ফরেক্স মার্কেটে শুরুর দিকে সবাই প্রফিট করে সেটা আমি ঠিক মানতে পারলাম না । কেননা আমার জানা মতে ফরেক্স মার্কেটে শুরুর দিকে সবাই লস করেন । আস্তে অস্তে যখন তারা দক্ষ ট্রেডার হয়ে ওঠেন তখন তারা প্রফিট করতে থাকেন । এটাই হলো একজন ট্রেডারের বৈশিষ্ঠ্য । সবাই ফরেক্স এ অনেক প্রফিট করে তবে ১ম আর শেষ নাই সব সময় ই প্রফিট করা যায় তবে এর জন্য আপনাকে কিছু করতে হবে তা হোল লোভ ত্যাগ করতে হবে ভাল কতে ডেমো ও বুজে বুজে ট্রেড করা,ফরেক্স মার্কেট এর নিউজ রাখতে হবে সব সময়