আরে আমিতো অনেক বার অ্যাকাউন্ট জিরো করেছি । কারন আমিতো ভীতু ফরেক্স ট্রেডার নই । আমি জানি যে অ্যাকাউন্ট জিরো হলে কতো কষ্ট হয় । একথা ঠিক যে অ্যাকাউন্ট জিরো হলে রিয়েল ট্রেডে অনেক অভিজ্ঞতা বাড়ে । সর্বশেষ যেদিন আমার ব্যালান্স জিরো হয় সেদিন মাত্র একটা ট্রেড ভুল ট্রেড ওপেন করেছিলাম যার কারনে আমার সব ব্যালান্স শেষ হয়ে গিয়েছিলো।তাই ব্যালান্স জিরো করতে না চাইলে অবশ্যই ভুল ট্রেড ওপেন করা যাবে না।