ফরেক্স থেকে সফলতা পেতে হলে ধের্য়ের সাথে যদি দুই /তিন বছর ডেমো / কনটেষ্ট/ নন ডিপোজিট বোনাস দিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করে যেতে হবে। এতে করে যদি আপনি সফল হন। আর সব কাজের উন্নতির প্রধান অবলম্বন হল কৌশল । এই দুইটি মিলে একত্রে কাজ করলে সেখানে সফলতা আসতে বাধ্য । তাই আমি মনে করি ফরেক্সে সফল হতে হলে কৌশল এবং অভিজ্ঞতা দুইটাই প্রয়োজন ।