-
ফরেক্স সম্পর্কে একেকজনের একেক রকম ধারণা রয়েছে। তবে ধারণা বা আবেগ দিয়ে বাস্তবতা চলে না আপনাকে বাস্তবে এসে দেখতে হবে বিষয়টা কি বা কিভাবে কাজ করে বা কিভাবে কি করা সম্ভব তবে উপলব্ধি করতে পারবে।
ফরেক্স বর্তমান বিশ্বে একটি লাভজনক ব্যবসা বা পেশা হিসেবে পরিচিত। তবে প্রতিটা ক্ষেত্রেই যে আপনি লাভ করবেন এরকম চিন্তা করলেও ভুল কোন কোন ক্ষেত্রে আপনাকে লস করতে হবে কিন্তু ফরেক্স করতে করতে আপনি যে ফকির হয়ে যাবেন এরকম নয়। ফরেক্স ট্রেড করে ফকির হয়ে যাবেন এটা ভুল ধারণা।
-
যারা ট্রেড শিখবে না এবং না বুঝে বিনিয়োগ ও ট্রেড করবে তারা ফকির হবেই এতে কোন বাঁধা নেই। ফরেক্স ট্রেডে আসার আগেই ভালো করে জানা উচিত ট্রেড কিভাবে করে, কি এই ফরেক্স। একজন ট্রেডার যিনি ফরেক্স সম্পর্কে ভালো জানেন ও অভিজ্ঞ তিনি কখনোই ফরেক্সে খুব বেশি লস করেন না বা বিনিয়োগ করে ফকির হন না। তাই সবার আগে দরকার ফরেক্স জানা তারপর বিনিয়োগ ও ট্রেড আসা।
-
আমি মনে করি যারা ট্রেড শিখবে না এবং না বুঝে বিনিয়োগ ও ট্রেড করবে তারা ফকির হবেই এতে কোন বাঁধা নেই। ফরেক্স ট্রেডে আসার আগেই ভালো করে জানা উচিত ট্রেড কিভাবে করে, কি এই ফরেক্স। একজন ট্রেডার যিনি ফরেক্স সম্পর্কে ভালো জানেন ও অভিজ্ঞ তিনি কখনোই ফরেক্সে খুব বেশি লস করেন না বা বিনিয়োগ করে ফকির হন না। তাই সবার আগে দরকার ফরেক্স জানা তারপর বিনিয়োগ ও ট্রেড আসা।
-
আমার মতে ফরেক্স হলো ফকির হওয়ার রাস্তা এমটা অনেকে ভাবেন। কিন্তু এটা মোটেও সত্য নয়। আপনি যদি রাতারাতি বড় লোক হতে চান তাহলে অব্যশোই আপনি ফরেক্স এ ফকির হয়ে যাবেন। তাই ভালো ভাবে শিখে শুরু করলে কোন দিন ফকির হতে হয়। তবে ব্যবসায় লাভ লস থাকে তাই অল্পো লটে ট্রড করা উচিৎ।
-
ভাই আমি আপনার কথার সাথে একমত হতে পারলাম না। আমার জানামতে ফরেক্স অত্যন্ত লাভজনক একটি ব্যবসা। ফরেক্স ট্রেডিং করে আপনি আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেন।আর সে জন্য প্রয়োজন ফরেক্স সম্পর্কে বিস্তারিত খুঁটিনাটি বিষয়গুলো সম্পর্কে জ্ঞান অর্জন করা। আপনি যদি ফরেক্স সম্পর্কে দক্ষ এবং অভিজ্ঞ হয়ে থাকেন তাহলে অবশ্যই ফরেক্স থেকে প্রফিট করতে পারবেন। চ্যানেল লোভের তাড়নাই পড়ে ঝুঁকি নিয়ে চ্যাট করতে আসে তারাই সাধারণত ফকির হওয়ার পথে বসে। আর তখনই তারা ফরেক্স সম্পর্কে আজেবাজে কথা রটে বেড়ায়।মনে রাখবেন আপনি যদি ফরেক্স সম্পর্কে অভিজ্ঞ এবং দক্ষ না হয়ে থাকেন তাহলে আপনার ডিপোজিট যদি বিশাল অংকের হয় তার পরেও আপনি একসময় আপনার ব্যালেন্স জিরো করে নিয়ে ফিরে যাবেন। কেননা দক্ষতা ছাড়া ফরেক্স থেকে ভাল প্রফিট করা সম্ভব নয়। আর ফরেক্স মার্কেটে দীর্ঘদিন টিকে থাকতে হলে নিজেকে একজন ধৈর্যশীল ট্রেডার হিসেবে গড়ে তুলতে হবে। মনে রাখবেন ফরেক্স এ সাফল্যের মূল চাবিকাঠি হচ্ছে ধৈর্য। যার ধৈর্য যত বেশি সে ততই সফলকাম হবে।তাই নিজের মন থেকে লোভ এবং ভয় দূর করে পরিশ্রমের সাথে ফরেক্স করলে আপনি অবশ্যই ফরেক্স করে আপনার ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারবেন।
-
ফরেক্স একটি বিশাল সম্ভাবনার দ্বার এখানে সবাই সফল হবে এমনটা নয়। ফরেক্সে সফল হতে গেলে অনেকগুলো গুণের অধিকারী হওয়া জরুরী। নিয়ম না মেনে ট্রেড করলে তো ভাই ফকির হতেই হবে। কিন্তু যারা রুলস ফলো করে, নিয়মিত মার্কেট এনালাইসিস এবং মানি ম্যানেজমেন্ট করে তারা এখান থেকে অর্থ উপার্জন করতে পারে। সুতরাং ফকির বা ধনী নির্ভর করে পার্ফরমেন্সের ওপর ফরেক্স কে ব্লেম দিয়ে লাভ নেই।
-
আপনার কথাগুলোর সাথে আমি কোন ভাবেই একমত হতে পারলাম না, কারণ ফরেক্স মার্কেটে এমনিতেই কেউ লাভ বা লস করে থাকে না, এটা একজন ট্রেডারের জ্ঞান, অভিজ্ঞতা এবং ভুলের কারণেই হয়ে থাকে,অর্থাৎ একজন ট্রেডার তার জ্ঞান ও অভিজ্ঞতাকে সঠিকভাবে কাজে লাগিয়ে সঠিক সিদ্ধান্ত নেয়ার মাধ্যমে যেমন ফরেক্স থেকে লাভ করে, তেমনি কোন ভুল সিদ্ধান্ত নেয়ার মাধ্যমে ফরেক্স থেকে লস করে থাকে, তাই শুধু শুধু ফরেক্সকে দোষারোপ করার কিছু নেই বা ফরেক্সকে ফকির হওয়ার কোন রাস্তা মনে করার কারণ নেই বলেই মনে করি। এজন্য বলবো যদি ফরেক্স মার্কেটে টিকে থেকে ব্যবসা করতে চান বা লাভবান হতে চান তাহলে অবশ্যই ফরেক সম্পর্কে নিজের জ্ঞানের পরিধিকে বাড়িয়ে নিজেকে একজন দক্ষ ট্রেডার হিসেবে গড়ে তুলুন এবং তারপরেই ফরেক্স এর কাজ শুরু করেন, তাহলেই ফরেক্স থেকে লাভবান হতে পারবেন বা আয় করতে পারবেন,অন্যথায় যদি ফরেক্স সম্পর্কে উপযুক্ত জ্ঞান, অভিজ্ঞতা ,ধারণা ,ছাড়া কাজ শুরু করেন তাহলে লাভের পরিবর্তে লস করার মাধ্যমে ব্যালেন্স জিরো করে ফেলতে পারেন।
-
অবশ্যই ফরেক্স ফকির হওয়ার ইন্টারন্যাশনাল ব্যবসা, যদি আপনি না বুঝে না জেনে না শিখে ফরেক্স এ আসেন। ফরেক্স মার্কেট আমাদের ফকির করে এটা মুটেও ঠিক না, আমরা আমাদের ভুলের কারনে আমরা ফকির হয়ে যাই। আর এজন্য ফরেক্সকে দোষ দেওয়ার কোন যুক্তি আমি দেখি না। তার চেয়ে বরং আমরা ভুলটা সংশোধন করে নেই তাহলে হয়ত আমরা আর ফকির হব না।আর তার জন্য ফরেক্স সম্পর্কে অনেক দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করা প্রয়োজন।
-
আপনি এগুলো কোথায় শুনেছেন বা কে আপনাকে বলেছে আমি জানিনা । তবে মনে হচ্ছে যে লস করেছে বা যে বুচতে পাড়ছে না ফরেক্স কি সেই আপনাকে এসব বলেছে। ফরেক্স একটি আর্ন্তজাতিক মানের ব্্যবসা। শিক্ষিত মানুষের ব্যবসা।বেকারত্ব দুরিকনণের অন্যতম হাতিয়ার। এটা জুয়া খেলা নয়। এখানে ব্রোকর হাউজের কোন কার সাজি নেই। এর তারল্য অনেক । কেউ ইচ্ছে করলে এটাকে মেনিপুলেট করতে পারেনা।
-
সাধারনত আমার মতে, ফরেক্স ব্যবসা হচ্ছে এক ধরনের ব্যবসা যার ধারা মানুষ বড়লোক হতে পারে আবার কেউ ফকির হতে পারে তবে আমি মনে করি ফরেক্স মার্কেটে যদি কেউ ভাল করে বুঝে শুনে ফরেক্স ট্রেড করে তবে সে লস না করে লাভ করবে তবে বুঝে ফরেক্স মার্কেটে লাভ করে টাকা উপার্জন করা যাবে।