ফরেক্স হচ্ছে অনলাইন ও আন্তর্জাতিক ব্যবসা ।এখানে কেউই নির্দিষ্ট করে বলতে পারবে না যে এর পর মার্কেট কোন দিকে যাবে ।এনালইসিস করে পুরাপুরি শিওর হওয়া যায় না ।তবে এনাইসিস করার ফলে মার্কেটের কিছুটা ধারনা পাওয়া যায় ।
Printable View
ফরেক্স হচ্ছে অনলাইন ও আন্তর্জাতিক ব্যবসা ।এখানে কেউই নির্দিষ্ট করে বলতে পারবে না যে এর পর মার্কেট কোন দিকে যাবে ।এনালইসিস করে পুরাপুরি শিওর হওয়া যায় না ।তবে এনাইসিস করার ফলে মার্কেটের কিছুটা ধারনা পাওয়া যায় ।
ভাই কেউ যদি বলতে পারত মাকেট এর এক সেকেন্ড পর কি হবে তাহলে সেই পৃথিবীর সেরা ধনী হয়ে যেত। কিন্তু ভালভাবে এনালাইসিস করলে মোটামোটি একটা ধারনা নেওয়া যায়। আর এ ভাবেই সবাই ট্রেড করে থাকে। তাই আগে ভালকরে
এনালাইসিস করাটা শিখেন। তারপর ট্রেড করেন
কল কিছুর জন্য আপনি চোখের দৃষ্টি রাখেন না এবং ফার্ম থেকে ভাল লাভ করছেন যদি আপনি আমাদের হত্যা করতে চান আপনি সর্বশক্তিমান জাহান্নামে যাবেন আপনি প্রিয়জনকে পছন্দ করবেন না তাই চিন্তা
আপনি যদি ভালোভাবে এ্যানালাইসিস করতে পারেন তাহলে অবশ্যই শিওর হতে পারবেন যে মার্কেট এখুন কোন দিকে যাবে।তবে মাঝে মাঝে এ্যানালাইসিস ভূল হতে পারে।অনেক এ্যানালাইসিসের মধ্য একটা ভূল হতেই পারে।
প্রকৃতপক্ষে, ফরেক্স এমন একটি ব্যবসা যা 100% শূন্য হওয়ার দরকার হয় না, অনেকগুলি ব্রেকআপ নির্বিশেষে। যেহেতু বাজারের ধরণগুলি বোঝা শক্ত। সুতরাং আমি উল্লেখ করব যে আপনি সম্ভাব্য বাটকেন্দ্রিক তদন্ত করবেন না এবং এটি সরাসরি বিশ্বাস ছাড়া নয় the আমি মনে করি পরীক্ষার বিনিময় কম দুর্ভাগ্য। তাই আমি সাধারণত তদন্ত এক্সচেঞ্জ করি। আরও কি, সুবিধা এবং তরকারি গুচ্ছ।
এনালাইসিস করে ১০০% শিওর হওয়া যায় । কারন আপনি যদি মার্কেটটা বেশ ভালভাবে পর্যবেক্ষণ করেন, ট্রেন্ড লাইন দেখেন, সাপোর্ট ও রিজিসটেন্স গুলো যদি ভালভাবে আইডিন্টিফাই করতে পারেন, এরপর মার্কেটের বেকটেস্ট যদি নিখুদভাবে করতে পারেন তাহলে আমার ধারনা মতে আপনি বুঝতে পারবেন এবং আপনি নিজেই শিওর হবেন যে মার্কেটটা আসলে কতটুকু উপরে কিংবা নিচে যেতে পারে ।
এনালাইসিস সঠিকভাবে করতে পারলে মোটামুটি সিওর হওয়া যায়। তবে অধিকাংশ ক্ষেত্রে সঠিক হলেও কিছু কিছু সময় বিপরীত ফলাফল ও দেখা যায়।
ফরেক্স মার্কেট কখনও শিওর হওয়া যায় না কিন্তু মোটামুটি একটা ধারনা করা যায় যে মার্কেট এই পর্যন্ত যেতে পারে। তাই কখনও কনফার্ম করা ঠিক নয়। আপনার ধারনা যেটা করবেন সেটা যদি সঠিক হয় তাহলে বার বার সেই একই সিস্টেমে ধারনা করার চেষ্টা করতে হবে তাহলে আপনি সফল হবেন। আর যদি মন গড়া হিসাবে ট্রেড করার চেষ্টা করেন তাহলে আপনি কখনও ফরেক্স মার্কেট সফলতা পাবেন না। ভাল ভাবে এনালাইসিস করে ট্রেড করলে একদিকে যেমন লস এর পরিমাণ কম হবে, আর অন্য দিকে ভাল পরিমাণ লাভ করা যায়।
ফরেক্স মার্কেট এর ক্যান্ডেলিস্ট চার্ট গুলো ফলো করে মার্কেট এর ড্র একে টার্গেট করে ট্রেড করা হয়। এতে অনেক ট্রেডারগন ই সাফলতা অর্জন করে থাকেন। কিন্তু ড্র যদি সঠিক ভাবে আকতে পারেন এবং সঠিক ভাবে টার্গেট করলে তাতে সাফলতা অর্জন করা যায়। কিন্তু যদি ভুল এনালাসিস করে ড্র করে ট্রেড করেন তাহলে হয়তো সাফলতা অর্জন করা যায় না। তাই সঠিক এনালাসিস করে ট্রেড করাই শ্রেয়। ধন্যবাদ।
আমার মনে হয় ফরেক্স লাভ বা লসের পেছনে মূল কারণ হলো সঠিক এনালাইসিস করা। তবে এনালাইসিস করলেই যে লাভ হবে এমন নয়, তবে একটা অনুমান করা যায় না হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আপনি যদি যথেষ্ট সময় নিয়ে সঠিকভাবে এনালাইসিস করতে পারেন তাহলে লাভ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই এনালাইসিস করতে সকল নিয়ম কানুন মেনে সঠিক এনালাইসিস করার গুন করতে হবে