-
ফরেক্স ২৪ ঘন্টা খোলা থাকার কারণে বিশ্বের অনেক মানুষ একে পার্ট টাইম পেশা হিসেবে নিয়েছে ফরেক্স মার্কেটে ২৪ ঘন্টা খোলা থাকা মানেই যে আমাদেরকে ২৪ ঘন্টা মার্কেটে বসে থাকতে হবে তা কিন্ত নয় বরং আমরা আমাদের সময় এবং সুবিধা অনুসারেই একটা নিদ্দিষ্ট সময়ে মার্কেটে বসতে পারি অামি সারাদিন অন্যকাজে ব্যস্ত থাকায় রাতে মার্কেটে বসি এবং একটা নিদ্দিষ্ট টাইম অণুসরন করি বর্তমানে মোবাইলের মাধ্যমে ট্রেড যেকোন স্থান হতে নিয়ন্ত্রন করা যায়
-
ফরেক্স মার্কেটে সর্বদা গতিশীল অবস্থা বিরাজমান থাকে। কিন্তু তাই বলে সবসময়ই মার্কেটের গতি সমান থাকে না। কোনো কোনো সময় মার্কেটের গতি অত্যাধিক বেশি থাকে। যারা পার্ট টাইম ফরেক্স ট্রেডার তারা অনেকেই বেশি মুভমেন্ট মার্কেটে ট্রেড করতে পছন্দ করে। এজন্য বাংলাদেশ সময় দুপুর ২ টা - রাত ৯ টা পর্যন্ত ভালো সময় বলে বিবেচিত হতে পারে বলে আমি মনে করি।
-
সন্ধ্যায় মার্কেটের মোভমেন্ট খুবই ভাল থাকে। অনেক সময় ট্রেডাররা এ সময় প্রচুর লস করে থাকে। তাই ভালভাবে এ সময় মার্কেট বুঝে ট্রেড দিতে হয়। এ সময় ভাল ট্রেডাররা প্রচুর লাভ করে থাকেন। আবার অনেকে ট্রেড থেকে বিরত থাকেন। আমাদেরকে ভেবে চিন্তে কাজ করতে হবে।
-
ফরেক্স মার্কেটে সবসময়ই টুকটাক মুভমেন্ট থাকে। তাই যেকোনো সময়ই ট্রেড করা যায়। তবে হ্যা সন্ধ্যার দিকে মার্কেটের মুভমেন্ট তুলনামূলক বেশি থাকে। এটা ট্রেড ধরার জন্য পারফেক্ট সময় বলা যায়। তবে আমি মনে করি দিনের যেকোনো টাইমেই সুযোগ ধরে নেয়া উচিত। এক সময় লস করলে অন্য সময় ট্রেড নিয়ে মেক আপ করে নেয়া উচিত বলে মনে করি।
-
ফরেক্স মার্কেট এর ব্যাবসা সপ্তাহে ৭ দিনের মধ্যে ৫ দিন ২৪ ঘন্টা খুলা থাকে তাই আমি মনেকরি এই সময়ে আমরা ফরেক্স ট্রেডিং করে থাকি আমি ফরেক্স ট্রেডিং করি আমাদের বাংলাদেশ সময় অনুসারে সন্ধ্যা ৬ ঘটিকা হইতে রাত ১১ ঘটিকা পর্যন্ত এই সময়ে ফরেক্স মার্কেট এ বেশি ট্রেডার ট্রেড করে।
-
আমি আপনার সাথে একমত কারন মার্কেট সবচেয়ে বেশি আপডাউন করে সন্ধা সেই সময় মার্কেটের সব নিউজ রিলিজ হয়ে যায় তাই নিউজের প্রভাবে মার্কেটে আপডাউন বেড়ে যায়। আর মার্কেটে আমাদের পক্ষে সারাদিন সময় দেওয়া সম্বভ হয়না। বিশেষ করে ফরেক্স করার পাশাপাশি চাকরি করতে হয়।
-
ফরেক্সমার্কেট সপ্তাহের পাচ দিনের মধ্য ২৪ ঘন্টাই খোলা থাকে। তাই আমার যা ধারনা একজন ট্রেডার ফরেক্স মার্কেটে সে এই ২৪ ঘন্টার মধ্য যেকোন সময় ট্রেড করতে পারবে। আর যদি কেউ মনে করে যে আমি কোন নির্দিষ্টপরিমাণ সময়ে ট্রেড করব সেটাও করা যায়। সন্ধ্যা সময় আসলেই ট্রেড করার ভাল সময়।
-
শুধু ফরেক্স ট্রেডিং কোন সময়টাতে করলে ভাল হবে এই বিষয়ই না বরং অন্যান সকল বিষয় আগে থেকেই ঠিক থাকতে হবে । কোন পরিস্থিতিতে কি করতে হবে । কোন পরিস্থিতে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে । মানি ম্যানেজমেন্ট কি হবে । কখন ট্রেডে এন্ট্রি নিতে হবে । কখন ট্রেড থেকে বের হতে হবে ইত্যাদি সকল বিষয় সম্পর্কে একটি পরিপূর্ণ দিক নির্দেশনা থাকা প্রযোজন বলে আমি মনে করি ।
-
ফরেক্স বিজনেস সম্পূর্ণভাবেই স্বাধীন ও মুক্ত একটি বিজনেস। ঘরে বসেই নিজের সুবিধামতন সময়ে ট্রেডিং করা যায় বলে ফরেক্স বিজনেসের প্রতি দিন দিন আগ্রহীদের সংখ্যা বাড়ছে। দিনের ২৪ ঘণ্টা এই মার্কেটে ট্রেডিং করা যায়। তাই নিজের সুবিধামতন সময় বের করে নিয়ে এই মার্কেটে ট্রেডিং করা যায়।
-
চব্বিশ ঘন্টা করা যায় বলে যে চব্বিশ ঘন্টাই ফরেক্স নিয়ে বসে থাকতে হবে এমন কোন কথা নেই । আসলে ফরেক্স মার্কেট হল এমন একটা মার্কেট প্লেস যেখানে আমরা দিনে রাতে যে কোন সময় যে কোন অবস্থাতেই ট্রেড করতে পারি । আর এখন মোবাইলের মাধ্যমে ট্রেড করতে পারা যায় বলে যে কোন অবস্থাতেই ট্রেড চেক করা যায় মোবাইলে খুব স্বল্প ডাটা ব্যবহার করেই । তবে আমাদের বেশিরভাগ ট্রেডারই ফরেক্সকে পার্ট টাইম পেশা হিসেবে নিয়েছে । যার কারণে নিদ্দিষ্ট একটা সময়ে আমাদেরকে ট্রেড করতে হয় । বেশিরভাগ রাতের সময় ।