আমিও মনে করি ব্যাংকে ডিপোজিট নাকরে ফরেক্স মার্কেটে ডিপোজিট করে কয়েকগুণ লাভ করা সম্বভ। অবশ্যই ফরেক্স সম্পর্কে ভাল করে জেনে ট্রেড করতে হবে। অভিজ্ঞতার বিকল্প নেই। না জানলে ব্যাংকে রাখাই ভাল।
Printable View
আমিও মনে করি ব্যাংকে ডিপোজিট নাকরে ফরেক্স মার্কেটে ডিপোজিট করে কয়েকগুণ লাভ করা সম্বভ। অবশ্যই ফরেক্স সম্পর্কে ভাল করে জেনে ট্রেড করতে হবে। অভিজ্ঞতার বিকল্প নেই। না জানলে ব্যাংকে রাখাই ভাল।
ব্যাংকে ডিপোজিট করার থেকে ফরেক্রে ডিপোজিট নিশন্দেহে বেশী কারন যদি কেউ ভালো ট্রেড জানেন তাহলে *সে কয়েএ সপ্তহের মদ্ধে সে ব্যাংকে তুলনায় অনেক গুন বেশী লাভবান হতে পারবেন। তাই আমার মত এই যে ব্যাংকে ডিপোজিট করার থেকে ফরেক্রে ডিপোজিট করে কয়েক ডবল লাভ করা যায়।
ব্যাংক ডিপোজিট করার থেকে ফরেক্স এ ডিপোজিট করা ভাল । তবে যারা ফরেক্স সম্পর্কে জানে না তারা তাদের টাকা ব্যাংকই রাখবে। এখানে খুব অল্প সময়ে বেসি প্রফিত করা যাই ।আর যদি ভাল ট্রেডেরা হওয়া জাই তাহলেত কথি নাই । ফরেক্স মার্কেটে ডিপোজিট করে একটু পরিশ্রম করে একটু ধৈর্য ধরলে অনেক বেশি লাভ করা সম্ভব বলে আমি মনেকরি।।তই বাংক ডিপোজিট না করে ফরেক্স এ ডিপোজিট করা ভাল।
এই টপিকটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। আমরা বেশিরভাগই মুসলিম। আমাদের জন্য আল্লাহ সুদকে হারাম আর ব্যবসাকে হালাল করেছেন। ব্যাংকে টাকা রাখার কারন লাভ বা সুদ পাওয়া। ফরেক্স ইসলামি শরীয়াহ মতে হালাল ব্যবসা। তাহলে কেন আমি মুসলমান হয়ে ব্যাংকে টাকা রেখে পাপের ভাগি হব, যেখানে ফরেক্সে ট্রেডের মাধ্যমে আমি ওই পরিমানের চেয়েও বেশ পরিমানে আয় করতে পারব।
কথাটা আসলেও সত্য । যার টাকা আছে সে যদি ফরেক্স ব্যবসাটি ভালোভাবে শিখে তার টাকাগুলো ডিপোজিট করে অবশ্যই বাংকের চাইতে লাভের হারটা একটু বেশীই হবে । সুতরাং আমি বলব আপনারা সকলে ফরেক্স ব্যবসাটি ভালোভাবে শিখুন তাহলেই সব ডিপোজিটের চাইতে ফরেক্স মার্কেট থেকে আয় বেশী হবে ।
হ্যাঁ ফরেক্সের মাধ্যমে এটা অবশ্যই সম্ভব তবে যদি উপযুক্ত ও যথার্থ দক্ষতা ফরেক্সের উপর না থাকে তবে হীতে বিপরীত হতে পারে ফরেক্স সম্পূর্ণভাবে দক্ষতা ও অভিজ্ঞতা নির্ভর একটা ব্যবসায় মূলধন এখানে যেমন গুরুত্বপূর্ণ আমার মনে হয় তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল দক্ষতা কারণ মূলধনকে সঠিকভাবে চালিত করার একমাত্র মাধ্যম হল দক্ষতা যারা ফরেক্স নিয়ে প্রচুর সাধনা করে তারা ফরেক্স মার্কেটের অনেক বেশি দিন টিকে থাকে এবং বেশি বেশি প্রফিট করে
ব্যাংকে ডিপোজিট করার চাইতে ফরেক্সে ডিপোজিট করে কয়েকগুন বেশী লাভ করা সম্ভব।আপনি যদি ভালো ট্রেড জানেন তাহলে মাত্র কয়েক দিনেই আপনার অ্যাকাউন্ট ডাবল করতে পারবেন।যেটা ব্যাংকে করতে আপনার কয়েক বছর লেগে যাবে।
এটা আপনি ঠিকই বলেছেন। কারন ফরেক্স মার্কেটে ডিপোজিট করলে ব্যংক ডিপোজিটর চাইতে বেশি প্রফিট অর্জন করা সম্ভব। আবার ব্যংকে ডিপোজিট করে সুদ নেওয়া হলে সেটা মুসলিমদের জন্য হারাম বিবেচিত হবে। কিন্তু ফরেক্স ডিপোজিট করলে হারাম নাও হতে পারে। সর্বোপরি আমি মনে করি ব্যংকে ডিপোজিট করার চাইতে ফরেক্সে ডিপোজিট করাই ভাল।
ব্যাংকে শুধু লেন দেন হয়। আর ব্যাংকের আয়ের মাধ্যম হচ্ছে সুদ। এই সুদ খেতে কারও ভাল লাগলেও অনেক সময় মান সম্মানে লাগে বিধায় হাদিসের দোহাই দিয়ে এর নাম দিয়েছেন মুনাফা। আসলে এর একটি হচ্ছে লাউ আর অপরটি হচ্ছে কদু। দুটোর ই স্বাদ কিন্তু একই। ফরেক্সে আমরা মুদ্রা কেনা বেচা করে লাভ - লোকসান গুণতে পারি। এটা 100% হালাল ও অধিক লাভের সম্ভাবনাময় একটি ব্যবসা।
এখানে অনেক ব্যপার আছে। আপনি যদি ব্যাংকে টাকা রাখেন তবে সেটা সুরক্ষিত থাকবে। ব্যাংকে টাকা দ্বিগুন হয় সুদেরত মাধ্যমে। কিন্তু ফরেক্সে আপনি ট্রেডের মাধ্যমেই টাকা দ্বিগুন করতে পারবেন। এরপরেও কিছু ব্যপার থাকে। যেমন ফরেক্সে টাকা রাখা তো ঝুকিপূর্ন। যেকোনো সময় একাউন্ট জিরো হয়ে যেতে পারে। তবে আপনি যদি দক্ষ ট্রেডার হয়ে থাকেন সেটা আলাদা ব্যপার