-
২০১৪ সালে যখন ফরেক্স শুরু করি তখন শুধু অবসর সময়েই ফরেক্স করতাম কিন্তু শেখার জন্য কোন সময় দিতাম না । শুধু মাথায় একটিই চিন্তা থাকত কিভাবে ফরেক্স থেকে টাকা উপার্জন করব আর ঘুরে ঘুরে বেড়াব । এভাবেই মূল্যবান সময়গুলো নষ্ট করার এতদিন পর এখন সিরিয়াসলি ফরেক্সকে অবসর টাইমে নয় পার্ট টাইম জব হিসেবে নেয়ার সিদ্ধান্ত নিয়েছি । এখন আগে শিখবো এবং সাথে কিছু ক্যাপিটাল জমাবো । তারপর ফরেক্সে ট্রেড করা শুরু করব ।
-
ভাই আমার মনে হয় আমাদের দেশে বেশিরভাগ ফরেক্স ট্রেডারই অবসর সময়ে ট্রেড করে , কিন্তু হাতে গণা হয়ত কিছু প্রোফেসনাল ফরেক্স ট্রেডার আছে । আমি বর্তমানে একজন পার্ট-টাইম ফরেক্স ট্রেডার । কিন্তু ফরেক্স কে আমার প্রোফেসনাল হিসেবে নেবার ইচ্ছে । ইচ্ছে আছে আরও কিছুদিন ফরেক্স নিয়ে পড়াশুনা করে বড় একটা ক্যাপিটাল নিয়ে ট্রেড শুরু করব ।
-
না ভাই ফরেক্স এ আমি অবসর সময়ে করি না। আমি যখন কোন কাজ করি তখন অন্য কোন কাজ না করে আমি নিয়মিত ফরেক্স করি এবং ফরেক্স এ সময় দিই। আমি ফরেক্স এ বেশীর ভাগই দিনে সময় দিই খু্ব কম আমি ফরেক্স এ রাতে সময় দেই বেশী।
-
ফরেক্স এমন একটি ব্যবসা যেখানে আপনার সকল ধরনের সুযোগ সুবিধা রয়েছে।আমার মনে পৃথিবীতে এমন কোন ব্যবসা নেই যেটি এত সুযোগ সুবিধা দিয়ে থাকে তাদের ট্রেডারদের।ফরেক্ মার্কেট সপ্তাহে ৫ দিন আর দিনে ২৪ ঘন্টাই খোলা থাকে।এটি সম্পূর্ণ মুক্ত এবং স্বাধীন একটি ব্যবসা।আপনি চাইলে যেকোন সময় ফরেক্স করতে পারেন।অনেকেই ফরেক্স করার ইচ্ছা কিন্তু সময়ের অভাবে করে উঠতে পারেনা।আমার মনে হয় সে সব ভাইদের তাদের অবসরের অল্প অল্প সময়গুলো ফরেক্স এ দেওয়া উচিত।তাহলে তারা এভাবে একসময় হয়তো ফরেক্স শিখে যাবে।আজ যারা স্টুডেন্ট চাকুরিজীবি তারা তাদের অবসরে ফরেক্স করলেও আমার মনে হয় ভাল আয় করতে পারবে।আজকাল মেয়েদের জন্য সব থেকে বড় সুযোগ এই ফরেক্স।মেয়েরা যদি তাদের অবসরের সময়গুলোকে কাজে লাগিয়ে ফরেক্স করে তাহলে তারা ভাল একটা আয় করতে পারবে সাথে সাথে নিজে আত্মনির্ভরশীল হতে পারবে এবং ফ্যামিলিকে যথেষ্ঠ সগায়তা করতে পারবে।
-
ডি ফরেক্স ট্রেডিং একটি ভাল ধারণা কারণ এটি একটি লাভজনক এবং ভাল অনলাইন ব্যবসায় এবং এটি সারা বিশ্বের ঘটছে এটি যারা এই প্লাটফর্মে কাজ করে এবং খুব স্মার্ট অর্থ উপার্জন করেন তাদের পক্ষে যারা বেকার এবং বাড়িতে নিখরচায় রয়েছেন তাদের পক্ষে এটি ভাল ধারণা is এবং এই প্ল্যাটফর্মটি আয়ের একটি ভাল উত্স
-
বেশির ভাগ সময়ই ফরেক্স করি ফরেক্স করতে আমার ভাল লাগে আমার বড় ভাইদের মতে ফরেক্স থেকে আয় করতে হলে ফরেক্স থেকে দক্ষতা অর্জন করতে হবে না হলে আয় করা সম্ভব না | তাই আমি মনে করি ফরেক্স থেকে আয় করতে হলে আর দক্ষতা অর্জন করতে পারলে তবেই ফরেক্স থেকে আয় করতে পারব |
-
অবসর সময়ে আমি অনেক বেশি ফরেক্স করি কারন আমি এখনো এমন কোনো পর্যায়ে যাইনি যে আমাকে খুব বেশি অবসর সময় কাটাতে হবে। আমি বেশিরভাগ সময়ই মার্কেট ওয়াচ করি তাতে মার্কেটে আমার ট্রেড থাকুক বা না থাকুক সব সময়ই মার্কেট পজিশন বোজার চেষ্টা করি এবং প্রাকটিস করে থাকি।
-
জী না আমি ফরেক্স শুধুমাত্র অবসর সময়ে করিনা,ফরেক্স আমার পেশা আমি এই বিজিনেস আমি সব সময় করি,আমি প্রতেক দিন ৫ ঘন্টা এই বিজিনেস এ সময় দিই,এবং মাস শেষ এ ভালো প্রফিট অর্জন করি,আমি একজন ছাত্র ফরেক্স আমার ফুল টাইম এর বিজিনেস এখন।
-
প্রতিটি শিক্ষানবিসকে এই ব্যবসাটি শুরু করার জন্য কিছু নিয়ম মেনে চলা উচিত। তাদের শুরুতে ভাল শিখতে হবে এবং ডেমো অ্যাকাউন্টে অনুশীলন করা উচিত। কারণ সঠিক জ্ঞান এবং অভিজ্ঞতা ব্যতীত আমরা এই ব্যবসায়টিতে একটি ডলারও করতে পারি না। সুতরাং এই ব্যবসায়ের ক্ষতি এড়াতে আমাদের শুরুতে ভালভাবে শিখানো উচিত।
-
ভাই আমি ছাত্র তাই আমি সব সময় ফরেক্স করি ফরেক্স করতে আমার ভাল লাগে আমার বর ভাইদের মতে ফরেক্স থেকে আয় করতে হলে ফরেক্স থেকে দক্ষতা অজন করতে হবে না হলে আয় করা সম্ভব না | তাই আমি মনে করি ফরেক্স থেকে আয় করতে হলে আর দক্ষতা অজন করতে পারলে তবেই ফরেক্স থেকে আয় করতে পারব |