ফরেক্স মার্কেটে আপনি যদি ট্রেড করেন তবে আপনাকে লসের মুখ দেখতে হবে এটা স্বাভাবিক। এখানে এমন কোন অপশন নেই যে লস হবে না। তবে যদি আপনি ট্রেড না করেন তবে লস হবে না আবার যদি কম ট্রেড করেন তবেও লসের সংখ্যা কম হবে। তাই আমার মনে হয় সবারই মনে রাখা উচিত যে লাভ লস ট্রেডেরই অংশ ।