ফরেক্সে ট্রেড করার জন্য প্রথমেই একটা ভালো ব্রোকার হাউস নির্বাচন করতে হবে নতুবা দেখা যাবে আমরা অনেক দিন কাজ করার পরে ভালো একটা প্রফিট অর্জন করলাম বাট ব্রোকার পেমেন্ট দিতে গড়িমসি করেছে এমন কি নানা ছুতোয় পেমেন্ট দিলো না। আমার জানা মতে একজন ট্রেডার ট্রেড করে তিন লক্ষ্য টাকা প্রফিট করেছেন বাট পেমেন্ট দেয়ার আগের দিন ব্রোকার তার আইডি ব্লক করে দেয়।
আমাদের চারপাশে এরকম অনেক ঘটনাই ঘটে থাকে। তাই ট্রেড করার আগে অবশ্যই একটি ভালো ব্রোকার নির্বাচন করতে হবে। সেক্ষেত্রে ইনস্টা ফরেক্স আমার কাছে খুব ভালো মনে হয়। ইনস্টা ফরেক্স সারা বিশ্ব ব্যপি কাজ করছে। এবং এর গ্রাহক সংখ্যাও অনেক বেশি।