না, সবার দ্বারা ফরেক্স বিজনেস করা সম্ভব না কারণ পৃথিবীর সকল মানুষের মাঝেই প্রচুর ধৈয্য নেই। আর সকল মানুষই নিজের লোভকে কন্ট্রোল করতে পারে না। আর ফরেক্স মার্কেটে বিজনেস করতে হলে সবচেয়ে আগে, সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটি জিনিস, সেটাই হচ্ছে ধৈয্য আর লোভকে কন্ট্রোল করা। তাই এই ফরেক্স মার্কেটের সাথে যারা জরাতে চান, মানে ফরেক্স কে যারা সারা জীবনের ইনকামের একমাত্র উৎস হিসেবে বেছে নিতে চান তারা অবশ্যই নিজের মাঝে প্রচুর ধৈয্য আনুন আর নিজেকে কন্ট্রোল করা শিখবেন প্রথমেই তারপর ফরেক্স এ আসবেন।