ট্রেডের মাঝে মাঝে বিরতি করা ভা।একই কাজ বারবার করলে ব্রেইন অনেক সময় ডেমেজ হয়ে পড়ে । আর আপনিতো জানেন ফরেক্স হল এমন একটা ব্যাপার যেখানে শতভাগ ফ্রেস রাখতে হয় ব্রেইনকে । আর ব্রেইনকে সতেজ রাখতে হলে আপনাকে বিরতি নেয়া আবশ্যক । ফরেক্স ট্রেডিং করার সময় মাঝে মাঝে বিরতি দেওয়া উচিত, যাতে করে আমরা নিজেদেরকে মানসিক চাপ থেকে মুক্তি দিতে পারবো, এবং কোন ভুল ট্রেড ওপেন করা থেকে বিরত থেকে যথেষ্ট আগ্রহ নিয়ে ট্রেডিং শুরু করতে পারব। তাছাড়া দক্ষ ট্রেডাররা কখনোই একটানা ট্রেডিং করে না, বরং তারা বিরোতি দিয়ে দিয়েই ট্রেডিং করে থাকে।