-
1 Attachment(s)
আমি ফরেক্স ট্রেডিং এ মাত্র ৩ মাস কাজ করছি. প্রথম প্রথম খুব ভয় লাগতো. একটি ট্রেড ওপেন করলে লস হবে না লাভ হবে মনের মধ্যে সবসময় একটা ভয় কাজ করতো কিন্তু এখন আমি একটি ট্রেড ওপেন করতে একটু ও ভয় পাই না আর আমার প্রত্যেক ট্রেড এ আমি লাভ করতে পারি. কারণ আমি একটি পেয়ার নিয়ে সারাদিন এনালিসিস করি অন্য কোনো পেয়ার এ ট্রেড ওপেন করি না কারণ আমি অন্য কোনো পেয়ার কোম্পর্কে জানি না. তাই আমি বলবো আপনি যে কোনো একটি পেয়ার নিয়া ট্রেড করেন অন্তত ২ মাস দেখবেন ওই পেয়ার এ আপনার ট্রেড করতে আর ভয় লাগবে না আপনি প্রতি ট্রেড এ লাভ করতে পারবেন. বিশ্বাস না হয় আমি আমার এখন রানিং ট্রেড গুলির একটি ছবি আপনাকে দিচ্ছি.[ATTACH=CONFIG]5792[/ATTACH]
-
যখন আমি প্রথম ফরেক্স শুরু করি তখন আমার কাছে খুব বিরক্তি লেগেছিল। কেননা মার্কেট দেখে কিছুেই বুঝতাম না। আসলে সবার ক্ষেত্রে এটা হয়। আর অ্যানালাইসস করা *কিছুই বুঝতাম না। কিভাবে এনালাইসিস করে সেটা্ও আমি বুঝতাম না।
-
ফরেক্স মার্কেট আসলে যারা নতুন আসে তাদের কাছেই স্বাভাবিকভাবেই এই মার্কেটের সমস্ত কলাকৈশল নতুন মনে হওয়াতে একজন নতুন ট্রেডারের কাছে প্রথম অবস্থায় অনেক কঠিন মনে হয় । তাই আমি মনে করি যে ফরেক্স মার্কেটে ট্রেডিং করে লাভবান হতে হলে আমাদের কোনভাবেই *উচিত হবে না হাল ছেড়ে দেওয়া । প্রথম অবস্থায় কঠিন মনে হলেও চর্চা করার সাথে সাথেই আস্তে আস্তে সহজ মনে হবে ।
-
ফরেক্স মার্কেট আমার কাছে অনেক কঠিন মনে হয়,এই মার্কেটে টিকে থাকলে ভাল প্রফিট করা যায়,কিন্তু আমি এখনো ট্রেড ওপেন করতে ভুল করতেছি। বার বার একই ভুল করতেছি । যখনই ট্রেড ওপেন করি তখনই মার্কেট রিভারসাল হয়ে যায় । মাঝে মাঝে আর ট্রেড করতে ইচ্ছে করে না।
-
ফরেক্স মার্কেট যে খুব এখটা সহজ মার্কেট তা নয় । তবে যদি ভাল করে ফরেক্সের কাজ শিখে ফরেক্সে কাজ করা যায় , ফরেক্স সম্পর্কে ভাল জ্ঞান ধারনা থাকে তবে ফরেক্সে ব্যবসা করা খুব একটা খঠিন হবে না । ফরেক্সে যদি কেউ ট্রেড করতে না পারে অর্থাৎ ফরেক্সের ট্রেডিং দক্ষতা ভাল না থাকে তবে ফরেক্সে কাজ করে কোন লাভ হবে না । কারন ফরেক্স মার্কেটে কাক করতে হলে ট্রেড ছাড়া কাজ করা সম্ভব না । তাই ফরেক্সে ট্রেডিং দক্ষতা ভাল করে অর্জন করতে হবে ।
-
ভাই আগে অনেক কঠিণ মনে হতো তবে এখন আর সেই সমস্যাটা হয় না। আসলে কোন একটা কাজে আপনি যখন একনাগারে দীর্ঘদিন ধরে চর্চা করতে থাকবেন, তখন সেটা অভ্যাসে পরিণত হয়ে যাবে, তখন সেটাকে আর ওতটা কঠিন মনে হবে না। সুতরাং বার বার চেষ্টা করার নামই হলো অধ্যবসায়, তাই ফরেক্স মার্কেটে এই চেষ্টাটা আন্তরিকভাবে চালিয়ে যেতে হবে।
-
ফরেক্স মার্কেটকে আপনি কঠিনই বলুন আর সহজই বলুন সম্পূর্ণটাই নির্ভর করবে আপনার দক্ষতা ও অভিজ্ঞতার উপর। যদি আপনি ফরেক্স সম্পর্কে ভাল জ্ঞান অভিজ্ঞতা ও কৌশলগুলো ভাল জানতে পারেন এবং এর ট্রেডিং এ বিভিন্ন ধরনের ইন্ডিকেটর ব্যবহারগুলো যদি ভালভাবে করতে পারেন তাহলে আপনি অবশ্যই ফরেক্স মার্কেটকে সহজ বলে মনে করবেন। আর যদি কোন ধরনের জ্ঞান অভিজ্ঞতা না নিয়ে শুধুমাত্র লাভের আশায় ট্রেডিং কৌশল পরিচালনা করে ভাল মুনাফা উপার্জন করতে চান তাহলে আপনি কখনই সফল হতে পারবেন তখন আপনার কাছে ফরেক্স মার্কেটকে পৃথিবীর সবচেয়ে কঠিন মার্কেট বলে মনে হবে।
-
আমার মনে হয় প্রতিটি ট্রেডার এর ক্ষেত্রে নতুন নতুন ফরেক্স অনেক কঠিন মনে হবে যখন আপনে ফরেক্স বিজনেসের প্রতি অনেক সময় ব্যয় করবেন এবং ডেমোতে অনেক বেশি প্রাকটিস করবেন তখন দেখবেন ফরেক্স বিজনেস আপনার কাছে ও অনেক সহজ মনে হবে তাই আগে ফরেক্স ভালভাবে শিখুন তারপর রিয়েল ট্রেড করুন।আশা করি আপনে মার্কেট টিকে থাকতে পারবেন।
-
আসলে বিষয়টাকে দুইটা দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা যায় । আর একটা হল অভিজ্ঞদের দৃষ্টি কোন থেকে আরেকটা হল নতুনদের দৃষ্টি কোন থেকে । ফরেক্স মার্কেটে আমরা যারা নতুন তাদের কাছে ফরেক্স অনেক বেশি কঠিন । কিন্ত যারা অনেক দিনের অভিজ্ঞ তাদের কাছে ফরেক্স অনেক বেশি সহজ । আসলে যে কোন কাজ যার থেকে সুবিধা পাওয়া যাবে সে সমস্ত কাজ শুরুতেই বেশ কঠিন লাগে ।
-
আমি বলবো ফরেক্স মার্কেটে যখন আমি প্রথম কাজ করা শুরু করি তখন ফরেক্স মার্কেট আমার কাছে অনেক কঠিন মনে হয়েছিল। এরপরে যখন আস্তে আস্তে ফরেক্স মার্কেট সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম তখন আর ফরেক্স মার্কেট আমার কঠিন মনে হয়নি। যারা ফরেক্স মার্কেট সম্পর্কে না জেনে শুনে কাজ করে তাদের কাছে ফরেক্স মার্কেট কঠিন লাগবে এটাই স্বাভাবিক।