আমি ফরেক্স এর শুরুতে ইউএসডি পেয়ার নিয়ে কাজ করি , ইউএসডি পেয়ার আমার খুব ভাল লাগে ।
Printable View
আমি ফরেক্স এর শুরুতে ইউএসডি পেয়ার নিয়ে কাজ করি , ইউএসডি পেয়ার আমার খুব ভাল লাগে ।
আমার পছন্দের পেয়ার audusd . জানিনা কেন জানি প্রথম থেকে এই পেয়ার টাকে খুব ভাল লেগে যায় । ডেমো ট্রেড এ এই পেয়ার দিয়ে আমি ভাল লাভ করেছি । এখন রিয়েল ট্রেড কি হয় দেখা যাক ।
আমার পছন্দের পেয়ার হল gbp/jpy । এই পেয়ার আমার কাছে সব চাইতে বেশি ভাল লাগে । gbp/jpy পেয়ার প্রতি দিন ১০০ থেকে ১৫০ পিপ মুভ করে থাকে। সেই জন্য gbp/jpy এই পেয়ার আমার ভাল লাগে। তবে যে সব ট্রেডারদের ডিপোজিত কম তারা যেন gbp/jpy পেয়ার এ ট্রেড না করে । সবাইকে ধন্যবাদ।
ফরেক্স মার্কেট এর সব থেকে জনপ্রিয় পেয়ার হল eur/usd বেসিরভাগ নতুন ত্রেদার এতা দিয়েই ফরেক্স ত্রেদিং শুরু করে ।আমার পছন্দনিয় কয়েক্তি পেয়ার আছে জেগুলু খুব দ্রুত মুভমেন্ত করে । এগুলার মদ্ধেয় gbp/jpy eur/jpy usd/jpy অন্যতম
আমার পছন্দ eurusd, eurjpy, gbpjpy, gbpusd, usdjpy
ফরেক্সের জন্যে eursd তাই ভালো বলে আমি মনে করি ।এটি তুলনা মুলকভাবে সহজ এবং অনেক ভালো ।
There are so many currency pair in this business. but all of these i like most the uro-usd pair. because it is the most powerfull pair in the world. beside it has less risk to loss the money. that's why i like it most.
আমার মনে হয় ফরেক্স মার্কেটে পছন্দনিয় পেয়ার হচ্ছে ইউরো আর ইউসডি।আর আমার এটা খুব পছন্দ হয়।দয়া করে আপনার কোনটা পছন্দ হয় আমাকে যানান।
আমার সবচেয়ে প্রিয় হলো eur-usd
আমি মেজর পেয়ার এ ট্রেড করি যেমন eur/usd, gbp/usd, aud/usd, nzd/usd, usd/cad, usd/chf ও usd/jpy পেয়ার এ ট্রেড করি। আপনি যদি নতুন হন তবে আপনার eur/usd পেয়ার এ ট্রেড করা উচিত এই পেয়ার এ ট্রেড করলে আপনি ট্রেড ভাল বুঝতে পারবেন। এই পেয়ার এ ট্রেড করে আপনি ভাল লাভ করলে আপনি অন্য পেয়ার এ ট্রেড করতে পারেন। বেশি পেয়ার এ ট্রেড করলে আপনার ভুল করার সম্ভাবনা বেশি থাকে।