আপনি যদি ফরেক্স থেকে সব পেতে চান তাহলে ভুল করবেন ।এ ক্ষেত্রে আপনার লসের সম্ভাবনা বেশি থাকে ।তাই যেখানে ট্রেডে এন্ট্রি নিলে আপনার টেক প্রফিত থাকবে স্টপ লসের দ্বিগুন ।সেখানে আপনি ট্রেড করবেন ।বেশি লোভ করতে যাবেন না ।
Printable View
আপনি যদি ফরেক্স থেকে সব পেতে চান তাহলে ভুল করবেন ।এ ক্ষেত্রে আপনার লসের সম্ভাবনা বেশি থাকে ।তাই যেখানে ট্রেডে এন্ট্রি নিলে আপনার টেক প্রফিত থাকবে স্টপ লসের দ্বিগুন ।সেখানে আপনি ট্রেড করবেন ।বেশি লোভ করতে যাবেন না ।
আমার জানা মতে একটা ওয়েবসাইট আছে যা আপনাকে সব অত্তনিতির সব নিউজ পাবেন ।আপনার একটা একাউন্ত ওপেন করতে হবে তাহলে প্রতিস্পতাহের নিউজ জানি দিবে।আমি ওয়েবসাইট টিকানা দিয়ে দিছি আপনি করে নিবেন।আপনার অনেক উপকুত হবে।তাছাড়া গুগলে ও পাবেন।www.babypips.com
ধন্যবাদ
ডেমো ট্রেড করলে আমাদের অনেক লাভ হয় তা নিম্নে দেওয়া হল।যেমন-
১।মার্কেট সম্পর্ক এ শিক্ষা লাভ করা যাই।
২।ট্রেড করার নিয়ম শেখা যাই।
৩।আমাদের নিজস্ব কিছু ভুল ত্রুটি এর সমাধান বের করা যাই।
৪।ইন্ডিকেটরের ব্যবহার শেখা যাই।
৫।ফরেক্স মার্কেট সম্পর্কে দক্ষতা অর্জন করা যাই।
আপনি বলেছে ডেমো করে লাভ কি আমার মনে ফরেক্স করতে হলে ডেমো পারতিস করতে হবে আপনি ফরেক্স মাকেট জ়ানতে ডেমো করতে হবে |আপনি যদি নিয়মিত ডেমো পাড়টীশ করেন তবে আপনি ফরেক্স থেকে আয় করতে পারবেন আপনার ফরেক্স মাকেটে সম্পরকে অনেক ধারনা হবে আপনাকে দক্ষ করে তুলবে |
ডেমোতে ট্টেড করলে কোন টাকা লাভ হয় না । কিন্তু ডেমোতে ট্টেড করলে রিয়েল যখন ট্টেড করব তা সঠিক ভাবে দিতে পারি তা জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করা যায়। ফোরেক্স মার্কেট এমন একটা ব্যবসা যা কিনা ভাল অভিজ্ঞতা ও দক্ষতা না থাকলে ফরেক্স থেকে আয় ও সাফলতা অর্জন করা যায় না।
ডেমতে ট্রেড করলে লাভ লস সম্পর্কে ভাল ধারনা হয়। ট্রেড সম্পর্কে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করলে আমরা ফরেক্স এ ভাল ট্রেডার হতে পারব । ডেম ট্রেড থেকে আমরা যথেস্ট অভিজ্ঞতা অরজন করতে পারি ডেম ট্রেডিং এর মাধ্যমে।ডেমো একাউন্টটে ডলার নিয়ে প্যাকটিস করলে আপনি ফরেক্স এর বিভিন্ন কৌশল গুলো শিখতে পারবেন । এবং নিজের ভুল গুলো সুধরে নিয়ে সঠিক নিয়মে ট্রেড করা যায়। সহজ করে বললে ডেম ট্রেড আমাদের শিক্ষা গুরু।
ডেমো ট্রেডিংয়ের মাধ্যমে আপনি ফরেক্সের বিভিন্ন কৌশল গুলো শিখতে পারবেন । ফরেক্স খুবই রিক্সি ব্যবসা । ফরেক্স এ ডেমো ট্রেড অধীক গুরুত্বপূর্ন রয়েেছে । যদি ভাল করতে চান তাহলে ডেমো ট্রেড বেশি করে করুন । ডেমো প্রাকটিস ছাড়া ফরেক্স ট্রেডিং শেখা সম্ভব নয় । অামরা বেশী করে ডেমো ট্রেড করব ।
ডেমো ট্রেডিংয়ের মাধ্যমে আমরা ফরেক্সের বিভিন্ন কৌশল গুলো শিখতে পারি । বিভিন্ন ট্রেডিং স্ট্রাটেজি টেস্ট করতে পারি । ডেমো ট্রেড আর রিয়েল ট্রেড সম্পুর্ন একই শুধু পার্থাক্য হলো ডেমোতে ট্রেড করতে হলে ইনভেষ্ট করা লাগে না আর রিয়েল আ ট্রেড করতে হলে ইনভেষ্ট করা লাগে । আর ডেমোতে ট্রেড করে প্রফিট টা তোলা যায় না আর রিয়েল ট্রেডে লাভ করে যেকোন সময়ে তুুলতে পারা যায় ।
আমি মনে করি ডেমোতে ট্রেড করা মানে একজন সফল ট্রেডার হয়ার পথে এগিয়ে চলা। আপনি ডেমোতে ট্রেড করে নিজেকে একজন দক্ষ ট্রেডার হিসেবে গড়ে তুলতে পারেন। কারন ডেমো ট্রেড হলে ফরেক্স শিখার মাধ্যম। ডেমোতে ট্রেড করে আপনি নিজের লস এবং লাভ এর কারন নির্ণয় করতে পারবেন। ডেমোতে ট্রেড করে যদি আপনি লস করেন তাহলে আপনার কন লস নাই কারন ডেমো অ্যাকাউন্ট এর ডলার হল ভার্চুয়াল। পরে আপনি নিজে নিজে বুজতে পারবেন কিভাবে আপনি লস করছেন।
ডেমো ট্রেড করলে যে কি লাভ সেটা বলে বুঝানো যাবে না। ফরেক্স এ ডেমো করে নিজকে দক্ষ করা সম্ভব। কিন্তু না আমরা তা করি না। আমরা সরাসরি লাইভ শুরু করে দেই। যার ফলে আমাদের নিজদের পকেটের টাকা আমরাই লস করে হারিয়ে ফেলি।