-
নালাইসিস আছে সে গুলকে কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। b ভালকরে জানতে হবে । আর আপনি আবেগহীন কখনো হতে পারবেন না । কারন আবেগহীন হলে আপনার সব পরিকল্পনা বিলীন হয়ে
-
যাবে না । আমরা যখন কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। মানুষ তখন আবেগ তো কিছু না কিছু থাকবেই কারো কম কারোও বেশি । আমাদেরকে চেষ্টা করতে হবে যতটা সম্ভব আবেগ সামলে ট্রেড করা । আর আমরা যদি এটা না করতে পারি তাহলে আমদের ফরেক্সে লস করার ঝুকি অনেকাংশে বেড়ে যায় । তবে আমরা যদি আবেগহীন ভাবে ট্রেড করি তাহলেই যে কেবল সফল হওয়া যাবে তা কিন্তু নয় । সফল হতে হলে মানি ম্যানেজমেন্ট মেনে দ
-
আবার কোনটাতে লস করলে হঠাৎ করে কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। বন্ধ করে দিই। আর অনেক সময় ট্রেড অপেন করলেও ক্লোজ করতে ইচ্ছা করে না। তাই যারা নতুন তাদের বলব, আগে ডেমো ট্রেড পর্যাপ্ত পরিমানে করুন তারপর রিয়েল ট্রেডে আসুন। উল্টো
-
আমরা ট্রেড করলে ব্রোকার কি লাহবান হয়। কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। এই সম্পর্কে আমার জানা নেই কেই জানলে আমাদেরকে সাথে শেয়ার করুন আমরাও জানতে পারব।
-
আমি বলবো ফরেক্স ট্রেডিং করার জন্য সবসময়ই ভাল আপনি যদি অভিজ্ঞ ট্রেডার হন তবে মার্কেটে যখন মুভমেন্ট বেশি থাকে তখন ট্রেড করলে লাভ পাওয়া যায় । স্বাভাবিক ভাবে সকালে এবং সন্ধার পরে মার্কেটের মুভমেন্ট ভাল থাকে । আপনারা চাইলে এই সময়ে ট্রেড করতে পারেন আশা করি লাভ হবে ।
-
ফরেক্স এ কাজ করার জন্য কোন সময় নেই। তবে সপ্তাহে সোম থেকে শুক্র এই ৫ দিন আপনি ট্রেড করতে পারেন। ৫ দিন ২৪ ঘন্টার যেকোন সময়ে ট্রেড করে টাকা আয় করতে পারেন।
-
ফরেক্স মার্কেট সব সময় খোলা থাকে । তাইই যেকোন সময় মার্কেট এনালাইসিস করে যদি মনে হয় ট্রেড করা যাবে তাহলে ট্রেড করা ভাল । ফরেক্সে ছোট ছোট লটে ট্রেড করতে থাকলে প্রফিট ভাল পাওয়া যায় । ফরেক্সে ট্রেড করার মাধ্যমে লাভ লস হয় । তাই ট্রেড করার আগে ফরেক্স মার্কেট ভাল করে এনালাইসিস করে তারপর ট্রেড করা ভাল , এতে ট্রেড করে ভাল প্রফিট করা যায় আর লসের সম্ভাবনাও কম থাকে ।
-
আসলে আপনি সপ্তাহে ৫ দিনের যে কোন দিনেই যে কোন মূহুর্তেই ট্রেডিং করতে পারেন। কিন্তু প্রতিটা জীবেরি বিশ্রামের প্রয়োজন তাই বাইয়ার আর সেলার গন কখোনোই একটানা কেনা বেচা করতে পারে না। তাই আপনাকেও আপনার ট্রেন্ড অনুযাই বাই অথবা সেল কে অনুসরন করা উচিৎ সুতরাং আপনাকে নির্ধারিত টাইম সিলেক্ট কোরে নিতে হবে।
-
অবশ্যই ট্রেডিং করার জন্য নির্দিষ্ট কোন সময় আছে কিন্তু আমাদের বুঝতে হবে সেই সময়টা সর্ম্পকে । আমরা বুঝে শুনে এই মার্কেটে ট্রেড করব তাহলেই আমরা লাভবান হতে পারব । সুতরাং আমরা সব সময় ধৈর্য্য ধারণ করে তারপর এই ব্যবসা করার চেষ্টা করব তাহলেই জীবনে উন্নতি করতে পারব ।
-
ট্রেড করার নির্দিষ্ট কোন সময় নাই।আপনি সপ্তাহে ২ দিন বাদে সোম থেকে শুক্র বার পর্যন্ত যখন তখন ট্রেড করতে পারেন।ট্রেডের কোন ভাল সময় নেই।ট্রেড সম্পর্কে ভাল অভিজ্ঞতা থাকলে যেকোন সময় ট্রেড করে লাভ করা যাবে।তবে সকাল ৯ টা থেকে ১ টা পর্যন্ত আর রাত ৯ থেকে ১২ টা পর্যন্ত ট্রেডিং এর উপযুক্ত সময়।