-
আমার মতে ফরেক্স ট্রেডিংয়ে অ্যাকাউন্ট একেবারে জিরো হওয়ার পেছনে অবশ্যই ট্রেডিংয়ে অদক্ষতা এবং অনভিজ্ঞতাই দ্বায়ী তবে এটি প্রধান কারন নয় আরও একািট কারন রয়েছে আর তা হল ফরেক্স ট্রেডিংয়ে লোভই আমাদের বড় শত্রু যা আমাদেরকে ট্রেডিং জ্ঞানের বাইরে নিয়ে গিয়ে ট্রেড করতে উদ্ভদ্ধ করে এবং অ্যাকাউন্ট ব্যালেন্স যার ফলে জিরো হয়ে যায়।
-
আসলে আপনার অ্যাকউন্ট বিভিন্ন কারনে জিরো হতে পারে । সেটা হয়তো আপনিই ভাল জানেন । তবে এছাড়া বেশ কিছু কারণে অ্যাকাউন্ট জিরো হতে পারে । যেমন মানিম্যানেজমেন্ট না করা , একই পেয়ারে অতিরিক্ত ট্রেড একই সময়ে রান করা , ধৈর্য না ধরা , স্টপ লস ব্যবহার না করা ইত্যাদি ।
-
আমি মনে করি একাউন্ট জিরো হবার পিছনে অভিজ্ঞতা, দক্ষতা আর লোভ এই কয়েক টা কারন ই যথেষ্ট। অভিজ্ঞতা নাই তবুও আপনি ট্রেড করেন আপনার একাউন্ট জিরো হবে। অভিজ্ঞতা আছে দক্ষতা নাই আপনার একাউন্ট জিরো হবে। অভিজ্ঞতা আছে দক্ষতাও আছে কিন্তু আপনি লোভ করে অভার ট্রেড করলেন , আপনার একাউন্ট জিরো হতেই পারে ।
-
অ্যাকাউন্ট জিরো হাবার অনেক কারণ আছে । সেগুলোর মধ্যে কিছু কারণ আমি নিচে উল্লেখ করছি ।
১. মার্কেট বিশ্লেষণ না করে ট্রেড করা ।
২. ওভার ট্রেডিং ।
৩. মানি ম্যানেজমেন্ট না মেনে ট্রেড করা ।
৪. অতিরিক্ত লাভের আশা
৫. ধৈর্য না ধরা ।
আসলে অ্যাকাউন্ট শূন্য হবার আরও অনেক কারণ আছে , তবে এগুলো অনেক বেশি দায়ী ।
-
ফরেক্স ট্রেডিং মার্কেটে টাকা আয় করা অনেক কঠিন কাজ।তবে আপনি যদি ভালো করে ফরেক্স ট্রেডি শিখতে পারেন তাহলে আপনার কাছে অনেক সহজ মনে হবে।অ্যাকাউন্ট জিরো হবার প্রধান কারণ হলঃ লোভ করা এবং বেশি বেশি ট্রেড এন্টি দেওয়া।
-
ফরেক্স ট্রেডিংয়ে অ্যাকাউন্ট জিরো হওয়ার পেছনে প্রধানত মানি ম্যানেজমেনট এর নিয়ম কানুন না মানাই প্রধানত দায়ী ।পাশাপাশি লোভ করা ,অতিরিকত ট্রেড করা ও অ্যাকাউন্ট জিরো হওয়ার পেছনে দায়ী ।
-
ফরেক্স ট্রেড এ একাউন্ট জিরো করার প্রথম কারন হচ্ছে অজ্ঞতা। আমরা যারা ফরেক্স ট্রেড করতে আসি সবাই কিন্ত শেখার আগেই এমন একটি ভাব করি যেন আমরা অনেক কিছু বুঝে গেছি এবং তাতে হয়তো প্রথম কয়েকদিন প্রফিটেবল হলেও শেষে গিয়ে খেতে হয় ধরা অর্থাত একাউন্ট জিরো। এবং বেশীর ভাগ ট্রেডারই প্রথম কয়েকদিন ট্রেড করে কোন রকমের শিক্ষা না নিয়ে নিজেকে অনেক বড় পন্ডিত মনে করেন এবং অভার কনফিডেন্ড হয়ে যান যার কারনে শুধু লস নয় অনেক ক্ষেত্রে ফরেক্স কেও ছেড়ে দিতে হয়। আসলে ফরেক্স শিখতে হলে অন্তত ৫ বছর সময় দেওয়া প্রয়োজন।
-
তারপরে আবার দামটি কমে যাওয়ার সময় আপনার যে প্রধান দিকে থাকা উচিত তা হল = জোড়াটি কেনা। যেহেতু ভাল দাম পাওয়ার একমাত্র সত্য উপায় হ'ল সেই টুকরাটি কেনা, আপনি অবশ্যই প্রবণতাটি নিশ্চিত হয়ে গেলে আপনি পুলব্যাকটি কিনে নিতে পারেন তবে আপনি কোনও শালীন ভরাট পেতে কঠোর চাপে থাকবেন। ব্যবসায়ের পরিমাণ কমানোর পরে এটি স্পষ্ট।
-
বিশ্বাস জীবনকে গতিময়তা দান করে।আর অবিশ্বাস জীবনকে দুবির্ষহ করে তোলে।অ্যাকাউন্ট জিরো হওয়ার অনেক কারণ আছে।তার মধ্যে উল্লেখযোগ্য হলো-
ট্রেডিং সম্পর্কে অজ্ঞতা
ট্রেডিং স্ট্রাটেজি না থাকা
ট্রেডিং কৌশল নিধারন করতে না পারা
ওভার ট্রেড করা
সঠিক প্লান না থাকা
উদ্দেশ্যবিহীন ট্রেড করা
মানি ম্যানেজমেন্ট সঠিকভাবে না করতে পারা
বড় রিস্ক নিয়ে ট্রেড করা
দক্ষতার অভাব
ধৈর্য্যের অভাব
বিভিন্ন নিউজ সম্পর্কে কোনোও ধারণা না থাকা
আত্মবিশ্বাসের অভাব
-
আমি মনে করি ফরেক্স ট্রেডিংয়ে অ্যাকাউন্ট একেবারে জিরো হওয়ার পেছনে অবশ্যই ট্রেডিংয়ে অদক্ষতা এবং অনভিজ্ঞতাই দ্বায়ী তবে এটি প্রধান কারন নয় আরও একািট কারন রয়েছে আর তা হল ফরেক্স ট্রেডিংয়ে লোভই আমাদের বড় শত্রু যা আমাদেরকে ট্রেডিং জ্ঞানের বাইরে নিয়ে গিয়ে ট্রেড করতে উদ্ভদ্ধ করে এবং অ্যাকাউন্ট ব্যালেন্স যার ফলে জিরো হয়ে যায়।
-
অ্যাকাউন্ট জিরো হওয়ার সব থেকে বড় কারণ হল সঠিকভাবে মার্কেট এনালাইসিস না করেই ট্রেডে এন্ট্রি নেওয়া। আমরা ভালোভাবে মার্কেট এনালাইসিস না করে শুধুমাত্র অনুমানের উপর ভিত্তি করে ট্রেডে এন্ট্রি নিয়ে থাকি। আবার এন্ট্রি নেওয়ার পর ট্রেডে স্টপ লস বা টেক প্রফিট সঠিকভাবে ব্যবহার করিনা। তাছাড়া সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট অনুসরণ না করে ট্রেডিং করি। এজন্য মার্কেট যখন ট্রেডের বিপরীতে চলে যায় তখনই আমরা ভয়াবহ লসের সম্মুখীন হয় এবং অ্যাকাউন্ট ব্যালেন্স শূন্য করে ফেলি।
-
একাউন্ট জিরো হবার সবচেয়ে বড় কারন কোনটি তা আমার সঠিক জানা নেই। তবে অনেকগুলো কারনই রয়েছে একাউন্ট জিরো হবার ক্ষেত্রে
যেমন ১) অতিরিক্ত লোভ করা
২)সঠিক মানি ম্যানোজমেন্টের অভাব
৩)ওভার ট্রেডিং
৪)সঠিক ট্রেডে এন্ট্রি
৫)এক্সাক্ট ক্লোজিং পয়েন্ট এ ট্রেড ক্লোজ করতে না পারা।
-
আমি আপনার সাথে পুরোপুরি একমত। কারন আসলেই একাউন্ট জিরো হওয়ার সবচেয়ে বড় কারন ওভার ট্রেডিং এবং লোভ। সচরাচর অনেক সময়ই আমরা ভালো প্রফিট পাওয়ার পরও লোভের বশবর্তী হয়ে ট্রেডিং করি এবং সে কারনে বেশি বেশি ট্রেড করি। কিন্তু দেখা যায় বেশি বেশি ট্রেড করার কারনে বেশি লস হয়ে অ্যাকাউন্ট জিরো হয়
-
অ্যাকাউন্ট জিরো হওয়ার পেছনে অবশ্যই ট্রেডিংয়ে অদক্ষতা দায়ী । একাউন্ট জিরো হবার প্রধান কারন ওভার ট্রেড করা । টার্গেট অর্জন করার পরও আরও লোভ করতে গিয়ে বড় ট্রেড নিয়ে একাউন্ট জিরো হয়ে যায় ।
-
আমার জানা মতে বেশ কিছু কারণে একাউন্ট জিরো হতে পারে । তার মধ্য প্রধান কিছু বিষয় হল ওভার ট্রেডিং করা , অতিরিক্ত লোভ করা , ধৈর্য্য ধারণ করার ক্ষমতা হারিয়ে ফেলা ইত্যাদি ইত্যাদি । তবে অামি মনে করি যে আরো অনেক কারণে একাউন্ট জিরো হতে পারে । অাসলে একেকজন ট্রেডার একেকভাবে তাদের অভিজ্ঞতা অর্জন করে । কারো হয়তবা একাউন্ট জিরো করার কারণ সম্পূর্ণ ভিন্ন যা আমরা কল্পনাই করতে পারি না । তাই বেশি বেশি অভিজ্ঞতা অর্জন করতে হবে ।
-
আমি আপনার সাথে পুরোপুরি একমত হতে পারলাম না। আমার মনে হয় প্রধান হলো লোভ করা। কারন লোভের কারনেই কিন্তু মানুষ বড় ট্রেড নিয়ে থাকে।আর যারা টার্গেট অর্জনের পরে ও বড় ট্রেড নেয়, আমি বলব তাদের বুকের পাটা আছে বস। যা আপনার-আমার নেই।
-
ফরেক্স মার্কেট এ বেশিরভাগ ট্রেডার লস করে থাকে এবং বেশিরভাগ ট্রেডার ব্যালেন্স জিরো করে ফেলে,একাউন্ট জিরো করার কিছু কারন হয়ছে বেশিরভাগ ট্রেডার স্টপ লস ছাড়া ফরেক্স মার্কেট এ ট্রেড করে থাকে,ফলে তাদের ট্রেড এন্ট্রি এর বিপরীতে গেলে বড় লস করে থাকে,তাছাড়া একাউন্ট জিরো করার অন্য কারন হয়ছে ম্যানি ম্যানেজমেন্ট ঠিক না করে ট্রেড করা।
-
ফরেক্স মার্কেট এ একাউন্ট জিরু হওয়ার সব থেকে বড় কারণ হচ্ছে লোভ করা।লোভ এত খারাফ যে আপনি যদি ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় লোভ করেন তাহলে আপনি আপনার সব কিছুই হারাবেন।ফরেক্স মার্কেট এ ট্রেড করার ক্ষেত্রে লোভ এর কোন স্থান নাই।আপনি ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় যদি লোভ বেসি করেন তাহলে আপনি ফরেক্স মার্কেট এ টিকে থাকতে পারবেননা।আমি ফরেক্স মার্কেট এ একবার লোভ করে আমার পর একাউন্ট হরিয়ে পেলি।
-
অতিরিক্ত আশা করাটাই বোধই একাউন্ট জিরো হবার সবচেয়ে বড় কারণ । আপনার একাউন্ট এ যদি ৫০০ ডলার থাকে, আর আপনি যদি ১ লটে বেশি পাবার আশায় ট্রেড ওপেন করেন। এবার ওপেন করা ট্রেডটি যদি আপনার বিপরীতে যায় ১০০ পিপস । বেস । আপনার একাউন্ট জিরো । আর এটাই হলো একাউন্ট জিরো হবার সবচেয়ে বড় কারণ ।
-
ফরেক্স ট্রেডিংয়ে অ্যাকাউন্ট একেবারে জিরো হওয়ার পেছনে অবশ্যই ট্রেডিংয়ে অদক্ষতা এবং অনভিজ্ঞতাই দ্বায়ী তবে এটি প্রধান কারন নয়। ফরেক্স ট্রেডিংয়ে লোভই আমাদের বড় শত্রু যা আমাদেরকে ট্রেডিং জ্ঞানের বাইরে নিয়ে গিয়ে ট্রেড করতে উদ্ভদ্ধ করে।
-
ফরেক্স মার্কেটে কি ঝুকিপুর্ণ মার্কেট। এখানে যে কোন সময়ে আপনার একাউন্ট জিরো হয়ে যেতে পারে। একাউন্ট জিরো হওয়ার প্রধান কারণ হলো কোন ট্রেডার না বুঝে মার্কেট এনালাইসিস না করে ট্রেডে অংশগ্রহণ করা। ফরেক্স মার্কেটের দক্ষতা অর্জন না করে দেবে অংশগ্রহণ করে কোনভাবেই লাভবান হওয়া সম্ভব না। না বুঝে ট্রেডে অংশগ্রহণ করলে বরং লসের সম্ভাবনা আরও বেশি। ফরেক্স ট্রেডিংয়ে একাউন্ট জিরো যাতে না হয় সে দিকে একজন ট্রেডারের নজর রাখতে হবে। তাহলেই ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করতে পারবে।,,,,ধন্যবাদ।
-
আপনার ফরেক্স ট্রেডিং অ্যাকাউন্ট না না কারনে জিরো হতে পারে তবে আমার দৃষ্টিতে তার মধ্যে প্রধান এবং অন্যতম কারন হল ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতা না থাকা সত্ত্ব্ও ফরেক্সে ট্রেড করা আর আতিরিক্ত প্রফিট বা মুনফা লাভের লোভে ট্রেডিং জ্ঞানকে এবং মানিম্যানেজমেন্ট ে অগ্রাহ্য করে ফরেক্সে ট্রেড করলে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স যেকোনো সময় জিরো হয়ে যেতে পারে।
-
একাউন্ট জিরো হওয়ার বড় কারন হল বড় ভলিউমে ট্রেড করা আমরা না জেনে বড় ভলিউমে ট্রেড করি এরপর সামান্য মার্কেট আমাদের বিপরীতে গেলে একাউন্ট জিরো হয়ে যায় তাই আমাদের কে মানি মেনেজমেন্ট মেনে ট্রেড করতে হবে।
-
আমি যেটা মনে করি তা হল একাউন্ট জিরো হবার অন্যতম কারণ হল দুটি । প্রথমত আমরা যারা ট্রেড করি তারা যদি অদক্ষ ও অনভিজ্ঞ হয়ে থাকি তবে আমাদের অদক্ষতার কারণে একাউন্ট জিরো হতে পারে । আবার দ্বিতীয়ত যে কারণে হয় তা হল কোন সময় যদি মার্কেট বেশি প্রতিকূলে অবস্থান করে তখন অনেক বেশি পরিমাণে লস বহন করতে হয় ।
-
একাউন্ত জিরো বিভিন্ন কারনে হয়ে থাকে,একাউন্ট জিরো হবার সব থেকে বড় কারন হয়ছে,ম্যানি ম্যানেজমেন্ট ঠিক না রেখে বড় বড় লট এ ট্রেড করা এবং স্টপ লস এন্ট্রি এর সাথে না ব্যবহার করা,বেশিরভাগ ট্রেডার এর ব্যালেন্স জিরো হয়,স্টপ লস ব্যবহার না করার ফলে,আমি নিজেও অনেক বার আমার ব্যালেন্স জিরো করে ফেলছি আমার এন্ট্রি তে স্টপ লস ব্যবহার না করে,একাউন্ট জিরো হবার বড় কারন হয়ছে স্টপ লস ব্যবহার না করা।
-
আমার মনে হয় ব্যালেন্স জিরো হবার সবচেয়ে বড় কারণ হলো লোভ এবং ফরেক্স সম্পর্কে অজ্ঞতা। আমরা যদি নিজেদের লোভ বা আবেগকে নিয়ন্ত্রণ করতে পারি এবং ফরেক্স সম্পর্কে পরিষ্কার জ্ঞান অর্জন করতে পারি এবং তা বাস্তবে মেনে চলি তাহলে অবশ্যই ব্যালেন্স জিরো হবার কথা নয়।
-
রেকর্ড শূন্যের পিছনে উদ্দেশ্যটি ফরেক্স সম্পর্কে কম অজানা। আরও কি, অন্য ব্যাখ্যা আছে। উত্সাহ মানুষের ক্ষয়কে ডেকে আনে। ফরেক্সে অতৃপ্ত হতে আপনার নিজের ঝুঁকি নিয়ে আসতে চায়। ফরেক্স এক্সচেঞ্জিং হ'ল ফোরেক্স কাজের আশেপাশে আপনি লোভনীয় এবং কেন্দ্র হতে পারবেন না। আপনি অযত্নে বিনিময় ইভেন্টে, একদিন আপনি দেখতে পাবেন যে আপনার রেকর্ডটি শূন্য।
-
আমার মনে হয় ফরেক্স ট্রেডিংয়ে অ্যাকাউন্ট একেবারে জিরো হওয়ার পেছনে অবশ্যই ট্রেডিংয়ে অদক্ষতা এবং অনভিজ্ঞতাই দ্বায়ী। তবে লোভ আর অধৈর্য্য এই দুটি কারন সব থেকে বেশি দায়ী বলে আমি মনে করি।তাই একাউন্ট জিরো এর হাত থেকে বাঁচাতে হলে লোভকে পরিহার করে ধৈর্য্য ধরন করতে হবে।
-
আমি মনে করি ফরেক্স ট্রেডিং এ অ্যাকাউন্ট জিরো হওয়ার মূল কারণ হলো ফরেক্স ট্রেডিং সম্পর্কে অদক্ষতা ও লোভ এর কারণ । এখানে অনেক ট্রেডার আছেন যারা ফরেক্স মার্কেটে ভালোভাবে দক্ষ না হয় কাজ করা শুরু করেন এবং লোভের বশবর্তী হয়ে ট্রেড করা শুরু করে যার ফলে তাদের অ্যাকাউন্ট গুলো জিরো হয়ে যায় ।এছাড়াও আরো অনেকগুলো কারণ আছে তার মধ্যে মানি ম্যানেজমেন্ট অনুযায়ী ট্রেড না করা নিউজ বুঝতে না পারা মার্কেটের ট্রেনগুলো বুঝতে না পারা ইত্যাদিও অ্যাকাউন্ট জিরো হওয়ার কারণ হতে পারে ।
-
মানি ম্যানেজমেন্ট ও পজিশন সাইজিং করে ট্রেড করলে একাউন্ট কখনো জিরো হবেনা।মানি ম্যানেজমেন্ট এর বেস্ট নিয়ম হল প্রতি ট্রেড এ ২% রিস্ক নেয়া। আর ২% করে তিনটির বেশি রানিং ট্রেড দেওয়া উচিৎ নয়।
-
আমার মতে অ্যাকাউন্ট জিরো হওয়ার প্রধান কারণ আবেগপ্রবণ হয়ে অনিয়ন্ত্রিত ট্রেড করা। অনিয়ন্ত্রিত ট্রেড ফরেক্স এর ক্ষেত্রে কখনো সুফল বয়ে আনে না।
-
ফরেক্স ট্রেডিং এএকাউন্ট একেবারে জিরো হওয়ার প্রধাণ কারণ মূলত অদক্ষতা ও অভিজ্ঞতার অভাব ট্রেডিং বিষয়ে।লোভে পরে ওভার ট্রেড ওপেন করা।ট্রেড গুলোতে স্টপলস এবং টেকপ্রফিট সেট না করে ট্রেড ওপেন করে ফেলা।সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট না করা।এনালাইসিস ছাড়াই নিজের খেয়াল খুশিমতো ট্রেড এন্ট্রি করা।আপডেট নিউজ ফলোও না করা
-
একাউন্ট 0 হওয়ার প্রধান কারণ হল অনিয়ন্ত্রিত ট্রেন্ড করা। অতিরিক্ত লোভ, আবেগ অথবা অতি উৎসাহী হয়ে আমরা সাধারণত অনিয়ন্ত্রিত করে থাকি যেটা ফরেক্স এর জন্য ক্ষতির কারণ।
-
সাধারনত প্রায় স্ট্রেটিজি আপনার ৬০-৭০% প্রফিট দিয়ে থাকে। কিন্তু আমাদের একাউন্ট জিরো হওয়ার কারন আমরা নিজেরাই। আমরা সঠিকভাবে মানি ম্যানেজ যদি মানি তাহলে একাউন্ট সহজেই জিরো হবে না। আর ফরেক্স এ টিকে থাকার মূল চাবিকাঠি হচ্ছে আপনার মানি ম্যানেজমেন্ট। আপনি যদি সঠিকভাবে মানি ম্যানেজ করতে পারেন তাহলে ফরেক্স থেকে অবশ্যই ভালো কিছ করতে পারবেন।
-
আমি মনে করি সহজ ভাবে বলতে গেলে বলা যায় আপনর ফরেক্স ট্রেডিংয়ের একাউন্ট একদমই জিরো হওয়ার পিছনে দক্ষতা এবং অনভিজ্ঞাই দায়ী । এজন্য আপনকে বলবো আগে নিজে দক্ষ হন তারপর ফরেক্সে ট্রেড করর কথা ভাবুন ।
-
অ্যাকাউন্ট জিরো হওয়ার সব থেকে বড় কারণ হল সঠিকভাবে মার্কেট এনালাইসিস না করেই ট্রেডে এন্ট্রি নেওয়া। আমরা ভালোভাবে মার্কেট এনালাইসিস না করে শুধুমাত্র অনুমানের উপর ভিত্তি করে ট্রেডে এন্ট্রি নিয়ে থাকি। আবার এন্ট্রি নেওয়ার পর ট্রেডে স্টপ লস বা টেক প্রফিট সঠিকভাবে ব্যবহার করিনা। তাছাড়া সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট অনুসরণ না করে ট্রেডিং করি। এছাড়া বেশ কিছু কারণে অ্যাকাউন্ট জিরো হতে পারে । যেমন মানিম্যানেজমেন্ট না করা , একই পেয়ারে অতিরিক্ত ট্রেড একই সময়ে রান করা , ধৈর্য না ধরা , স্টপ লস ব্যবহার না করা ইত্যাদি ।
-
ফরেক্স ট্রেডিং মার্কেটে টাকা আয় করা অনেক কঠিন কাজ।তবে আপনি যদি ভালো করে ফরেক্স ট্রেডি শিখতে পারেন তাহলে আপনার কাছে অনেক সহজ মনে হবে।অ্যাকাউন্ট জিরো হবার প্রধান কারণ হলঃ লোভ করা এবং বেশি বেশি ট্রেড এন্টি দেওয়া। এছাড়া একাউন্ট জিরো হওয়ার অনেক কারন রয়েছে। তার মধ্য সবচেয়ে বড় কাওরন হছে ওভার ট্রেড। আবার তার মধ্য আছে লট সাইজ। মানুষ সব সময় প্রফিট এর চিন্তা করে থাকে। আর সেই চিন্তা মাথায় রেখে বড় লট সাইজ মেরে একাউন্ট দ্রুত জিরো করে ফেলে।
-
ফরেক্স ট্রেডিংয়ে অ্যাকাউন্ট একেবারে জিরো হওয়ার পেছনে অবশ্যই ট্রেডিংয়ে অদক্ষতা এবং অনভিজ্ঞতাই দ্বায়ী তবে এটি প্রধান কারন নয় আরও একািট কারন রয়েছে আর তা হল ফরেক্স ট্রেডিংয়ে লোভই আমাদের বড় শত্রু । ফরেক্র কোন সাধারন ব্যবসা না, এটি একটি ইন্টারন্যাসনাল অনলাইন প্রতিষ্টান। এর সম্পর্কে বহু কিছু জানার আছে শোনার আছে। কিন্তু অধকিাংম মানুষ ভাগ্য হাতে নিয়ে চলে আসে ফরেক্স এ ব্যবসা করতে। আবার কেও কেও তো পরেক্স কে জুয়া বলেও চালিয়ে দেয়।
-
একাউন্ট জিরো হবার কারণ ফরেক্স সম্পর্কে অবিজ্ঞ কম হওয়া। এবং আরেকটি কারণ রয়েছে লোভ। লোভ মানুষের ধংসের দিকে নিয়ে যাই। ফরেক্সে লোভ করা মানে নিজের বিপদ ডেকে আনা। ফরেক্স ব্যবসা এমনি একটি ব্যবসা যেখানে লোভ করা যাবেনা এবং ফরেক্সের কাজে মন দেওয়া। যে যত বেশী লোভ করবে সে তত বেশী লসে পড়বে । ফরেক্স মার্কেটে ধৈর্য্য ধারণ করে থাকতে হয় । সুতরাং আমি বলব আপনারা সকলে লোভ থেকে দূরে থাকুন তাহলেই সফলকাম হতে পারবে ।
-
একাউন্ট জিরো হবার পিছনে সব থেকে বড় কারন হল জ্ঞান শুন্যতা। এছাড়া ফরেক্সে লস করার সবচেয়ে বড় কারন হল বেশি লোভ করা। আর অভার ট্রেডিং করা লোভের ই একটা বড় অংশ। ফিরেক্স মানি ম্যানেজমেন্ট হল আরেকটি বড় বিষয়। ফরেক্স খুবই রিস্কি ব্যাবসা তাই এখানে মানি ম্যানেজমেন্ট এর কোনো বিকল্প নেই।