-
অবশ্যই ছাত্র-ছাত্রীদের ফরেক্স করা উচিত । কেননা বর্তমান যুগ হল ডিজিটালাইজড যুগ । এ যুগে কেউ পিছিয়ে নেই সবাই নিজের মত করেই কিছু করে এগিয়ে যাওয়ার চেস্টা করছে । আমাদের দেশে ছাত্রছাত্রীরা হয়তা বা ছাত্রজীবনে এসব কিছু করেনা । কিন্ত ইউরোপ আমেরিকার সব ছেলে মেয়েরা এসব করেই নিজেদের পড়ার ও ব্যাক্তিগত খরচ যোগায় ।
-
আমার মতে ফরেক্স ছাত্র-ছাত্রীদের করা উচিত। কারন আমাদের দেশে অনেক ছাত্র-ছাত্রী আছে যা তাদের লেখোপরা খরচ চালাতে পারে না। এমনকি কিছু কিছু ছাত্র-ছাত্রী আছে পরালেখা শেষ করে কোন চাকরি পাচ্ছেনা এবং কোন কাজ ও করতে পারছে না। তাই আমার মতে তারা যদি এই ফরেক্স করে থাকে তাহলে তাদের পরালেখা খরচ, কিছু আয় ও করতে পারবে। মোট কথা পরালেখা করার পাশাপাশি এই ফরেক্স করতে পারে।
-
আমার মতে ছাত্র-ছাত্রীদের ফরেক্স করা উচিত। কারন আমাদের দেশে অনেক ছাত্র-ছাত্রী বেকার পরে আছে। তারা যদি এ ফরেক্স এ কাজে লেগে থাকলে পরালেখা করার পাশাপাশি তারা অনেক টা আয় করতে পারবে। এতে দেশের অনেক টা বেকারত্ত হ্রাস পাবে।
-
ফরেক্স ব্যবসা ছাত্র ছাত্রী না সবাই করতে পারে যদি তার কাছে কম্পিউটার ও ইনটারনেট থাকে এবং অনলাইন এর কাজ জানা থাকে।তবে ফরেক্স ব্যবসা করতে হলে৪ আপনাকে মার্কেট সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করতে হবে নয়ত আপনি কোন ট্রেড ওপেন করে লস খাবেন।
-
ফরেক্স ছাত্র-ছাত্রীদের জন্য অনেকটা ভাল। কারন আমাদের দেশে এমন অনেক ছাত্র-ছাত্রী আছে তারা টাকার জন্য পরালেখা করতে পারছে না এমনকি পরালেখা বন্ধ হয়ে পরছে এই টাকা অভাবের কারনে। তাই আমার মতে এই ছাত্র-ছাত্রীদের জন্য ফরেক্স করলে তাদের এই পরালেখা চালানোটা হবে এবং এই ফরেক্স থেকে ভবিষ্যতে ভাল একটা কিছু আশা করতে পাবরে এবং উপহার দিতে পারবে।
-
আমি মনে করি ফরেক্স মার্কেটের ব্যাবসা ছাত্র বা ছাত্রী দের করা ঠিক না করন এই ব্যাবসা করতে গেলে এর পিছনে অনেক সময় ব্যয় করতে হবে,তার জন্য পড়ালেখার অনেক ক্ষতি হবে তাই আমি বলি না করাই ভাল।যদি কেউ ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে আগ্রহি হয় সেই ছাত্র বা ছাত্রী ফরেক্স করতে পারে।
-
আমরা সবাই জানি যে, পরাশুনা সকলেরই প্রয়োজন। এই পরাশুনা আমাদের এক জীবনের আলোর পথ করে দেয়। ছাএ-ছাএীর জন্য এই ফরেক্স এ কাজ করা টা ভাল । কারন এ ফরেক্স এ কাজ করলে আনেক বেকার ছাএ-ছাএী এই ফরেক্স এ আয় করতে পারবে এবং দেশের বেকারত্ত কমে যাবে। তবে হ্যা, সব শ্রেনীর ছাএ-ছাএীদের জন্য নয়, যারা উচ্চ মাধ্যমিক তাদের জন্য শ্রেয়। আর নিন্ম মাধ্যমিক এর জন্য না করাই ভাল।
-
ছাত্র ছাত্রীদের জন্য ফরেক্স ব্যবসা করা উপর্যুক্ত । কারণ তারা যদি রিয়েল ট্রেড না করে ডেমো মাধ্যমে মার্কেট এ্যানালাইসিস করে নিতে থাকে তাহলে আর সমস্যায় পড়তে হয় না । অামরা যদি ছাত্র জীবনে এটাকে নেশায় পরিণত করে মনেকরি তাহলে অাবার পড়াশুনা করতে সমস্যা হবে । তবে ছাত্র জীবনে ফরেক্স মার্কেট এ্যানালাইসিস করার একটা উত্তম সময় হিসেবে অামি মনেকরি ।
-
ছাত্র-ছাত্রীদের জন্য ফরেক্স করা উচিৎ । কারন ফরেক্স এমন একটা কাজ যেখানে যেকেউ যেকোন সময়ে কাজ করতে পারে । তবে ফরেক্স ব্যবসা করতে হলে অনেক পড়া শুনা করা লাগে। আমি মনে করি সকল ছাত্র-ছাত্রীরা ফরেক্স বিষয়ে পড়া শুনা করতে পারে ।
-
আমার মতে ছাত্র - ছাত্রীদের ফরেক্স ট্রেড করা উচিত । কারন ফরেক্স এমন একটি ট্রেড যাতে অভিজ্ঞতা ও দক্ষকা খু্বই দরকারী । ছাত্র-ছাত্রীদের এই বয়সে শেখার যথেষ্ট ইচ্ছা থাকে । ফলে আগ্রহ দিয়ে সহজেই ফরেক্স শিখতে পারে এবং ফরেক্স শিখতে যে অধ্যাবসায় প্রয়োজন তা ছাত্র- ছাত্রীদের থাকে । তাছাড়া ঘরে বসে ফরেক্স করে যে আয় হবে তা দিয়ে লেখা পড়ার খরচ চালাতে পারে ।