ফরেক্সে একজন ভাল ট্রেডার হতে হলে অনেক পরিশ্রম করতে হবে অনেক অভিজ্ঞতা অরজন করার পর একজন ভাল ট্রেডার হতে পারা যায় এর সাথে তার চারিত্রিক কিছু পরিবরতন আনতে হয়।কেননা সফলতা হল একটা দক্ষতার পুরষ্কার এবং এটা ধারাবাহিক কার্যক্রম আমি মনে করি যে ফরেক্স মার্কেটে আমরা যারা ট্রেডিং করি তাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে সফলতার সুত্র হল পরিশ্রম করা।
যেমন ধীর স্থির ভাবে সিদ্দান্ত নেয়া সহনশীল হওয়য়া মারকেট বুঝা।যেমন ফরেক্স মার্কেট, ডেম ট্রেড ভালভাবে করতে হবে। ফরেক্স ভাল ট্রেডার হইতে হলে অনেক ভাল ভাবে বুজে ফরেক্সে ট্রেড করতে হবে। প্রইজনে ফরেক্স এর অভিজ্ঞতা কারর কাছে ফরেক্স শিক তে হবে। তার পর ফরেক্স করতে হবে।