ফরেক্স এ সফলতা অর্জন করতে হলে আপনাকে অবশ্যই মানি ম্যানেজম্যান্ট করতে শিখতে হবে । আপনি যদি 3 ট্রেড এ 50 পিপস করে 15$ লাভ করেন, আর একটি ট্রেড এ 50পিপস এ 50 $ লস করেন তাহলে আপনার ফরেক্স এ সফলতা অর্জন সম্ভব নয়। আপনাকে একই ধারাবাহিকতায় ট্রেড করতে হবে।
Printable View
ফরেক্স এ সফলতা অর্জন করতে হলে আপনাকে অবশ্যই মানি ম্যানেজম্যান্ট করতে শিখতে হবে । আপনি যদি 3 ট্রেড এ 50 পিপস করে 15$ লাভ করেন, আর একটি ট্রেড এ 50পিপস এ 50 $ লস করেন তাহলে আপনার ফরেক্স এ সফলতা অর্জন সম্ভব নয়। আপনাকে একই ধারাবাহিকতায় ট্রেড করতে হবে।
ফরেক্স মার্কেটে মানি ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় । মানি ম্যানেমেন্টকে অনেকটাই ফরেক্স মার্কেটের প্রান ও বলা যায় । আপনি মার্কেটে নিউজ দেখলেন, মার্কেটে এ্যানালাইস করলেন কিন্ত মার্কেটে আপনি ঠিকমত মানি ম্যানেজমেন্ট করলেন না তাহলে আপনি ধরে নিতে পারেন যে আপনি *আপনি আপনার ব্যালেস্ম অল্প কিছুদিনের মধ্যে জিরো করে ফেলবেন । ধন্যবাদ ।
মানি ম্যানেজমেন্ট ঠিক রাখা। মানি ম্যানেজমেন্ট ঠিক রেখে ট্রেড করলে আপনি ভাল করতে পারবেন। লসের প্রধান কারন হচ্ছে মানি ম্যানেজমেন্ট না করা। মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করলে সহজে ফরেক্স মার্কেটে টিকে থাকা যায় এবং প্রফিটের সম্ভাবনা বেড়ে যায়।
মানি ম্যানেজমেন্ট হলো ফরেক্স ট্রেডিংয়ের প্রাণ। সঠিক মানি ম্যানেজমেন্ট পারে সফলতার পথে অনেক দূর এগিয়ে নিতে। প্রতি মাসে আপনার মূলধনের উপার সর্বোচ্চ ১০%-১৫% প্রফিট করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করুন। তাতে বছর শেষে আপনার প্রফিট দাঁড়ায় মূলধনের ১২০%-১৮০%। আমি মনে করি এটা একজন ট্রেডারের জন্য পর্যাপ্ত প্রফিট। অন্য কোন ব্যবসায় এতটা প্রফিট করা সম্ভব নয়। আমরা অনেকেই অতিরিক্ত রিস্ক নিয়ে মূলধনের ওপর প্রতিদিনই 5 থেকে 10% রিস্ক নিয়ে ট্রেড করি। কিন্তু যেটা একেবারেই কাম্য নয়। যে লক্ষ্যমাত্রা এক মাসের জন্য নির্ধারণ করা উচিত সেটা আমরা একদিনের জন্য নির্ধারণ করে ফেলি। রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন থেকে এমনটা হয়ে থাকে। আর এর ফলাফল দাঁড়ায়, খুব তাড়াতাড়ি ব্যালেন্স জিরো হয়। তাই আমাদের অবশ্যই মানি ম্যানেজমেন্ট তথা মূলধন রক্ষা করে ট্রেডিং পরিকল্পনা সাজানো উচিত। ফরেক্সে যে যতো বেশি পরিকল্পিত মানি ম্যানেজমেন্ট করতে পারবে সে ততো বেশি সফল।
যে কোন ব্যবসায় মানি ম্যানেজমেন্ট হলো সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় মানি ম্যানেজমেন্ট ছাড়া কোন ব্যবসায় টিকে থাকতে পারে না ।মানি মেনেজমেন্ট গুরুত্বপূর্ণ বিষয়৷সঠিক ভাবে মানি মেনেজমেন্ট ফলো করে ট্রেড না করতে পারলে আপনার পুজিঁ দ্রুত শুন্য হয়ে যাবে৷লোভে পড়ে বেশি লাভের আশায় বড় বড় লটে কখোনোই ট্রেড করবেন না৷আর আপনার একাউন্টের লিভারেজ সর্বোচ্চ 1:50 রাখতে পারেন৷তাহলে অনেক দিন ট্রেডে টিকে থাকতে পারবেন৷
ফরেক্স ট্রেডিং এ মানি ম্যানেজমেন্টে একটি অপরিহায বিষয় ।ফরেক্স এ টিকে থাকার জন্য মানি ম্যানেজমেন্ট জরুরি । মানি ম্যানেজমেন্ট করার কারন হলো আপনার ট্রেড এ যদি লস ও হয় তার পরে যেন আপনি অপর ট্রেড করার মতো ডলার আপনার একাউন্ট এ থাকে । এই কাজের জন্য ফরেক্স এ স্টপ লসও ব্যবহার করা হয় । এতে করে আপনি আপনার একাউন্ট এ থাকা ডলার দিয়ে ট্রেড করে আপনার আগের করা লসটি পূষিয়ে নিতে পারেন । এভাবে মানি ম্যানেজমেন্ট আমাদের ফরেক্স এ টিকে থাকার জন্য সহায়তা করে ।
মানি ম্যানেজমেন্ট মূলত: ট্রেডিং মুলধনকে সঠিক ব্যবস্থাপনায় পরিচালিত করবে। ট্রেডের রিস্ক ফ্রী লাভ এবং লস রেশিও তৈরী করে দিবে। মার্কেটে লং লাইভ হওয়ার মত স্টাবিলিটিতে সাহায্য করবে। ফরেক্সে সঠিক মানি ম্যানেজমেন্ট করতে না পারলে ব্যাপক লসের সম্মুখীন হতে হয়। সঠিক মানি ম্যানেজমেন্ট না করার কারণে বিরাট লস করে ফেলি। তারপরও ডেমোতে একটি পদ্ধতি আমি আবিস্কার করেছি তা আপনাদের সাথে শেয়ার করছি। মানিমেনেজম্যান্ট কিছু মানতে হবে না। শুধু একটি কাজ করতে হবে, সেটা হলো “লিভারেজ”। লিভারেজ কমিয়ে ১:১০ সেট করুন। আপনাকে আর কিছুই করতে হবে না।
যারা ফরেক্স মার্কেট এ মানি মেনেজমেট মেনে ট্রেড করবে না তারা ফরেক্স মার্কেট এ বেশিদিন টিকে থাকতে পারবে না কারন আপনি নিয়মিত লাভ করলেও আপনি একবার না একবার লস করলে আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে জাইতে পারে তাই আমার মতে ফরেক্স মার্কেট এ মানি মেনেজমেট করে ট্রেড করুন আর নিয়মিত ফরেক্স মার্কেট এ লাভ করুন রিস্ক ছাড়া
আপনি খুবই মূল্যবান একটা কথা বলেছেন কারণ ফরেক্স মার্কেটে টিকে থেকে ব্যবসা করতে চাইলে মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেডিং করাটা খুবই জরুরী। কেননা কেউ যদি মানি ম্যানেজমেন্ট এর বাইরে গিয়ে ট্রেড ওপেন করে তাহলে সে কখনোই করতে পারবে না বরং অতিরিক্ত লস করার মাধ্যমে যেকোনো মুহূর্তে ব্যালেন্স জিরো হয়ে যেতে পারে। আর এই কথাটার বাস্তব প্রমান আমি নিজেই কারন আমি অতীতে বেশ কয়েকবার মানি ম্যানেজমেন্ট এর বাইরে গিয়ে ট্রেড করেছি প্রথমত কয়একবার প্রফিট করতে পারলেও পরবর্তীতে অতিরিক্ত লসকরার মাধ্যমে ব্যালেন্স জিরো করে ফেলেছি এবং এই কথাটা অক্ষরে অক্ষরে মানতে বাধ্য হয়েছি।ফরেক্স এ টিকে থাকার সব থেকে বড় উপায় হল যে আপনার মানি ম্যানেজমেন্ট টিকিয়ে রাখা। আপনি যদি মানি ম্যাজেনমেন্ট ঠিক রেখে ফরেক্স করেন তাহলে আপনি ফরেক্স এ টিকে থাকতে পারবেন এবং আপনি আয় ও করতে পারবেন নিস্বাধীন ভাবে। তাই আমার মতে ফরেক্স এ মার্কেট এ মানি ম্যানেজমেন্ট ঠিক রেখে ট্রেড করা উচিত।
মানি ম্যানেজমেন্ট একটি গুরুত্বপূর্ণ বিষয়। সবাইকে অবশ্যই মানি ম্যানেজমেন্টের দিকে লক্ষ্য রাখতে হবে ট্রেড করা জন্য যেমন একজন ট্রেডারের যতটুকু ট্রেড করা যেতে পারে তার বিনিয়োগের উপর নির্ভর করে সে যদি তার থেকে তবে সে ঝুকিপূর্ণ অবস্থা ফেলে দিতে পারে তার সম্পূর্ণ বিনিয়োগকে। আমার মতে স্বল্প মাত্রায় ট্রেড করা আর খুব সহজ এবং বোধগম্য একটি প্লানের মাধ্যমে ট্রেড করাটাই হচ্ছে একজন সফল ট্রেডারের গুন। যে অকারণে তার বিনিয়োগকে ঝুকিতে ফেলেনা সেই বোঝে মানি ম্যানেজমেন্ট আমার মতে।