-
ফরেক্স মার্কেট ভূল ট্রেড এর জন্যই ট্রেডাররা লস করে তাই ফরেক্স মার্কেট ট্রেড নেওয়ার আগে মার্কেট এনালাইসিস করে ট্রেড ওপেন করা উচিত।আমার মতে নতুনদের জন্য মার্কেট ওপেন করার আগে ফরেক্স মার্কেট ভালভাবে শিখা উচিত আর ডেমোতে অনেক প্রাকটিস করে রিয়েল ট্রেড করা দরকার আর অল্প লডে ট্রেড করা দরকার তাহলে রিস্ক অনেক কম হবে।
-
ভুল বা ভাল ট্রেড আমরা সবাই করে থাকি , তবে তাই বলে যে শুধু ফরেক্স এ লাভ হবে ভাল ট্রেড করতে পারব এমন কোন কথা নেই । ফরেক্স এ যখন আমরা রিয়েল ট্রেড করব তখন আমরা ভাল ট্রেড করব আবার কখনও ভুল ট্রেড করব । তাই ভাল ট্রেড করার জন্য আমাদের ফরেক্স এ ভাল করে অভিজ্ঞতা অর্জন করে নিতে হবে যত বেশি অভিজ্ঞতা অর্জন করতে পারব তত বেশি ভাল ট্রেড করতে পারব ।
-
হ্যা এটা সকলেরই কমবেশি হয়ে থাকে যে কোন ট্রেড ওপেন করলে মার্কেট অনেক সময় তার বিপরীতে চলে যায়।এজন্য আমাদের সকলকেই ফরেক্স সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করতে হবে এবং বেশি বেশি করে মার্কেট এনালাইসিস শিখতে হবে।তাছাড়া সবসময় নিউজের উপর খেয়াল রাখতে হবে যে কোন আওয়ারে কোন নিউজ কোন করেন্সিকে প্রভাবিত করবে ইত্যাদি দেখে ট্রেড করতে পারলেই লস হওয়ার সম্ভাবনাটা অনেক কমে যাবে।
-
সবাই ফরেক্স এ ভুল এবং ঠিক ট্রেড করে থাকে কিন্তু তাই বলে এমন নয় যে সবাই ফরেক্স এ ভাল ট্রেড করবে । ফরেক্স এ যারা ভাল ট্রেড করতে পারে তারাই ফরেক্স এ ঠিক ঠাক ট্রেড করতে পারে , ফরেক্স এ ভুল ট্রেড সংশোধন করার জন্য আমাদের আগে ফরেক্স এ ডেমো ট্রেড করে অভিজ্ঞতা অর্জন করতে হবে সেই অভিজ্ঞতা দিয়ে আমরা ফরেক্স এ ভাল ট্রেড করতে পারি ।
-
ফরেক্স এমন একটা ব্যবসা যেখানে সবাই কাজ করতে পারে এবং মাসে অনেক টাকা আয় করতে পারে । ফরেক্স থেকে টাকা আয় করতে হলে ফরেক্স সম্পর্কে ভাল করে জানতে হবে , ফরেক্সের উপর ভাল জ্ঞান ও দক্ষতা থাকতে হবে । ফরেক্সে সবাই কাজ করতে পারে কিন্তু সবাই টাকা আয় করতে পারে না । ফরেক্সে টাকা আয় করতে হলে ত্রেডিং দক্ষতা ভাল থাকতে হবে । ট্রেড ভাল করতে পারলে লাভ ভাল হবে আর ট্রেড ভুল হলে অনেক টাকা লস হতে পারে ।
-
ভুল ট্রেড বলতে বুঝি যে মার্কেট সম্পর্কে না জেনে আপনি আন্দাজে ট্রেড করা।এতে আপনার লাভ হতেই পারে আবার নাও পারে।তাই বলছি আন্দাজে তীর ছোড়া বাদ দিয়ে মার্কেট সম্পর্কে দক্ষতা অর্জন করে ভালভাবে বুঝে ট্রেড করুন এতে আপনার লাভই হবে।
-
আমরা সবাই যে একদম ঠিক-ঠাক ট্রেড করতে পারি এমন কোন কথা নয় , আমরা ফরেক্স এ কখনও কখনও ট্রেড করতে গিয়ে ভাল ট্রেড করি আবার কখনও ভুল ট্রেডও করে থাকি কিন্তু তাই বলে মন খারপ করার কোন কারন নেই , যত বেশি ফরেক্স এ ডেমো ট্রেড করে অভিজ্ঞতা অর্জন করা যাবে তত বেশি ফরেক্স এ সাফল্য অর্জন করা যাবে ।
-
ভুল মানুষ মাত্রের ভুল হয়। তবে আমাদের কিছু কিছু ভুল এরিয়ে চলা উচিত। কারন কিছু ভুলের কারনে আমাদের অনেক ক্ষতি ও লস হতে পারে। ঠিক ফরেক্স এ আমাদের একটু ফলো করে ভুলটা না *দিয়ে সঠিকটা দিতে হবে যাতে আমরা ফরেক্স এ লস না করে লাভ করতে পারি। তাই ভুল ট্টেড দিবো না।
-
আমরা সবারই কম বেশি ঠিক বা ভুল ট্রেড করে থাকি তাই বলে মন খারপ করার কোন কারন নেই । ফরেক্স এ সবাই আমরা ভুল এবং ঠিক ট্রেড করে থাকি । ফরেক্স এ ট্রেড করার সময় আমাদের কখনও কখন ঠিক ঠাক ট্রেড করি আবার কখনও ভুল ট্রেড করে থাকি , তাকে কষ্ট পাবার কোন কারন নেই ।
-
ফরেক্স ট্রেড এ ভুল ট্রেড করে তখনই যখন আপনি বিষয়টি ভালভাবে বুঝবেন না। তাই ট্রেড করার আগে আপনাকে অবশ্যই এখানে ট্রেড করার পদ্ধতিগুলো ভাল করে জানতে হবে। কারন আপনি যদি ট্রেড করতে না পারেন এবং ট্রেড সম্পর্কে ভাল না জানেন তাহলে তো লস করবেন। তাই না জেনে ভুল ট্রেড কখনো করবেন না।
-
আমরা সবাই কম বেশি ভুল ট্রেড করে থাকি তাই বলে এমন নয় যে আমরা সবাই ফরেক্স এ ভুল ট্রেড করি না । ফরেক্স এ ট্রেড করতে গিয়ে আমরা কখনও ঠিক ঠাক ট্রেড করব আবার কখনও ভুল ট্রেড ও করব কিন্তু তাই বলে কষ্ট পাবার কোন কারন নেই । ভুল ট্রেড করলেও এক সময় আমরা ঠিক ট্রেড করতে পারব ।
-
ভুল ট্রেড বলতে আমি মনে করি যে আপনি ট্রেড করেছেন কোন এনালাইসিস ছাড়া।আপনি যদি মার্কেট এনালাইসিস করা ভাল ভাবে বুঝতে পারেন তাহলে আপনি প্রতিটা ট্রেডে সফল হবেন।আর যদি আপনি মার্কেট এনালাইসিস করা না বোঝেন তাহলে মার্কেটে আপনার প্রতিটা ট্রেডে আপনি লস করবেন।
-
ভুল ট্রেড বলতে তাকেই বোঝাই যে আপনি মার্কেট সম্পর্কে কোন এনালাসিস না করে অনুমানের উপর ট্রেড করা। কিন্তু ট্রেড করা মানে জুয়া বা লটারী খেলা না।আপনি যদি মার্কেট সম্পর্কে যদি একজন দক্ষ ট্রেডার হতে পারেন তাহলে মার্কেট এনালাইসিস করে ট্রেড করতে পারলেই আপনি প্রতিটা ট্রেদ থেকে ভাল প্রফিট পাবেন।
-
প্রথম দিকে ইচ্ছে খেয়াল মত ট্রেড করতাম। তারপরে যখন ফরেক্স সম্পর্কে সামান্য ধারনা জন্মাল তখন এ্যানালাইসিস করে ট্রেড ওপেন করে থাকি। তারপরেও যে সব ট্রেডই আমার সফল হয় তা নয়। যে সকল ট্রেড এ লস হয় সেই সব ট্রেড নিয়ে এ্যানালাইসিস করি। কি কারনে আমার লস হল সে কারন গুলো খুজে বের করার চেষ্টা করি। এবং পরবর্তিতে যাহাতে একই ভুল বার বার না হয় সেদিকে লক্ষ রাখি।
-
আসলে আমরা সবসময় শতভাগ ভাল সিদ্ধান্ত নিতে পারি না । কারণ অামরা মানুষ অন্য কোন কিছু না । আমি মনে করি যে একটা ট্রেড দেওয়ার পূর্বে আমাদের অনেক কিছু ভেবে চিন্তে ট্রেড দেওয়া উচিত । কেননা অামরা যদি ভেবে চিন্তে ট্রেড না দিই তবে সেটা আমাদের জন্য নিশ্চিতভাবেই সুখকর হবে না । তাই বিশ্লেষণ করতে হবে চুলচেরা যাতে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় ।
-
আমি মনে করি এ ধরনের ট্রেড ওপেন করা খুবই বিপদজনক ভুল ট্রেড মানে হচ্ছে আপনি এমন একটা ট্রেড ওপেন করলেন যেটার পিছনে আপনি কোনো এনালাইসিস করেননি। হয়তো মার্কেট ট্রেন্ড ও দেখেননি। কারন আপনার এমাউন্ট যদি কম থাকে তাহলে দেখবেন মার্কেট আপনার বিপরীতে যেতে যেতে এক সময় আপনার ব্যালেন্স শুন্য করে অটোমেটিক ট্রেড বন্ধ হয়ে যাবে।
-
অভিজ্ঞতার অভাবঃ প্রথম দৃষ্টিতে ফরেক্স কিন্তু সহজ মনে হয়। কারন যেহুতু লাভ অথবা লস, আন্দাজে ট্রেড করে অনেকেই প্রচুর লাভ করে ফেলে। তখন তারা সিদ্ধান্ত নেয় যে রিয়েল ট্রেডিং করবে। কিন্তু আপনি লস না করলে কখন বুঝতে পারবেন না যে কিভাবে আপনি ঐ সকল অবস্থাগুলো পরে মোকাবেলা করবেন,,,,,
-
ভুল ট্রেড বলতে আপনি যদি টিকমত চিন্তা ভাবনা না করে আন্দাজে কোন ট্রেড করলে সেই ট্রেড থেকে যদি লাভ না হয় তাহলে তাকে আমরা ভুল ট্রেড বলতে পারি।
-
ফরেক্স এ ভুল ট্টেড দেওয়া মানে নিজেকে বোকামি কাজ করা। কোন কিছু না জেনে না বুঝে অজান্তেই ভুল ট্টেড ওপেন করা । আর এই ভুলের জন্য ফরেক্স এ ভুল ট্টেড করলে নিজেকে অনেকটা খারাপ লাগে । একটু ভুলের জন্য অনেকটা লস এ পড়তে হয়।
-
ফরেক্স মার্কেটে আমরা অনেক সময় ভুল সিদ্ধান্ত নিয়ে ট্রেড দিয়ে থাকি তাই ফরেক্স মার্কেটে আমাদের ভুল ট্রেড করা থেকে বিরত থাকতে হবে যদি কোন ট্রেড স্টপ লসে হিট করে সেই সময় আমাদের ট্রেড থেকে বিরত থাকতে হবে যাতে আবার ট্রেড না করি যে ট্রেডে স্টল লসে হিট করে ছিল, এভাবে যদি ভুল কম করতে পারি তাহলে আমরা ভাল ফল পাব।
-
ফরেক্স করলে ভুল হবে এবং এজন্য নিজেকে গুটিয়ে নিলে চলবে না । এই মার্কেটে যারা কাজ করে তারা সবাই কম বেশী ভুল ট্রেড করে থাকে । ভুল থেকেই সবাইকে শিখতে হবে এবং দক্ষতা অর্জনের চেষ্ট করতে হবে । এনালাইসিস করতেশিখলে এবং মানি ম্যানেজমেন্ট করতে পারলে ভুল কম হবে । আর ভুল কম হলে লাভ বেশী হবে । তবে ভুল হতে পারে ,ভুলকে শেখার মাধ্যেম মনে করতে হবে ।
-
কারো কথা শুনে বা না বুঝে ট্রেড করলে আপনার লসের সম্ভবনা বেশি।ফরেক্স মার্কেট থেকে সাকসেস পেতে হলে মার্কেট এ উলটা পালটা ট্রেড করা থেকে বিরত থাকতে হবে।ট্রেড করার আগে সবসময় মাথা ঠান্ডা করে মার্কেট এনালাইসিসের উপর ভিত্তি করে ট্রেড ওপেন করতে হবে।
-
ফরেক্স এ ভুল ট্টেড করে থাকলে অনেকটা খারাপ লাগে যখন একাউন্ট থেকে ব্যালেন্স কমে যায়। ফরেক্স এ এমন একটা জিনিস যা নিজেই উন্টাপাল্টা ভুল ট্টেড করলে অনেকটা লসের দিকে যেতে হয়। তাই আমরা যখন ফরেক্স এ ট্টেড করব তখন অনেকটা ভাল করে বুঝে শুনে ফরেক্স এ ট্টেড করব যাতে আমাদের এই ভুল ট্টেড এ না হয়।
-
ফরেক্স ট্রেড এ ভুল ট্রেড করে তখনই যখন আপনি বিষয়টি ভালভাবে বুঝবেন না। তাই ট্রেড করার আগে আপনাকে অবশ্যই এখানে ট্রেড করার পদ্ধতিগুলো ভাল করে জানতে হবে।
-
ভাই ফরেক্স মাকেটে ভুল এর কোণ স্থান নেই আপনি ফরেক্স মাকেটে যদি একটি ভুল করেন তবে আপনি ফকির হয়ে যেতে পারেন | এক ভুল আপনাকে অনেক পিছনে ফেলতে পারে তাই আমার মনে হয় আপনারা ফরেক্স মাকেটে ট্রেড করার আগে বুঝে শুনে করবেন যাতে লস করতে না হয় |
-
ফরেক্স মার্কেটে ট্রেড ওপেন কারার আগে বেশি বেশি এনালাইসিস করা প্রয়োজন, এনালাইসিস ছাড়া ভুল ট্রেড ওপেন করলে লসের সম্ভাবনা বেশি। আবার অনেক সময় দেখা যায় ভাল করে এনালাইসিসি করার পরও মার্কেট বিপরীত দিকে মোভ করে, তাই আপনি চাইলে এর আগে ভুলে বাই করলে বিপরীত দিকে মুভ করে এখন আপনি সেল বসাতে পারেন। বা ভুলে সেল বসালে এখন আপনি আগের চেয়ে একটু বেশি লটে বাই বসাতে পারেন।
-
ভুল মানুষেরই হয়। তাই সবার কম বা বেশী ভুল হয় ট্রেড নিতে যেয়ে। আমরা বাই এবং সেল নিতে যেয়ে অনেক সময় ভুল করে তাহকি। যার পরিনাম হয় লস। আমাদের এনালাইসিস ও ভুলের কারনে বড় লস হতে পারে। তাই ট্রেড নেওয়ার আগে সবারই ভাল করে মার্কেট বুঝে নিতে হবে।
-
ফরেক্স মার্কেট এ যখন ট্টেড করা হয় তখন আমাদের কাছে মনে হয় যে মার্কেট হয়তো এখনোই বুঝি অন্য দিকে চলে যাচ্ছে। আসলে এই ফরেক্স মার্কেট এ এই উঠানামাটাই হল ফরেক্স মার্কেট এর ঝুকি। তবে আমি যখন ট্টেড করি মনে হয় যে মার্কেট যখন যাই হোক না কেন এক জায়গায় তো আর থা্কবে না। নয় উপরে নয় নিচে যাবেই। আর আমি কিছু টা নিজের অভিজ্ঞতা দিয়ে বুঝে নিয়ে ট্টেড করি যাকে লস না হয়ে লাভ হয়।
-
কি আর বল্ব ভাই এই মাস ধরে প্রাই ৬ টা একাউন্ট ০ করলাম তাই আমি খুব হতাশা অনুভব করছে।আমি যে দিকে ট্রেড করি সে দিকে আমার বিপরিতে ট্রেড চলে যাই।আমার কোন স্ট্রেটেজি কাজ করছে না।তাই আমি বাংলা ফোরামের সাথে আমি এখন সংযুক্ত আছি যাতে মার্কেটের স্ট্রেটেজি ভাল করে শিখে নিতে পারি।
-
আমি মনে করি ভুল ট্রেড মানে হচ্ছে আপনি এমন একটা ট্রেড ওপেন করলেন যেটার পিছনে আপনি কোনো এনালাইসিস করেননি আর আমার দারনা মতে ভুল ট্রেড মানে হচ্ছে আপনি এমন একটা ট্রেড ওপেন করলেন জেটার সম্পর্কে আপনি কোনো কিছুই জানেননা অথচ আপনি একটা ট্রেড ওপেন করে বসে থাক্লেন যার কারনে আপনার লস হওয়ার সম্ভাবনাটা বেশী আর এটাই হলো ভুল ট্রেড।
-
ভুল ট্রেড বলতে আমরা বুজি যে কোনো ট্রেড নেয়ার পর দেখা গেলো শুরু থেকে আপনার ট্রেড থেকে মার্কেট বিপরিধে যাচ্ছে । এধরণের ভুল ট্রেড এর কারণ হলো ঠিক ভাবে মার্কেট এনালাইসিস না করা । কিংবা মার্কেট অনেক সময় কোনো নিয়ম না মেনে হটাৎ পরিবর্তন হয়ে গেলে । নতুন ও ছোট বিনিয়োগকারীদের এই ধরণের ট্রেড থেকে সাবধান হওয়া উচিত । অনেক সময় অতিরিক্ত তাড়াহুড়া করে ট্রেড নেয়ার কারণে এমন ভুল হতে পারে আমাদের। সবার এই বেপারে সাবধান হয় উচিত ।
-
ভুল ট্রেড বলতে আপনি যদি টিকমত চিন্তা ভাবনা না করে আন্দাজে কোন ট্রেড করলে সেই ট্রেড থেকে যদি লাভ না হয় তাহলে তাকে আমরা ভুল ট্রেড বলতে পারি । ফরেক্স মার্কেট এ মানি ম্যানেজম্যান্ট ও এনালাইসিস না করে ট্রেড অপেন করলে সেই ট্রেড থেকে ভাল মুনাফা পাওয়া যায় না ।
-
আমি বলবো ভুল ট্রেড মানে হচ্ছে আপনি এমন একটা ট্রেড ওপেন করলেন যেটার পিছনে আপনি কোনো এনালাইসিস করেননি। হয়তো মার্কেট ট্রেন্ড ও দেখেননি। কিন্তু এ ধরনের ট্রেড ওপেন করা খুবই বিপদজনক। কারন আপনার এমাউন্ট যদি কম থাকে তাহলে দেখবেন মার্কেট আপনার বিপরীতে যেতে যেতে এক সময় আপনার ব্যালেন্স শুন্য করে অটোমেটিক ট্রেড বন্ধ হয়ে যাবে।
-
ভুল ট্টেড করলে ব্যালেন্স অনেকটা কমে যায় এবং অনেকটা লস হয়ে যায়। এর জন্য আমি যা করি তা হল অনলাইনে থাকে যখন দেখি যে কিছুটা লাভে ও ব্যালেন্স বেশী দিকে এসেছে তখন আমি তা ক্লোজ করে দিই। আর আমি যা ট্টেড করি তা ভুলটা কমই হয়। আর আমি খুব কম লটে ট্টেড করি যাতে আমার লস না হয়।
-
ফরেক্স মার্কেট এ অনেক টেড আর আছে যারা ভুল টেড করে লস করে ধরুন মার্কেট এ কোন এখন টেড নাই তারপর ও তার টেড করতে ইসছা করছে তাই সে টেড করে টেড আর সেই টেড এ লস করে তাই আমার মতে আপনার টেড ইং সিস্টেম এ যদি টেড না আসে তা হলে আপনি টেড করবেন না আপনার টেড ইং সিস্টেম এ টেড আশার জন্য ওয়েট করেন ১০০ % সিগনাল আসলে টেড করুন ভুল টেড করে লস করবেন না
-
যে ট্রেডার ভুল ট্রেড করবে সে কখনোই লাভবান হতে পারবে না । অামরা চেষ্টা করব যে ভুল ট্রেড যেন না করি তাহলেই অামরা সফলকাম হতে পারব । অামরা লোভ করে কখনোই ট্রেড করব না । অামরা বেশী করে মার্কেট এ্যানালাইসিস করার চেষ্টা করব তাহলেই অামরা লাভবান হতে পারব ।
-
ভুল ট্রেড সম্পর্কে আমি বলব যে, ফরেক্স ভুল ট্রেড হয় মাঝে মাঝে তবে আমার অফিজ্ঞতার আলোকে বলছি যে, যতো দিন আমার ভুল ট্রেড ওপেন হয়েছে ততোদিন আমার এই ভূল ট্রেড প্রফিট হয়েছে। *কিন্ত তাই বলে প্রতিদিন ভুল ট্রেড হয় না, আর আমার ভুল ট্রেড আমার জন্য সুফল আপনার জন্য খারা্প হতে পারে।
-
এই অবস্হা দেখলে আমি ওপেনিং ট্রেডগুলো ক্লোজ করে দেই৷পিসি থেকে দুরে সরে যাই৷বাইরে খোলা বাতাসে ঘুরে বেড়াই৷অনেক সময় আত্নীয়-স্বজন,বন্ধু বা চেনা-অচেনা কোনো গ্রামে চলে যাই৷কয়েক দিন মেন্টাল ও ফিজিক্যাল রিফ্রেশমেন্ট নেই৷তারপর আবার আস্তে ধীরে পিসিতে বসি এবং লসের কারনগুলো খুজে বের করি৷নতুন আরো কিছু কৌশল পাওয়ার জন্য স্টাডি করি৷ফোরামে লেখাপড়া করি৷আবার মার্কেট ভালো করে দেখে বুঝে সঠিক ভাবে এনালাইসিস করে ট্রেডে এন্ট্রী করি৷এভাবেই গত কয়েক বছর ফরেক্স ট্রেডে নিয়মিত লেগেই আছি৷
-
ভুল মানুষেরই হয়। ভুল ট্রেড করে ফেললে আমি সেই ট্রেডটি ক্লোজ করে দেই। কারন আমার সেই ট্রেড এ বড় লস হতেও পারে। সব সময় লাভের আশা করা ঠিক নয়। ফরেক্স এ দুই দিকেই ভাবা উচিত। যে ট্রেড এ লাভ হতে পারে আব্র সেই ট্রেড অনেক সময় লসে চলে যায়।
-
এটা সত্য যে বেশিরভাগ ট্রেডই আমাদের এন্ট্রির বিপরীতে চলে যায় আর এর মুল কারণ হলো আমরা ঠিকমত এনালাইসিস না করেই মার্কেটে প্রবেশ করি। আমরা যদি সঠিকভাবে এনালাইসিস করে মার্কেটে প্রবেশ করতাম তাহলে এই সমস্যাটা হতো না। আর হ্যা আমি যখন দেখি আমার ট্রেড ভুল রাস্তায় চলে গেছে তখন আমি একটা নির্দিষ্ট পয়েন্ট পর্যন্ত অপেক্ষা করি এবং সেই পয়েন্টে স্টপলস সেট করে দেই। যদি মার্কেট না ফিরে আসে তাহলে ওই পয়েন্টে যাওয়ার পর আমার ট্রেড সয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়।