স্টপ লস হয়ছে আপনার নির্ধারিত একটি লেভেল,মার্কেট আপনার এন্ট্রি এর বিপরীতি তে গেলে অটোমেটিক আপনার এন্ট্রি ক্লোজ হয়ে যাবে,প্রতেক ট্রেডারদের উচিত এন্ট্রি নেওয়ার সাথে সাথে স্টপ লস ইউজ করা,এটি আপনাদের বড় লা থেকে একাউন্ট সেফ রাখে।
Printable View
স্টপ লস হয়ছে আপনার নির্ধারিত একটি লেভেল,মার্কেট আপনার এন্ট্রি এর বিপরীতি তে গেলে অটোমেটিক আপনার এন্ট্রি ক্লোজ হয়ে যাবে,প্রতেক ট্রেডারদের উচিত এন্ট্রি নেওয়ার সাথে সাথে স্টপ লস ইউজ করা,এটি আপনাদের বড় লা থেকে একাউন্ট সেফ রাখে।
মার্কেটে ট্রেড করার সময় অবশ্যই স্টপ লস ব্যাবহার করা উচিৎ ; তা না হলে আপনার সম্পুন ইনভেস্ট ই লস হতে পারে। কারন সবসময়ই যে মার্কেট আপনার মনের মতো করে চলবে তার কনো মানে নেই। তাই ট্রেড করার সময় অবশ্যয় স্টপ লস এর ব্যাপারে খেয়াল রাখতে হবে এবং স্টপ লস ব্যাবহার করতে হবে ।
ফরেক্স মার্কেটে স্টপ লস হল এমন একটি সিস্টেম যার মাধ্যমে আমরা একটি ট্রেডে লস এর পরিমাণ পূর্ব থেকে নির্ধারণ করে দিতে পারি এবং প্রতিটি ট্রেডে কি পরিমান ঝুঁকি নেব তা নির্ধারণ করতে পারি। ট্রেডে স্টপ লস সেট করলে আমরা লস এর পরিমাণ কে নির্দিষ্ট সীমার মধ্যে সেট করতে পারি এবং মার্কেট যদি সেট করা লেভেল পর্যন্ত পৌঁছায় তাহলে অটোমেটিকালি ট্রেড ক্লোজ হয়ে গিয়ে আমাদেরকে অতিরিক্ত লস এর হাত থেকে রক্ষা করে এবং নিজেদের মূলধনকে নিরাপদ রাখে। তাই আমাদেরকে সব সময় স্টপ লস ব্যবহার করে ট্রেডিং করতে হবে।
ফরেক্স মার্কেটে সবসময় লাভ নাও হতে পারে। কিছু কিছু সময় লস হতেও পারে। আবার অতিরিক্ত লসের কারণে ব্যালেন্স 0 হয়েও যেতে পারে। অ্যাকাউন্ট ব্যালেন্স একবার 0 হয়ে গেলে তা রিকভারি করা খুবই খুবই কষ্টদায়ক। অতিরিক্ত লস এর কারণে ব্যালেন্স যাতে শূন্য না হয় তার জন্যই স্টপ লস। লস হলে আপনি কত লসে আপনার ট্রেড ক্লোজ করতে চান স্টপ লস অপশনে সেই প্রাইসটা সেট করে দিতে হয়। মার্কেট লস হয়ে যখন ওই প্রাইস অতিক্রম করবে তখন আপনার ট্রেড অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে। এত অল্প লস হলেও আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স শূন্য হবে না।
আপনি 5 পিপস অর্জন করতে চান এবং 5 টিরও বেশি পিপস হারাবেন না। তারপরে আপনি 1 পিপস স্টপ লস সেট করতে পারেন এবং 5 পিপিএস লাভ পাবেন। যদি আপনার কম্পিউটারটি বন্ধ থাকে বা কোনও স্পাইক হঠাৎ করে বেড়ে যায় বা দামে হ্রাস পায় তবে স্টপ ক্ষতিটি আপনার বাণিজ্য স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে then আপনি যদি স্টপ লস ব্যবহার না করেন তবে আপনার ক্ষতি আরও বাড়তে পারে।
স্টপ লস হচ্ছে আপনার ট্রেডিং ক্ষমতাকে একটা ক্ষতির হাত থেকে রক্ষার করার একটি পদ্ধতি। অর্থাৎ আপনি যদি ফরেক্স মার্কেটে কোন ট্রেড ওপেন করেন এবং সেটা সময়মত যদি না দেখতে পারেন বা নিউজ টাইমে আপনার ট্রেডিং কৌশল পরিচালনায় সময় দিতে না পারেন আর সে জন্য উক্ত ট্রেডে যদি আপনি অতিরিক্ত ক্ষতি না নিতে চান সে অনুযায়ী একটা লস হওয়ার পর অটোমেটিক লস বন্ধ হওয়ার কৌশলকেই স্টপ লস পদ্ধতি ব্যবহার করা হয়। তবে আমি মনে করি একটা নির্দিষ্ট পরিমাণ ক্ষতির হাত থেকে বাচার সহজতম উপায়ই হচ্ছে স্টপ লস পদ্ধতি। এটা একজন ট্রেডারকে অধিক লোভ থেকে রক্ষা করতে সাহায্য করে থাকে বলে আমার বিশ্বাস।
ফরেক্স মার্কেট এ ট্রেডিং এর জন্য অনেক টুলস থাকে,তার ভিতর সব থেকে গুরুত্বপূর্ণ টুলস হয়ছে স্টপ লস,স্টপ লস হলো এমন একটি সিস্টেম,মার্কেট আপনার ওই লেভেল এ গেলে অটোমেটিক আপনার ট্রেড ক্লোজ করে নিবে,প্রতেক ট্রেডার এর উচিৎ এই স্টপ লস ব্যবহার করা নতুবা তারা বড় লস এর সন্মূখীন হবেন।
স্টপ লস হলোও এমন একটি মাধ্যমে যার মাধ্যমে আপনি আপনার লসে থাকা ট্রেডটি কোন প্রাইসে অফ করে দিতে চান নির্দেশ কর থাকে।স্টপলসের মাধ্যমে আপনি আপনার ট্রেডগুলো লসের হাত থেকে রক্ষা করতে পারেন
ইন্সটাফরেক্স এ আমরা যখন কোন নির্দিষ্ট লগে চ্যাট করি তখন স্টেপ লস অফ লাভ দুটি অপশন থাকে সে ক্ষেত্রে আমরা যদি মনে করি নির্দিষ্ট লাভ নিয়ে তারপরে ট্রেড কেটে দিব বা ক্লোজ করে দিব সেটা নির্দিষ্ট টেক প্রফিট বাই স্টেপ লাভ সেট করতে হবে ।ঠিক তার বিপরীতে যদি দেখা যায় যে আমরা নির্দিষ্ট পরিমাণ যদি হয় তাহলে ওই লস্করে ট্রেড ক্লোজ হয়ে যাবে কারণ বেশি লস গেলে আমার একাউন্টে ঝামেলা হতে পারে তাই স্টেপ লস সেট করে দেয়া হয় বা দেওয়া সম্ভব।
স্টপলস হলো একজন ট্রেডার তার ট্রেড যদি লসে পড়ে যায় তবে সে কত টুকু লস দিতে রাজি থাকে সেটা নিরধারন করা । টাই ট্রেড ওপেন করার সাথে সাথে স্টপ লস সেট করতে হয় এতে যে কোন মুহুরতে বড় ধরনের লস থেকে বেচে যেতে পারে ।