-
ফরেক্স একটি ব্যাক্তিগত ব্যাবসা, এটা কোন এম এল এম নয়, যে কাউকে এখানে জয়েন্ট করাতে পারলে নিজের আয় হবে। ফরেক্সে আসা ভালো, কিন্তু এসেই কেউ যেন আয়ের চিন্তা না করে। আগে ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জনের মাজে কাটিয়ে দিতে হবে। তারপর যদি মনে হয় আমি এখানে এখন ট্রেড করে আয় করতে পারবো, তখন আয়ের পথ শুরু করা উচিৎ।
-
ফরেক্স মার্কেট থেকে ইনকাম করার জন্য আমরা ফরেক্স মার্কেট এ ট্রেডিং করে থাকি,কিন্তু আমাদের ফরেক্স মার্কেট থেক অর্থ ইনকাম করার জন্য আমাদের ভাল ভাবে ট্রেডিং শিখে, ফরেক্স মার্কেট নিয়ে এনালাইসিস করে ফরেক্স মার্কেট এ যদি কোন ফরেক্স ট্রেডার মাথা ঠান্ডা করে ট্রেডিং করে তাহলে অনেক ভাল হবে।
-
ফরেক্স মার্কেট সম্পর্কে যদি কার ভাল কোন ধারনা থাকে তবে সেই ব্যবক্তি যদি মন দিয়ে ফরেক্স মার্কেটে নিয়মিত ট্রেড করে তবে সেই ব্যক্তি ভাল আয় করতে পারবে ফরেক্স মার্কেট থেকে। যদিও ফরেক্স মার্কেট থেকে ইনকাম করা খুবই কঠিন। তাই আমার মতে ফরেক্স মার্কেটে ভাল করার একটা ভাল উপায় হল বেশি নেশি করে ডেমো ট্রেড করা।
-
ফরেক্স থেকে আয় করা অনেক সহজ না যত সহজে মানুষ ফরেক্স এ যুক্ত হতে পারে লাভ করার আসাই তত সহজে আপনি ইনকাম করতে পারবেন না ফরেক্স থেকে ইনকাম করতে হলে আপনাকে অনেক কিছু জানতে হবে আর আপনি কি ভাবে করলে কি করবেন কত লাভ করবেন টা আপনাকে জানতে হবে ।
-
ফরেক্স মার্কেট কার কোথায় বা আশ্বাস বিশ্বাস না করে নিজে জাচাই বাছাই করে তারপরি এই ব্যাবশা আরাম্ভ করা উচিত।
ফরেক্স টাকা ইনভেস্ত করলেই লাভ এই ধারনা থেকে বেরিয়ে আসতে হবে, ফরেক্স এ লাভ করা সম্ভব কেবন নিজের মেধা, অভিজ্ঞতা এবং শ্রম এর উপর ভিত্তি করে আর কোনও কিছুর উপরে করে নয়।
-
Forex থেকে আয় করা জাই। আগে আমাদেরকে ফরেক্স আর কাজ শিকতে হবে। তার পর আমরা জদি নিয়মিত ফরেক্স নিয় কাজ করি তাইলে আমরা ফরেক্স থেকে আয় করতে পারব।
-
আমার মনে হয় ফরেক্স মার্কেট কার কোথায় বা আশ্বাস বিশ্বাস না করে নিজে জাচাই বাছাই করে তারপরি এই ব্যাবশা আরাম্ভ করা উচিত। ফরেক্স টাকা ইনভেস্ত করলেই লাভ এই ধারনা থেকে বেরিয়ে আসতে হবে, ফরেক্স এ লাভ করা সম্ভব কেবন নিজের মেধা, অভিজ্ঞতা এবং শ্রম এর উপর ভিত্তি করে আর কোনও কিছুর উপরে করে নয়।
-
ফরেক্স একটি মুক্ত ও স্বাধীন পেশা। যে কেউ এখানে ব্যবসা করতে পারেন। যেকোনো শ্রেনী পেশার মানুষ এখানে ব্যবসা করতে পারেন। কারন ফরেক্স বিজনেস কম্পিউটার কিংবা স্মার্টফোনের সাহায্যে ঘরে বসেই করা যায়। তাই একজন ছাত্র কিংবা ব্যবসায়ী কিংবা চাকুরীজীবি ফরেক্সে ব্যবসা করতে পারেন। তবে মনে রাখতে হবে এখানে কোনোমতেই লোভ করা যাবেনা।
-
আসলে এখনও বাংলাদেশের মানুষ ফরেক্স ট্রেডিং সম্পর্কে তেমন কিছু জানে না । যার জন্য কিছু অসাধু মানুষ তাদের সরলতার সুযোগ নিয়ে তাদের সাথে নানা রকম ধোকাবাজী করছে । আমি মনে করি এ বিষযে আমরা যারা সচেতন আছি তাদের অনেক দায়িত্ব রয়ে গেছে । বাংলাদেশে একটি শক্তিশালী ফরেক্স কমিনউটি দরকার ।
-
আমি মনে করি ফরেক্স হল এমন একটা ট্রেডিং যেখান থেকে অল্প সময়ে অধিক আয় করা যায় তবে এখনে কাজ করতে হলে আগে এর কাজ শিখতে হবে । কাজ না শিখে কাজ করা যাবে না।ফরেক্স এ লাভ করা সম্ভব কেবন নিজের মেধা, অভিজ্ঞতা এবং শ্রম এর উপর ভিত্তি করে আর কোনও কিছুর উপরে নয়।
-
ফরেক্স মার্কেটে আমরা বিভিন্ন কারেন্সি পেয়ারের সমন্বয়ে ট্রেড করে এখান থেকে প্রফিট লাভ করে থাকি এটিকে অনেকেই শেয়ার মার্কেটের সাথে তুলনা করে থাকে তবে এটি শেয়ার মার্কেট থেকে অনেকটা ভিন্ন শেয়ার মার্কেটে একমুখী ট্রেড করা যায় অর্থাত শেয়ারের দাম কেনা দাম অপেক্ষা বৃদ্ধি পেলেই কেবল প্রফিট বা লাভ হয় তবে ফরেক্স মার্কেটে দ্বিমুখী ট্রেড করা যায়।
-
আমি আপনার সাথে সহমত প্রদর্শন করছি।ফরেক্স থেকে মাসে ৪০ থেকে ৫০ হাজার টাকা উপার্জন করা সম্ভব এমন প্রচারনা যদি কেউ করে থাকে তবে তারা ভুল করছে। কারন ফরেক্স থেকে সবাই যে আয় করবে তার কোনো নিশ্চয়তা নেই।তাই বুঝেশুনে ফরেক্সে ট্রেড করতে আসতে হবে। এজন্য আমরা যারা জানি তাদদের উচিত ফরেক্সের মতো সম্মানের ব্যবসাতে যেন অপপ্রচার না ঘটে সেদিকে সতর্ক দৃষ্টি দেওয়া।
-
ফরেক্স বিজনেস বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও বিশাল একটি বিজনেসের নাম। এই বিজনেস অন্য সকল বিজনেসের চেয়ে অনেক বেশি আলাদা,ভিন্নধর্মী ও চেলেঞ্জিং একটি বিজনেস। এই মার্কেটে ট্রেডিং করে অসংখ্য মানুষ নিজের জীবিকা নির্বাহের রাস্তা নিজেই তৈরি করেছেন। ফরেলস মার্কেটের পিছনে সময় দিলে,পরিশ্রম করলে এই মার্কেট থেকে অনেক ভাল আয় করা সম্ভব।
-
আমি ফরেক্স মার্কেটে এসেছি কারন ঘরে বসে াায় করতে পারি।ফরেক্স মার্কেট এ এনালাইসিস করে ট্রেড করলে লাভের পরিমান বেশী আশা করা যায় । আমার মতে কম ট্রেডে বেশী লাভের আশা করা ভাল । কারন আমরা জানি " অতি লোভে তাতি নষ্ট " । আপনি যদি দক্ষ ট্রেডের হন তাহলে কম ট্রেড করে বেশি লাভ করতে পারবেন। ফরেক্সের ট্রেড সম্পর্কে অনেক বেশি ধারনা থাকলে এখান থেকে খুব কম ট্রেড করে অনেক লাভ করতে পারা যায় ।তাই আমি বলব ফরেক্স করার আগে ফরেক্স সম্পরকে ভাল করে জেনে নিতে হবে ।
-
ভাই ফরেক্স কোন আলাদিনের চেরাগ না যে মার্কেট থেকে মাসে ৪০ থেকে ৫০ হাজার টাকা *আয় করা যাবে । ফরেক্স অত্যান্ত জটিল একটি ব্যবসায় । ফরেক্স এতটাই জটিল যে মার্কেটে শতকরা প্রায় ৯৫ জন ট্রেডারই লস করে থাকে । ফরেক্স মার্কেট থেকে যদি সহজেই *আয় করা যেত তাহলে মার্কেটে কেউ এত লস করত না ।
-
আমি ফরেক্স মার্কেট এ আসেছি কারন আমরা ঘরে বশে আয় করতে পারি। আমার মতে কম ট্রেড এ বেশি আয় করা যা।
-
অনেকেই বলে থাকেন যে ফরেক্স থেকে ইনকাম করা নাকি অনেক কঠিন । তবে আমি কেন জানি এটা ঠিক বিশ্বাস করতে পারছিনা । কেননা আমি নিজেও তো একজন ট্রেডার । তবে প্রথম এক বছর আমার কাছে কঠিন মনে হতো । এখন কিছুটা সহজ মনে হয় । আমার কাছে যেটা ইমপোরটেন্ট বলে মনে হয় সেটা হয় ধৈর্য ধরে ট্রেড করা ।
-
ফরেক্স থেকে অনেক টাকা আয় করা সম্ভব কিন্তু তার জন্য অনেক কিছু যানতে হবে ফরেক্স সম্পর্কে অনেক কিছু শিখতে হবে ফরেক্স সম্পর্কে। ফরেক্স এ আপনি প্রথম বারেই অনেক টাকা আয় করতে পারবেন না তার জন্য আপনাকে বেশি বেশি ফরেক্স এ মন দিতে হবে বেশি বেশি ফরেক্স নিয়ে ঘাটাঘাটি করতে হবে। তাহলেই আপনি ফরেক্স এ বেশি বেশি বা কিছু টাকা আয় করতে পারবেন তাই ফরেক্স সম্পর্কে যানুন ফরেক্স সম্পর্কে শিখুন।
-
আমি বলব ফরেক্স থেকে আয় করা অনেক সহজ না, যত সহজে মানুষ ফরেক্স এ যুক্ত হতে পারে লাভ করার আসাই তত সহজে আপনি ইনকাম করতে পারবেন না ফরেক্স থেকে ইনকাম করতে হলে আপনাকে অনেক কিছু জানতে হবে আর আপনি কি ভাবে করলে কি করবেন কত লাভ করবেন তা আপনাকে জানতে হবে।
-
ফরেক্স নিয়ে মিথ্যা প্রচার করা ঠিকনা। কাউকে লোভ না দেখিয়ে বলা উচিত ফরেক্স ভাল একটি মার্কেট। এখানে ঠিকমত সময় ও শ্রম দিলে মাসে ভাল একটি আয় করা সম্ভব এভাবে বলা যেতে পারে। কিন্তু কিছু লোক আছেন যারা বলেন ফরেক্স থেকে মাসে ৫০ হাজার থেকে ১ লাখ পর্যন্ত আয় করা ।এসব লোক থেকে আমাদের দূরে থাকা উচিত।
-
এটি আসলে কিছু প্রতারক চক্রের কাজ। যারা সাধারনত অল্প পরিমাণ ফরেক্স জানে কিন্তু লাভ করতে পারে না তারাই এসব প্রতারক চক্রে নাম লেখায়। অন্নদের প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেয়। কথায় বলে অল্প বিদ্যায় ভয়ঙ্করী। সেইরকমই হয়েছে এদের অবস্থা। আর এইসব মানুষ থেকে সবাই দূরে থাকবেন।
-
ফরেক্স মার্কেট থেকে আয় করা সম্ভব এটা যাম্ন সবাই জানে , তেমনি এটা সবাই জানে ফরেক্স মার্কেট একটা রিস্ক জায়গা । এখান থেকে আয় করা অনেক সহজ আবার অনেক কঠিন । আর একটি কথা ফরেক্স বিজনেস েথকে আয় করতে হলে আপনাকে লোভ পরিহার কতে হবে , লোভ নিয়ে ফরেক্স মার্কেট থেকে আয় করা সম্ভব না । আপনি মার্কেট নিয়ে ভাবেন মার্কেট আপনাকে আয় করা সিখাবে ।
-
এরকম প্রতারণার শিকার আমিও হয়েছি । কেননা লোভনীয় প্রচার দেখিয়ে এবং কোটি টাকা আয়ের স্বপ্ন দেখিয়ে মানুষকে পথভ্রষ্ট করা হয় । আর যে কোন কাজেরই ভাল খারাপ উভয় দিক আছে । ফরেক্সের *কিছূ অসাধু লোক নান পন্থায় মানুষকে ঠকাচ্ছে ফরেক্সকে ব্যবহার করে । এতে করে ফরেক্স সম্পর্কে মানুষের মনে নেতিবাচক চিন্তা চলে আসে ।
-
ফরেক্স মার্কেট থেকে প্রতি মাসে কত আয় করা যাবে এর উত্তর আপনি নিজেই । ফরেক্স মার্কেট থেকে আয় করার কোন নির্দিষ্ট সীমা নাই । এর জন্য আপনাকে প্রচুর পরিশ্রম এবং পড়াশুনা করতে হবে । মার্কেট এ্যানালাইসিস এবং মানি ম্যানেজমেন্ট আপনি যত তাড়াতাড়ি আয়ত্ব করতে পারবেন তত তাড়াতাড়ি আপনি এর সুফল পাবেন । তবে এটিও মনে রাখতে হবে যে ফরেক্স মার্কেটে আয়ের পাশাপাশি লসও রয়েছে । তাই আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে । ধন্যবাদ ।
-
ফরেক্স হল এমন একটা ট্রেডিং যেখান থেকে অল্প সময়ে অধিক আয় করা যায় তবে এখনে কাজ করতে হলে আগে এর কাজ শিখতে হবে । কাজ না শিখে লাভ করা যাবে না।
-
ফরেক্সে অনেক বেশি টাকা আয় করা সম্ভব । তবে নিজেকে সেভাবে প্রস্তত করতে হবে তার পরে আয় । তা না হলে লস হয়ে ক্যাশ জিরো হয়ে যাবে লাভতো দুরের কথা ।
-
ফরেক্স সম্ভন্ধে সকলকে উতসাহ দেয়া উচিত । নিরুত সাহিত করা উচিত নয় আবার বেশি লোভ দেখানোও উচিত নয় । এখানে ভাল্পভাবে না শিখলে লস হবার ভয় আছে সেটাও জানাতে হবে ।
-
আমি বলবো ফরেক্স থেকে আপনি আয় করতে পারবেন ঠিকই কিন্তু আপনাকে ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। অল্প জ্ঞান নিয়ে ফরেক্স শুরু করলে করলে আপনার লসের সম্ভাবনাই খুব বেশি। এখান থেকে যারা বর্তমান লাভবান হচ্ছে তারা কিন্তু অনেকদিন ধরে ফরেক্স এর সাথে লেগে ছিল বলে তাদের এতটুকু আসা সম্ভব হয়েছে। কিন্তু এখান থেকে তাড়াতাড়ি যারা লাভ করতে চেয়েছে তারা কিন্তু লুজার হয়েছে।
-
ফরেক্সে সবাই আসে মুলত আয় করার জন্য। এখানে কেউ সফল হয় আবার ব্যার্থ হয় এর মুল কারন হল এটা একটা ব্যাবসা। ব্যাবসায় লাভ এবং লস থাকবেই। ফরেক্সে একজন ভাল ট্রেডার না হতে পারলে আয় করা খুব কঠিন। একজন ভাল ট্রেডারই পারে ফরেক্স থেকে নিয়মিত আয় করতে, আমি তাই মনে করি।
-
ফরেক্স মার্কেট থেকে আমরা অনেক আয় করতে পারি তার জন্য আমাদের ফরেক্স মার্কেটের ট্রেডিং করে প্রফিট করার কলাকৌশল ভাল ভাবে শিখে নিতে হবে যাতে আমরা ফরেক্স মার্কেটে ট্রেডিং করে ভাল প্রফিট করতে পারি ফরেক্স মার্কেটে ভাল ট্রেড করতে পারলে ভাল আয় হবে। তবে আমাদের মার্কেটে টিকে থাকতে হবে।
-
আমরা সবাই জানি ফরেক্স এর মাধ্যমে টাকা ইনকাম করা যায়।ফরেক্স হচ্ছে এমন একটি বিজনেস যেখানে আপনি অনেক কম সময়ে অধিক লাভ করতে পারেন এবং অধিক লসও করতে পারেন।কিন্তু ফরেক্স সম্পর্কে ভাল করে অধিক জ্ঞান অর্জন করলে,এবং ভাল করে অনুশীলন ও চর্চা করলে ফরেক্স মার্কেট থেকে মাসে একটি ভাল পরিমান মুনাফা অর্জন করা সম্ভব।
-
ফরেক্স ট্রেড সম্পর্কে যাদের জ্ঞান ও ধারনা নেই তারা লোভের কারনে অল্প সময়েই নিজেদের স্থায়ীত্ব হারা্যে ফেলে । আর যাদের এই ব্যবসায়ের প্রতি জ্ঞান ও ধারনা আছে তারা ফরেক্স এ ট্রেড করে প্রফিট আয় করতে পারবে।ভালোভাবে না শিখে যারা ট্রেড করবে তাদের লস হওয়ার সম্ভাবন অনেক বেশি থাকে । দক্ষ ও ভালো ট্রেডার দের জন্য ফরেক্স উন্নত আয়ের ব্যাবস্থা।
-
আমার মনে হয় ফরেক্স হল এমন একটা ট্রেডিং যেখান থেকে অল্প সময়ে অধিক আয় করা যায় তবে এখনে কাজ করতে হলে আগে এর কাজ শিখতে হবে । কাজ না শিখে কাজ করা যাবে না।ফরেক্স এ লাভ করা সম্ভব কেবল নিজের মেধা, অভিজ্ঞতা এবং শ্রম এর উপর ভিত্তি করে আর কোনও কিছুর উপরে নয়।
-
আমার মনে হয় ফরেক্স থেকে আয় করা অনেক সহজ না যত সহজে মানুষ ফরেক্স এ যুক্ত হতে পারে লাভ করার আসাই তত সহজে আপনি ইনকাম করতে পারবেন না ফরেক্স থেকে ইনকাম করতে হলে আপনাকে অনেক কিছু জানতে হবে আর আপনি কি ভাবে করলে কি করবেন কত লাভ করবেন তা আপনাকে জানতে হবে।
-
ভাই আমি আপনার মত ফরেক্স থেকে ৫০ থেকে৬০ হাজার টাকা আয় করতে চায় কিন্তু কি বলব ফরেক্স থেকে লস আর লস করে যাচ্ছি বুঝতে পারছি না কি ভাবে ফরেক্স থেকে লাভ করব| তবে ভাই আমি ফরেক্স থেকে আশা ছারিনি ফরেক্স থেকে আয় আমি করবই|
-
ফরেক্স মার্কেটে ৪০ ৫০ হাজার টাকা না তার বেশি আয় করা যেতে পারে।কিন্তু ফরেক্স থেকে আয় করতে হলে আমাদের অনেক পরিশ্রম করতে হবে।মার্কেটে দক্ষ ট্রেডার মাসে অনেক টাকা আয় করতে পারে।আর মার্কেটে প্রলোভন দেখিয়ে না আনা ভাল।কেউ যদি মার্কেটে সেচ্ছাই আসে তাহলে আসবে।
-
ফরেক্স থেকে অনেক টাকা মাসে আয় করা সম্ভব। কিন্তু একজন নতুন ট্রেডার এর পক্ষে এ আয় করা সম্ভব না। আগে হতে হবে অভিজ্ঞ এবং দক্ষ। কারন দক্ষ না হলে আপনি ফরেক্স থেকে বড় আয়ের কথা চিন্তা করতে পারেন না। আগে ভালো করে শিখলে অব্যশই বেশী আয় করা সম্ভব।
-
ফরেক্স এ আয় সীমাহিন। কিন্তু আপনাকে এ আয় করে নিতে হবে। ফরেক্স একটি বিশাল ট্রেডিং ব্যবসা। যেখানে ট্রিলিয়ন ডলার প্রতিদন লেন্দেন হয়ে থাকে। ফরেক্স মার্কেট কোন ক্ষুদ্র বাজার নয়। এটি পৃথবীরে সবচেয়ে বড় মার্কেট। এখানে আনালিমিটেড আয়ের সুযোগ রয়েছে।
-
ফরেক্স র্মাকেট কোন আলাদিনে চেরাক নয় যে আপনি র্মাকেটে ট্রেড করা শুরু করবেন আর হাজার হাজার ডলার আপনার ঘরে চলে আসবে , আপনি চাইলে ফরেক্স র্মাকেট থেকে অপরিসীম আয় করতে পারবেন কিন্তু তার জন্য আপনাকে অনেক কাঠ কয়লা পোড়াতে হবে , আপনি যদি ক্লাসে ফাষ্ট বয় হতে চান তবে আপনাকে তার জন্য অনেক বেশী অধ্যাবসায় করতে হবে ঠিক তেমই আগে ফরেক্স র্মাকেট ভল ভাবে বুুঝতে হবে এবং ফরেক্স র্মাকেট নিয়ে পাড়াশোনা করতে হবে ও সঠিক ভাবে ট্রেড করা শিখতে হবে তবে আপনি ফরেক্স থেকে ভাল উর্পাজন করতে পারবেন ।
-
প্র্রলোভন দেখোনোর খেলোটা অনেক বেশি পুরোনো । এই ফরেক্স *কেন্দ্রিক যে প্রতারণা অনেক আগে শুরু হয়েছে তা আজ পর্যন্ত অনেক নতুন এবং অজ্ঞ ট্রেডারকে সর্বশান্ত করেছে । এটা খুব দুঃখজনক যে আমরা যে কোন কিছুতেই দুর্নীতি ঢুকানোর চেষ্টা করি যেটা প্রকৃত পক্ষে আমাদের পক্ষেই ক্ষতিকর । তাই নতুন ট্রেডার সহ সবাইকে ফরেক্স মার্কেটে যে কোন সিদ্ধান্ত নিতে অনেক বেশি সচেতেন হতে হবে ।