-
আল্লাহ ব্যবসাকে হালাল করেছে আর সুদকে করেছে হারাম। ফরেক্স যেহেতু একটি ব্যবসা। এখানে আমারা আমাদের মেধাকে খাটিয়ে এ্যানালাইসিস করে পরিশ্রম করে থাকি। নিজের পুজি ইনভেষ্ট করে থাকি। লাভ লস উভয়ই বিদ্যমান। তাই আমার মতে ফরেক্স একটি হালাল ব্যবসা। তাই আমরা যারা মুসলমান তাদের উচিত সুদ মুক্ত এ্যাকাউন্ট করা।
-
ফরেক্স হালাল না হারাম এই বিষয় নিয়ে অনেকের অনেক মতবাদ আছে। তবে আমি মনে করি ফরেক্স হালাল। কেনো না আমি এই খানে হালাল টাকা ইনভেষ্ট করছি আর হালাল ভাবেই টাকা আয় করতেছি। তাই আমি মনে করি ফরেক্স হালাল।
-
ফরেক্স হল একটি বিজনেস, যেখান থেকে যে কেউ জীবনের চূড়ান্ত পর্যায় চলে যেতে পারে। আবার ফলেক্স সম্পর্কে বিস্তারিত জ্ঞানের অভাবে অনেক নিচেও নেমে যেতে পারে। তবে আমি ফরেক্সকে পেশা হিসেবে নিতে চাই। তাই আমি ফরেক্স থেকে খুব বেশি আশা করি। আমার মনে হয় আমার সঠিক জ্ঞান অর্জন এবং দক্ষতা তৈরী হলে ফরেক্স আমাকে আমার আশানুরূপ আয় দেবে। আর ফরেক্স বিজনেস আমি ভালভাবে শিখতে চাই, যার দরুণ ফরেক্সের মাধ্যমে আমি আমার জীবনের মোড় ঘুরাতে সম্ভব করতে পারি।
-
আমি বলবো ফরেক্স ব্যবসা একদম হালাল একটা ব্যবসা এই ব্যবসায় কোন খারাপ কিছু নেই। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যখন আপনি এটাউন্ট করবেন তখন সুদ ছাড়া একাউন্ট খুলবেন তাহলে আর কোন সমস্যা থাকবে না পুরো পুরি হালাল ব্যবসা হবে তখন। আর ইসলাম শরিয়াত মতে ফরেক্স কোন হারাম ব্যবসা না ফরেক্স একটা হালাল ব্যবসা যদি সুদ ছাড়া একাউন্ট খোলা হয়।
-
ফরেক্স বিজনেস বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় একটি বিজনেস। ফরেক্স বিজনেসের এত বেশি জনপ্রিয়তার পিছনে বেশ কিছু কারন রয়েছে বলে আমি মনে করি। এর মধ্যে একটি হল এই বিজনেস করতে আপনার বেশি কোন উপকরন দরকার হবে না। একটি কম্পিউটার অথবা স্মার্ট ফোন এবং ইন্টারনেটের সংযোগ থাকলেই এই মার্কেটে যে কেউ ট্রেডিং করতে পারেন। অনুশিলন করার জন্য একটি ডেমো একাউন্টের দরকার হয়।
-
ফরেক্স অব্যশোই হালাল ব্যবসা। এটি করতে অনেক পরিশ্রম করতে হয়। ফরেক্স সফলতা পেতে হলে আপনাকে অবশ্যই অনেক সময় দিতে হবে তা না হলে আপনি কখনোই সফল হতে পারবেন না। আর যেহেতু এখানে পরিশ্রম করে আয় করা হয় সেহেতু এটি অব্যশই হালাল একটি ব্যবসা।
-
আমি ফরেক্স মাকেট কে হালাল মনে করি ফরেক্স ব্যবসা আর অন্ন ব্যবসার মত আপনি যদি সচেতন হন আপনি লাভ করতে পারবেন আর যদি না হন লস করবেন | ফরেক্স মাকেটে থেকে আপনি যদি সচেতন হন তবে আপনি লাভ করতে পারবেন | আমি ফরেক্স মাকেটে হালাল ব্যবসা মনে করি |
-
বিশ্বের সকল বড় বড় প্রধান কমর্সিয়াল ও সেন্ট্রাল ব্যাংকগুলো এক দেশের মুদ্রার বিনিময়ে অন্য দেশের মুদ্রা পাইকারী দরে ক্রয় বিক্রয় করছে৷পারলে কোনো ব্যাংকারের সাথে আলোচনা করুন৷হারাম তো দুরের কথা নেগেটিভ কোনো চিন্তাই করবেন না৷আমাদের বাংলাদেশ ব্যাংকও বৈদেশিক মুদ্রা এমনি ভাবেই ক্রয় বিক্রয় করছে৷হারাম হলে তো বিস্বব্যপী এই ফরেক্স ব্যবসা প্রকাশ্যে সকলের জন্য উন্মূক্ত চলতো না৷নাগাল পেলে আমরা বলি "আঙ্গুর ফল টক"৷
-
আমার ব্যক্তিগত মতবাদ দিয়ে হালাল হারাম নির্ধারন করা আমার উচিত নয় । প্রত্যেক বিষয়ের উপরের দুটোমত বাদ আছে যেখানে নামাজ নিযে আমদের একএক হুজুর এক এক ধারায় চলে। এটার বিশ্ব অর্থনেতিক বিষয় তবে আমার ধারন এটা হালাল কারন আমি নিষিধ কোন পন্য ক্রয় বিক্রয়ের সাথে জরিত নই । যেটা কে ইসলাম হারাম করেছে অনেক হুজুর বিশ্ব অর্থনিতির ধারনা না থাকায় বলতে পারবে এটা হারাম যদি সে ফরেক্স ট্রেডিং এর বিস্তারিত জানাতে পারে তবে আমার মনে হয়না সে এটাকে হারাম বলবে।
-
আমি মনে করি ফরেক্স ব্যবসা অনেকটা হালাল কারন ফরেক্স ব্যবসা অন্য সব ব্যবসার মতই লাভ-লস রয়েছে । তাই আপনি যদি ফরেক্স মার্কেটে ট্রেড করতে যান তবে আপনার লাভ-লস হবে আর এই কারনে আমি বলি ফরেক্স ব্যবসা হালাল। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যখন আপনি এটাউন্ট করবেন তখন সুদ ছাড়া একাউন্ট খুলবেন তাহলে আর কোন সমস্যা থাকবে না পুরো পুরি হালাল ব্যবসা হবে তখন। আমি মনে করি ফরেক্স একটা হালাল ব্যবসা যদি সুদ ছাড়া একাউন্ট খোলা হয়।