- 
	
	
	
	
		ফরেক্স মার্কেটে সবচেয়ে কারাপ দিক হোল লোভ আর লভকে নিয়ন্ত্রন করতে না পারলে ফরেক্স মার্কেটে সফল হওয়া যায় না আর এই লভকে নিয়ন্ত্রন করাটা একটি কঠিন কাজ তবুও ফরেক্স মার্কেটে সফল হতে গেলে লভকে নিয়ন্ত্রন করতে হবে আমাদের একটা খারাপ সাইট হোল টাকা দেখলে আমারা সেখানে লোভ বেশি কাজ করে তাই এই টাকার লভকে নিয়ন্ত্রন করলে আবার টাকা আসে তাহলে আমারা চেস্টা করব লভকে নিয়ন্ত্রন করতে। 
 
- 
	
	
	
	
		লোভ একটি ভয়নক জিনিস। লোক মানুষকে খাবাপ কাজ করিতে বাধ্য করে। লোবকে পরিহার করিয়া আমাকের জীবনে সফলতা অর্জন করিকত হইবে। লোকক পরিহার করিকত না পারিলে আমরা জীবনে উন্নতি করিকে পারিব না। জীবনের উন্য়নের স্বার্থে আমাদের লোভকে পরিহার করিতে হইবে । তাহা হইলে আমরা সফলতা অর্জন করিতে পারিব। 
 
- 
	
	
	
	
		কেন আমরা লোভ নিয়ন্ত্রণ করতে পারি না তার কারন আমরা বেশি লোভী। করতে হবে নিয়ন্ত্রণ লোভ কে এটা করা গেলে ফরেক্স মার্কেটে সফল হওয়া যাবে। যদিকরা না যায় তাহলে নিজের ক্ষতি নিজেই ডেকে আনব। ধৈর্য ধরে ফরেক্স মার্কেটে টিকে থাকতেহবে। 
 
- 
	
	
	
	
		আমরা অবশ্যই লোভকে নিয়ন্ত্রণ করতে পারি। তার জন্য আমাদের কে  ধৈর্য ধারন করতেই হবে তা না হলে লোভ নিয়ন্ত্রণে আসবে না 
 
- 
	
	
	
	
		যখন কম্পিউটারের সামনে বসে থেকে হাজার হাজার ডলার আসতে দেখা যায় তখন লোভ সামলানো টা সত্যিই খুব কষ্টের । তখন মন চায় আরও একটু বেশি লাভ করা দরকার । লাভ তো হচ্ছেই । আর একটু বেশি করলে সমস্যা কি। এসব চিন্তার কারণেই ট্রেডাররা বিশেষ করে নতুন ট্রেডার রা লস করে থাকে । লোভ কন্ট্রোল করা ফরেক্স এর সবচেয়ে গুরুত্বপুর্ণ অধ্যায় । 
 
- 
	
	
	
	
		লোভ একপ্রকার ভয়ানক ব্যধি। সব মানুষ লোভ সংবরণ করতে পারে না। যারা পারে তারাই লাইফে উন্নতি করতে পারে। 
 
- 
	
	
	
	
		যেকোন ক্ষেত্রে লোভ একটা ভয়াবহ ব্যাধি  এ্ই লোভকে নিয়ন্ত্রন করতে না পারার ফলে মানুষ সর্বশান্ত হয়ে যায়  আর ফরেক্স  এর ক্ষেত্রে বলতে গেলে বলতে হবে যে , প্রায় বেশির ভাগ মানুষ ট্রেড করে লস খায় কারণ তারা একটু বেশি লাভের প্রত্যশায় অতি লোভ করে ট্রেড করে  তাই তারা লস করে এবং তাদের মাঝে হতাশার সৃষ্টি হয়  তাই অল্পে সন্তুষ্ট থাকার অভ্যস করুন  
 
- 
	
	
	
	
		মানুষ জাতি খুবই লোভি জাতি তাই তার জন্মলঘ্ন থেকেই লোভ তার জিনে থাকে তো যে এ লোভ কে কন্টোল করতে পারেন তো সেই ব্যাক্তিই ফরেক্স এ সফল হতে পারেন । আর আামরদের লোভ নিয়ন্ত্রন এর কোন প্রকার ব্যবস্তা না থাকায় আমরা কখোনই আমরা আমাদের লোভকে নিয়ন্ত্রন করতে পারি না আমরা মনে করি যে আমরা কখোনই লস করব না কিন্তু আমরা ভুলে যাই যে ফরেক্স  এক প্রকার ব্যবসা আর সকল প্রকার ব্যবসাতে্ই লস বা লাভ থাকে। 
 
- 
	
	
	
	
		লোভ আমাদের খারাপ পথে পরিচালিত করে।আমাদের মনে রাখা উচিৎ লোভে পাপ, পাপে মৃত। তাই লোভকে দূরে রেখে আমাদের ট্রেড করা উচিৎ। লাভ - লস সকল ক্ষেত্রেই থাকে। তাই বলে লোভে পরে সবকিছু হারালে ছল্বে না। আমার মতে এজন্য আমাদের লোভ থেকে দূরে থাকা উচিৎ। 
 
- 
	
	
	
	
		ফরেক্স মার্কেটের জনপ্রিয় কারেন্সি পেয়ার গুলোর মানের/দরের পরিবর্তন এতই বেশি হয় যে তার কারনে ট্রেড করলেই সেখান থেকে সহজে প্রফিট করা যায় আর এই কারনে ট্রেডারদের মাঝে মূলত লোভ সৃষ্টি হয় তারা ভাবে যেহেতু ঐ কারেন্সি পেয়ার গুলোর চাহিদা অনেক বেশি তাই প্রফিটও অনেক বেশি করা যাবে কিন্তু তারা ভাবে না যে মার্কেট যদি আমার বিপক্ষে যায় তাহলে কিন্তু সমপরিমানের লস হবে আর এই কারনেই মূলত লস হয়। 
 
- 
	
	
	
	
		ফরেক্স মার্কেটে ট্রেড করতে করতে আমরা ইমোশনাল হয়ে পড়ি কারণ আমাদের লাভ হওয়া শুরু হলে আমরা লোভে পড়ে যাই আর আমাদের লক্ষ্য শুধু লাভের দিকেই থাকে ফলে আমাদের এই বেহিসাবিপনার জন্য লস যায়।
 তাই আমাদের ধৈর্য রেখে ট্রেড করতে হবে তাহলে আমরা সফল হতে পারবো।
 
 
- 
	
	
	
	
		লোভ করা আসলে খুভ খারাপ একটি জিনিষ আর এই লোভ করে না এমন কোন লোক নাই তাই লোভ ফরেক্স ট্রেডারকে ধংশ করে দেয় তবুও ফরেক্স ট্রেডার লভকে নিয়ন্ত্রণ করতে পারে না তবে ফরেক্স করে সফল হতে গেলে অবশ্যই লভকে নিয়ন্ত্রণ করতে হবে। 
 
- 
	
	
	
	
		আমরা চেষ্টা করলে ঠিকই নিয়ন্ত্রন করতে পারি এই বদ অভ্যাসটা। তবে আমরা যখন একটু প্রফিটের মুখ দেখি তখনই এই ভূত আমাদের মাথায় চাপে এবং থাকে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমাদের একাউন্ট জিরো হয়। আমি দুই সপ্তাহ আগে ১৭০ ডলারের একাউন্ট জিরো করেছি শুধু এর চক্করে পড়ে। তবে আমার কাছে মনে হয় কেউ মন থেকে চাইলে নিজেকে নিয়ন্ত্রন করতে পারে। 
 
- 
	
	
	
	
		আমাদের সবার কম বেশি লোভ আছে লোভ নাই এই রকম লোক কম আছে তবে লোভ বেশি থাকলে ক্ষতি লভকে কন্ট্রোল করতে হবে ফরেক্স মার্কেটে টিকে থাকতে বা ফরেক্স মার্কেট থেকে আয় করে সফকতা পাওয়ার জন্য । 
 
- 
	
	
	
	
		লোভ করা আসলে খুভ খারাপ একটি জিনিষ আর এই লোভ করে না এমন কোন লোক নাই তাই লোভ ফরেক্স ট্রেডারকে ধংশ করে দেয় তবুও ফরেক্স ট্রেডার লভকে নিয়ন্ত্রণ করতে পারে না তবে ফরেক্স করে সফল হতে গেলে অবশ্যই লভকে নিয়ন্ত্রণ করতে হবে। 
 
- 
	
	
	
	
		লোভ কে যে কেন আমরা নিয়ন্ত্রণ করতে পারি না টা আমরা বলতে প্রাব না তবে আমার মনে হই আমদের লোভ বেশি তাই আমরা নিয়ন্ত্রণ করতে পারি না  আর এই লোভ ফরেক্স মার্কেটের জন্য খুব খারাপ একটা জিনিস  লোভ নিওন্ত্রনে রাখতে না পারলে আমরা ফরেক্স মার্কেটে লস ছাড়া আর কিছুই করতে পারব না আর ফরেক্স মার্কেটে সফলতা পেতে গেলে অবশ্যই লোভকে নিওন্ত্রনে রাখতে হবে 
 
- 
	
	
	
	
		এই সফটওয়্যারটা প্রিলোডেড আমাদের মধ্যে। সৃষ্টিকর্তা শুরুতেই এই জিনিস ইনস্টল করে দিয়েছেন আমাদের মধ্যে এবং এর ঠেলায় আমরা দুনিয়ার যত আকাম কুকাম সব করে বেড়াই। যাই হোক আমরা যখন নগদ টাকা দেখি তখন আর নিজেকে সামলাতে পারি না। তাইতো লোভ আমাদের সব থেকে বড় শত্রু। আপনাকে ফরেক্স মার্কেট থেকে তাড়ালে একমাত্র এর পক্ষেই সম্ভব। তাই সময় থাকতে সাবধান। 
 
- 
	
	
	
	
		আমি মনে করি অতিরিক্ত লাভ করার আশা বা প্রবনতার কারনে আমরা ফরেক্স ট্রেডিংয়ে লোভকে কোন ভাবে নিয়ন্ত্রন করতে পারি না। তবে লোভকে অবশ্যই নিয়ন্ত্রন করা উচিত তা না হলে ফরেক্স ট্রেডিংযে যেকোনো সময় দেউলিয়া হয়ে যাওয়াটা স্বাভািবক বিষয়। 
 
- 
	
	
	
	
		টাকার প্রতি লোভ বেশি থাকলে ফরেক্স ট্রেডিং করার দরকার নাই। কারন সে লোভের পরোচনায় পড়ে লসের খাতা খুলে বসবে ,তবে ডেমো ট্রেড প্রাকটিস করে যদি নিয়ন্তন করতে পারে তাহলে করা যায় 
 
- 
	
	
	
	
		ফরেক্স মার্কেটে সবাই কম বেশি লোভ করে শুধু ফরেক্স মার্কেটে না লোভ নাই এমন কোন ফরেক্স ট্রেডার নাই সবার লোভ আছে তবে ফরেক্স মার্কেটে ট্রেড করার সময় লভকে নিয়ন্ত্রণ করতে হবে লোভ করলে ফরেক্স মারকেটে ফরেক্স ট্রেড করে সফলতা আশা করা যায় না। 
 
- 
	
	
	
	
		তবে।হ্যা ভাই টাকার ল)ভকে সংবরন করাতা একটু বেশিই  কষ্ট কর। অনেকেই লোভ কে সংবরন করতে পারে না। কারন ভাবে যে আরেকটু বেশি টাকা আসুক। এই চিন্তা করতে গিয়ে কত পাবলিচ যে সর্বশান্ত হয়েছে তার ঠিক নেই। তাই ভাই লোভ কে কনট্রল করুন। লাভ হবে আপনারই। 
 
- 
	
	
	
	
		ফরেক্স বাবসায় সব থেকে বরত সমসসা হল লোভ। আমাদের যদি লোভ থাকে আমরা টাকা আয় করতে পারবো না। আমাদের সব সময় টাকা আয় করার জন্য লোভ কে নিওন্ত্রনে রাখতে হবে। আমাদের যদি লোভ নিওন্ত্রনে থাকে আমরা খুব সহজে টাকা আয় করতে পারবো। 
 
- 
	
	
	
	
		লভ জিনিস আসলে খুভ খারাপ কারন লভ করে না এমন কোন মানুস নাই তবে সব সময় বা স বেপারে লভ করতে নাই তাই লভ ফরেক্স মার্কেটে সব চেয়ে খারাপ জিনিস কারন লভ করলে ফরেক্স মার্কেটে কোন সফলতা পাওয়া জায় না তাই লভ করা থেকে বিরত থাকতে হবে তাহলে ফরেক্স মার্কেটে সফল হয়া জায়। 
 
- 
	
	
	
	
		ফরেক্স মার্কেট এ লোভ খুব খারাফ একটি বিষয়।ফরেক্স মার্কেট এর কয়েকটি নিয়ম কানুন এর মধ্যে একটি হচ্ছে ফরেক্স মার্কেট এ ট্রেড করে লোভ করা।ফরেক্স মার্কেট হচ্ছে এমন একটি মার্কেট যেখানে আপনি জতভালো ট্রেড করবেন ততবেসি আপনি ফরেক্স মার্কেট থেকে আয় করতে পারবেন।তাই আমরা ফরেক্স মার্কেট এ লোভ করি।ফরেক্স মার্কেট এ লোভ এর কোন স্থান নাই।ফরেক্স মার্কেট এ লোভ করলেনতো ফরেক্স মার্কেট এ লস করলেন।তাই ফরেক্স মার্কেট এ লোব করবেন্না। 
 
- 
	
	
	
	
		নতুন ট্রেডার বেশি লড এ ট্রেড অপেন করে অধিক বেশি প্রফিট অর্জন করে থাকে। আর এই প্রফিটাই অনেক সময় ট্রেডারদের কাল হয়ে দাড়ায়। যা ভবিষ্যতে একজন ভালো মানের ট্রেডার লোভের মুহে পড়ে নিজের সকল অর্থ বিলীন হতে দেখে।ফরেক্স এ সফল হতে হলে আমাদের লোভকে নিয়ন্ত্রন করতে হবে । মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করতে হবে এবং ছোট লটে ট্রেডিং করা উচিৎ । 
 
- 
	
	
	
	
		আমি চেস্টা করি আবেগি ট্রেড নাকরার জন্য।কিন্তু তারপরও ট্রেড করে লসের সম্মুখীন হয়। 
 
- 
	
	
	
	
		অল্প সময়ে অনেক বেশি লাভ অল্প সময়ে করা যায় বলে অনেকে লোভটা সামাল দিতে পারছে না। 
 
- 
	
	
	
	
		ফরেক্স ব্যবসাটা অনেক বিপদজনক ব্যবসা কারন অনেক ব্যবসায়ি তাদের লোভকে নিয়ন্ত্রন করতে পারেন । অনেক ট্রেডার লোভে পরে বেশি লটে ট্রেড ওপেন করে । ফরেক্স ট্রেড করার সময় নিজের লোভ ও আবেগ কে দুরে রাখা উচিত । লোভ কম করে যেনে শুনে করলে তারাই লাভবান হবে । লোভ করে কখনো সফলতা অর্জন করা যায় না । তাই আমাদের অবশ্যই উচিৎ লোভকে নিয়ন্ত্রন করা যদি আমরা এখানে টিকে থাকতে চাই । 
 
- 
	
	
	
	
		লভ সবার আছে লভ ছাড়া কোন মানুস নাই তাই লভ খুভ খারাপ জিনিস লভ কে আমরা নিওন্ত্রন করতে পারি না কারন লভ নিজের কাছে এসে জায় লভ করতে না পারলেও নিজের কাছে কেমন জেন চলে আসে তাই লভ কে নিওন্ত্রন করা কঠিন মনে হয়। 
 
- 
	
	
	
	
		লোভ আসলে একটি খুভ খারাপ জিনিস লোভ করে ফরেক্স মার্কেটে কোন দিন টিকে থাকা বা ফরেক্স ট্রেড করে সফলতা পাওয়া জায় না তাই ফরেক্স মার্কেটে ট্রেড করতে গেলে লোভ করা যাবে না লোভ সম্পুরন ভাবে বাদ দিয়ে ফরেক্স করতে হবে লোভ বাদ দেয়া কঠিন চেস্টা করলে করা যাবে । 
 
- 
	
	
	
	
		আমরা লোভকে নিয়ন্ত্রন করতে পারি না তার কারন হল আমরা চাই অল্প কয়েকদিনে বড়লোক হতে যার কারনে লোভ এ পরে সবাই তার সবকিছু হারিয়ে ফেলে । সবাই চাই বেশি প্রফিট করতে ধরুন আপনি ১.৫৪৩০ তে বাই এ একটা ট্রেড খুললেন  এখন আপনার ২০ পিপ লাভ হল আর আপনি ট্রেড ক্লোস করলেন না আর একটু লাভ এর আশায় কিন্তু কিছুক্ষন পর দেখা গেল মার্কেট আমার বিপরীতে যাওয়া শুরু করেছে এবং আপনি টেক লস ব্যবহার করেন নি আর তাই আপনাকে অনেক পরিমান লস সামলাতে হবে। 
 
- 
	
	
	
	
		আমার মতে , ফরেক্সে ট্রেড করতে হলে প্রয়োজন পরিশ্রম ও অভিজ্ঞতার। লোভ করে কখনো সফলতা অর্জন করা যায় না ।আর লোভের কারনে অনেকের জীবনে নেমে আসে হতাশা। তাই লোভ থেকে দূরে থেকে যদি অভিজ্ঞতার মাধ্যমে এই ট্রেড করা যায় তাহলে সেটা স্থায়ী হবে। 
 
- 
	
	
	
	
		লোভ ব্যপারটাই এমন যে কন্ট্রোল করা কঠিন। মানুষের লোভ অনেক বিপদ ডেকে আনে। ফরেক্স এমন একটা ব্যবসা যেখানে লোভ করবেন তো মরবেন। হয়তোবা আপনি দুই একবার সফল হবেন কিন্তু পরে আপনি লস খাবেন। লোভে পড়ে বেশি লাভের আশায় বেশি লটে ট্রেড করেই মানুষ বিপদে পরে। তাই লোভ থেখে বিরত থাকুন আর নিজে লাভবান হউন, 
 
- 
	
	
	
	
		আমরা লোভ কে নিয়ন্ত্রণ করতে পারি না কারণ হল আমরা ফরেক্স মার্কেট এ আমরা চাই খুব অল্প সময়ে অনেক টাকা আয় করতে এজন্য আমরা আমদের লোভ কজে নিয়ন্ত্রণ করতে পারি না আর এর কারনে মানুষ খুব বিপদে পরে এবং অনেক বেশি লসের সম্মুখীন হতে হয় 
 
- 
	
	
	
	
		আসলে আমরা মাঝে মাঝে লাভের আশাই বেশি লট এ ট্রেড করে থাকি যার ফলে লস হলেও সবদিক দিয়ে হয় তাই সেই সময় সবদিক সামলাতে যেয়ে আমরা লস করে বসি।তাই আমাদের উচিত বেশি লট এ কাজ না করা যেটাতে করা পুরা মনোযোগ দিয়ে কাজ করা। 
 
- 
	
	
	
	
		The goal of a successful trader is to make the best trades. Money is secondary.” – Alexander Elder
 
 উক্তিটি একটু গভীরভাবে অনুধাবন না করলে হয়ত এর অর্থটাই পাল্টে যেতে পারে। কারন অনেক ট্রেডের বিশেষ করে নতুনদের মাঝে থেকে একটি প্রশ্ন সব সময় শুনতে পাওয়া যায় ট্রেডিং এ সফলতা কিভাবে আসবে? সত্যি যদি ট্রেডিং এ সফলতা আনতে চান তাহলে আগে একজন ভালো ট্রেডার হয়ে উঠুন , টাকা কে দ্বিতীয় অপশনে রাখুন। অবশ্যই আপনার টাকার দরকার আছে তাছাড়া টাকা অর্জনের জন্যই তো ট্রেডিং করছেন। তাই না ! তবে সেই জন্য প্রথমে টাকার পেছনে না ছুটে বরং আগে মার্কেট বুঝুন , ট্রেডিং প্রসেস জানুন, বুলিশ এবং বেয়ারিশ যুদ্ধটা বুঝুন।
 
 
- 
	
	
	
	
		আসলে একটি কথা হল যে লভ খুভ খারাপ জিনিস কারন লভকে নিয়ন্ত্রন করা খুভ কঠিন কাজ কারন লভ সবার ভিতর আছে কম আর বেশি ফরেক্স মার্কেটে আর বেশি প্রভাব পরে লভের দিক দিয়ে চিন্তা  করলে ফরেক্স মার্কেটে লভ খুভ খারাপ জিনিস কারন লভ করে কোন দিন ফরেক্স মায্রকেটে টিকে থাকা জায় না । 
 
- 
	
	
	
	
		আমরা যদি ট্রেডে অংশগ্রহণ করার আগে রিস্ক ম্যানেজমেন্ট সম্বন্ধে ভাল ভাবে জেনে রাখি এবং নিজের জন্য উত্তম পন্থাটি গ্রহন করি তবে লোভ সংবরণ করা সহজ হবে। আর লিভারেজের সঠিক মান রাখতে হবে অর্থাৎ যেটুকু লিভারেজ না নিলে আমি আমার স্বাভাবিক নুন্যতম ট্রেড অপেন করতে পারব না সেটুকু লিভারেজ ব্যবহার করা উচিত। লিভারেজ বেশি নিলে বড় লট এর ট্রেড অপেন করতে মন চায়। তাই সবসময় কম লিভারেজ ব্যবহার করা চাই। 
 
- 
	
	
	
	
		আমার জ্ঞান থেকে বলতে পারি লোভকে নিয়ন্ত্রন করতে না পারা হচ্ছে সম্পুরন্ন বোকামি ছাড়া আর কিছু নেই।মন হচ্ছে নিজের দ্বারা নিয়ন্ত্রিত তাহলে নিজের মনকে যদি নিজে নিয়ন্ত্রন রাখতে পারা না যায় তাহলে বলার কি আছে।ফরেক্স এ লোভ নিয়ন্ত্রন করে আয় করা হচ্ছে বুদ্দিমানের কাজ। 
 
- 
	
	
	
	
		ফরেক্স ব্যবসা করতে হলে আবেগকে আগে পুরাপুরি ত্যাগ করতে হবে । ফরেক্স ব্যবসায় সফলতা পেতে হলে ফরেক্স সম্পর্কে আগে ভালো জ্ঞান অর্জন করতে হবে । যারা ফরেক্স ব্যবসা ভালো করে না শিখে ব্যবসা করে তারা ফরেক্স ব্যবসায় সফলতা অর্জন করতে পারবে না । ফরেক্স ব্যবসায় লোভ করে ভুল ট্রেড করলে তার অনেক বড় লস হতে পারে তাই ফরেক্স ট্রেডিং করতে হলে আগে ভালো এনালাইসিস করে ট্রেড করতে হবে ।