ফরেক্স এ আমার এই ইনস্টা ফরেক্স থেকেই আমার লাইফ এ ট্রেড শুরু। আমি ২০১৮ সালে ইনস্টা ফরেক্স এ জয়েন করি। এবং ইনস্টা ফরেক্স এর সকল কার্যক্রমি শিখা শুরু করি। তারপর ২০২০ সাল থেকে আমি ফরেক্স এর রিয়েল ট্রেড করা শুরু করি। বর্তমান এ আমি দেখছি যে অনেক ব্রোকার ই বের হয়েছে। যেমন, XM Forex, IQ Option, Expert Option, Binany, etora ইত্যাদি ফরেক্স এসেছে। তবে আমার কাছে সবথেকে ভাল লাগে এই ইনস্টা ফরেক্স। ধন্যবাদ।