আমরা সবাই কম বেশি লস করে থাকি। আমি যখন কোন ট্রেডে লস খাই, তখন আমি আমার রিয়েল ট্রেড বন্ধ রাখি। ডেমোতে ফিরে যাই। এবং আমার লস হওয়ার কারন অনুসন্ধান করতে থাকি। যতক্ষন পর্যন্ত আমি আমার লসের কারন বের করতে না পারি, ততক্ষন আমি উক্ত লসের কারন খুজতে থাকি। লসের কারন খুজে বের করে তা সংশোধন করার চেষ্টা করি। আবার যখন আমি ডেমোতে সফল হই। তখন আবার রিয়েলে ফিরে আসি। :rules:[/QUOTE]
ফরেক্স মাকেটে লস হয় দুই কারনে এক দক্ষতার অভাব এবং বিভিন্ন নিউজ।কোন টেড ওপেন করার আগে ট্রেন্ড সাপোট নিউজ এ সব ফলো করতে হবে।যখন কোন লসে পড়ে যাই তখন আমরা হুতাশে পড়ে যাই।তাই মাথা ঠান্ডা করে ভাবতে হবে লসের কারন। আর লসে পড়লে ওভার টেড বা ওভার লট ব্যাবহার সব চাইতে বড় ভূল।তাই টেডিং করআে হলে এ সব বিষয় খেলায় রাখতে হবে।