- 
	
	
	
	
		আর সেটা ট্রেড করে আপনাকে লাভ করতে হবে জা আপনি উথাতে পারবেন। মেন জিনিস হল আপনি জদি ভাল ট্রেড না পারেন তাহলে আপনার বোনাস নিয়েও লাভ নাই কারন সবি লস হয়ে যাবে।  কিন্তু আপনি যদি শুধুমাত্র বোনাসের আশায় পোস্ট করতে থাকেন যদি আপনার জানার এবং শেখার আগ্রহ না থাকে তবে আপনি এই বোনাসের টাকা দিয়ে ফরেক্স মার্কেটে খুব বেশিদিন টিকে থাকতে পারবেন না।
	 
 
- 
	
	
	
	
		ফরেক্স মার্কেটে পোস্ট হতে হবে অবশ্যই ফোরাম কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী । আমরা যারা ফরেক্স মার্কেটে ট্রেড করি তারা জানি যে এই মার্কেটে ট্রেড করার মাধ্যমে আমরা অনেক কিছূ শিখতে পারি । তবে তার আগে আমাদের দক্ষ হয়েই রিয়েল মাঠে খেলতে নামতে হয় । ফরেক্সে ট্রেড করে সফলতা অর্জন করতে চািইলে ফোরামের পোস্টিং বোনাসের যথার্থ ব্যবহার করার কোন বিকল্প নেই ।বেশি করলে বুঝতে হবে আপনি বোনাস শিকারী তাই নিয়মিত পোস্ট করুন মানসম্মত এবং উপকারী।আমি যখনই সময় পাই তখনই পোস্ট করি দিনপ্রতি ৫ থেকে ১০ টা পোস্ট হয়।
	 
 
- 
	
	
	
	
		আপনি পোস্ট করবেন আর মাস শেসে আপনার বেলেন্স এ ডলার জমা হবে জা দিয়ে আপনি ট্রেড করতে পারবেন। আর সেটা ট্রেড করে আপনাকে লাভ করতে হবে জা আপনি উথাতে পারবেন। মেন জিনিস হল আপনি জদি ভাল ট্রেড না পারেন তাহলে আপনার বোনাস নিয়েও লাভ নাই কারন সবি লস হয়ে যাবে।
	 
 
- 
	
	
	
	
		আপনি বাংলা ফোরাম সাইটে সর্বমোট ১২৫০ টি পোস্ট মাসে করতে পারবেন।তার মানে আপনি প্রতিদিন ৮ ডলারের একটু আয় করতে পারেন কারন প্রতি পোস্টের জন্য আপনি পাবেন ২০ সেন্ট করে।তবে বাংলা ফোরামে আপনি ফরেক্স সম্পর্কিত পোস্ট করতে হবে নয়ত ব্যান খাবেন।
	 
 
- 
	
	
	
	
		ফোরাম পোস্ট থেকে আমরা প্রতি মাসে ২৫০ ডলার পর্যন্ত বোনাস পেতে পারি। সেজন্য মাসে ১২০০ টি পোস্ট করা যেতে পারে। কিন্তু আমরা যদি বেশি পোস্ট করি তাহলে হয়তো সেগুলো গণনা নাও হতে পারে। তাই প্রতি মাসে ২৫০ ডলার সমমান পোস্ট করলেই আমাদের পরিশ্রম অনেক কম হবে।
	 
 
- 
	
	
	
	
		বাংলা ফোরামে দিনে সর্বোচ্চ ৫০ থেকে ৬০ টা
পোষ্ট দেওয়া যেতে পারে । কিন্তু আমরা যদি
দক্ষতা অর্জন করে গুণ সম্মত পোষ্ট দিয়ে থাকি
তাহলেই আমরা ডলার অায় করতে পারব । সুতরাং
পোষ্টগুলো যেন ভালো হয় সেদিকে লক্ষ্য রাখতে
পারবে । অতএব অামরা সব সময় ধৈর্য্য ধারণ করে
ফরেক্স ব্যবসা করার চেষ্টা করব তাহলেই লাভবান
হতে পারব ।
	 
 
- 
	
	
	
	
		প্রথম অবস্থায় আমি 30-40 টি পোষ্ট করলেও এখন 10-15 টির বেশি পোষ্ট করতে পারি না। তবে বর্তমান নিয়ম অনুযায়ী 10-20 টির বেশি পোষ্ট করা উচিত নয়। আর কপি পোষ্ট থেকে অবশ্যই বিরত থাকতে হবে। অনেক মাসে আমি 50 টি পোষ্ট করতে পারি না। তবে নিয়মিত পোষ্ট পড়ার চেষ্টা করি। তবে অভিজ্ঞ ভাইদের কাছে আরো ভালভাবে জানতে চাই যে, বেশি পোষ্ট করায় কোন প্রকার সমস্যা আছে কি? থাকলে অবশ্যই জানবেন।।।। ধন্যবাদ ।।।
	 
 
- 
	
	
	
	
		প্রতিমাসে ফরেক্স ফোরাম পোস্ট করে অবশ্যই 250 ডলার বোনাস পাওয়া যায়। তবে যদি দিন প্রতি  25 থেকে 30 টা পোস্ট করা যায়। তবে শুধু পোস্ট করলেই চলবে না পোস্টগুলোর মান সম্মত হতে হবে। যাতে ফরেক্স ফোরামের সকল সদস্যরা পোস্ট গুলো পড়ে অনেক আনন্দ উপভোগ করে। সব সময় পড়তেই মন চাই। পোস্টগুলো পড়ে যাতে জ্ঞান অর্জিত হয়। ফরেক্স সম্পর্কে জানা যায়। এতে লাইক বেশি পাওয়া যায়। তবে বেশি বোনাস পাওয়া সম্ভব হবে। কিন্তু উল্টাপাল্টা লেখালেখি করলে বোনাস পাওয়া যাবেনা। কাজেই ফরেক্সে ফোরামের পোস্ট করার আগে ভালোভাবে জেনে শুনে পোস্ট করাই ভালো। এতে ভাল আয় করা যায়। ব্রোকাররা লাইকের ওপর ভিত্তি করে বোনাস প্রদান করে থাকেন।
	 
 
- 
	
	
	
	
		ফরেক্স বাংলা ফোরামে দিন প্রতি কত ডলার আয় করা সম্ভব এবং কত বোনাস পাওয়া যাবে এ সম্পর্কে জানতে চাই প্রবীণ ফরেক্স ট্রেডারদের কাছে । এবং প্রতি দিন কত সংখ্যক পোস্ট করতে হবে । আপনাদের অনেক দিনের অভিজ্ঞতা গুলো এখানে শেয়ার করুন এবং নতুন ট্রেডারদের জানতে ও শিখতে সহযোগিতা করুন ।
	 
 
- 
	
	
	
	
		ফোরামে আমরা এক মাসে কি পরিমাণ পোস্ট করি সেই সংখ্যার উপর ভিত্তি করে ফোরাম আমাদেরকে বানাস প্রদান করে না। বরং আমাদের পোস্টের গুণগতমান অর্থাৎ আমাদের পোস্টটা কতটুকু যুক্তিসঙ্গত এবং আমাদের পোস্ট পড়ে নতুন এবং অন্যান্য ট্রেডাররা কতটুকু উপকৃত হবে সর্বোপরি আমাদের পোষ্টেটি অন্য ট্রেডারদের কাছে কতটুকু পছন্দনীয় সবকিছুর উপর নির্ভর করে ফোরাম আমাদেরকে বোনাস প্রদান করে থাকে। তাছাড়া আপনি জেনে থাকবেন যে যদি আমাদের একটি পোস্ট  মানসম্মত হয় এবং সেটা যদি মডারেটরের কাছে পছন্দনীয় হয় তাহলে শুধুমাত্র একটি পোষ্টের জন্য ও 50 ডলার বোনাস পাওয়া যেতে পারে। তাই আমার মতে প্রতিদিন অনেক বেশি পোস্ট না করে মানসম্মত, তথ্যবহুল ও যুক্তিনির্ভর সর্বোচ্চ 10 টা পোস্ট করাই যথেষ্ট *।