এখানে ছেলে বা মেয়ে বলতে কোন কথা নেই সবাই এখানে ট্রেড করতে পারবে। একজন ছেলে ব্রোকার থেকে যে সুযোগসুবিধা পাবেন একজন মেয়েও ঠিক তাই পাবেন । তবে সবচেয়ে বড় কথা হলো দক্ষতা যে যত কেশী দক্ষ সে তত বেশী এখানে সফল।
Printable View
এখানে ছেলে বা মেয়ে বলতে কোন কথা নেই সবাই এখানে ট্রেড করতে পারবে। একজন ছেলে ব্রোকার থেকে যে সুযোগসুবিধা পাবেন একজন মেয়েও ঠিক তাই পাবেন । তবে সবচেয়ে বড় কথা হলো দক্ষতা যে যত কেশী দক্ষ সে তত বেশী এখানে সফল।
ফরেক্স কোন বিশেষ ব্যাক্তির জন্য সুযোগ সুবিধার সৃষ্টি করে নি। যার দরুন মেয়েরা কোন রকম সুবিধা ভোগ করতে পারবে। ফরেক্স মার্কট এ সবার জন্য সুযোগ সুবিধা সমা্ন। তাই সুযোগ সুবিধার কথা চিন্তা না করে ট্রেড করে যেতে হবে।
আমার মনে হয় না ফরেক্স নারী বা পুরুষ ভেদের কোন জায়গা রাকছে বা ভবিষ্যতে ও রাখবে। ফরেক্স টা সবার জন্যই সমান । এখানে কেও বড় বা কেও ছোট নয়, কেও ধনী বা কেও গরীব নয়, কেও নারী হিসেবে স্পেশাল কিছু পাবে অন্য কেও পাবে না এমন না। আপনার একাউন্টে ১ ডলার থাকলেও আপনি যেমন সুযোগ পাবেন যার একাউন্টে ১০০০ ডলার সে ও ঠিক একি ভাবে সুযোগ পাবে।
প্রিয় সদস্য ফরেক্স আমার মহিলা বিকোম আমার পরিবারের সদস্য এবং আমি ইকোস্পোর্ট পরিবারের একজন সদস্য এবং আমি মনোহরের অভ্যস্ত, আমি কিউনকি পাশ করছি, আমার সময় শেষ এবং আমি সময় এবং সময়কে ফরেক্স জ্ঞান বা অভিজ্ঞতা বিনিময় করতে ব্যবহার করেছি। বাণিজ্যটি লাভ অর্জন করতে চলেছে, সুতরাং আপনি এটি কিনতে পারেন
আমার জানামতে ফরেক্স বাজারে নারীদের তেমন কোনো সুযোগ-সুবিধা নেই। নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রেই সমান অধিকার রয়েছে ফরেক্স বাজারে। বর্তমান সময়ে এই ফরেক্স বাজারে নারী-পুরুষ সবাই কাজ করছে। এবং বর্তমান সময়ে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে ফরেক্স বাজারের..... ধন্যবাদ।
ফরেক্স ট্রেডিংয়ে মেয়েদের সুযোগ সুবিধা কম নয় বরং আমাদের দেশে মেয়েদের কিছুটা সুযোগ সুবিধা কম। তবে এখন অনেকাংশেই তা উন্নত হয়েছে। বর্তমানে ছেলেদের সাথে মেয়েরাও তাল মিলিয়ে কাজ করে চলেছে তবে ফরেক্সে এখনো তেমন মেয়েদের ইনভলব নেই তবে যদি কেউ ভালো সুযোগ পায় তবে তাদেরই করা উচিত ফরেক্সে বিশেষ করে গৃহিনিদের জন্য এটা একটা ভালো সুযোগ বলেই আমি মনে করি।
ফরেএক্স মার্কেটে মেয়েদের জন্য আমি মনে করি অনেক সুবিধা আছে কারন তারা যদি ফরেক্স ট্রেড ঘরে বসে করতে পারে তবে আমি মনে করি সেটা হবে অনেক ভাল আর সেটা করে যদি তারা টাকা পয়স আ ইনকাম করতে পারে তাহলে তাদের বাহিরে যাবার দরকার নেই তাইএটা মেয়েদের জন্য ভাল।
ফরেক্স মার্কেট একটা মেয়ে সেই সব সুবিধা ভোগ করতে পারবে যা একটা ছেলে পারে।। এখানে ছেলে মেয়ে কোন ভেদাভেদ নাই।। যার যার ট্রেড সে করবে, আর যার যা প্রফিট তা উত্তোলন করবে।। মেয়ে হলে যে সবখানে সুবিধা পাওয়া যাবে তা কিন্তু না।।
ছেলে মেয়ে সবাই সমান । আমার জানা মতে মেয়েদের জন্য এরকম্ সুবিধা নাই। এ পেশায় কোন পরিশ্রম নেই । এখানে ছেলে মেয়ে কোন ব্যপার না। আর যদি মেয়েদের সুবিধা দেয়া থাকত তাহলে আমিও আমার পরিচিত কোন মেয়ের দ্বারা একাউন্ট ওপেন করে সে সুবিধা নিতাম।
স্পষ্টতই, ফরেক্স এক্সচেঞ্জিং মার্কেটে এমন কোনও মহিলা নেই। বৈদেশিক মুদ্রার বিজ্ঞাপন যেহেতু একটি বিশ্বব্যাপী ব্যবসা যেখানে কোনও ক্ষমতা বা যৌন বৈশিষ্ট্য নেই। যেহেতু গ্রুপ ক্ষমতা এবং যৌন দৃষ্টিভঙ্গির সমতুল্য বিকল্প নেই। সুতরাং ফরেক্স সকলের জন্য সমতুল্য মুক্ত দরজা সহ একটি ব্যবসা। আপনি এই ব্যবসায়ের প্রতি যত বেশি মেনে চলেন, তত বেশি আপনি শিখবেন এবং আপনার যুবতী হোক বা না হোক নির্বিশেষে আপনার সামনে এগিয়ে যাওয়ার বিকল্প থাকবে।