয়ে পরে ট্রেডে এন্ট্রী করতে হবে৷তাহলে আপনার লস না হয়ে বরং প্রফিটই হবে৷
-
ফরেক্স এ মূলত চারচি সেশন রয়েছে । এক একটি সেশনে এক এক মার্কেট এর মুভ বেশি থাকে । এবং যখন যেই সেশন চালু থাকে তখন সেই পেয়ারে ট্রেড করা উচিৎ* । সেশন হলো , আমাদের দেশে সাধারনত সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত সবচেয়ে বেশি কেনা-বেচা হয় । এটি হলো বাংলাদেশ সেশন । একই ভাবে নিউইয়র্ক, সিডনি, লন্ডন এবং টোকিও সেশন রয়েছে ।
নিউইয়র্ক সেশনঃ বাংলাদেশ সময় বিকাল ৫টা-রাত ১টা (কারেন্সি সকল ইউ.এস.ডি পেয়ার)
লন্ডন সেশনঃ বাংলাদেশ সময় দুপুর ১২ টা - রাত ১১ টা (কারেন্সি সকল ইউরো পেয়ার)
সিডনি সেশনঃ বাংলাদেশ সময় রাত ২টা-সকাল ১১ টা (কারেন্সি সকল এ.ইউ.ডি পেয়ার)
টোকিও সেশনঃ বাংলাদেশ সময় ভোর ৫ টা-দুপুর ১ টা (কারেন্সি সকল জে.পি.ওয়াই পেয়ার)
-
ফরেক্স মার্কেট থেকে আপনি ভাল কিছু অর্জন করতে চাইলে আপনাকে অবশ্যই কয়েকটি সময় মেইনটেইন করে কাজ করতে হবে। যথা: বাংলাদেশের সময় অনুযায়ী সকালের সময়টা আপনাকে ফরেক্স মার্কেট নজর রাখতে হবে। দুপুরের দিকে নিউজ আওয়ারে মার্কেট ফলো করতে হবে। এছাড়া সন্ধ্যা থেকে আপনি রাত ১০টা পর্যন্ত ফরেক্স মার্কেট খুবই গুরুত্বসহকারে খেয়াল রাখতে হবে। আর যদি উক্ত সময়ে সঠিকভাবে মার্কেট এনালাইসিস করতে পারেন তাহলে আপনি অবশ্যই এই মার্কেট থেকে ভাল কিছু অর্জন করতে পারবেন। এছাড়াও অনেক সময় রাত ১২টা দিকে ফরেক্স মার্কেটের বিভিন্ন ধরনের নিউজ প্রকাশিত হয়ে থাকে সেই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে। তাহলে আপনি ফরেক্স মার্কেটে ভাল ট্রেড করতে পারবেন।
-
এখানে বাজার মুভমেন্টের উপর আপনাকে নির্ভর করতে হবে। নির্দিষ্ট কোন সময় নেই যে বাজার কখন মুভমেন্টে করবে কোন সময় (বাংলাদেশ সময়) সকালে আবার কখনো বিকালে মুভমেন্ট করে। সময়র হিসাবে আপনি ট্রেড করলে আমার মনে হয় আপনার লসই হবে। কেননা সময়ের সাথে ট্রেডের লাভ বা লসের কোন সম্পর্ক নেই।
-
ফরেক্স মার্কেট খোলা থাকলে আপনি যে কোন সময়ি ট্রেড করতে পারেন। আর আপনি যদি ভালো ট্রেডার হন তাহলে লং টাইম আর শর্ট টাইম যেকনো উপায়ে ট্রেড করে লাভ তুলতে পারবেন। আমার মতে রাতে ট্রেড করা ভাল কারন তখন মার্কেট সব থেকে বেশি উঠা নামা করে, যার ফলে লাভ বা লস যেকোনো কিছুই করতে পারা যায়।
-
আসলে ফরেক্স মার্কেটে কোন নির্দিষ্ট সময়ে ট্রেডিং করার উপরে লাভ, লস নির্ভর করে না। বরং লাভ-লস নির্ভর করে থাকে একজন ট্রেডারের অভিজ্ঞতা ও দক্ষতার উপর। তবে আমার এনালাইসিস অনুসারে কিছু নির্দিষ্ট সময় আছে যে সময়ে সঠিকভাবে ট্রেডিং করতে পারলে প্রফিট করার সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি থাকে। আর তা হলো সন্ধ্যা ছয়টা থেকে রাত 11 টা পর্যন্ত কেননা এই সময়ের ভিতর মার্কেটে মুভমেন্ট এর পরিমাণ অন্যান্য সময়ের থেকে বেশি থাকে। তাই আপনি চাইলে এই সময়ের ভিতর ট্রেডিং করতে পারেন।
-
ফরেক্স মার্কেটে যারা মূলত স্ক্যাল্পিং করে থাকে তারা যেকোন সময় ট্রেডিং করেই প্রফিট করতে পারে।তবে যারা ফরেক্স মার্কেটে লং টাইম ট্রেডিং করে থাকে তাদের ফরেক্স ট্রেডিং থেকে প্রফিট করার জন্য কিছু নির্দিষ্ট সময়ের প্রয়োজন হয়।আর আমার এনালাইসিস অনুসারে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত মার্কেটে মুভমেন্ট এর পরিমাণ বেশি থাকে।আর আমরা খুব ভাল করেই জানি যে যখন মার্কেটে মুভমেন্টের পরিমাণ বেশি থাকে আমরা যদি ওই সময়ে সঠিক ট্রেড ওপেন করতে পারি তাহলে অন্যান্য সময়ের তুলনায় প্রফিট করার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই আমার মতে এই সময়ে ট্রেড করলে ফরেক্স থেকে লাভ করা সম্ভব না অনেক বেশি থাকবে।
-
ব্যবসায়ী ট্রেডে সক্ষম হতে এবং ফরেক্সে সফল হতে সময় নেয়, কেবলমাত্র দ্রুত সময়েই আমরা সফল হব না, ব্যবসায়ীর একটি কৌশল থাকতে হবে, ব্যবসায়ের জন্য একটি কৌশল থাকতে হবে এবং খুব ভাল ব্যবসা করতে পারে আমার কাছে যথেষ্ট মূলধন থাকে এবং বাজারে দ্রুত ওঠানামা হয় যখন সফল হওয়ার জন্য প্রচুর টাকা এবং প্রচুর অর্থকড়ি থাকে তখন আমি কিছুটা ঝুঁকি নেওয়ার চেষ্টা করি এবং এই পরিস্থিতিতে আমি বেশিরভাগ সময় লাভ করেছি এবং কিছু কিছু ক্ষেত্রে আমি কিছুটা ক্ষতিগ্রস্থ হয়েছি লোকসানও.ফরেক্স আমাদের জন্য সর্বদা সহায়ক, ফরেক্স হ'ল এই ধরণের ব্যবসা এখানে যে কেউ যৌথভাবে বিনিয়োগ করতে পারে এবং ব্যবসা করতে পারে এবং আরও উপার্জন করতে পারে, পাশাপাশি আপনি বিদেশী বিদেশীটিকে উপযুক্ত জায়গা হিসাবে ট্রেড করতে পারেন, ফরেক্সও সাহায্যের জন্য অর্থ সরবরাহ করে is মন এবং বড় আকারের আকার ব্যবহার ব্যর্থতার কারণ এবং আমাদের বৈদেশিক মুদ্রার ঝুঁকিপূর্ণ এবং শক্ত ব্যবসা এবং লোভ ব্যবসায়ীর সবচেয়ে খারাপ শত্রু হিসাবে এই ধরণের বাণিজ্য করা এড়ানো উচিত।
-
মার্কেট যেকোনো সময় আপডেট হতে পারে। তাই যখন ভালো মনে করবেন ঠিক সেই সময়েই ট্রেড করুন। এর জন্য আপনাকে মার্কেট সম্পর্কে ভালো ধ্যান ধারনা থাকতে হবে। তাহলে কখন ট্রেড করতে হবে আপনার আর বুঝতে সমস্যা হবে না।
-
ফরেক্স এ অনেক ধরনের ট্রেডার দেখতে পাওয়া যায়। অনেকেই আছেন ডে ট্রেডার আবার অনেক আছেন স্কালপার। এই মার্কেট থেকে আয় যে কোন বাবে ট্রেড করে করা যায়। শুধু সময় দরকার। কারন মার্কেট শুধু নিইজ টাইম এ দ্রুত মুভ করে। আর অন্য সময় আস্তে আস্তে মুভ করে।
-
আমি আমার এক্সপেরিয়েন্স থেকে বলতে পারি মার্কেট কখন কখন বেশি মুভ করে।সকাল ৭ টার পর আর ১১ টার পর,বিকাল ৩ টার পর,সন্ধা ৭ টার পর এবং রাত ১১ টার পর বেশি মুভ করে মার্কেট।কিন্তু বাকি সময় টা বেশি মুভ করতে দেখেনি আমি।হয়তো অন্য সময় বেশি মুভ করতে পারে কিন্তু আমার এক্সপেরিয়েন্স কম থাকার কারনে আমি হয়তো জানিনা।তবে মার্কেট যখনই মুভ করুক না কেনো আপনার ট্রেড অপেন করতে হলে আগে এনালাইসিস করুন তাহলে মার্কেট কখন কিভাবে মুভ করবে তা আপনি বুজতে পারবেন।তাই কখন বেশি মুভ করে না খুজে আপনি মার্কেট সম্পর্কে জ্ঞান অর্জন করার চেষ্টা করুন তাহলে মুভ করে কখন এইটা আপনার খুজতে হবে না।