ফরেক্সে আমরা লস করি নিজেদের কারনে। ফরেক্স মার্কেটে অনেকে অল্প সময়ের মধ্যে বেশি লাভের আশায় বড় ধরনের ট্রেড দিয়ে থাকে কিন্তু মানিম্যানেজ মেন্ট ঠিক রাখে না ফলে তাকে লসের স্বীকর হতে হয়
Printable View
ফরেক্সে আমরা লস করি নিজেদের কারনে। ফরেক্স মার্কেটে অনেকে অল্প সময়ের মধ্যে বেশি লাভের আশায় বড় ধরনের ট্রেড দিয়ে থাকে কিন্তু মানিম্যানেজ মেন্ট ঠিক রাখে না ফলে তাকে লসের স্বীকর হতে হয়
আমরা ফরেক্স ট্রেডে লস করি তার অনেক কারন রয়েছে তবে এর প্রধান কারন গুলো আমার মতে আমাদের অতিরিক্ত লোভ, আবেগী মনোভাব, এবং ফরেক্স ট্রেড সম্পর্কে আমাদের কম জ্ঞান। ধন্যবাদ।
ফরেক্স মার্কেটে অনেকে অল্প সময়ের মধ্যে বেশি লাভের আশায় বড় ধরনের ট্রেড দিয়ে থাকে কিন্তু মানিম্যানেজ মেন্ট ঠিক রাখে না ফলে তাকে লসের স্বীকর হতে হয়। অনেকে না বুঝে হুজুগের মাথায় হঠাৎ করে না বুঝে ট্রেড দিয়ে বসে তাতে লস হতে হয়। তাই ফরেক্স না বুঝে করলে ক্ষতির সম্মুখি হতে হবে।
ফরেক্স মার্কেট এ আমরা চাইলেই আমাদের নিজেদের লস কে কমিয়ে নিয়ে আসতে পারি এ জন্য আমাদের কে এই মার্কেট এ ভাল করে চেষ্টা করতে হবে চেষ্টা করতে না পারলে আমরা এই ফরেক্স থেকে কোণ দিন লাভ করতে পারব না তাই আমাদের লাভ করার জন্য আমাদের কে ফরেক্স শিখতে হবে ।
বেশির ভাগ নতুন ট্রেডার ফরেক্স বিজনেস এ লস করে। এতাই স্বাভাবিক। কারন নতুন ট্রেডাররা অতটা অভিজ্ঞ না। ফলে মার্কেটের উঠানামা সম্পর্কে বুঝে উঠতে পারে না। ফলাফল যা হওয়ার তাই হয়। তবে এরূপ লস এ হতাশ হওয়ার কিছু নাই। এক সময় লাভ আসবেই।
ফরেক্স এ লস করার পিছনে অনেক কারন আছে। আপনি যদি মানি ম্যানেজম্যান্ট না মেনে ট্রেড ওপেন করেন তাহলে আপনার লস হবেই। আপনি যেই পেয়ার না বুজেন যদি শুধু লোভে পড়ে ট্রেড দেন তাহলে তো লস করতেই হবে। যেমন গোল্ড এ ট্রেড করা। ফরেক্স নিউজ যদি আপনি না বুজেন তাহলে যদি আপনি সেই পেয়ারের ট্রেড ওপেন করেন তাহলেতো লস করতেই হবে। এর সাথে সাথে আপনি যদি একই পেয়ারের বাই সেল দুইটাই দেন তাহলে লস করতে হবে।
ফান্ডামেন্টাল এনলাইসিস অনুসরন না করার কারনে মানিমেনেজমেন্ট না মেনে ট্রেড করার কারনে না বুঝে ট্রেড ওপেন ও ক্লোস করার কারনে ফরেক্স মার্কেট সম্পর্কে ভাল অভিজ্ঞতার অভাবের কারনে এবং দক্ষতা অভাব ও লোভের কারনে আমরা ফরেক্স মার্কেটে ব্যবসা করে লস করি।
লাভ ও লস ব্যবসায়ের একটি অংশ। তবে ফরেক্স ব্যাবসায়ে বেশি লস হওয়ার অন্যতম প্রধান কারন সমূহ হলো ব্যবসা সম্পর্কে অজ্ঞতা, তাড়াতাড়ি লাভবান হওয়ার আকাঙ্ক্ষা ও অসাদু উপায় অবলম্বন করা ইত্যাদি।
আমার মনে হয় ফরেক্স সম্পরকে ভাল জ্ঞান না থাকা আর একবারে বেশি লাভ করার আশায় আমরা বেশি লস করে থাকি। যদি আমরা কম লাভ আর একটু বুঝে কাজ করি তাহলে মনে হয় ভাল হবে।
আমাদের ট্রেডিং শুরু করার আগে ফরেক্স সম্পর্কে পূর্ণ ধারণা নিয়ে ট্রেডিং শুরু করা দরকার। যদি আমাদের ফরেক্স সম্পর্কে পূর্ণ ধারণা না থাকে তাহলে লস হতে পারে। এই বিষয়ে ফরেক্স এক্সপার্টদের থেকে পরামর্শ নেয়া দরকার। ধন্যবাদ