ভীম এবং রিয়ালের মধ্যে খুব বেশি পার্থক্য নেই, আপনি যদি কোনও ডেমো অ্যাকাউন্টে কাজ করেন তবে আপনার মধ্যে কোনও অনুভূতি থাকবে না, তবে আপনি যদি পুনরায় কাজ করেন
Printable View
ভীম এবং রিয়ালের মধ্যে খুব বেশি পার্থক্য নেই, আপনি যদি কোনও ডেমো অ্যাকাউন্টে কাজ করেন তবে আপনার মধ্যে কোনও অনুভূতি থাকবে না, তবে আপনি যদি পুনরায় কাজ করেন
ফরেক্স মার্কেটে এ ডেমো এবং রিয়েল একাউন্ট এর মধ্যে শুদু ডিপোজিট এন্ড উইথড্রগত পার্থক্য না আরো অনেক পার্থক্য আছে যেমন :ডেমো একাউন্ট এ অনেক বড়ো ব্যালান্স থাকে যে কারণে কোনো ট্রেড লস করলেও ইটা আবার রিকভার হয়ে যাই এবং আমরা কোনো ট্রেড লসে এ ক্লোস করিনা কিন্তু রিয়েল ট্রেডিং এ এরকম করার কোনো সুজুগ নাই কারণ আমাদের ব্যালান্স অনেক কম থাকে এছাড়া আমাদের সাইকোলজিক্যাল প্রব্লেম দেখা দেয়
আমার মতে ফরেক্সে যে দুই ধরনের একাউন্ট আছে ডেমো একাউন্ট আর রিয়েল একাউন্ট এর মধ্যে পার্থক্য হলো রিয়েল ট্রেডে টাকা ইনভেস্ট করা যায় লাভ হয় লস হয় ,লাভ হলে আবার সেটা উত্তোলন করা যায়। কিন্তু ডেমো ট্রেডে কোন টাকা ইনভেস্ট করতে হয় না। এখানে লাভ ও হয় লস ও হয় কিন্তু এই এমাউন্ট কোন ভাবে উত্তোলন করা যায় না । ডেমো একাউন্ট টা মূলত আমাদের শিখার জন্য হয়ে থাকে যাতে আমরা রিয়েল ট্রেডে যাবার আগে আমার টাকা খরচ না করে ট্রেডিং টা শিখে নিতে পারি
ট্রেড করেছি।প্রথমে ডেমোতে লস হত কিন্তু কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। অনেক দিন ট্রেড করার পরে আমি ডেমোতে প্রায় সময় লাভ করতাম।আমি যখন দেখলাম ডেমোতে ট্রেড করার পরে বেশীর ভাগ সময়ে লাভ হয় তখনই রিয়ালে ট্রেড শুরু করলাম।আপনি ও প্রথেমে ডেমোতে শুরু
ফরেক্স ট্রেডিং এ দুই ধরনের ট্রেডিং করা যায়।। একটি রিয়েল ট্রেড এবং অপরটি ডেমো ট্রেড।। রিয়েল ট্রেড করার সময় ফরেক্স এ আমাদের বেশ উত্তেজনা কাজ করে।। ডেমো ট্রেড রিয়েল ট্রেডের ই একটি প্লাটফর্ম।। ডেমো করা হয় ফরেক্স ট্রেডিং শেখার জন্য। ডেমো প্রাকটিস করে আমরা ফিরেক্সের গতিবিধি বুঝতে পারি এবং এতে আমাদের প্রচুর পরিশ্রম করতে হয়।
ফরেক্স ডেমো অ্যাকাউন্ট এবং ফরেক্স রিয়েল অ্যাকাউন্ট এর মধ্য কিছু পারথর্ক্য আছে।যেমন ডেমো ট্রেড আপনি যখুন খুশি তখুন ওপেন করতে পারবেন।এবং এখানে লাভ করে হাতে নিতে পারবেন না।আর রিয়েল অ্যাকাউন্ট যখুন তখুন খুলতে পারবেন না।এবং রিয়েলে লাভ করলে আপনি হাতে নিতে পারবেন।
ডেমোতে প্রফিট দেখা যায় কিন্তু তা মূল্যহীন। আর রিয়েল অ্যাকাউন্টে প্রফিট তোলা যায়। ডেমো ট্রেড করতে টাকা লাগে না। রিয়েল ট্রেড করতে টাকা লাগে। ডেমোতে ট্রেডিং প্রাকটিস করা যায় এবং এর সাথে নিজের যেকোন সিস্টেম কে যাচাই করাও যায় । ডেমোতে লস হওয়ার কোন সম্ভাবনা থাকে না। কেননা ডেমো অ্যাকাউন্ট এ টাকা ডিপোজিট করতে হয় না।
ডেমো অ্যাকাউন্ট ও রিয়েল অ্যাকাউন্ট এর ভিতরে ট্রেডিং করার দিক থেকে তেমন কোন পার্থক্য নেই। তারপরও কিছু পার্থক্য পরিলক্ষিত হয় আর তা হলো ডেমো অ্যাকাউন্ট এ ট্রেডিং করার জন্য ডিপোজিট হিসাবে ব্রোকার আপনাকে ভার্চুয়াল মানি প্রদান করে থাকবে, এবং সেটা দিয়ে আপনি ট্রেডিং করতে পারবেন পাশাপাশি ট্রেডিং করে যদি কোন প্রফিট করে থাকেন সেটা আপনি উইথড্র করতে পারবেন না। সেই সাথে যদি কোন লস হয় তাহলে সেই লস আপনার পকেট থেকে রিকভার করার প্রয়োজন হবে না। অন্যদিকে লাইভ একাউন্টে আপনার নিজের পকেট থেকে ডিপোজিট করতে হবে এবং ডিপোজিট করে ট্রেডিং করার মাধ্যমে যদি কোন প্রফিট করে থাকেন তাহলে সেই প্রফিট এর টাকা উত্তোলন করতে পারবেন এমনকি ডিপোজিট করা ব্যালেন্স উত্তোলন করতে পারবেন। তবে এখানে যদি কোন লস করেন তাহলে সেটা আপনার নিজের পকেটে থেকেই লস হবে। তাই রিয়েল একাউন্টে ট্রেডিং করার সময় খুব ভালোভাবে মার্কেট এনালাইসিস করে মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেডিং করা উচিত।
ফরেক্স মার্কেটে সাধারণত দুই ধরনের ট্রেডিং একাউন্ট দেখতে পাওয়া যায়,,, একটি হলো ডেমো একাউন্ট এবং অন্যটি হলো রিয়েল একাউন্ট । ডেমো একাউন্ট অনুশীলন করলে রিয়েল একাউন্টের অভিজ্ঞতা বাড়ে,, কিন্তু ডেমো একাউন্টে ট্রেড করে যে ডলার প্রফিট হয় সেই ডলার উত্তলন করা যায় না,,, কিন্তু রিয়েল একাউন্টের মাধ্যমে ট্রেড করে যে ডলার প্রফিট হয় সেই ডলার উত্তলন করা যায় । এটাই ডেমো একাউন্ট এবং রিয়েল একাউন্ট এর মধ্যে পার্থক্য,,,, ধন্যবাদ ।
ডিমো আর রিয়েল একাউন্ট এর মধ্যে তপাত হচ্ছে আসল ডলার আর নকল ডলার। আপনি নকল ডলার লস করলে কোন খতি নাই। তাই আপনার দক্ষতা অর্জনের জন্য ডিমো ট্রেডিং শিখা প্রয়োজন। আর এটি ৬ মাস থেকে ১ বছর শিখে নিলে ফরেক্সে ভালো প্রফিট বের করতে পারেন। তেমন রিস্ক থাকবে না। আপনাকে পুজি হারাতে হবে না।