-
ফরেক্স এ লসের কারন বলতে অনেক কারনই বলতে হয়। তার মধ্যে উল্লেখ যোগ্য কারন গুলো হল--
1.ঝুকি বেশি নেয়া
2.মানি ম্যানেজমেন্ট ঠিক না রাখা
3.লোভ করা
4.এ্যানালাইসিস না করা
5.মনগড়া ট্রেড করা
6. রোবোট ব্যবহার করা
7. আপকামিং নিউজে দৃষ্টি না দেয়া
8.কম ব্যলেন্স থাকা।ইত্যাদি
-
বিশ্বাস জীবনকে গতিময়তা দান করে,আর অবিশ্বাস জীবনকে দুবির্ষহ করে তোলে। লস করার অনেক কারণ আছে।তার মধ্যে উল্লেখযোগ্য কারণগুলো হলো না বুঝে ট্রেড করা,এনালাইসিস না করে ট্রেড করা,আপডেট নিউজ না দেখা,রোবট দিয়ে ট্রেড করা,নিজের উপর আস্থাশীল না হওয়া,ভালো মানিম্যানেজমেন্ট না করা,উদ্দেশহীন ট্রেড করা,বেশী রিস্কে ট্রেডিং করা।জ্ঞানের অভাব,কারিগরি দক্ষতার অভাব,কম অভিজ্ঞতা।সময় ঠিক না করে ট্রেড করা।বেশী দামে বিক্রয় করা। বেশী লোভ করা।মেধাকে কাজে না লাগানো
-
ফরেক্সে লসের কারন বলতে গেলে সবার প্রথমেই যেটা আসে সেটা হলো অভিজ্ঞতার অভাব এবং তারপরেই অতিরিক্ত লোভ।ফরেক্সে যদি নিজেকে দক্ষ করে তোলা না যায় তবে কখনোই লস থেকে রেহাই পাওয়া সম্ভব না।আবার অনেকের অভিজ্ঞতা থাকা সত্বেও দেখা যায় লস করে তার কারন হিসেবে দেখা যায় অতিরিক্ত লোভ।
-
ফরেক্সে লস করার প্রধান হলো বেশি ঝুকি নেওয়া এ ছাড়াও ইচ্ছেমতো ট্রেড করলেও লসে পরতে পারে।অন্যদিকে বেশি লোভ করলেও ফরেক্সে লসের মুখোমুখি হতে পারে।
-
ফরেক্সে বেশিরভাগ ট্রেডাররা লস করে। লস করার বেশ কয়েকটি কারন আছে-
১। অভিজ্ঞতার অভাব।
২। ডেমো ট্রেড না করে রিয়েল ট্রেড করা।
৩। স্বল্প ফোরাম বোনাস দিয়ে ট্রেড করা।
৪। মার্কেট এনালাইসিস না করে ট্রেড করা।
৫। অধিক লাভের আশায় অনেক লটে ট্রেড করা। ইত্যাদি
এসবের কারনেই বেশিরভাগ ট্রেডাররা ক্ষতির মুখে পড়ে।
-
বড় রিস্ক নিয়ে ট্রেড করাঃ অধিকাংশ মানুষ ফরেক্সকে মানি মেকিং মেশিন মনে করে। মনে করে ফরেক্সে ১ দিনেই ব্যালেন্স দ্বিগুণ করা যায়। অধিকাংশ ট্রেডার তার ক্যাপিটালের অনুপাতে অনেক বড় রিস্ক নিয়ে ট্রেড করে।
-
আমি মনে করি ফরেক্সের লস করার অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে সবচেয়ে তে যেটা গুরুত্বপূর্ণ সেটা হল অনভিজ্ঞতা এবং অদক্ষতা। এছাড়াও মার্কেট এনালাইসিস না করতে পারা মানি ম্যানেজমেন্ট না বোঝা এবং সঠিক এন্ট্রি পয়েন্ট নির্ধারণ করতে না পারা এবং ধৈর্য হারা হওয়া এগুলো লস করার অন্যতম কারণ। আপনি যদি ডেমো প্র্যাকটিস করে আসেন এবং ফরেক্স এর সম্পর্কে বুঝেন এবং মার্কেট মুভমেন্ট বুঝেন সঠিক এন্ট্রি পয়েন্ট নির্ধারণ করতে পারেন এবং মানি ম্যানেজমেন্ট ভালোভাবে করতে পারেন তাহলে আপনি ভাল প্রফিট করতে পারবেন *।
-
একথা সত্য যে ফরেক্সে অধিকাংশ ট্রেডার্স করে থাকে। তবে এই লস করার কারণ শুধুমাত্র একটি না, অর্থাৎ ফরেক্স এর লস করার অনেকগুলো কারণ রয়েছে। যেমন:-
১/ফরেক্স সম্পর্কে উপযুক্ত জ্ঞানের অভাব অর্থাৎ ফরেক্স এর ব্যাপারে যথাউপযুক্ত জ্ঞান না থাকা।
২/ফরেক্স এর ব্যাপারে উদাসীনতা, মানে ফর এ সম্বন্ধে সঠিক অভিজ্ঞতা ও দক্ষতা না থাকা।
৩/ফরেক্স এর ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস না করা, অর্থাৎ শুরুতেই রিয়েল একাউন্টে ট্রেডিং শুরু করা।
৪/কোন প্রকার এনালাইসিস ও মানি ম্যানেজমেন্ট ছাড়া কি ট্রেড ওপেন করা।
৫/কোন বিষয়ের তোয়াক্কা না করেই নিজের খুশিমতো ট্রেডিং করা।
৬/লোভ এবং ইমোশনকে নিয়ন্ত্রণ করতে না পারা।
৭/অধিক লাভের আশায় বড় বড় লটে ট্রেড ওপেন করা।
৮/অতিরিক্ত ঝুঁকি নিয়ে ট্রেড ওপেন করা।
৯/অতীতের ভুলগুলো থেকে কোন প্রকার শিক্ষা না নেওয়া।
১০/ফরেক্স এর আপডেট নিউজ এর ব্যাপারে কোনো খবর না রাখা।
মূলত এই সকল বিষয়ের কারণেই একজন ট্রেডার ফরেক্স এ লস করে থাকে।আমি বিশ্বাস করি যে কোন ট্রেড আর যদি এই সকল বিষয়কে মূল্যায়ন করে যথা উপযুক্ত ব্যবস্থা নিয়ে ট্রেডিং করে তাহলে সে অবশ্যই ফরেক্স এ লস এড়িয়ে লাভ করতে পারবে।
-
আমার মনে হয় ফরেক্স মার্কেটে লাভ করা যতটা কঠিন, লস করা ঠিক ততটাই সহজ। ফরেক্স মার্কেটে লস করার পিছনে বেশ কিছু কারন রয়েছে। প্রথমেই বলতে হয় যথেষ্ট পরিমাণের অভিজ্ঞতার অভাব। অভিজ্ঞতা ছাড়া এই মার্কেটে লাভ করা সম্ভব নয়। মার্কেট এনালাইসিস না করে যদি ট্রেডিং করা হয় তাহলে সেই ট্রেডিং এর কারনে লস ছাড়া কিছুই হবে না। নিজের দক্ষতা না বাড়িয়ে ট্রেডিং করতে আসলে লস হওয়া স্বাভাবিক।
-
ফরেক্স মার্কেটে অনেকে লস করে এই লসের অনেকগুলো কারণ আছে সেগুলো নিচে আলোচনা করা হলো;
১. অদক্ষতা ফরেক্স মার্কেটে ব্যর্থতার অন্যতম কারণ। বিশেষ করে নতুন ফরেক্স মেম্বাররা প্রাথমিক পর্যায়ে লাইভ ট্রেডিং করতে গিয়ে লস করে থাকে। আপনি জানলে হয়তো অবাক হবেন ফরেক্স মার্কেটে যারা লস করে তাদের মধ্যে ৯৫ শতাংশই বিগেইনারা।
২. সিগন্যাল এর উপর নির্ভরশীলতা লসের এর অন্যতম কারণ। ৩. এনালাইসিস না করে আন্দাজে ট্রেড করা লস এর কারণ।
৪. প্রতিদিন ট্রেড করার প্রবণতা লস এর কারণ।
৫. অতিরিক্ত লোভ করা লসের কারণ।
৬. অধৈর্য্যতা লসের কারণ ইত্যাদি।
-
আমি মনে করি যে, ফরেক্সে ব্যবসায় এ লসের কারন হিসেবে অভিজ্ঞ ট্রেডাররা কিছু জিনিষ আবিস্কার করেছেন, তার মধ্যে কয়েকটি মুল কারন হলঃ অভিজ্ঞতার অভাব, সিগন্যালের ওপর নির্ভরশীলতা, উদ্দেশবিহীন ট্রেডিং করা, বড় রিস্ক নিয়ে ট্রেড করা, ট্রেডিং স্ট্রাটেজি না থাকা আর এইসব কারনেই ট্রেড করে আপনাকে লসের সম্মুখীন হতে হয় । তাই আগে এই সব ব্যাপার গুলো ভালবাবে অনুধাবন করুন দেখবেন আপনি একজন সফল ট্রেডার ।
-
ফরেক্স লসের প্রধান কান হচ্ছে লোভ। আপনার পুজি আছে ১০০ ডলার আর আপনি ট্রেড দিয়ে থাকেন ১ ডলারে, তাহলে আপনি ক্ষতির সম্মুখিন হবেন না কেন। আপনাকে ক্ষতির হাত থেকে বাঁচতে হলে অবশ্যই মানিম্যানেজমেন্ট করতে হবে।
-
ফরেক্সে আসলে বিভিন্ন কারণে লস হয়ে থাকে এটার আসলে নির্দিষ্ট কোন কারণ নাই। তবে সবথেকে বেশি লস হয়ে থাকে অল্প জ্ঞানের কারণে। এখানে অনেকে প্রবেশ করে কোন প্রকার জ্ঞান এবং অভিজ্ঞতা ছাড়া আর মনে করে এটা খুবই সহজ ব্যবসা শুধুমাত্র ক্রয় বিক্রয করলেই মুনাফা। আসলে এই ক্রয় বিক্রয় করার জন্য যে মার্কেট এনালাইসিস করতে হয় সেটা তারা অবগত থাকে না। যার ফলে তারা সবসময় লসের সম্মুখীন হয়ে থাকে। আপনি যদি এই মার্কেটে লস কম করতে চান তাহলে অবশ্যই আপনি আগে ভালভাবে শিখে তারপর এই ব্যবসা শুরু করবেন।
-
কিছু লোক বলে যে এখানে একটি জাল সাইট আছে তবে এটি একটি বাস্তব সাইটের অর্থ যা লোকেরা এই ওয়েবসাইটগুলিতে অর্থ উপার্জন করে। এবং এখানে আরও অনেক লাভ পান এবং যে ব্যক্তিরা অর্থোপার্জন করতে পারবেন না তারা বলে যে এটি একটি নকল ওয়েবসাইট এবং এখানে কোনও অর্থোপার্জন নেই তবে এটি ভাগ্যের উপর নির্ভর করে কারণ এটি ভাগ্য গেমটি জিতেছে।
-
ফরেক্স বিজনেসের লাভ-লোকসান হবেই। তবে লস হওয়ার কারণ হল মার্কেট সম্পর্কে সঠিক ধারণা না নিয়ে ট্রেড করা। তাই প্রতিটা ট্রেডারকে ট্রেডে অংশগ্রহণ করার আগে মার্কেট সম্পর্কে যথেষ্ট পর্যবেক্ষণ ও দক্ষতা অর্জন করতে হবে। তাহলেই ফরেক্স মার্কেট থেকে লাভবান হওয়া যাবে। দক্ষতাও বাজার বিশ্লেষণ না থাকার কারণে বেশিরভাগ ক্ষেত্রে ফরেক্স মার্কেট থেকে লসের সম্ভাবনা বেশি হয়। তাই লসকে পিছনে রেখে লাভের জন্য একজন ট্রেডার কে ফরেক্স মার্কেট সম্পর্কে জেনে শুনে ট্রেডে অংশগ্রহণ করতে।,,,,ধন্যবাদ।
-
ফরেক্সে লসের কারণ;
১|অভিজ্ঞতার অভাব
২|সিগন্যালের ওপর বেশি নিরভরশিলতা
৩|উদ্দেশ্যহিন ট্রেডিং করা
৪|বড় রিস্ক নিয়ে ট্রেড করা
৫|ট্রেডিং স্ট্রাটেজেনা থাকা
৬|নিজের ওপর আন্তবিশাস থকা
৭|অন্তরে লোভ কে লালন করা
৮|এছাড়াও এনালাইসিস না করে নিজের ইচ্ছা মতো ট্রেড করা
-
বড় রিস্ক নিয়ে ট্রেড করাঃ অধিকাংশ মানুষ ফরেক্সকে মানি মেকিং মেশিন মনে করে। মনে করে ফরেক্সে ১ দিনেই ব্যালেন্স দ্বিগুণ করা যায়। অধিকাংশ ট্রেডার তার ক্যাপিটালের অনুপাতে অনেক বড় রিস্ক নিয়ে ট্রেড করে
-
অভিজ্ঞতার অভাব, সিগন্যালের ওপর নির্ভরশীলতা, উদ্দেশবিহীন ট্রেডিং করা, বড় রিস্ক নিয়ে ট্রেড করা, ট্রেডিং স্ট্রাটেজি না থাকা আর এইসব কারনেই ট্রেড করে আপনাকে লসের সম্মুখীন হতে হয় । তাই আগে এই সব ব্যাপার গুলো ভালবাবে অনুধাবন করুন দেখবেন আপনি একজন সফল ট্রেডার ।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করে লচ যাওয়ার একটাই কারণ তা হলো ভালো অভিজ্ঞতার অভাব । এই ফরেক্স মার্কেটে ৯০% ট্রেডাররা লচের সম্মুখীন হয়ে থাকে শুধুমাত্র ভালো করে অভিজ্ঞতা অর্জন না করার জন্যে । ভালো জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন ছাড়া কোনো ভাবেই ফরেক্স মার্কেট থেকে সফলতা অর্জন করা সম্ভব নয়,,,,, ধন্যবাদ ।
-
ফরেক্স এ লস এর মূল কারণ হলো বেশি লোভ করা। তারপর ধৈর্য হারা হওয়া। এমনকি বর্তমানে করোনাভাইরাসের কারণে ম্যাক্সিমাম ট্রেডারদের লস হচ্ছে।অনেকে আছে ফরেক্স সম্পর্কে বোঝেনা তারপরও ট্ররেড করে থাকে।
-
আমার বন্ধুরা, আপনি যদি একজন কৃষক হন এবং আপনি বিশ্বাস করেন যে আপনি কোনও লাভ করতে পারেন তবে আমার মনে হয় আপনার প্রতিটি লাভের জন্য একটি দুর্দান্ত ব্যবসা করা উচিত you আপনার যদি লাভ হয় তবে আপনার লাভও ভাগ করে নেওয়া উচিত। এবং যদি আপনি আঘাত পান তবে আপনার ক্ষতিটি আমাদের সাথে ভাগ করে নেওয়া উচিত we আপনার পরিবার তুরস্ককে ভয় পান যাতে এমনটি চালিয়ে যান
-
যাইহোক, একটি নির্দিষ্ট কিছু বিবেচনা করুন, যদি লক্ষণগুলি আসলে ক্রমাগত দুর্দান্ত হত, সাইন সরবরাহকারীরা কী কারণে তাদের বিক্রি করছে? নিজেকে বিনিময় করে তিনি বিল গেটস হয়ে উঠতে পারেন। এইভাবে, কারও সাথে টিউন করে বা গ্রাফটিতে জাঁকজমক নিয়ে বিনিময় করবেন না। আপনি যা বুঝতে পেরেছেন তার সাথে বিনিময় করার চেষ্টা করুন। অতিরিক্ত খুঁজে বের করার চেষ্টা করুন। অন্যদের জিজ্ঞাসা করুন,
-
আমরা যখন সরাসরি কারেন্সি মার্কেট ট্রেড করি তখন আমরা মানসিক ভাবে খুব আবেগ এবং উতকন্ঠার ভিতর থাকি এটা হয় সাধারণত প্রথম প্রথম ট্রেড করতে আসলে । তখন আমাদের মানসিক ভাবে আমরা খুব ইন্সপায়ারড থাকি যে কারনে ওভার ট্রেড, যেকোন সময় ট্রেড, ভূল ট্রেড, এনালাইসিস ছাড়া ট্রেড ইত্যাদি করার কারনে আমাদের একাউন্ট লস হয় । ফরেক্স লস থেকে যদি বাচতে হয় সময় মার্কেট সটিকভাবে এনালাইসিস করে ট্রেড করা শিখতে হবে ।
-
ফরেক্স মার্কেটে কাজ করতে হলে আমাদের কে ফরেক্স মার্কেটে সম্পর্কে চুল পরিমান ভুল করা যাবেনা তাহলে ফরেক্স মার্কেট থেকে ভাল লাভ করতে পারব ৯৫% ট্রেডার লসের সম্মুক্ষিন হয় এই কথাটার সাথে আমি সম্পুর্ন একমত হতে পারলাম না আমি বলবো যারা সম্পুর্ন ফরেক্স না শিখে না বুঝে আন্দাজে ট্রেড করে মূলত তারাই লসের সম্মুক্ষিন হয় তবে একথা ঠিক যে এটা বেশিভাগ বিগেনার ট্রেডারদের মাঝেই লক্ষ করা যায় ।
-
ফরেক্স এ লসের প্রধান কারন হল লোভ করা। কারন আনেকে লোভ করে নিদিষ্ট ডলার ব্যাতিত এর থেকে বেশী ডলার ইনভেস্ট করে বসে এতে তার লসের সম্ভবনা বেশী হয়। তাছাড়া অনেকে লোভ ব্যাতীত এ বিষয়ে অজ্ঞ থাকায় জানে না যে মার্কেট কখন ওঠা নামা করবে । ফলে তারা লসের সম্মুখীন হয়
-
ফরেক্স মার্কেটে যেকোনো ট্রেডে লস হতে পারে বলা যাবে না যে আমার এই ট্রেডে কোন দিন লস হবে না তাই তাই লস হয়ার যে কারন আছে কিছু কিছু সেই লারন গুল দেখতে হবে যে আমার এই ট্রেডে লস হোল কেন আর কি কারনে যে লস হয়ছে ফরেক্স মার্কেটে জেমম্ন লস হতে পারে ফরেক্স সম্পরকে ভাল অভিজ্ঞতা না থাকলে লস হতে পারে ।
-
ফরেক্সে লসের কিছু কারণ রয়েছে। যে কারণগুলো হলো ফরেক্স মার্কেট সম্পর্কে ভাল অভিজ্ঞতা এবং দক্ষতা অর্জন না করে বেশি বেশি ট্রেড করে থাকে। যার ফলে লস হয়। এছাড়া ট্রেড করার সময় অনেকেই ধৈর্য্য হারা হয়ে পড়ে এবং বেশি বেশি ট্রেড করে। যার কারণে বেশিরভাগ লোকেই ফরেক্স মার্কেটে এসে লস বহন করে। পরে ফরেক্স মার্কেটকে দোষারোপ করে।এই জন্য ফরেক্স মার্কেটে কাজ করতে হলে এসব থেকে এড়িয়ে চলতে হবে ।
-
মানিমেনেজমান্ট না করা। ভুল এন্ট্রি থেকে ট্রেড নেওয়া। ভলিউম বাড়িয়ে ট্রেড করা। এনালাইসিস ভালো করে না করা। লোভ করে ট্রেড নেওয়া। ট্রেন্ডের বিপরীতে ট্রেড করা। ট্রেড করার সময়ে টিপি আর স্টোপ লস ইউজ না করা। অন্যর সিগনালের উপরে নির্ভর করা।
-
অনেকেই বলে থাকেন ফরেক্স মার্কেট এ নাকি ৯৫% ট্রেডার লস করে।হ্যাঁ ভাই সব বিজনেস এ লাব লস উভইটি রয়েছে।তাই ফরেক্স মার্কেট এ লাব লস রয়েছে।ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করতে হলে আমাদের কে ফরেক্স মার্কেট এর কিছু আইন মেনে ট্রেড করতে হবে।আমরা যদি এই আইন গুলো মেনে ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারি তাহলে আমরা আয় করতে পারবো।যেমন-ট্রেড করার আগে এনালাইসিস করে ট্রেড করতে হবে,বুজে শুনে ট্রেড করতে হবে,বেশি বেশি ট্রেড করা জাবেনা,লোব করা জাবেনা।
-
ফরেক্স মার্কেট এ লস হওয়ার সব থেকে বড় কারণ হল নিয়ম না মানা। উল্টাপাল্টা ট্রেড করা বা ওভার ট্রেড করা। সঠিক জায়গায় এন্ট্রি না নিয়ে ভূল জায়গায় এন্ট্রি নেওয়া। নিউজের প্রতি খেয়াল না রাখা। সর্বোপরি হাজারটা কারণ আছে লস করার। তাই আগে কারণ চিহ্নিত করুন। তার পরে ট্রেডিং করুন।
-
হ্যা আপনার কথাটি অবশ্যই সত্যি যে, অনেক বিগেনার ফরেক্স ট্রেডারেই ফরেক্সে লস করে থাকে, একাউন্ট জিরো করে বসে থাকে এবং আরো বেশী টেনশন করতে থাকে। আবার অনেকে লোভের কারণেও লস করে থাকে। অনেকে অধৈর্য হয়ে লস করে থাকে। অনভিজ্ঞতার করণেও লস করে থাকে।
-
লসের বিভিন্ন কারণ রয়েছে। আমরা না বুঝে না জেনেই ট্রেড ওপেন করে ফেলি যার ফলাফল স্বরূপ লস হয়।বিজনেস বিষয়ে পরিপূর্ণ জ্ঞানের অভাব।দক্ষ ও অভিজ্ঞ না হয়েই ট্রেড ওপেন করা। মানি ম্যানেজমেন্ট না করা। এনালাইসিস ছাড়াই ট্রেডিং করা। সিগন্যালনের ওপর নির্ভরশীলতা।ট্রে িং করার কাজে রোবট ব্যবহার করা।বড় রিস্ক নিয়ে ট্রেড করা।উদ্দেশ্যবিহী ভাবে ট্রেড করা।স্টপলস ওটেকপ্রফিট সেট না করা
-
ফরেক্স মূলত লস হওয়ার প্রধান কারণ এসে থেমে অনভিজ্ঞতা, ধৈর্য না থাকা, আর আবেগের বশবর্তী হয়ে অনিয়ন্ত্রিতভাবে ট্রেড করা।
-
ফরেক্স বিজিনেস এ একজন বিভিন্ন কারনে লস করে থাকে,একজন ট্রেডার নিজের ভুল এ লস করে থাকে,লস পার্ট এই বিজিনেস এর কিন্তু অতিরিক্ত লস কারো কাম্য নয়,ফরেক্স লস এর কারন আমি ৫ টি মনে করি,
১।স্টপ লস বিহীন ট্রেড
২।ওভার ট্রেড
৩।ম্যানি ম্যানেজমেন্ট সঠিক না প্রয়োগ
৪।মার্কেট ট্রেন্ড এর বিপরীতে ট্রেড
৫।অতিরিক্ত লোভ।
-
ফরেক্স ট্রেডিং এ লসের অনেকগুলো কারণ আছে তার মধ্যে অন্যতম কারণ হলো মানি ম্যানেজমেন্ট অনুযায়ী ট্রেড করতে না পারা এবং নতুন অবস্থায় লোভের বশবর্তী হয়ে অধিকহারে বা অধিক লটে ট্রেড ওপেন করা এবং নিউজ অনুযায়ী ট্রেড করতে না পারাও লস এর কারণ বলে আমি মনে করি । ফরেক্স এ লস এর আনার জন্য আমাদের প্রথম অবস্থা থেকেই ফরেক্স সম্পর্কে ভালো করে দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করা উচিত এবং লোভ পরিহার করে ট্রেড করা উচিত আর সব সময় মানি ম্যানেজমেন্ট অনুযায়ী ট্রেড করা উচিত তাহলে এখানে সফলতা পাওয়া সম্ভব ।
-
ফরেক্সে লসের প্রথম কারণ হচ্ছে তড়িঘড়ি করে অতিরিক্ত লাভের আশায় অনিয়ন্ত্রিত ট্রেড করা। তাই লসকে নিয়ন্ত্রণ করার জন্য নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে।
-
ফরেক্স যেকোনো কারণে হতে পারে আর এজন্য সব সময় প্রস্তুত থাকতে হয়। তবে মার্কেট এনালাইসিস এর মাধ্যমে সঠিকভাবে ট্রেড করতে পারলে লস অনেকটাই এড়িয়ে চলা সম্ভব।
-
ফরেক্স মার্কেটে যেকোনো ট্রেডে লস হতে পারে বলা যাবে না যে আমার এই ট্রেডে কোন দিন লস হবে না তাই তাই লস হয়ার যে কারন আছে কিছু কিছু সেই লারন গুল দেখতে হবে যে আমার এই ট্রেডে লস হোল কেন আর কি কারনে যে লস হয়ছে ফরেক্স মার্কেটে জেমম্ন লস হতে পারে ফরেক্স সম্পরকে ভাল অভিজ্ঞতা না থাকলে লস হতে পারে ।
-
যে যে কারন ট্রেডাররা ফরেক্সে লস করেঃ
� অভিজ্ঞতার অভাব।
� সিগন্যালের ওপর নির্ভরশীলতা।
� উদ্দেশবিহীন ট্রেডিং করা।
� বড় রিস্ক নিয়ে ট্রেড করা।
� ট্রেডিং স্ট্রাটেজি না থাকা।
� নিজের ওপর অতিরিক্ত আত্মবিশ্বাস থাকা।
-
ফরেক্সে লসের কারন বলতে গেলে সবার প্রথমেই যেটা আসে সেটা হলো অভিজ্ঞতার অভাব এবং তারপরেই অতিরিক্ত লোভ।ফরেক্সে যদি নিজেকে দক্ষ করে তোলা না যায় তবে কখনোই লস থেকে রেহাই পাওয়া সম্ভব না।আবার অনেকের অভিজ্ঞতা থাকা সত্বেও দেখা যায় লস করে তার কারন হিসেবে দেখা যায় অতিরিক্ত লোভ। এছাড়া আমি মনে করি যে, ফরেক্সে ব্যবসায় এ লসের কারন হিসেবে অভিজ্ঞ ট্রেডাররা কিছু জিনিষ আবিস্কার করেছেন, তার মধ্যে কয়েকটি মুল কারন হলঃ অভিজ্ঞতার অভাব, সিগন্যালের ওপর নির্ভরশীলতা, উদ্দেশবিহীন ট্রেডিং করা, বড় রিস্ক নিয়ে ট্রেড করা, ট্রেডিং স্ট্রাটেজি না থাকা আর এইসব কারনেই ট্রেড করে আপনাকে লসের সম্মুখীন হতে হয় ।