-
ফরেক্স ট্রেডিং জুয়াখেলা নয় বরং এটা জুয়া খেলার মত করে ধরতে পারেন। কেননা এই মার্কেটে লাভ যত দ্রুত করা সম্ভব তত দ্রুত লস করাও সম্ভব।আপনি নিজেই বলবেন যে এটা আসলেই পিয়র একটা ব্যবসা, এতে কোন প্রকার ভেজাল নেই এবং এটি ১০০% হালাল একটা ব্যবসা। সুতরাং ফরেক্স ট্রেডিং কখনই জুয়া খেলা নয়।আমাদের মুসলিমদের জন্যও ফরেক্সে সুদমুক্ত ইনকামের ব্যবস্থা আছে । তাই অামি মনে করি যে ফরেক্সে ইনকাম করার একটা সেরা উপায় যার মাধ্যমে আমরা আয় ইনকাম করতে পারি এবং ভালো কিছু করতে পারি ।অামরা অবশ্যই ফরেক্স ব্যবসা দক্ষতার উপর নির্ভর করবে । অামরা ফরেক্স ব্যবসা এ্যানালাইসিস করে তারপর করার চেষ্টা করব।
-
ফরেক্স মার্কেটকে অনেকেই জুয়া খেলা মনে করতে পারে তবে আমার কাছে ফরেক্স কোন জুয়া খেলা না । আমার কাছে ফরেক্স একটা পেশা আর আমি আমার পেশাকে কখনো জুয়া মনে করিনা । আমার মনে হয় যারা ফরেক্স কে জুয়া খেলার সাথে শামিল করে তারা প্রত্যেক ব্যবসাকেই জুয়া মনে করতে পারে। ফরেক্স তখনই জুয়ার পর্যায়ে যাবে ধরুন আপনার ক্যাপিটাল ১০০ ডলার আপনি ২ ভলিউম দিয়ে ট্রেড করলেন তখন এটা জুয়া বলতে পারেন আর যদি এই ১০০ ডলার ক্যাপিটাল এ আপনি ০.১০ দিয়ে ট্রেডটি ওপেন করেন তাহলে এটা জুয়া হবেনা ।
-
ফরেক্স ট্রেডিং জুয়া খেলা না।জুয়া খেলতে হলে আপনাকে সবকিছু ভাগ্যর উপর ছেড়ে দিতে হয়।কিন্তু ফরেক্স এ আপনার দক্ষতা অভিজ্ঞতা দিয়ে ব্যবসা করতে হয়।ফরেক্স কে যারা জুয়া মনে করে দুনিয়ার সব ব্যবসাই তাদের কাছে জুয়া।তাদের নেই কোন দক্ষতা নেই কোন কাজ করার মন মানসিকতা।জুয়া খেলতে গেলে আপনি নিঃস্ব হয়ে যেতে পারেন কান্তু ফরেক্স এ আপনার ব্যালেন্স জিরো হতে পারে।ফরেক্স এ আপনি চাইলেই আপনার ক্যারিয়ার গড়তে পারেন কিন্তু জুয়াতে কখনোই সেটা সম্ভব না।ফরেক্স ট্রেডিং কখনোই জুয়া খেলা হবেনা যদি আপনি দক্ষতা এবং অভিজ্ঞতার সাথে ট্রেড করতে পারেন।
-
ফরেক্স ব্যবসা হল একটি বানিজ্যিক ব্যবসা । এ ব্যবসার মূল নীতি হল এক দেশের রাষ্ট্রের মুদ্রার সাথে অন্য দেশের মুদ্রার দাম ওঠা নামা করা । কারণ ব্যবসায়ী মন সবসময় সবকিছু হিসাব করে চলে আর এখানে বিশ্লেষণ ছাড়া ট্রেড করা সম্ভব নয়। আর কোন কিছু বিশ্লেষণ ছাড়া আপনি যদি ট্রেড করতে চান তাহলে মুনাফার পরিবর্তে আপনার ক্ষতিই বেশি এক কথায় বলা যায় যে ফরেক্স ট্রেডিং হল বিভিন্ন দেশের মুদ্রা কেনা-বেচা করার বাজার। এখানে বিভিন্ন দেশের মুদ্রা দাম প্রতি মুহুর্তে উঠানামা করে আর এরই মধ্যে ভাল ভাবে বুঝে ট্রেড করতে হয় এবং ট্রেডারের কৌশলের উপর ভিত্তি করে লাভ অথবা লস গুনতে হয়। যা কোন জুয়ার নিয়মের মধ্যে পরেনা।
-
ফরেক্স ট্রেডিং কে জুয়া খেলা বলা যাবে না। কারন ফরেক্স এবং জুয়া সম্পর্ন আলাদা। ফরেক্স এ অনেক নিয়ম কানুন আছে। আর ফরেক্স এ টাকা ইনভেস্ট করে কম বা বেশী আয় করতে পারা যায়। কিন্তু জুয়া খেলা সম্পূর্ন ভাগ্যর উপর নির্ভর করে।
-
এটা কিভাবে জুয়া খেলা হয়? ধরেন আপনার কাছে ১ লক্ষ টাকা আছে যা দিয়ে আপনি ৮৭০ ডলার ক্রয় করলেন কিছুদিন বা কিছুসময় পর দেখলেন ৮৭০ ডলারে ১ লক্ষ ১০ হাজার টাকা পাওয়া যাচ্ছে তখন আপনি বিক্রয় করে দিলেন। ফলে আপনার মুনাফা হল ১০ হাজার টাকা এটা কিভাবে জুয়া হল। আপনার লাভ-লস দুটোই হতে পারত। এখন কেউ যদি বলে এটা ভাগ্যের ওপর নির্ভরশীল জুয়ার মত। তাহলে আমি বলবো সকল ব্যবসায়েই ভাগ্যের ওপর নির্ভর করতে হয়। কোন ব্যবসায়ি বলতে পারবে না যে সে লাভ করবেই। যারা বুঝেশুনে এই ব্যবসায় করে তাদের কাছে এটা ব্যবসায়, আর যারা আন্দাজে ট্রেড করে তাদের কাছে এটা জুয়ার মত লাগে।
-
ফরেক্স ট্রেডিং কারো কাছে ব্যাবসা আবার কারো কাছে জুয়া যে যেভাবে নেয়। যারা ভালো ভাবে ট্রেডিং জানে তাদের কাছে ব্যাবসা আর যারা জানেনা তারা আন্দজেই জুয়া মনে করে বাই সেল করে থাকে আর সেক্ষেত্রে লস করার সম্ভাবনা কয়েক গুন বেশি। তাই এখানে বুজেশুনেই ট্রেডিং করা উচিত জুয়া মনে করলেই লসে পড়তে হবে।
-
ফরেক্স ট্রেডিং জুয়া খেলা নয়। ফরেক্স হল একটি ব্যবসা। ব্যবসার যেসকল গুনাগুন থাকা প্রয়োজন তার সবগুলোই ফরেক্সের মধ্যে রয়েছে। যেমন ব্যবসা করতে হলে মূলধনের প্রয়োজন হয় তেমনি ফরেক্স ট্রেডিং করতে হলেও মূলধনের প্রয়োজন। ব্যবসায় যেমন লাভ লস রয়েছে ফরেক্সে তেমনি লাভ লস রয়েছে। ব্যবসায় যেমন পণ্য ক্রয়-বিক্রয় করা যায় ফরেক্সেও তেমনি কারেন্সি মূল্যবান ধাতু বা ক্রিপ্টোকারেন্সি ক্রয় বিক্রয় করা যায়। সুতরাং নির্দ্বিধায় বলা যায় ফরেক্স একটি ব্যবসা।
-
জুয়া এবং ফরেক্স এই দুটির মধ্যে রয়েছে আকাশ পাতাল ব্যবধান । যাদের ফরেক্স সম্পর্কে কোন জ্ঞ্যন নেই তারাই ফরেক্স সিস্টেমটি দেখে সহজ মনে করে এই মন্তব্য করে বসেন । কিন্তু ওই ব্যক্তিই যদি ফরেক্স শেখার এবং পর্যালোচনা করার জন্য এক্তু সময় দেন তাহলেই বুঝতে পারবেন যে তার ধারনা কতখানি ভুল ছিল । একটি ক্লিক করেই ট্রেড ওপেন করা যায় বিধায় কেউ কেউ মনে করেন এখানে শেখার কিছু নেই । শুধু ভাগ্যের উপর ছেড়ে দিয়ে বাই বা সেল ট্রেড ওপেন করলেই হয়ে যাবে যা অনেকটা জুয়া খেলার মতই ভাগ্যের উপর নির্ভরশীল ।
-
ফরেক্স ট্রেডিং এবং জুয়া দুটি বিষয়কে এক করে দেখার কোনো কারণ নেই কারণ ফরেক্স মার্কেট হলো আন্তর্জাতিক কারেন্সি মার্কেট যেখানে প্রতিদিন বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রার ক্রয়-বিক্রয় করা হয়ে থাকে। আমরা নিশ্চয়ই সকলেই শেয়ার মার্কেট এর ব্যাপারে কমবেশি জানি শেয়ার মার্কেট একটি দেশের অর্থব্যবস্থাকে শক্তিশালী করণের ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করে যেখানে শেয়ারহোল্ডারদের সরব উপস্থিতি মার্কেটকে অনেক বেশি শক্তিশালী করে এবং দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখতে কার্যকর ভূমিকা পালন করে ফরেক্স মার্কেট কেউ মুদ্রা ক্রয় বিক্রয় অন্যতম প্রধান মার্কেট হিসেবে ধরা হয় যেখানে বিশ্বের প্রতিটি দেশের অর্থের মূল্যমান কম-বেশি হওয়ার সাথে সাথে এই মার্কেটের ট্রেডাররা লাভ লস করে থাকে ফলে ওই অর্থে বিবেচনা করলে ফরেক্স মার্কেটে আন্তর্জাতিক শেয়ার মার্কেট ও বলা যেতে পারে। সুতরাং শেয়ার মার্কেট কে যখন আমরা জুয়া ব্যবসা বলছিনা ফলে ফরেক্স মার্কেটকে জুয়ার মার্কেট বা জুয়া ব্যবসা মনে করার কোনো যৌক্তিক কারণ নেই।এই মার্কেট আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থা কে সচল রাখার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করছে যেখান থেকে প্রত্যেক দেশের মানুষই অর্থোপার্জন করছে এবং বিশ্ব অর্থনীতিকে শক্তিশালী করতে রাখছে কার্যকর ভূমিকা।