যদি কোন ট্রেড থেকে বেশি লাভ করার সুযোগ থাকে তবে আপনি সেই সুযোগ হাত ছাড়া করবেন কেন, তাই ট্রেড করার আগে আপনি বুঝে নিন এই ট্রেড থেকে আপনি কত লাভ করবেন, তাই আমার মনেহয় বেশি লাভের আসায় ভালো তাহলে কিছু লাভ করা যাবে
Printable View
যদি কোন ট্রেড থেকে বেশি লাভ করার সুযোগ থাকে তবে আপনি সেই সুযোগ হাত ছাড়া করবেন কেন, তাই ট্রেড করার আগে আপনি বুঝে নিন এই ট্রেড থেকে আপনি কত লাভ করবেন, তাই আমার মনেহয় বেশি লাভের আসায় ভালো তাহলে কিছু লাভ করা যাবে
ফরেক্স ট্রেডে একটি কারেন্সি ট্রেড করার পরথেকে প্রফিট পাওয়া গেলে ওই কারেন্সি ট্রেড করা ঠিকনা। কারন আপনার লোভ আসতে পারে। লোভে পাপ পাপে মৃত্যু তাই আমরা ফরেক্সএ বেশি আশা করব না।
ফরেক্স মার্কেট এ আপনি যত আসা করবেন হইত তত পেতে পারেন। কিন্তু তা আপনার জন্য ভালো হবে না। আপনি ফরেক্স মার্কেট এ লোভ করেছেন তো মরেছেন । মনে করেন আপনি একটি ট্রেড দিয়েছেন।কিছুক্ষ পরে দেখলেন আপনার আয় হচ্ছে তা দেখে আপনি আপনার ট্রেড টি ক্লোজ করলেন না আর বেসি আয় এর জন্য। কিন্তু এর পর আপনার শুধু লস হচ্ছে। কারন আপনি ট্রেড করে বেসি লাভ এর আসাই বসে ছিলেন।তাই আমার মতে ফরেক্স বেশি লাভ আশা করা ঠিক না এতে লস এর সম্ববনা থাকে।
ভাই ফরেক্স ট্রেডিং থেকে লাভ আসলে নির্ভর করে আপনার ট্রেডিং আনাল্যসিস এর উপর । আপনি যদি মার্কেট ভালভাবে আনাল্যসিস করে ট্রেড করেন তাহলে আপনি অবশ্যই একটা ট্রেড থেকে অনেক ভালো লাভের আশা করতে পারেন । কিন্তু যদি নিজের মন সায় না দেয় তাহলে যেটুকু লাভে আপনি খুশি সেটুকুতে কেটে দিতে পারেন । তবে মনে রাখবেন আপনি যদি স্কাল্পিং ট্রেডিং কওশল ব্যাবহার করে থাকেন সেক্ষেত্রে কখনই আপনার একটা ট্রেডে বেশি লাভের আশা করা ঠিক হবে না ।
লাভের আশা করা দোষের নয় কিন্তু অযোক্তিক লাভের আশা করা একটা মারাত্মক দোষ এবং ভুল। একটা ট্রেড ওপেন করে সেখান থেকে ৪০০ -৫০০ পিপস লাভ করবো এমনটা ভাবা ঠিক নয়। মার্কেট তার নিয়ম অনুযায়ী চলবে আমাদের তার সাথে তাল মিলিয়ে চলতে হবে। অনেক সময় দেখা যায় ট্রেড ৬০-৭০ পিপস লাভে থাকা সত্ত্বেও বেশি লাভের আশায় ক্লোজ না করার ফলে মার্কেট ইউ টার্ন নিয়ে লসে চলে যায়। তাই বি প্রাকটিক্যাল এন্ড থিন্ক পজিটিভ। আকাশ কুসুম চিন্তা না করে অল্পতে খুশি হওয়া শিখতে হবে।
ফরেক্স মার্কেট এ আপনি যত আসা করবেন হইত তত পেতে পারেন। কিন্তু তা আপনার জন্য ভালো হবে না। মনেকরেন আপনি একটি ট্রেড দিয়েছেন । কিছুক্ষণ পরে দেখলেন আপনার আয় হচ্ছে তা দেখে আপনি আপনার ট্রেড টি ক্লোজ করলেন না আর বেশী আয় এর জন্য। কিন্তু এর পর আপনার শুধু লস হচ্ছে। কারন আপনি ট্রেড করে বেসি লাভ এর আসাই বসে ছিলেন।
লাভ করার আশা বা চিন্তাটা আসলে কোন দোষের নয় তবে আপনাকে প্রফিটে পাশাপাশি এই কথাটাও মনে রাখতে হবে যে আপনি অতিরিক্ত লাভের লোভ করার পর মার্কেট যদি আপনার ট্রেডের প্রতিকূলে চরে যায় তা হলে কিন্তু তখন আপনাকে বড় ধরনের লসের দিকে অগ্রসর হতে হবে যা আপনার অ্যাকাউন্টকে জিরো প্রর্যন্ত করে দিতে পারে তাই প্রতিটি ট্রেডে অল্প লাভে খুশি থাকাই হল বুদ্ধিমান ট্রেডারদের অন্যতম বৈশিষ্ট্য।
যখন কোন ট্রেড প্রফিটে যায় তখন স্টপ লস কে মুভ করে ব্রেক ইভেন পজিশনে নিয়ে আসা। আপনার ট্রেডে যদি দুইয়ের অধিক টার্গেট থাকে তবে ১ম টার্গেট এর কাছাকাছি প্রাইস থাকলে সরিয়ে ২য় টার্গেট এ সেট করুন। স্টপলস সেট করুন আপনার পছন্দ মত কিছু প্রফিটে। এভাবে প্রফিট বুকিং করে ট্রেড করলে আশা করা যায় আপনার লাভই হবে , ক্ষতি হবে না।
ফরেক্স ট্রেডিং ব্যবসায়ে একটি ট্রেড এ বেশি লাভ আশা করা ঠিকনা।কারণ আপনি যদি বেশি লোভ করেন তাহলে আপনার লাভের চেয়ে বেশি লস হতে পারে।তাই আমি মনে করি ১০ পিপস লাভ হলে আপনার ট্রেড ক্লোজ করেদেওয়া উচিত।
একটি ট্রেড এ বেশি লোভ করা ঠিক না, এটা সত্য কারণ যারা একটি ট্রেড অধিক প্রফিট নিতে চায় তারা ঐ ট্রেড এ লস খায়। মনে রাখতে হবে যে প্রতিটা ট্রেড এ ঐ ট্রেড এর টাইম ফ্রেম অনুযায়ী নির্দিষ্ট টেক প্রফিট সেট করতে হবে এবং তার বেশি লাভ আশা করা যাবে না।
আমরা যখন ট্রেড করে লাভটা নিজের সিমিত টার্গেট অনুযায়ী রাখবো তখন কিন্ত সেটা নিজের থাকলো কারণ টার্গেট ছাড়া যদি বেশি করতে যাওয়া হয় তবে একসময় দেখা যাবে লাভ আর থাকলোনা বরং লসই হয়ে গেল তাই ছোট ছোট লাভ নিয়ে বা ট্রেড করা টাই উত্তম বলে মনে করি।
আসলেই কোন সঠিক এক্সিকিউশন প্ল্যান ছাড়া শুধু বেশী লাভের আশায় ট্রেড ধরে রাখা ঠিক নয় । কিছুক্ষণ আগেই আমার সাথে এই বিষয়টি ঘটেছে । আমার একটি ট্রেড চলছে গোল্ড এ । আমি ট্রেডটি ওপেন করার সময় ৫০০ পিপ্স এর টেক প্রফিট দিয়ে মার্কেট থেকে বের হয়ে এসেছি আর খেয়াল করি নি । এখন চেক করে দেখলাম যে মার্কেট আমার ফেভারে ৩৫০ পিপ্স মুভ করে আবার পূর্বের অবস্থায় ফিরে এসেছে । আমি যদি ওই সময় ট্রেডটি ক্লোজ করতাম তাহলে ১০$ লাভ করতাম কিন্তু এখন আমার প্রায় এক ডলার লস । তাই আমিও একমত যে অল্প অল্প করে লাভ করা ভাল ।
আপনি যদি স্ক্যাল্পিং ট্রেডার হন তাহলে আপনার একটি ট্রেডে খুব বেশি লাভ আশা করাটা বোকামি।শট শট ট্রেড করতে হবে আপনাকে আর অল্প লাভে ট্রেড ক্লোজ করতে হবে।
ফরেক্স ট্রেডিং মার্কেট এ একটায় কারেন্সি তে এনালাইসিস করা অথবা ট্রেড এন্টি দিয়ে কাজ করা আমার মতে সব থেকে ভাল।আম আপনার সাথে একমত পোষণ করতে পারলাম না।তার কারন যদি কোন মানুষ একটা কারেন্সি নিয়ে কাজ করে অথাবা একটা কারেন্সি নিয়ে এনালাইসিস করে তাহলে সে ওই কারেন্সি কখন উঠা নামা করবে তার ভিতর পূর্ণ ধারনা চলে আসবে। তখন সে তার ইচ্ছে মতো ট্রেড এন্টি দিতে পারবে।কিন্তু কোন মানুষ যদি প্রথম প্রথম একাধিক কারেন্সি নিয়ে কাজ করে তাহলে সে একাধিক কারেন্সির সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবে না আর একসাথে একাধিক কারেন্সি নিয়ে এনালাইসিস করতে পারবে না তখন সে লল করবে।তাই যদি আপনি একটা কারেন্সি নিয়ে এনালাইসিস করুন আর ট্রেড করুন যদি সেই কারেন্সি সম্পর্কে পূর্ণ জ্ঞান অর্জন করতে পারেন তাহলে অন্য কারেন্সি নিয়ে এনালাইসিস করবেন তখন আপনার জন্য সুবিধা হবে এবং আপনি লাভ করতে পারবেন।
ভাল ব্যবসায়ের কৌশলটি যখন আসে তখন সমস্ত ব্যবসায়ীর এটির প্রয়োজন হবে, কারণ বাজারের সেরাটি তৈরি করতে আমরা এটি ব্যবহার করব। এর ব্যবহারগুলির মধ্যে একটি হ'ল এটি নিশ্চিত করা যে ব্যবসায়ী বাজারের সঠিক দিকটি পান get এবং এটি ব্যবসায়ের অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখতে উপযুক্ত পর্যায়ে স্টপ লস ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ নয়।
আমরা অনেক সময় ট্রেড থেকে বেশি লাভের আশায় ট্রেড ধরে রাখি।আসলে আমি মনে করি আমরা যখুন ট্রেড ওপেন করব সেই তখুন থেকেই আমাদেরকে কত লাভ নিব সেচি ঠিক করে তারপর ট্রেড ওপেন করা উচিত।আর বেশি লাভ না নিয়ে অল্প লাভ নেয়া ভালো।
বেশি লাভের আশা করা মানে একটু লোভ করা । আর ফরেক্স মার্কেটের সবাই জানে লোভ কতটা বিপদজনক । এক সেকেন্ডের এদিক সেদিকেই আপনার একাউন্ট প্রায় শূন্য হয়ে যাইতে পারে। লোভ করবেন না কেও।
আমি কখনো বেশি লাভের আশা করি না। আমি অল্প লাভেই সন্তুষ্ট থাকতে চাই। আমি একজন ছাত্র আর ফরেক্স থেকে আমার হাত খরচের টাকা আসে। আমার অল্প লাভেই হচ্ছে বেশি লাভ করে আমি আমার খরচের টাকাটা লস করতে চাই না
আমি আপনার কথার সাথে একতম আছি । তার কারন হলো একটি ট্রেডে বেশি প্রফিট আশা করলে সেই ট্রেডে সবথেকে বেশি লচের সম্মুখীন হতে হয় । আসি নিজে ও তেমন লচের সম্মুখীন হয়েছি অনেকবার । এভাবেই অনেক ট্রেডার একটি ট্রেডে বেশি প্রফিটের আশা করে ফরেক্স মার্কেটে লচের সম্মুখীন হয়ে একপর্যায়ে একাউন্ট জিরো করে ফরেক্স মার্কেট থেকে বের হয়ে গেছে । তাই আমাদের উচিত একটি ট্রেড ওপেন করে নির্দিষ্ট একটা প্রফিট লিমিট রেখে ট্রেড ক্লোজ করে দেওয়া উচিত,,, ধন্যবাদ ।
সফল ব্যবসায়ী যিনি সর্বনিম্ন ঝুঁকি নিয়ে অবিচ্ছিন্ন লাভ অর্জন করতে পারেন, যার সত্যিকারের শক্তিশালী এবং জ্ঞানসম্পন্ন ট্রেডিং সিস্টেম রয়েছে, তার ব্যবসায়ের পদ্ধতি এবং তার চরিত্রের সাথে সম্পূর্ণ সাদৃশ্য রয়েছে, সেই ব্যবসায়ী যিনি বাজারে দীর্ঘকাল বেঁচে থাকতে পারবেন এবং ব্যবসা ছাড়াও বাণিজ্য করতে পারবেন হার্ড ব্যথা, যে আমার কাছে সফল ব্যবসায়ীর প্রধান বৈশিষ্ট্য
ফরেক্স মাকের্টে আমরা দেখি বেশির ভাগ যারা লস করে তাদের ৯৫% ই লস করে একটি ট্রেড থেকে বেশি লাভ করতে যেয়ে।তাই আমাদের কে লোভ সামলাতে হবে তা না হলে লাভ করা দূষ্ক্রর হয়ে যাবে।আর ফরেক্স বিজনেস এ আপনাকে যদি টিকে থকতে হয় তাহলে আপনার একটি নিদ্দিস্ট লক্ষ্য বা সীমরেখা থাকা উচিত যে আমি এর চেয়ে বেশি আশা করবো না তাহলে আমরা বেশি লস থেকে নিজেদের বাচাতে পাড়বো।
ফরেক্স মার্কেটে ডেখা জায় যে একটি ট্রেড ওপেন করার পর অনেক সময় লাভ হয়ছে কিন্তু অনেক সময় দেখা জায় যে কিছু লাভ হয়ার পর মনে করে যে আর লাভ হবে বলে অনেক সময় রেখে দেয়া হয় তবে এটা ঠিক না কারন ফরেক্স মার্কেটে লোভ করা ভাল না ফরেক্স মার্কেটে লোভ করলে ফরেক্স ট্রেডার দংশ হয়ে জায় ফরেক্স ট্রেদার কোন দিন সফল হতে পারে না তাই বেশি লাভের আশা না করা ভাল ।
সেটা নির্ভর করে আপনার ট্রেডিং স্টেটেজির উপরে।আপনি যদি ডেইলি ট্রেড করেন তাহলে অল্প প্রফিটে ক্লোজ করে দিতে হবে।আর ২/৩ দিনের বেশি সময়ের ট্রেড দিলে বেশি প্রফিট আশা করা যায়।
ফরেক্স ব্যবসা করতে হলে আপনাকে অবশ্যই ভালোভাবে শিখতে হবে।ফরেক্স ব্যবসা আপনি যখুন ট্রেড ওপেন করবেন তখুন আপনি কত লাভ নিবেন সেটা নিদ্ধারন করে দিবেন।ফনেক্স ব্যবসায় আপনি লোভ না করে বেশি লোভের আশা না করে অল্প লাভে ট্রেড ক্লজ করে দেওয়ায় ভালো।
বৈদেশিক মুদ্রার বাজার থেকে আরও বেশি লাভের একমাত্র নিশ্চিত উপায় হ'ল ছোট লাভকে লক্ষ্য করা এবং এটি আপনার ব্যবসার পথে খুব সামঞ্জস্যপূর্ণ। এর জন্য আপনাকে ব্যবসায়ের ক্ষেত্রে খুব ভাল ঝুঁকি পরিচালনা করতে হবে এবং যখনই উচ্চ সম্ভাবনার ব্যবসায়ের সুযোগ থাকবে তখনই আপনি ট্রেড গ্রহণ করবেন। খুব ছোট এবং সামঞ্জস্যপূর্ণ উপায়ে লাভ সংগ্রহ করতে বেশি সময় লাগে না
ফরেক্স ট্রেডে লাভ করতে হলে আগে মার্কেট ভালোভাবে এনালাইসিস করে নিতে হবে। কারন এনালাইসিস ছাড়া অতিরিক্ত লাভ আশা করে ট্রেড ওপেন করলে তা ফল স্বরূপ হয় না। তাই ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় ফরেক্স মার্কেট কে ভালোভাবে এনালাইসিস করে তারপর ট্রেড করুন। তাহলে আপনি ফরেক্স মার্কেট এ আয় করতে পারবেন এবং ফরেক্স মার্কেট এ সফল হতে পারবো।
ফরেক্স মার্কেট এ আপনি যত আসা করবেন হইত তত পেতে পারেন। কিন্তু তা আপনার জন্য ভালো হবে না। মনেকরেন আপনি একটি ট্রেড দিয়েছেন। ট্রেডগুলো সম্পর্কে উচ্চাশা পোষণ করা এবং নিজের প্রতি আত্নবিশ্বাস রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় । আর যদি আমরা নিজেদের ব্যাপারে হতাশ থাকি তবে প্রত্যশিত লাভ অর্জন করতে পারব না । আর প্রত্যশিত লাভের জন্য লং ট্রাম ট্রেড টার্গেট করে দক্ষতার সহিত পরিচালনা করতে হবে ।
ফরেক্স মার্কেটে টিকে থাকার প্রধান অন্তরায় হচ্ছে লোভ। কেননা অতিরিক্ত লোভ কখনোই ভালো ফলাফল বয়ে আনে না। তাই আমাদের সকলের উচিত প্রতিটি ট্রেড থেকে একটি নির্দিষ্ট পরিমাণ লাভ করা। এবং যখন আমাদের টার্গেট পূরণ হয়ে যাবে তখন আমাদের ট্রেডটি ছেড়ে দেয়া। কেননা মার্কেট প্রতিটা মুহূর্তেই পরিবর্তন হয়, তাই এমন হতে পারে যে আমাদের অতিরিক্ত লোভের জন্য মার্কেট উল্টা দিকে গিয়ে হিতে বিপরীত হয়ে গেছে ।তাই আমাদের সকলের উচিত অতিরিক্ত লোভকে উপেক্ষা করে একটি নির্দিষ্ট টার্গেট প্লান অনুযায়ী কাজ করা। এবং সে অনুযায়ী প্রফিট উপার্জন করা।
লাভ করার আশা বা চিন্তাটা আসলে কোন দোষের নয় তবে আপনাকে প্রফিটে পাশাপাশি এই কথাটাও মনে রাখতে হবে যে আপনি অতিরিক্ত লাভের লোভ করার পর মার্কেট যদি আপনার ট্রেডের প্রতিকূলে চরে যায় তা হলে কিন্তু তখন আপনাকে বড় ধরনের লসের দিকে অগ্রসর হতে হবে যা আপনার অ্যাকাউন্টকে জিরো প্রর্যন্ত করে দিতে পারে তাই প্রতিটি ট্রেডে অল্প লাভে খুশি থাকাই হল বুদ্ধিমান ট্রেডারদের অন্যতম বৈশিষ্ট্য।
লাভ করার আশা বা চিন্তাটা আসলে কোন দোষের নয় তবে আপনাকে প্রফিটে পাশাপাশি এই কথাটাও মনে রাখতে হবে যে আপনি অতিরিক্ত লাভের লোভ করার পর মার্কেট যদি আপনার ট্রেডের প্রতিকূলে চরে যায় তা হলে কিন্তু তখন আপনাকে বড় ধরনের লসের দিকে অগ্রসর হতে হবে যা আপনার অ্যাকাউন্টকে জিরো প্রর্যন্ত করে দিতে পারে তাই প্রতিটি ট্রেডে অল্প লাভে খুশি থাকাই হল বুদ্ধিমান ট্রেডারদের অন্যতম বৈশিষ্ট্য।
ফরেক্স মার্কেট এ আপনি যত আসা করবেন হইত তত পেতে পারেন। কিন্তু তা আপনার জন্য ভালো হবে না। আপনি ফরেক্স মার্কেট এ লোভ করেছেন তো মরেছেন । মনে করেন আপনি একটি ট্রেড দিয়েছেন।কিছুক্ষ পরে দেখলেন আপনার আয় হচ্ছে তা দেখে আপনি আপনার ট্রেড টি ক্লোজ করলেন না আর বেসি আয় এর জন্য।আমি এর চেয়ে বেশি আশা করবো না তাহলে আমরা বেশি লস থেকে নিজেদের বাচাতে পাড়বো। যারা দক্ষ ট্রেডার তারা এক ট্রেড থেকেই বেশি বেশি লাভ করে থাকেন।
ফরেক্স মার্কেট এ আপনি যত আসা করবেন হইত তত পেতে পারেন। কিন্তু তা আপনার জন্য ভালো হবে না। আপনি ফরেক্স মার্কেট এ লোভ করেছেন তো মরেছেন । মনে করেন আপনি একটি ট্রেড দিয়েছেন।কিছুক্ষ পরে দেখলেন আপনার আয় হচ্ছে তা দেখে আপনি আপনার ট্রেড টি ক্লোজ করলেন না আর বেসি আয় এর জন্য। কিন্তু এর পর আপনার শুধু লস হচ্ছে। কারন আপনি ট্রেড করে বেসি লাভ এর আসাই বসে ছিলেন।তাই আমার মতে ফরেক্স বেশি লাভ আশা করা ঠিক না এতে লস এর সম্ববনা থাকে।
জি ভাই আপনি একদম ঠিক কথা বলেছেন। প্রত্যেক মানুষের মাঝে লোভ বিদ্যমান কিন্তু অতিরিক্ত লোভ কখনো একজন মানুষ এ পরিপূর্ণ তৃপ্তি বা শান্তি এনে দিতে পারে না। তাই মানুষের উচিত একটি নির্দিষ্ট পরিমাণে লোভ করা এবং তা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করা। তাই উচিত প্রতিটি ট্রেড একটি নির্দিষ্ট সীমা রেখা নিয়ন্ত্রণ করে ক্লোজ করা উচিত। অতিরিক্ত লোভের কারণে অনেক সময় লসের সম্মুখীন হতে হয়।
ফরেক্সের মুল উদ্দেশ্যই হল অনেক টাকা আয় করা। তাই বলে আপনি ফরেক্স নিয়ে অনেক বেশি লোভ করবেন না কারন অনেক বেশি লোভের কারনে অনেক মানুষ ফরেক্স মার্কেট থেকে ঝড়ে পরে। আমি মনে করি বেশি ট্রেড না করে একটি ট্রেডে ভাল করে লাভ করতে পারলে ভাল হবে । ফরেক্স মার্কেটে অতিরিক্ত ট্রেড করা ঠিক না কারন বেশি ট্রেড করলে একটা ট্রেডে লাভ করেছেন আরেক ট্রেডে সেগুলো লস করে ফেলবেন। তাই আমাদের কে এনালাইসিস করে একটি ট্রেড দিতে হবে।
একজন দক্ষ ট্রেডার মার্কেটের গতি বুঝে ট্রেড করে থাকেন। আমরা ফরেক্স ট্রেডাররা সব সময় ট্রেডের সামনে থাকতে পারি না। কাজেই টেকপ্রফিট সেট করে রাখাই বুদ্ধিমানের কাজ। টেকপ্রফিট সেট করার জন্য টেকনিক্যাল এনালাইসিস এর সাপোর্ট এবং রেসিস্ট্যান্স ভাল করে আয়ত্ব করতে হবে। একটি ট্রেড যখন লাভে থাকে তখন সন্তষ্টিজনক স্থানে পৌছুলে ক্লোজ করে দেয়া ভাল। আবার অনেক ট্রেডার আছে যারা ফরেক্স ব্যবসা সম্পর্কে অনেক ভাল বোঝে না । তারা অনেক লস করে থাকে আর তারা অনেক ট্রেড ওপেন করে থাকে। আমি মনে করি আমাদের অনেক ট্রেড ওপেন করা ঠিন না কিন্তু আবার মাত্র ১ টা ট্রেডে অনেক লাভ আশা করা ঠিক না ।
অনেক ট্রেডার আছে যারা যায়া ফরেক্স ব্যবসা সম্পর্কে অনেক ভাল বোঝে । আবার অনেক ট্রেডার আছে যারা ফরেক্স ব্যবসা সম্পর্কে অনেক ভাল বোঝে না । তারা অনেক লস করে থাকে আর তারা অনেক ট্রেড ওপেন করে থাকে। আমি মনে করি আমাদের অনেক ট্রেড ওপেন করা ঠিন না কিন্তু আবার মাত্র ১ টা ট্রেডে অনেক লাভ আশা করা ঠিক না । আমরা একটি বিষয় লক্ষ্য করলে দেখবো যে বেশীর ভাগ ট্রেডাররা ট্রেড থেকে বেশী পরিমান প্রফিট করায় আশায় থেকে মার্কেট শূন্য করে ফেলে। আর যদি আমরা অল্প পরিমান লাভ করি তাহলে আমাদের রিস্কের পরিমানটাও অল্প হবে। ফলে মার্কেট বিপরীত দিকে গেলেও ব্যলেন্স শূন্য হওয়ার সম্ভবনা থাকে না।
ফরেক্স মার্কেট হচ্ছে একটি লভের ব্যাবসা ।এই মার্কেট এ আপনি যত আসা করবেন হইত তত পেতে পারেন। কিন্তু তা আপনার জন্য কখনয় ভালো হবে না। কারন বেশি লাভের আশা করাই ঠিক নয়। তবে যারা দক্ষ ট্রেডার তারা এক ট্রেড থেকেই বেশি বেশি লাভ করে থাকেন। আমাদের কেউ সেই পর্যন্ত যেতে হবে তারপর সেই আশা করতে হবে ।তবেই ফরেক্স থেকে ভাল কিছু আশা করা যাবে ।
একটি ট্রেডে বেশি লোভ করা বা আশা করা ঠিক নয়। কম লোভ নিয়ে ট্রেড করলে লাভবান হওয়া যায় এছাড়া লসের ঝুঁকিও কম থাকে। এনালাইসিস গুলো বেশি বেশি করলে জ্ঞান বৃদ্ধি পাই। তাহলে জানা যাবে কিভাবে ট্রেড করলে লস কম হবে লাভ বেশি হবে। তাছাড়া ডেমো অ্যাকাউন্ট বেশি বেশি প্রাকটিস করলে সফল হওয়া সম্ভব হবে। ডেমো অ্যাকাউন্ট প্র্যাকটিস করে সফল হলে পরে রিয়েল একাউন্টে ট্রেড করলে লাভবান হওয়া যাবে।এতে লসের সংখ্যা অবশ্যই কম হবে।
ফরেক্স মার্কেট সম্পর্কে আমার ধারনা কম তবে আমি মনে করি বেশি ট্রেড না করে একটি ট্রেডে ভাল করে লাভ করতে পারলে ভাল হবে । ফরেক্স মার্কেটে অতিরিক্ত ট্রেড করা ঠিক না কারন বেশি ট্রেড করলে একটা ট্রেডে লাভ করেছেন আরেক ট্রেডে সেগুলো লস করে পেলবেন। ফরেক্স ট্রেড একটা বিপদজনক ভাল দক্ষতা না থাকলে। তাই যারা নতুন তারা লোভের আশা ত্যাগ করে নিজেকে আগে দক্ষ করে তুলা দরকার তাহলে পরে এমনিতেই বেশি প্রফিট লাভ করতে পারবে।
আমি আপনার সঙ্গে এক মত হতে পারলাম না। আমার মতে একটি ট্রেড থেকে বেশি লাভের আশা করাই ঠিক। এমন ভাবে ট্রেড নিতে হবে যেন এক ট্রেডেই অনেক বেশি লাভ হয়। আমাদের সবসময় লং টার্ম ট্রেড টার্গেট করতে হবে। যারা দক্ষ ট্রেডার তারা এক ট্রেড থেকেই বেশি বেশি লাভ করে থাকেন।
ফরেক্স এ যেই ট্রেড করে তা লাভ করার জন্যই ট্রেড করে। কিন্তু সেটা যদি ভুল ট্রেড হয় বা ভুল করে ট্রেড করে লস হয় তাহলে লসটা মেনে নিতে অনেকটা কষ্ট হয়। আর তখন ই ট্রেড ক্লোজ করতে ইচ্ছে হয় না। মনে হয় যে এই ট্রেড এ লাভ করব একে করে দেখা যায় যে ট্রেড এ লাভ না হয়ে প্রায় লস এর দিকে এসে যায় এতে অনেকটা টাকা লস করে ট্রেড ক্লোজ করতে হয় তা না হলে বড় ধরনের লস হলে একাউন্ট জিরো পযর্ন্ত হয়ে যেতে পারে। তাই আমি বলব যে একটি ট্রেড এ বেশী লাভ না করাই ভাল।