-
ইমোশনাল আমাদের সবারই আছে। এই ইমোশনাল কারনে আমাদের এই মনোবল ও আবেগটা অনেকটা র্ধৈয্য হারা করে দেয়। আমি ফরেক্স এ যখন জয়েন করেছি এবং কাজ করছি তখন আমাকে অনেকটা আবেগ ও র্ধৈয্য হারা করে দিয়েছিল। লস হলে তা ক্লোজ করা, লাভ হলে আর বেশী পরিমানে ট্টেড করা ইত্যাদি ফরেক্স এ আমাদেরকে ইমোশনাল করে দেয়। যাই হোক আমরা যখন এই ফরেক্স এ কাজ করব তখন আমরা আমাদের এই ইমোশনালটাকে একটি নিয়ন্ত্রন রেখে ফরেক্স এ কাজ করব তাহলে আমরা ফরেক্স থেকে সাফলতা অর্জন করতে পারব।
-
আমি মনে করি ইমোশন জিনিসটাই খারাপ। কারন ইমশনাল হয়ে কোন কাজেই ভাল ফল পাওয়া যায় না। ফরেক্স এর ক্ষেত্রে তো কখনোই না। কারন ইমোশনাল হয়ে ট্রেড ওপেন করে সবাই ধরা খায়। ইমোশনাল হয়ে কেউ কখনো সঠিক ট্রেড ওপেন করতে পারেনা।
-
আমি মনে করি ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হলে আপনার ইমোশন কন্টল করতে হবে আর আপনি যদি তা ভাল করে না পারেন তা হলে আপনাকে অনেক অনেক ডলার লস করতে হবে তাই আপনি আপনার নিজের উপর কন্টল করে ট্রেড করলে আপনি ফরেক্স মার্কেট থেকে অনেক অনেক ডলার লাভ করতে পারবেন অনেক বড় বড় ফরেক্স ট্রেডার তাদের ইমোশন খুব ভাল ভাবে বুঝে ও কাজে লাগাতে পারে সেই কারন এ তারা ফরেক্স মার্কেট এ সফল ট্রেডার
-
ফরেক্সের ভাষায় যুক্তি এনালাইসিসের বিপরীত হলো ইমোশন বা মনগড়া সিদ্ধান্ত। ফরেক্স একটি বিশাল মার্কেট এখানে ইমোশন ট্রেড দিলে হিতে বিপরীত হয় বেশি। এই বিশাল মার্কেট আমরা নিয়ন্ত্রন করতে পারব না। নিয়ন্ত্রন করতে হবে আমাদের ইমোশনকে। যুক্তি আর এনালাইসিস করে ট্রেড করতে শিখব, তবেই আমরা দক্ষ ট্রেডার হয়ে যাব ইনশাল্লাহ।
-
আমাদের ইমোশন নয় ধৈর্য্য ধরে কাজ করতে হবে কারন ধৈর্য্য একজন ট্রেডারের বড় গুন। ধৈর্য ছাড়া একজন ট্রেডার কখনই নিজেকে সফল হিসেবে গড়ে তুলতে পারবেন না। ফরেক্স মার্কেটে উলতা পাল্টা নিজের মনের ইচ্ছামতন ট্রেডিং করা মানে আন্দাজে ট্রেডিং করা যার ফলাফল কখনই ভাল হয় না। মার্কেট বুঝে ট্রেডিং করতে হয় নিজের ইমঅশন কে নিয়ন্ত্রন করে।
-
আবেগ কখনোই ভালো না তেমনি আবেগ ফরেক্স ট্রেডিংয়ের জন্যও মারাক্তক একটি বিষয় আপনি যদি আপনার আবেগকে ট্রেডিং সিদ্ধান্ত গ্রহনের সময় কন্ট্রোল করতে না পারেন তা হলে আপনি কখনই ফরেক্স থেকে ভাল কিছু পাবেন না কারন আবেগ একজন ট্রেডারকে তার ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতা থেকে দূরে রেখে ট্রেডিং সিদ্ধান্ত গ্রহনের ব্যাপারে উদ্ভদ্দ করে।
-
আমার ইমোশন কম কিন্থু ধৈর্য্য বেশি যার কারন মিলছে না। আর দুটিই যখন মিলাতে পারবো আশা করি ফরেক্স এ আমি গেইনার হবো। চেষ্ঠা করছি আপনাদের দোয়া সাথে থাকলে পারবো ইনসোয়াল্লাহ।আর এর জন্য কোন প্রসেস থাকলে শেয়ার করুন প্লিজ।
-
আমি মনে করি ইমোশন বা আবেগ ফরেক্স ট্রেডিংয়ের জন্য সত্যিই মারাত্বক একটি বিষয় আপনি যদি আপনার আবেগকে ট্রেডিং সিদ্ধান্ত গ্রহনের সময় কন্ট্রোল করতে না পারেন তা হলে আপনি কখনই ফরেক্স থেকে ভাল কিছু পাবেন না কারন আবেগ একজন ট্রেডারকে তার ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতা থেকে দূরে রেখে ট্রেডিং সিদ্ধান্ত গ্রহনের ব্যাপারে উদ্ভুদ্ধ করে।
-
কোন কাজেই ইমোশন হলে চলবে না । সব মোশন দূরে ছূরে ফেলে অামরা কঠোর কাজে নেমে যাই । অামরা ইমোশন হয়ে ট্রেডের কাছেও অাসব না । ইমোশন ওয়ালা ব্যক্তি জীবনে উন্নতি করতে পারে না । অামরা ইমোশন থেকে নিরাপদে থেকে দক্ষতা অর্জন করার চেষ্টা করব তাহলেই অামরা লাভবান হতে পারব ।
-
কোনো কাজেই ইমোশান ভালো নয়৷ইমোশন হলো সফলতার প্রধান অন্তরায়,শত্রু৷ আমরা ফরেক্স মার্কেটে ট্রেড করে নিজেকে সহজেই চিনতে পারি যে আমরা এক এক জন কত বড় বড় লোভী৷ফরেক্স ট্রেডিংএর কোথাও কোনো প্রকার সমস্যা নাই৷এই লোভ ও অধৈর্য্যই হলো মূল সমস্যা৷ আর সফলতার একমাত্র সত্যিকারের বন্ধুই হলো ধৈর্য্য,ধৈর্য্য এবং ধৈর্য্য৷