ফরেক্স মার্কেটে আপনি চাইলে যেকোন টাইমফ্রেম ব্যবহার করতে পারেন এটা ট্রেডিং এর উপর নির্ভর করে । লং টার্ম ইনভেষ্ট করতে চাইলে এক ঘন্টার টাইমফ্রেম নেওয়া যায় আর যদি শর্ট টার্ম ইনভেষ্ট করতে চান তাহলে ৫ মিনেট অথবা ১৫ মিনিটের টাইমফ্রেম ব্যবহার করাটাই ভাল ।
Printable View
ফরেক্স মার্কেটে আপনি চাইলে যেকোন টাইমফ্রেম ব্যবহার করতে পারেন এটা ট্রেডিং এর উপর নির্ভর করে । লং টার্ম ইনভেষ্ট করতে চাইলে এক ঘন্টার টাইমফ্রেম নেওয়া যায় আর যদি শর্ট টার্ম ইনভেষ্ট করতে চান তাহলে ৫ মিনেট অথবা ১৫ মিনিটের টাইমফ্রেম ব্যবহার করাটাই ভাল ।
ফরেক্স মার্কেটে কাজ করতে হলে আপনাকে অবশ্যই যে কোন একটা টাইফ্রেম পছন্দ করতে হবে যে আপনি কাজ করে আনন্দ পাবেন । আপনাকে ফরেক্স ট্রেডিং করার জন্য সব ধরনের টাইম ফ্রেম এনালাইসিস করে ফরেক্স ট্রেডিং করতে হবে । তবে আমার মতে ৪ ঘণ্টা এবং ১ ঘণ্টার টাইম ফ্রেম দেখে ট্রেড করা টাই ভালো । তাই এনালাইসেস জরুরী ।
ফরেক্স মার্কেটে আমাদের কে ট্রেড করতে হলে একটা নির্দিস্ট টাইম ফ্রেমে ট্রেড করতে হবে।আমার কাছে এক ঘন্টার টাইম ফ্রেমে ট্রেড করতে অনেক ভাল লাগে।আপনারা এক ঘন্টার টাইম ফ্রেম ভাল লাগে।
আমার মতে একটু শেখার বিপজ্জনক জিনিস হচ্ছে- আপনি ট্রেড শুরু করবেন এবং হেরে যাবেন এবং লস করবেন অতঃপর ফরেক্স সম্পর্কে নিজের মধ্যে খারাপ ধারনা তৈরী হবে, যা অন্যের মধ্যে ছড়াতে থাকবেন। ভালো করে সিখলে ভালো করে ট্রেড দেয়া যাবে আর ভালো ট্রেড দেয়া গেলে ভালো লাভ করা যাবে আর অল্প জেনে ট্রেড দিলে শূন্য হয়ে যেতে হবে। ব্যবসা করে কিছুটা হয়ত লাভবান হওয়া যেতে পারে কিন্তু টিকে থাকা খুব কঠিন।
ভাই এখানে ফরেক্স মার্কেটে আপনি যে কোন একটা টাইমফ্রেম সিলেকশন করে এবং সেটাতেই ট্রেড করে প্রফিট করতে পারবেন। কারন এখানে আপনি দুই ধরনের টাইম ফ্রেম পাবেন যেমম একটা হলো লং টাইমফ্রেম আর অন্যটা হল শর্ট টাইম ফ্রেম ইত্যাদি। কেননা একটাতে ট্রেড ওপেন করে ক্লোজ করতে সময় একটু বেশি লাগবে আর অন্যটিতে সময় কম লাগবে এই হল আসল ঘটনা। তাই সুবিধা দুটোতেই পাবেন বলা যায়।
বিভিন্ন ট্রেডার বিভিন্ন টাইমফ্রেম ব্যবহার করেন তাদের ট্রেডের জন্য, যারা স্বল্পমেয়াদী ট্রেড করেন তারা সবসময় স্বল্প টাইমফ্রেম ব্যবহার করেন আর যারা দীর্ঘমেয়াদী ট্রেড করেন তারা সবসময় দীর্ঘ টাইমফ্রেম ব্যবহার করেন। অামার মনে হয় দীর্ঘ টাইমফ্রেম ব্যবহার করাটাই উত্তম। কারণ এর মাধ্যমে আপনি খুব সহজেই ট্রেন্ড খুজে বের করতে পারবেন আর ট্রেন্ড এর দিকে ট্রেড করে খুব সহজেই ভাল মুনাফা উপার্জন করতে পারবেন।
ট্রেড করেছি।প্রথমে ডেমোতে লস হত কিন্তু কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। অনেক দিন ট্রেড করার পরে আমি ডেমোতে প্রায় সময় লাভ করতাম।আমি যখন দেখলাম ডেমোতে ট্রেড করার পরে বেশীর ভাগ সময়ে লাভ হয় তখনই রিয়ালে ট্রেড শুরু করলাম।আপনি ও প্রথেমে ডেমোতে শুরু
ভাই আপনার এ্যানালাইসিস যে টাইমফ্রেমের সাথে এখানে মেচ করে সেটাই আপনার জন্য সবচেয়ে বেশি সুবিধাজনক হবে বলে আমি মনে করি। এবং প্রতিটি ট্রেডারকে অবশ্যই এই টাইমফ্রেমের গুরুত্ব নিয়ে বিশেষভাবে মার্কেট এ্যানালাইসিস কিংবা পর্যবেক্ষণ করা সর্বাধিক গুরুত্বপূর্ণ। তাই সচেতনতার সাথে টাইমফ্রেম নির্বাচন করুন এবং নির্ভুলভাবে ট্রেড করুন।
টাইম ফ্রেম নির্বাচন অনেক জটিল একটা বিষয়। আমি যেটা করি সেটা হলো আমি হায়ার টাইম ফ্রেম দেখে ট্রেন্ডের গতিবিধি বুঝে তারপর লোয়ার টাইমফ্রেম থেকে এন্ট্রি নেই। ধরা যাক ১ঘন্টার চার্টে আপট্রেন্ড তাহলে আমি ৫মিনিটের টাইমফ্রেম থেকে শুধু বাই এন্ট্রি খুজব। এজন্য আমি যে কোন ধরনের ইন্ডিকেটরের সহায়তাও নেই মাঝে মাঝে। আবার মাঝে মাঝে শুধু পিনবার খুজি।
আমার সল্প অভিজ্ঞতা থেকে আমি বলবো ফরেক্স ট্রেডিং করার জন্য সব ধরনের টাইম ফ্রেম এনালাইসিস করে ফরেক্স ট্রেডিং করতে হবে । আপনি যদি স্ক্যাল্পিং করেন তাহলে ৫ মিনিট , ১৫ মিনিট এবং ৩০ মিনিট এর টাইম ফ্রেম দেখে ট্রেড করতে পারেন । এবং আপনি যদি লং টাইম ট্রেড করেন তাহলে আপনাকে ১ ঘণ্টা ৪ ঘণ্টার টাইম ফ্রেম দেখে ট্রেড করতে হবে । এছাড়া আপনি যদি আরও বেশি সময়ের ট্রেড এন্ট্রি নিতে চান তাহলে আপনাকে ডে টাইম ফ্রেম এবং সাপ্তাহিক টাইম ফ্রেম দেখে ট্রেড এন্ট্রি নিতে হবে । তবে আমার মতে ১ ঘণ্টা এবং ৪ ঘণ্টার টাইম ফ্রেম দেখে ট্রেড করা টাই ভালো ।