প্রাইস বাড়বে কি কমবে তা জানার জন্য এনালাইসিস করার গুরুত্ব অপরিসীম। এনালাইসিস করে ট্রেড করা ভালোও এতে লসের ঝুকিঁ কম থাকে।ট্রেড করার জন্য সঠিক আইডিয়া দিতেও এনালাইসিস হেল্প করে।ফরেক্স মাকের্টে সফলতার সাথে ট্রেডিং করার জন্য এনালাইসিস করার কোনো বিকল্প কিছু নাই। আর সফলভাবে ট্রেড পরিচালনা করার জন্য আপনাকে অবশ্যই এনালাইসিস করা জানতে হবে।এনালাইসিস করা ছাড়া ট্রেড করবেন তোও লস করবেন। এনালাইসিস তিন প্রকার-ফান্ডামেন্টাল এনালাইসিস, টেকনিক্যাল এনালাইসিস, সেন্টিমেন্টাল এনালাইসিস।