-
একজন ভালো বা সফল ট্রেডারের গুণগুলো হচ্ছে
১/ মার্কেট এনালাইসিস করা।
২/ টেকনিক্যাল এনালাইসিস করা।
৩/ মানি এবং রিস্ক ম্যানেজমেন্ট করা।
৪/ লোভকে কন্ট্রোল করে রাখা।
৫/ ওভার ট্রেড না করা।
৬/ লস হলে বিচলিত না হয়ে মাথা ঠান্ডা রাখা।
৭/ ধৈর্যের সাথে ট্রেড করা।
৮/ সর্বোপরি প্রতিটা ট্রেড ওপেন করার আগে ট্রেডিং প্ল্যান তৈরি করা।
-
একজন ভালো ট্রেডার বলতে তাকে বোঝানো হয়, যে ফরেক্স মার্কেটের টিকে থেকে লস এড়িয়ে প্রফিট করতে পারে। আর একজন ট্রেডার কে ভালো ট্রেডার এ পরিণত হতে হলে অনেকগুলো গুণের অধিকারী হতে হয়, তা হল
১/অবশ্যই তাকে ফরেক্স সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞ ও দক্ষ হতে হবে,২/ডেমো অ্যাকাউন্টে ট্রেডিং প্র্যাকটিসের অভিজ্ঞতা থাকতে হবে.৩/সঠিকভাবে মার্কেট এনালাইসিস ও মানি ম্যানেজমেন্ট করা জানতে হবে,৪/কোন ট্রেড ওপেন করার পূর্বে সেই কারেন্সি সম্পর্কে কোন নিউজ আছে কিনা সেটা ভালো করে জেনে নিতে হবে, ৫/অতিরিক্ত লাভের আশায় ঝুঁকি নিয়ে ট্রেড করা থেকে বিরত থাকতে হবে, ৬/লাভের পাশাপাশি লসকে ও স্বাভাবিকভাবে মেনে নেয়ার মানসিকতা থাকতে হবে,৭/সবথেকে গুরুত্বপূর্ণ হলো তাকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে.
কোন একজন ট্রেডারের মধ্যে যদি উপরোক্ত গুনাগুনগুলোঃ বিদ্যমান থাকে তাহলে সে অবশ্যই একজন ভালো ট্রেডার এ পরিণত হতে পারবে।
-
ধৈর্য্যশীল হওয়া
পরিশ্রমী
অধ্যবসায় হওয়া
ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান রাখা
ডেমো ট্রেড করা
বেশী বেশী প্র্যাকটিস করা ডেমো
নিজের মেধাকে কাজে লাগিয়ে ট্রেড করা
ওভারট্রেড না করা
কম লোটে ট্রেড করা
নিজের ওপর আত্মবিশ্বাস রাখা
নিজের দক্ষতা বাড়ানো
নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ট্রেড করা
বেশী লোভ না করা
নিদির্ষ্ট সময়ে ট্রেড করা
ট্রেড করার আগে আপডেট নিউজ দেখা
মাকের্ট ভালো এনালাইসিস করে ট্রেড করা
-
একজন ভাল ট্রেডার এর অনেক ধরনের গুণাগুণ রয়েছে। এর মধ্যে কিছু গুণাগুণ খুবই উল্লেখ্য যোগ্য প্রতিদিন মার্কেট এনালাইসিস, ট্রেডিং পদ্ধতি, ডেইলি চার্ট,ধৈর্য্য থাকতে হবে এবং মার্কেট নিউজ ইত্যাদি বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করা। এবং উক্ত বিষয়গুলো উপর ট্রেডিং পদ্ধতি পরিচালনা করে ফরেক্স মার্কেট থেকে প্রফিট অর্জন করা। আর এই সব গুনাবলি যে ট্রেডার গড়ে নিয়ে আসতে পারবেন সেই একজন উত্তম গুনাবলি ট্রেডার হবে।
-
আমার মতে একজন ভালো ট্রেডার হতে হলে তার কিছু গুনাগুণ থাকা প্রয়োজন।নিম্নে সেগুলো দেয়া হল :
(১) ফরেক্স এ্যানালাইসিস করতে হবে ।
(২) ফরেক্স নিউজ ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে ।
(৩) ফরেক্স ধৈর্য্য ধারণ করতে হবে ।
-
একজন ভালো ট্রেডার হতে হলে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। কারন এখানে মার্কেট অভিজ্ঞতা বেশি প্রয়জন। আর যার যত বেশি অভিজ্ঞতা আছে সে ততই বেশি ভালো প্রফিট করতে পারে। আর কোন রুলস এর বাইরে ট্রেড করা যাবে না। এই বিষয় মেনে ভালো ট্রেডার রা ট্রেড নিয়ে থাকেন।
-
একজন ভালো ট্রেডারের বেশ কিছু গুণাবলি থাকা আবশ্যক। নিচেয় আলোচনা করা হল-
১. ফরেক্স মার্কেটে টিকে থাকতে গেলে দক্ষতার কোন বিকল্প নেই। তাই একজন ভালো ট্রেডারের অবশ্যই ফরেক্স এর ওপর দক্ষ হতে হবে।
২. সবসময় ট্রেডিং এর নিয়ম মেনে ট্রেড করতে হবে।
৩. ধৈর্য্যশীল হতে হবে এবং ধীর স্থির বুদ্ধি সম্পন্ন হতে হবে।
৪. কখনো লোভ করা যাবে না।
৫. একজন ভালো ট্রেডার অন্যের দেওয়া সিগনাল ছাড়াই নিজেরা সয়ংক্রিয়ভাবে মার্কেট এনালাইসিস করে ট্রেড করতে সক্ষম।
-
একজন ট্রেডার কে ভালো এবং দক্ষ ট্রেডারে পরিণত হতে হলে অনেকগুলো গুনাগুন অর্জন করার প্রয়োজন বলে আমি মনে করি। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু গুনাগুন হলো,
তাকে অবশ্যই ফরেক্স সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞ ও দক্ষ হতে হবে, ডেমো অ্যাকাউন্টে দীর্ঘদিন প্র্যাকটিস করার দক্ষতা থাকতে হবে, সকল প্রকার এনালাইসিস ও মানি ম্যানেজমেন্ট সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, লাভের পাশাপাশি লসকে মেনে নেয়ার মানসিকতা থাকতে হবে, লোভ ও ইমোশনকে নিয়ন্ত্রণে রেখে ট্রেডিং করতে হবে, ধৈর্য ধারণ করে সঠিক সময় ও সুযোগের অপেক্ষা করতে হবে, ইত্যাদি।
আশা করি যখন একজন ট্রেডার তার ভিতরে এই সকল গুনাগুন গুলো সঠিকভাবে অর্জন করতে পারবে তখন সে একজন দক্ষ ও ভালো ট্রেডার এ পরিণত হবে।
-
এই ফোরাম এবং ট্রেডিং সেশনে যোগদানের জন্য এই ফোরামটি অভিজ্ঞ ব্যবসায়ীদের দ্বারা পরিপূর্ণ এবং এখন আরও একটি ভাল ব্যবসায়ী আপনার আকারে বৃদ্ধি পাচ্ছে, এবং আপনি ভাগ করে নিচ্ছেন এখানে সমস্ত বিবরণ এটিও ভাল এবং এখন প্রতিটি সদস্য যোগাযোগ করুন আপনি সহজেই আমি আশা করি আপনি ভাল এবং ট্রেডিং উপভোগ করবেন। প্রিয় আপনার যদি ট্রেডিং সম্পর্কে ভাল জ্ঞান থাকে তবে আপনি এই প্ল্যাটফর্মে আপনার জ্ঞান এবং অভিজ্ঞতা ভাগ করবেন এবং আমরা আপনার অভিজ্ঞতা থেকে শিখব।
-
একজন সফল ফরেক্স ট্রডার এর অনেক ভালো বৈশিষ্ট্য না থাকলে সে কখনো ভাল ট্রেডার হয়না।তবে আমি নিছে ভাল ট্রেডার হওয়ার সম্ভাব্য কারন গুলো তুলে ধরতেছিঃ-
১। নিজের প্রতি আন্তবিশ্বস রাখা।
২। কঠোর পপরিশ্রম করা।
৩। ভুল থেকে শিক্ষা নিয়ে কাজ করা।
৪। কখনো পিছনে না তাকিয়ে সামনে কি করতে হবে সেই বিষয়টি নিয়ে ভেবে কাজ করা।
৫। সব সময় ভাল ট্রেডার হওয়া যায় কি করে এই বিষয় নিয়ে কাজ কারা।
৬। লাভের প্রতি গুরুত্ব না দিয়ে লসের প্রতি গুরুত্ব দিয়া।
৭। সব সময় এনালাইসিস করা।
আরো কারর যদি কোন পয়েন্ট থাকে প্লিজ জানাবেন আমকে?