ফরেক্স ট্রেডিং কি সবসময় লাভ জনক ব্যবসা
হ্যাঁ ফরেক্স লাভ জনক ব্যবসা । কিন্তু ফরেক্স থেকে সবাই লাভ করতে পারে না । কারন সবাই ফরেক্সে দক্ষ না হয়ে ট্রেড করে থাকে এবং লস হয় । তবে দক্ষ হয়ে ফরেক্সে ট্রেড করলে লাভ করতে পারে ।
আসলেই কি ফরেক্স লাভজনক ব্যবসা ?
আসলেই ফরেক্স সব সময় লাভজনক ব্যবসা নয়,কারণ বিভিন্ন ট্রেডার গণ বিভিন্ন সময় ট্রেডিং করতে গিয়ে কখনো প্রফিট অথবা কখনো লসের সম্মুখীন হন। এজন্য নির্দিষ্টভাবে বলা যাবে না যে করে সব সময় লাভজনক ব্যবসা। মাঝেমধ্যে অভিজ্ঞ ট্রেডার গণ মার্কেট এর বিরূপ প্রতিক্রিয়ার কারণে প্রফিট এর পরিবর্তে না করে থাকেন।এজন্য লস হওয়ার আশঙ্কাকে মাথায় রেখে প্রতিটি ট্রেডার কে খুব ভালোভাবে মার্কেট এনালাইসিস করে অংশগ্রহণ করা উচিত।