ফরেক্স ট্রেড করার জন্য ভালো হচ্ছে লন্ডন সেশন (বাংলাদেশ সময় 01:00 pm - 09:00 pm পর্যন্ত)। কারণ এই সময়ের শুরুতে টকিও সেশন ও শেষে নিউয়র্ক সেশন ওভার লেপস্ করে। তবে হাই ইম্টেক্ট নিউজের সময ফরেক্স ট্রেড করা থেকে বিরত থাকা ভালো কারণ এই সময় টেকনিক্যাল এনালাইসিস/ট্রেডিং স্ট্রাটেজি কাজ করে না। তবে অনেকে আছেন নিউজ ট্রেডিং স্ট্রাটেজি ব্যাবহার করে নিউজের সময় নিউজ ট্রেডিং করে থাকে।