-
সবাই ফরেক্স মার্কেটে ট্রেড করে থাকে শুধু মাত্র প্রধান একটা উদ্দেশ্যকে সামনে রেখে আর তা হল অর্থনৈতিকভাবে স্বালম্বি হওয়ার মাধ্যমে নিজ পরিবারকে সন্তুষ্ট করা ফরেক্স বর্তমানে সারা বিশ্বব্যাপি ছড়িয়ে পড়ছে এবং আমাদের দেশেও সমানভাবে এর প্রসারতা লাভ করছে ফরেক্স মার্কেটে ট্রেডিং করে বিশ্বের প্রায় সব দেশের অসংখ্য ট্রেডারের জীবনযাত্রায় ইতিবাচক একটা পরিবর্তন এসেছে এবং এটাই হবে আমাদের উদ্দেশ্য যে ভালো আয়ের মাধ্যমে পরিবারকে সন্তুষ্ট করা
-
আমি যখন প্রথমে ফরক্স মার্কেটে আশি তখন আমার পরিবার আমার প্রতি খুভ অসন্টুস্ট ছিল তাই এখন আমি ফরেক্স মার্কেট সম্পরকে শিখে ফরেক্স মার্কেটে টড়েড করে এখন ভাল আয় করতে পারছি আর এখন আমার পরিবার আমার আয়ের প্রতি খুভ সন্তস বদ করে ।
-
আমি ফরেক্স কে এখনো আরনিং সেক্টর হিসাবে নিতে পারিনি।আমি চাচ্ছি অল্প অল্প করে নিজের ট্রেডিং দক্ষতাকে বাড়াতে।তাই ফরেক্স থেকে হিওজ আরনিং এর দিকে এখুনি নজর দিচ্ছিনা। সামনে হয়তো আরনিং বাড়ানোর দিকে নজর দিব।
-
আমি ফরেক্স কে এখনো আরনিং সেক্টর হিসাবে নিতে পারিনি।আমি চাচ্ছি অল্প অল্প করে নিজের ট্রেডিং দক্ষতাকে বাড়াতে।তাই ফরেক্স থেকে হিওজ আরনিং এর দিকে এখুনি নজর দিচ্ছিনা। সামনে হয়তো আরনিং বাড়ানোর দিকে নজর দিব।
-
এখনো আমার পরিবার আমার আয় নিয়ে সন্তুষ্ট না। আমি ফরেক্স থেকে অনেক অনেক আয় করে আমার পরিবারকএ সন্তুষ্ট করতে চায় আর আমি সে লক্ষেই কাজ করছি। আমি জানি আমি ফরেক্স থেকে অনেক টাকা আয় করতে পারবো। আমি প্রমান করে দেখাবো যে আমি ফরেক্স থেকে এটা পারবোই। আমি আমার লক্ষে পৌঁছানো জন্য অনেক পরিশ্রম করছি ফরেক্স এ অনেক সমায় দিচ্ছি।
-
ফরেক্স মার্কেট এর ব্যবসার আয় নিয়ে পরিবারের সন্তুষ্ট মুলত নিজের উপর নির্ভর শীল কারন এখানে ভিবিন্ন ধরনের লোকেরা ট্রেড করে থাকে যেমন - কেউ পার্টটাইম হিসাবে এই ট্রেড করে একজন ছাত্র যত পরিমান আয় করেথাকে তা সেই ছাত্রদের জন্য যতেষ্ট।
-
আমি ফরেক্স এ একদম নতুনি আমার আয় নিয়ে আমার পরিবার ভালই সন্তষ্ঠ। কারন আমার পরিবার থেকে বারতি কোন টাকা দিতে হয় না আমি এটা থেকে যা আয় করি তা দিয়ে আমার খরছটা চালিয়ে নিয়ে যেতে পারি। আমার বাড়ী থেকে নিতে হয়না। আমি নতুন হিসেবে ভালই আয় করি এটাতে আমি খুভ খুশি।আমি নতুন হিসাবে যতটুকু আয় করি তা নিয়ে আমার পরিবার অনেক খুশী।
-
আমি ফরেক্স মার্কেট এ এখনও ডেমো অ্যাকাউন্ট এ ট্রেড করছি । আগে ভাল ভাবে ট্রেড করা শিখি তারপর লাইভ অ্যাকাউন্ট এ ট্রেড করব । তখন দেখব পরিবার কি বলে । আমার মনে হয় খুশিই হবে ।
-
আমি এখন ও ফরেক্স ভাল ভাবে শুরু ই করতে পারি নাই। তাই আমি নিজেও সন্তুষ্ট না আমার পরিবার কিভাবে সন্তুষ্ট হবে। আসলে আমার মতে আমাকে ভাল করতে হলে আর সময় লাগবে আর যত সময় দিব তত আমাকে তৈরি করতে পারব ।আমি আসা করি ভাল
করতে
-
আমার ফরেক্সের আয় দেখে আমার পরিবার এখনও সন্তুষ্ট হতে পারিনি।কেননা আমি মূলত ভালোভাবে ফরেক্স শিখতে চলেছি বলে আজও ফরেক্স থেকে তেমন কোনো আয় করতে পারিনি এবং তাই শিখার চেষ্টা করছি। কিন্তু আমার পরিবারের কেউই ফরেক্সের বিষয়ে ভালো বোঝেনা বলে আমাকে বলে ওসব বাদ দিয়ে কিছু নিশ্চিত ইনকামের কাজ করার চেষ্টা কর্র।
-
সবাই যেমন ফরেক্স মার্কেটে আসে টাকা আয় করার লক্ষ্যে আমিও তেমন ফরেক্স মার্কেটে টাকা আয় করার জন্যই এসেছি । তবে আমি এখনও তেমন টাকা আয় করতে পারিনি । আমি এখনও শেখার উপরেই আছি । আমি আমার ডেমো এ্যাকাউন্ট দিয়ে ট্রেড করা শিখতেছি এবং প্রায় অনেকটুকু শিখেছি । আমি অল্প কিছুদিনের মধ্যেই রিয়াল ফরেক্স এ ট্রেড করা শুরু করব ।
-
ফরেক্স মার্কেটে ট্রেডিং সম্পর্কে আম*ার পরিবারের কোন ধারণাই নেই । মার্কেটে আমি একজন নতুন সদস্য । ফরেক্স মার্কেট থেকে আমি এখনো উল্লেখযোগ্য কোন আয় করতে পারিনি । গত মাসে আমি মাত্র ২৫ ডলার উইথড্র দিয়েছিলাম । তবে আমি আশা রাখি ফরেক্স মার্কেট থেকে আমি ভবিষ্যতে আরও ভাল আয় করব । ধন্যবাদ ।
-
আমি ফরেক্স মার্কেট হতে তেমন আয় করতে পারিনাই এখনো,আমি বেশ কিছু দিন যাবত রিয়েল একাউন্টে ট্রেডিং করে আসছি কিন্তু তেমন ভাল আয় করতে পারিনাই,তাই আমি মনেকরি যদি আরও বেশ কয়েকদিন ফরেক্স মার্কেটে কাজ করতে পারি তাহলে ভাল করতে পারব বলে আমি বিশ্বাস করি।
-
আমি যখন ফরেক্স মার্কেট এ ট্রেড করা শুরু করি তখন আমার পরিবার খুশি ছিলনা।কিন্তু পরে যখন আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করা শুরু করি তখন তারা আমাকে অনেক সাহায্য করেছে।এখন তারা আমার ফরেক্স মার্কেট এ ট্রেড করা নিয়ে অনেক খুশি।তারা আমাকে ফরেক্স মার্কেট এ ট্রেড করার প্রতি অনেক আগ্রহী।তাই তাদের উৎসাহে আমি এখনো ফরেক্স মার্কেট এ ট্রেড করে যাচ্ছি।ফরেক্স মার্কেট এ ট্রেড করে আমি আমার মূল্যবান সময় কে কাজে কাগাতে পারি।
-
আমার আয় নিয়ে আমার পরিবার অনেকটাই সন্তুষ্ট.তাদের কাছে আমি কত পরিমান আয় করতে পারি তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো আমি আয় করতে সক্ষম.এবং এই বেপারটি নিয়েই তারা অনেক খুশি.আমার জন্য ও আমার উপ্পার্জন সন্তুষ্ট কারণ এর মাধ্যমে আমি আমার হাতখরচ যোগার করতে পারছি যা আমার দৈনন্দিক নিত্য প্রয়োজন মিটাতে সক্ষম.এবং এইযে আমি নিজের উপর নির্ভরশীল এই বেপারটি আমার পরিবার এর নিকট অত্যন্ত সন্তুষ্টজনক.
-
ফরেক্স মার্কেট এ ট্রেড করে আমার আয় করা নিয়ে আমার পরিবার অনেক খুশি।তারা এখন আমাকে ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য অনেক সাহায্য করে।আমি যখন ফরেক্স মার্কেট এ প্রথম ট্রেড করি তখন তারা আমাকে অনেক বাধা দেই।এখন তা রা বুজতে পেরেছে যে ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করা যাই।তাই তারা আমাকে ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য অনেক সাহায্য করে।এতে আমি ফরেক্স মার্কেট এ অনেক ভালো ট্রেড করতে পারি।এখন আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আর কোন প্রকার চিন্তা করিনা।
-
অবশ্যই। আপনার কথা ১০০সঠিক। সেই সাথে লোভকে পরিত্যাগ করতে হবে। লোভ পরিত্যাগ না করলে লস হবার সম্ভাবনা অনেক বেশি
-
আমি অল্প কদিন হল ফরেক্স এর সাথে সম্পৃক্ত হয়েছি অামার পরিবারের সম্মতিতে। কারণ পরিবারই একজন ব্যাক্তির সবচেয়ে কাছের ও ভালবাসার স্থান । তাদের অনুমতি ব্যাতিত কোন কিছুর সাথেই সম্পৃক্ত হওয়া উচিত হবে না আমাদের । আমি মনে করি যে ফরেক্স একটা অত্যন্ত সম্ভাবনাময় মার্কেটে এখানে ট্রেড করে লাভবান হতে গেলে আমাদেরকে অনেক বেশি পরিমাণে নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলতে হবে ।
-
আমি আমার প্রিবার কে এখনো আমার আয়ের মুখ দেখাতে পারি নি
-
রেক্স মার্কেটের আয় থেকে আমার পরিবার সন্তুষ্ট কারন আমি একজন ছাত্র আর আমি লেখাপড়ার পাশাপাশি ফরেক্স মার্কেট থেকে আয় করে নিজের খরচ নিজে যোগাড় করতে পারছি !
-
আমার আয় নিয়ে আমার পরিবার সব সময় সন্তুষ্ট থাকে আমি মনে করি ফরেক্স করে এ থেকে আমি যা আয় করি এবং আমার অফলাইনের কাজের মাধ্যমে যে আয় করে থাকি এ দুই মিলিয়ে আমার পরিবার আমার প্রতি অনেক সন্তুষ্ট রয়েছে । আর আমিও খুশী।
-
ফরেক্স মার্কেটে আমি একজন নতুন ফরেক্স ট্রেডার আমি এখনো আয় করতে পারিনি বা আমার পরিবারের কেউ এই মার্কেট থেকে যে ইনকাম করা যায় তা বিশ্বাস করে না তাই আমি যে দিন ফরেক্স মার্কেট হতে আয় করতে পারব সেই দিন আমার আশা পুর্ন হবে বা আমি সফল ট্রেডার হতে পারব,সবাই দোয়া করবেন।
-
অামি ফরেক্স থেকে আয় করতে পারিনাই কারন আমার একটা ট্রেডে লাভ হলে আরেক ট্রেডে লস হয়ে যায় তাই আমি লাভ ধরে রাখতে পারিনা এমন কি কখন আবার আমার একাউন্ট জিরো করে পেলি তাই চেস্টা করে যাচ্ছি আমার একাউন্ট জিরো না করতে।
-
বক্তিগতভাবে বলতে গেলে এমন একটা সময় ছিলো যে সময় আমি ফরেক্স শিখার পিছনে যথেষ্ট সময় ব্যয় করেছি। তখন আমি আমার পরিবারের কাছ থেকে এই ব্যাপারে কোন সাপোর্ট পাই নি। কিন্তু আমি যখন এখান থেকে কিছু প্রফিট করে আমার পরিবারকে দেখালাম তখন তারা অনেক খুশি হয়েছেন এবং বর্তমান তারা আমার এই কাজটিকে অনেক পছন্দ করে এবং এ ব্যাপারে উৎসাহ যোগায়।
-
আমি ফরেক্স এ বিজনেস করি বেশি দিন না। তাই আমি এখন ফরেক্স মার্কেটে ব্যাবসা করে বেশি টাকা আয় করতে পারি না। আমি চাই আমি ফরেক্স থেকে ভাল একটা এমাউন্ট ইনকাম করব। কিন্তু সেটা হয়ে উঠছে না। আমার আরো অনেক বেশি দক্ষতা অর্জন করতে হবে।
-
আমার আয় নিয়ে আমার পরিবার সন্তুষ্ট হওয়ার মত সময় এখনও আসেনি। আমি যেহেতু এখনও শিক্ষানবিস আমাকে অনেকদূর যেতে হব। তবে আমি বিশ্বাস করি আমাকে আর পিছু তাকাতে হবেনা, সবাই আমার আয় নিয়ে ঠিক সন্তুষ্ট হবেন।
-
আমার আয় নিয়ে আমার পরিবার সব সময় সন্তুষ্ট কারন আমি ফরেক্স মার্কেট এ বর্তমানে ভাল একটি অবস্থানে অবস্থান করছি এবং এই ফরেক্স কে নিয়ে আমি অনেক সপ্ন দেখি এবং আমি মনে করি আমি আমার সেই সপ্ন বাস্তবায়নের দিকে চলে এসেছি সপ্ন কে এখন বাস্তব এ রূপান্তরিত করতে হবে ।
-
অামার অায় নিয়ে পরিবার খুবই সন্তোষ্ট । অামার পরিবার সব সময় এই কাজে উৎসাহ প্রদান করে থাকে । তারা সব সময় বেশী সময় দেওয়ার কথা বলে এই মার্কেটে । অতএব বেশী বেশী সময় অামি ও চেষ্টা করি দেওয়ার জন্য । অামরা অবশ্যই ধৈর্য্যের সহিত কাজ করব তাহলেই পরিবারকে সন্তোষ্ট রাখতে পারব । অামার কাজে তারা মন মুগ্ধকর ।
-
আসলে আমি ফরেক্স এ বিজনেস করি বেশি দিন না। তারপরেও আমি এখান থেকে কিছু ইনকাম করে থাকি। তবে এই ইনকাম দিয়ে আমি নিজেই সন্তুষ্ট না। আর আমার পরিবার এই সম্পর্কে জানে না। তবে আমি আশাবাদী ফরেক্স থেকে আমি অনেক টাকা ইনকাম করতে পারবো।
-
আমি বলবো ফরেক্সের আয় থেকে আমার পরিবার অনেক সন্তুষ্ট।আমি চাই আরো অনেক টাকা আয় করতে।এর ফলে আমি আমার লেখাপড়ার খরচটা চালাতে পারবো।আমি একজন ছাত্র।আমার পকেট খরচা অনেক টাকা লাগে। ফরেক্সের মাদ্ধমে আমি চাই কিছু টাকা উপার্জন করতে।এর ফলে ফরেক্সে কাজ করতে আমি আরো অনেক আগ্রহী হবো।
-
যে কোন ব্যবসায় যত বেশি মূলধন খাটামো যায় সেই ব্যবসায় তত আয় করা যায়। কিন্তু আমরা যদি ১০ ডলার দিয়ে ট্রেড করি তাহলে আমদের আয় কেমন হবে। এই আয় নিয়ে কেউ সন্তুষ্ট নয় এটা স্বাভাবিক বিষয়। তাই প্রয়োজন প্রচুর ব্যালেন্স যা দিয়ে পরিবার চালানো সম্ভব হয়।
-
আমার আয় নিয়ে আমার পরিবারের কারোর কোনো মাথা ব্যাথা নেই৷সামান্য কিছু আয় হলেই তারা খুশি৷ তারা শিক্ষিত হয়েও জানতে চায়না বুঝতে চায়না যে আউটসোর্সিং এর মাধ্যমেও আমাদের দেশের অনেক বেকার মানুষ স্বাবলম্বী হচ্ছে৷ফরেক্স মার্কেট সম্পর্কে আমাদের সমাজে তেমন কোনো প্রচার প্রসার না থাকার ফলেই মানুষ এই ব্যাবসা সম্পর্কে জানেনা বুঝে না৷