-
চাকুরী করবেন প্রতিদিনই ৮ থেকে ১০ ঘন্টা আর ফরেক্সে সময় দিবেন সারাদিনে মাত্র ১/২ ঘন্টা৷ফরেক্স মার্কেটে সেসনগুলো যদি দেখে বুঝে ট্রেডে বসেন তাহলে মাত্র ১/২ ঘন্টাই যথেষ্ঠ সময়৷মার্কেট প্রাইসের ট্রেন্ড,সাপোর্ট/রেসিসট্যান্স ও মানি মেনেজমেন্ট ফলো করে ট্রেডে এন্ট্রী করে দিবেন এবং স্টপলস+ টেকপ্রফিট সেট করে দিবেন৷তারপর সারাদিনই নিশ্চিন্তে থাকবেন৷আমি মনে করি যে কোনোও পেশার পাশাপাশি ফরেক্স ট্রেড করা অবশ্যই সম্ভব এবং অনেকেই করছে৷যেহেতু ফরেক্স হলো বিশ্বব্যপী সকলের জন্য উন্মূক্ত স্বাধীন ব্যবসা৷পরিবারের শিক্ষিত গৃহিনী,অবসর প্রাপ্ত শিক্ষিত বয়স্ক স্মার্ট ব্যাক্তিগণ,ছাত্রছাত্রী,বিভিন্ন পেশাজীবী,সকলেই ফুল টাইম পার্ট টাইম যেদিন ইচ্ছা ট্রেড করলেন৷এক সপ্তাহে বা এক মাসে এক দুই টা ট্রেড করলেন,তাদের ইচ্ছা ও সুবিধা মত সুযোগ কাজে লাগিয়ে নিজেদের পরিবারকে আর্থিকভাবে আরোও স্বচ্ছল ও উন্নত করতে পারেন৷
-
অাসলে ফরেক্স হলো একটি স্বাধীন পেশা যেটা যে কোন সময় চাইলেই অাপনি করতে পারেন। অাপনি যদি চাকরির পাশাপাশি ফরেক্স এ ট্রেডিং করেন তাহলে এখান থেকে ভালো একটা প্রোফিট অর্জন করতে পারেন। যদি চাকরির পাশা পাশি অন্য কোন একটি সোর্স থেকে কিছু অর্থ কামাই করা যায় তাহলে মন্দ কি। সো চাকরির পাশাপাশি এখানে ট্রেডিং করে যেমন অাপনি কিছু অর্থ অায় করতে পারবেন তেমনি অাবার অাপনার বেশি সময় ও নষ্ট হবেনা
-
কোন লাভ নেই । কারন দুটার মধ্যে দেখা যাচ্ছে যে একটাও আর ঠিকমত হচ্ছে না । আর ফরেক্স এমন একটা ব্যবসা এখানে আপনাকে প্রচুর সময় দিতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, দক্ষতার প্রয়োজন, অনেক অভিজ্ঞতার দরকার, এর পাশাপাশি আপনি অন্য কিছু করা মানে নিজের পায়ে কুড়াল মারা । সুতরাং একটা নিয়ে পড়ে থাকেন এবং সেটা দিয়েই উন্নতি করার চেষ্টা করেন ।
-
ফেরেক্স একটি স্বধীন পেশা। এটি শুধু চাকরির পাশাপামশ কেন যকোনো কাজের পাশাপাশি ফরেক্স করা সম্ভব । কিন্তু অবশ্যই দক্ষ ও অবিজ্ঞতা থাকতে হবে।
-
ফরেক্স একটি স্বাধীন ব্যবসা যে কোন সময় যে কোন অবস্থানে কাজ করা যায়। সুতরাং এটা কোন কাজের সাথে করলে ভাল। ফরেক্স এ ব্যবসা করার আগে অবশ্য ভালভাবে লেখাপড়া করে নিতে হবে। আগে জানতে হবে ফরেক্স এর মূল বিষয়টা কি? অনেকে এখানে আসে অতিরিক্ত লাভের আশায়, এসে লস করে হতাশ হন। সুতরাং ফরেক্স এ কাজ করার আগে ভালভাবে জেনেবুঝে কাজ করতে হবে। না হলে দেখা যাবে হিতে বিপরীত হতে পারে।
-
ফরেক্স হচ্ছে পৃথিবীর সবচেয়ে স্বাধীন ব্যবসা এটা যে কোন পেশার লোকই ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারবে। এছাড়া আপনি যদি কোন কাজের পাশাপাশি ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারেন তাহলে আপনি মোটামুটি ভাল প্রফিট অর্জন করতে পারবেন। তবে এজন্য আপনাকে আগে ফরেক্স সম্পর্কে ধারণা অর্জন করতে হবে। এমনকি মার্কেটের টেকনিক্যাল ও ফান্ডামেন্টাল এনালাইসিস সম্পর্কে দক্ষতা অর্জন করতে হবে। পাশাপাশি মার্কেটৈর ট্রেডিং সিস্টেমগুলো সঠিকভাবে প্রয়োগ সম্পর্কে জানতে হবে। তাহলে আপনি খুব সহজেই যে কোন কাজে পাশাপাশি সময়ের ফাকে এই মার্কেটে ট্রেড করে ভাল সফলতা অর্জন করতে পারবেন।
-
শুধু চাকরীর পাশাপাশী নয় আপনি এটি যে কোনো কাজের পাশাপাশি করতে পারবেন্*। আপনি যদি এই খানে সঠিকভাবে ট্রেড করতে না পারেন তাহলে ফরেক্স করে কোনো লাভ নেই আর যদি চাকরির পাশাপাীম আপনি একজন দক্ষ ট্রেডার হন তাহলে আপনার অনেক বৈদেশিক মুদ্রা লাভ করতে হব্।
-
চাকরী করার পাশাপাশি ফরেক্স মার্কেট এ ট্রেড করার অনেক লাভ কারন আপনি চাকরী থেকে টাকা পাছেন আবার ফরেক্স মার্কেট থেকেও টাকা পাছেন যেমন আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করি আবার চাকরী ও করি আমার ফরেক্স মার্কেট থেকে ভাল লাভ থাকে আপনি ও যদি ফরেক্স মার্কেট এ ট্রেড করার পাশাপাশি ট্রেড করেন আপনি ও সফল হতে পারবেন ফরেক্স মার্কেট থেকে
-
হ্যাঁ আমি মনে করি চাকুরীর পাশাপাশি ফরেক্স অব্যশই করা যায়। আমি একজন স্টুন্ডেট, আমি লেখা্ পড়ার পাশাপাশি ফরেক্স এ কাজ করি। ফরেক্স এ যে কেউ যেকোন অবস্থান থেকে কাজ করা যায়। ফরেক্স একটি স্বাধীন ব্যাবসা। তাই আমি মনে করি যে কেউ এখানে স্বাধীন ভাবে ফরেক্স এ পার্ট টাইম জব হিসাবে কাজ করতে পারেন। শিক্ষকতা,স্টুডেন্ট,এবং চাকুরীর পাশাপাশি ফরেক্স করা যায়।
-
হ্যা আমার মতে আপনি চাকুরি পাশাপাশি ফরেক্স করতে পারেন। তবে এর জন্য আপনাকে প্রচুর পরিমাণে ফরেক্স স্টাডি করতে হবে, ফরেক্স সম্পর্কে পড়াশোনা করতে হবে। এবং নিয়মিত ডেমো অনুশীলন করতে হবে পাশাপাশি আপনাকে বিভিন্ন ধরনের মার্কেট এনালাইসিস নিয়ে প্রচুর স্টাডি করতে হবে। তাহলে আপনি এই মার্কেট থেকে ভাল সফলতা পাবেন। আর যখন থেকে আপনি এই মার্কেট সম্পর্কে মোটামুটি একটু ভাল জ্ঞান অভিজ্ঞতা অর্জন করতে পারবেন তখন আপনি যে কোন কাজের পাশাপাশি ফরেক্স ব্যবসা করতে পারবেন। এছাড়াও আপনি চাকুরীর পাশাপাশিও এই ব্যবসাটা করতে পারবেন তেমন কোন ঝামেলা হবে না। কারণ খুব সহজেই এই ব্যবসা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। যেহেতু এটা একটি স্বাধীন এবং স্মার্ট ব্যবসা।